আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা ছাড়াও অন্যান্য চাহিদা পূরন করবার জন্য বিনিময়ের মাধ্যম হিসাবে আমরা টাকা ব্যবহার করে থাকি। আর সেই টাকাই আমাদের দেশের কিছু সংখ্যক লোকের দ্বারা কলঙ্কিত হচ্ছে!! আজকাল আমরা টাকা হাতে পেলেই দেখতে পাই টাকার গায়ে লেখা অশ্লীল ভাষা ছাড়াও নর-নারীর মোবাইল নাম্বার। 😥
কিছু দিন আগের কথা-আমার এক বন্ধু ১০ টাকার একটা নোট এনে আমাকে দেখালো। দেখতে পেলাম টাকার গায়ে সুন্দর করে লেখা-ভালবাসা চাই ০১৭০০০০০০। সেই নাম্বারটিতে ফোন দিয়ে বন্ধু আমাকে বলল, সে যৌন পল্লীর একজন সদস্য। বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল টাকার উপর লেখাটা কি আপনিই লিখেছেন। উত্তর এসেছিল-‘না’।
তাহলে প্রশ্ন-কে লিখেছে? তাছাড়াও টাকার গায়ে লেখা পাওয়া যায়- 'আমার ভালবাসা জরিনা, তুমি আমার, অমুক+তমুক' ইত্যাদি। ... আবার অনেকেই টাকার হিসাবটা টাকার উপরই সেরে নেন যোগ-বিয়োগের মাধ্যমে।
তাই আমি দেশের সর্বস্তরের মানুষের প্রতি দৃষ্টি নিক্ষেপ করছি, যে টাকা দ্বারা আমরা খাদ্য, বস্তু, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, স্বাস্থ্য ইত্যাদি কাজের বিনিময়ের মাধ্যমে বা দলিল হিসাবে ব্যবাহার করছি সেই টাকার গায়ে কলঙ্ক লাগাবেন না। টাকাকে কলঙ্ক মুক্ত রাখার জন্য সর্বপ্রথম যা প্রয়োজন বলে আমার মনে হয় তা হল-‘গনসচেতনতা’। আর এজন্য সরকারেরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি।
লেখাটি টেক সংক্রান্ত না জানি। তবে টিটির মাধ্যমে কিছুটা গণসচেতনতার চেষ্টা............।–আশা করি কেউ কিছু না বলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টি। আর দয়া করে টিউনটি শেয়ার করবেন প্লিজ।
আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!
🙁