টেকটিউনস সবার কাছে যে কত প্রিয় তা এই কয়েক দিনে বুঝেছি।
আমি নিজে ৫০+ এসএমএস পেয়েছি, "শুধু টেকটিউনসের কি হয়েছে এই নিয়ে"
অনেকে বলেছে টেকটিউনস হ্যাক, আবার কেউ বলে ভেগেছে। আমি নিরব থাকি।
এমনও কিছু প্রযুক্তি প্রেমী পেয়েছি, যারা বলেছে ১ সপ্তাহ বা ১ মাসের সমস্যা হলে আমরা মেনে নিচ্চি ভাই। কিন্তু ঠিক হবে তো?
উনাদের কষ্ট দেখে সত্যি আমারও কষ্ট হতো।
যাইহোক আমাদের প্রাণপ্রিয় ও বিশ্বের সবচেয়ে বড় বাংলা প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক টেকটিউনস আবার আমাদের মাঝে হাজির।
আবার চলবে প্রযুক্তি নাস্তা অবিরিত। সাথে আমিও থাকছি আপনাদের সাথে।
"একটা জিনিস মনে রাখবেন ভালো জিনিসের সাথে আল্লাহ থাকে, আর কিছু ভালো মানুষ"
টেকটিউনস না থাকলে বাংলাদেশের প্রযুক্তির কি হবে।
এখন থেকে আশা করি, আবার আমরা আমাদের সেই টেকটিউনসকে পেয়ে যাচ্ছি।
সাথে থাকুন। 🙂
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
Bhi Ami protidin try kortam techtune. kinto server not found. may be here was domain expire
i am happy now tt is come back
thanks