আসসালামু আলাইকুম। সবাকে শুভ রাত্রি। কেমন আছেন আপনারা সবাই আশাকরি সবাই ভালো এবং সুস্হ আছেন। আজ আমি আপনাদের নতুন কোন টিউন উপহার দিতে আসিনি। আজকের টিউন মুলত লেখার উদ্দেশ্য একটাই তা হল ফেসবুক, উইকিপিডিয়ার মত টেকটিউন্স কে সকল অপারেটরের কাছে ডাটা চার্জ ফ্রি একটা সাইটে পরিনত করে নেয়। আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ছাড়াও উইকিপিডিয়া এর ওয়েবসাইট ফ্রি ব্রাউজ করতে দেয়া হয়ে থাকে। এমন কি বিক্রয়.কম, এক্ষনি.কম ইত্যাদি সাইট হুলোও ফ্রি ব্রাইজ করতে দেয়া হয়। অথচ আমাদের প্রান প্রিয় টেকটিউন্স কে ফ্রি ব্রাউজ করতে দেয়া হয় না । কিন্তু...
এবার আসুন দেখাযাক আমাদের কি করতে হতে পারে
এবার সবার কাছে অনুরোধ থাকবে সমস্ত অপারেটরদের অফিসিয়াল কম্প্লিন বক্স ও তাদের ফেসবুক পেজ গুলোতে http://www.techtunes.io ফ্রি ব্রাউজিং করতে দেবার দাবি জােনিয়ে পোষ্ট দেয়া।
এখানে ২ কোটির অধিক ভিজিটর আছে এদের মাধে ৫ লাখ ও যদি এ দাবি তুলে ধরে তাহলে তারা অবস্যই আমাদের দাবিটি বিশ্লেষন করে দেখবে।
নিচে কিছু অপারেটরের ফেসবুক পেজ লিংক দেয়া হল
সবাইকে দাবিটি উপস্হাপনের জন্য অনুরোধ করছি।
যদি পারেন কেই টিউনমেন্টে এই বিষয়ের উপর একটা সর্ট দরখাস্ত লিখে দিন যাতে সবাই তা কপি করে ওেদের পেজে দিতে পারে। তবে সবাই নিজেন নিজের মত করে দবিটা উপস্হাপন করলে সবচেয়ে ভালো হয়।
চাইলে নিচের স্টাটাসটি কপি করে পেষ্ট করে দিতে পারেন। এটা তুহিন ভাই Mobile Operator গুলোর সাথে শেয়ার করেছে।
টেকটিউন্স.কম.বিডি (www.techtunes.io) বাংলাদেশের সবচেয়ে বড় টেকনোলজিষ্ট সাইট।
যা বর্তমানে বিশ্বের ৭১৯৬ নম্বর ও বাংলাদেশে ৩৫ নম্বর ওয়েব সাইট (এ্যালেক্সা র্যাংকিক ০৪-১২-২০১৪ ইং অনুযায়ী)
প্রতিদিন হাজারো টেকিপ্রিয় মানুষ টেকটিউন্স ভিজিট করে থাকে। এবং এই সাইটটি খুব খুব জনপ্রিয়।
এই ওয়েবসাইটটি ব্রাউজিং ফ্রি করে দিলে আমারা ২কোটি+ গ্রাহক অনেক উপকৃত হতাম।
ধন্যবাদ।
==========================
ওদের পেজে জানানোর পর অবস্যই কমেন্ট করবেন তাহলে আপনার দেখাদেখি অন্যরাও উৎসাহিত হবে।
যাদের টিটিতে আইডি নেই তারা উপরের পেজ গুলোতে জানানোর পর আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন আমি আপনাদের নাম সহ এখানে কমেনট করে জানিয়ে দিব অথবা এই পোষ্ট টিটির ফেসবুক পেজে পোষ্ট করা হলে সেখানেও কমেন্ট করতে পারেন।
***অনেক সময় ধরে পোষ্টটা লিখতে হয়েছে তাই বানানের ভুল ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন।।।
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
আমি আন্তরিক ভাবে সভাইকে অনুরোধ করব। টিটির সবাই যেন প্রতি অপারেটর কে যেন দরখাস্ত করে যে, টিটি কে ফ্রী ব্রাউজিং কারার অনুমতি দান করে। আমার দোয়া থাকল আপনার ও টিটি সবার জন্য।