তথ্য প্রযুক্তির উন্নয়ন ও শিক্ষার প্রসারের ফলে আমাদের দেশের ছাত্রছাত্রীদের একটি বড অংশ এখন উচ্চ শিক্ষার জন্য বিদেশে পডাশুনার ব্যাপারে খুবই আগ্রহী। বিদেশে অধ্যয়ন আপনার শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে যা আপনাকে এবং আপনার জীবনকে চীরদিনের জন্য পরিবর্তন করে দিতে পারে। আপনি বিদেশে অধ্যয়নের পরে কোনকিছুই আর আগের মতো থাকবে না। আপনার দৃষ্টিভঙ্গি হবে বিশ্বব্যাপী, আপনার মনোভাব হবে আন্তর্জাতিক এবং আপনি চিরকালের জন্য কিছু স্মৃতি লালন করবেন। আপনার রিজিউম(জীবন বৃত্তান্ত) নিশ্চয় আরো চিত্তাকর্ষক হবে এবং আপনার ভাষা দক্ষতা উন্নত হবে।কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, উচ্চ শিক্ষার জন্য বিদেশে গমন ও শিক্ষার এই প্রসারের ধারাবাহিকতায় দেশের আনাচা কানাচে এখন গডে উঠেছে অসংখ্য ভূয়া স্টুডেন্ট ভিসা প্রসেসকারী প্রতিষ্ঠান (কন্সালটেন্সি সেন্টার)। এরা অত্যন্ত সুকৌশলে আপনার ভিসা প্রসেস, ভর্তি ও নানান বিষয়ের কথা বলে মোটা অংকের একটি ফি আদায় করবে অথবা এমন একটা চুক্তি করবে যাতে আপনি পরবর্তিতে ফি দিতে বাধ্য থাকেন। সম্প্রতি আমার এক বন্ধু এমন প্রতারনার শিকার হয়ে অনেক টাকা লস দিয়েছে। তাই উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ যাওয়ার পূর্বে একটু সময় নিন। সর্বপ্রথম যে ভিসা প্রসেসকারী প্রতিষ্ঠান বা ব্যাক্তির মাধ্যমে যাবেন তার ব্যাপারে খোজখবর নিন।তার অতীত রেকর্ড জানুন,যেকোন প্রকার অগ্রীম লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। যে দেশটিতে যেতে চান সেদেশটির বর্তমান অর্থনীতির অবস্থা, পার্টটাইম কাজ পাওয়ার সম্ভাবনা রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি বিষয়ে জানুন।সে দেশটির ভাষা যাওয়ার পূর্বেই আয়েত্তে আনার চেষ্টা করুন।যদিও উচ্চ শিক্ষার প্রথম সারির অধিকাংশ দেশের ভাষাই ইংলিশ এবং IELTS এ ভালো স্কোর ছাডা আপনি যেতে পারবেন না। সুতরাং একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে সতর্কতার সাথে কাজ করুন প্রতারনা থেকে বাচুন।
স্টডেন্ট ভিসা, স্কলারশীপ ও শিক্ষা সম্পর্কিত আরো বিস্তারিত জানতে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন
আমি milonfci। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এ কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত আছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।