মুক্তিযুদ্ধ, ১৯৭১
প্রতিটি বাংলাদেশীর চিন্তা, চেতনা, মেধা, মননে ছড়িয়ে।
প্রতি বছর আমরা পালন করি বিজয় দিবস। নানান আয়োজনে। শুনি অনেক বীর সেনানীর গল্প। কিন্তু আমরা এত বছরে কয়জনের যুদ্ধের গল্প শুনেছি ? অনেকের বীরত্বের গল্প থেকে গেছে আড়ালে। এই ভাবনা থেকেই CP গ্যাং সিদ্ধান্ত নেয় আড়ালে থাকা সেই সব মুক্তির গল্প শোনার, সেদিনের মুক্তির গল্প শোনানোর। সেই সব গল্প শোনানোর জন্যই CP গ্যাং প্রোডাকশন্স এর নিবেদন ' মুক্তির গল্প '.... আপাতত শোনানো হলো CP গ্যাং সদস্যদের পরিবারের মুক্তিযোদ্ধাদের গল্প। এই ইবুক প্রকাশে CP গ্যাং এর লক্ষ্য ছিলো নির্দিষ্ট। বাংলাদেশের গল্প শোনানো, বঙ্গবন্ধুর গল্প শোনানো আর মুক্তির গল্প শোনানো। যে গল্পগুলো শুনে নাড়া পড়বে পাঠক হৃদয়ে। যে বুকফাটা আর্তনাদের ধ্বনি শুনে পাঠক মনে নাড়া দিবে সেদিনের বেদনার কথা। যে চিৎকার শুনে পাঠক মনে উদ্বেলিত হবে সেদিনের বিজয়ের অনুভুতিতে, সেই গল্প শোনানো। সেই গল্প, যে গল্পের ত্যাগের কাহিনী শুনে, কষ্টের বর্ণনায় আপনি বুঝতে পারবেন কত কষ্টের ফল এই বাংলাদেশ, যেখানে আজ আমি আপনি দাড়িয়ে আছি, স্বাধীনভাবে আছি। সে গল্প শোনানো, যে গল্প শোনার পর আরও দৃপ্ত হবে আপনার শপথ। বাংলা মা’কে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ করে গড়ার, বিভেদ ভুলে দেশের জন্য হাতে হাত রেখে লড়ার, ধন ধান্যে পুস্পে ভরা বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন প্রতিটি মুক্তিযোদ্ধা, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেদিন ত্যাগ স্বীকার করা সকল আবাল বৃদ্ধ বনিতা। সেই বাংলাদেশের স্বপ্নই দেখে CP গ্যাং। এই স্বপ্নের হাত ধরেই এই ‘মুক্তির গল্প’ ..... ধীরে ধীরে আড়ালে থাকা আরো অনেক মুক্তিযোদ্ধাদের গল্প শোনানোর প্রয়াস চালিয়ে যাবে CP গ্যাং। আমাদের সামর্থ্য সীমিত কিন্তু লক্ষ্য গগনচুম্বী আর তাই সেই স্বপ্নের আকাশ ছুঁয়ে দেখবোই আমরা, কোন একদিন। বীরদের গল্প চলতে থাকবে, চলতে থাকবে 'মুক্তির গল্প'।
আশা রইলো ইবুকটি পড়বেন এবং আপনার সুচিন্তিত মতামত দিয়ে আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবেন
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।