আসুন সবাই মিলে বিশ্বের ও বাংলাদেশের সর্ববৃহৎ বাংলা সৌশল নেটওয়ার্ক টেকটিউন্স কে সকল অপারেটরের ব্রাউজিং চার্জ ফ্রি সাইটে পরিনত করে নিই।। সবাইকে দরকার তাই কেউ এরিয়ে যাবেন না।।

আসসালামু আলাইকুম। সবাকে শুভ রাত্রি। কেমন আছেন আপনারা সবাই আশাকরি সবাই ভালো এবং সুস্হ আছেন। আজ আমি আপনাদের নতুন কোন টিউন  উপহার দিতে আসিনি। আজকের টিউন মুলত লেখার উদ্দেশ্য একটাই তা হল ফেসবুক, উইকিপিডিয়ার মত টেকটিউন্স কে সকল অপারেটরের কাছে ডাটা চার্জ ফ্রি একটা সাইটে পরিনত করে নেয়। আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ছাড়াও উইকিপিডিয়া এর ওয়েবসাইট ফ্রি ব্রাউজ করতে দেয়া হয়ে থাকে। এমন কি বিক্রয়.কম, এক্ষনি.কম ইত্যাদি সাইট হুলোও ফ্রি ব্রাইজ করতে দেয়া হয়। অথচ আমাদের প্রান প্রিয় টেকটিউন্স কে ফ্রি ব্রাউজ করতে দেয়া হয় না । কিন্তু...

  • শুধুই তাই নয় বাংলাদেশে যারা সত্যিকারের ইন্টারনেট ব্যবহারকরী তারা সবাই টিটিকে চেনে। আবার এমন অনেকে আছে যারা ইন্টারনেট বলতে ফেসবুক আর টিটি কেই বোঝে অর্থাৎ টিটি ছারা তাদের চলেই না।। আমি যদি নিজের কথাই বলি তো সত্যি বলছি আমি যদি সারা দিনে ১০ ঘন্টা ইন্টারনেট ব্যবহারকরি তো ৮ ঘন্টাই টেকটিউন্স ব্যবহার করি। আমার ব্রাইজারের একটা ট্যাব সব সময় টিটির জন্র বরাদ্দ থাকে। আমার মনে হয় এমন অভ্যাস আমার একার না আমার মত আরও অনেকেই এখানে আছেন। তাদের প্রতি আমার বিনম্ব্র শ্রদ্ধা রইল।
  • অথচ আমাদের এই প্রান প্রিয় টেকটিউন্স যা কিনা আমাদের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার সেই টিটি কেই ফ্রি করা হচ্ছে না।
  • বাংলাদেশ সরকার বা সরকারী সংস্হা যারা ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়, বাংলাদেশে হাজারো মুক্ত পেশােজীবি সৃষ্টি করতে চায় তাদের খুব ভালোভাবে জানা উচিৎ , শুধুমাত্র টেকটিউন্সই তাদের এই স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের ৪০%+ এর রূপকার।
  • বাংলাদেশে বড় বড় প্রফেশনাল  মুক্ত পেশাজীবি খুব কমিই আছেন যারা কোন ভাবেই টেকটিউন্স এর সাথে যুক্ত নন। ব্যাক্তিগত ভাবে আমার মনেহয় এ সংখা ১% ও হবে না। শুধু তাইনয়
  • টেকটিউন্স কে ফ্রি করে দিলে অনেকাংশে মোবাইল কম্পানি গুরোও উপকৃত হবেকিভাবে,?
  • সর্বদাই টেকটিউন্সে বিভিন্ন গেম, এপ্স , নতুন মুভি ইত্যাদির ডাউনলোড লিংক শেয়ার করা হয়  যেগুলোর সাইজ অনেক সময় ২-৪ জিবিও হয়ে তাকে আর সেগুলো নামাতে তো অবস্যই ইউজারকে মেগা কিনে নিতে হবে
  • বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার বা আপডেট কলরেট ব্ ডাটারেট অতিদ্রুত টিটিতে টিউনাররা শেয়ার করে। যা তাদের বিনা পয়সায় বিঞ্জাপনের কাজ করে।
  • যে সব মোবাইল কোম্পানি টিটি কে ফ্রি ব্রাইজ করতে দিবে টিটিও অবস্যই তাদের কিছু এড বা স্পন্সার টিউন প্রচার করবে।
  • কোম্পানি গুলো বলতে পারবে তারা দেশে ইন্টারনেটের মাধ্যেমে মেধাবি জন সম্পদ সৃষ্টিতে অংশিদার ছিল।

এবার আসুন দেখাযাক আমাদের কি করতে হতে পারে

  • আমাদের সর্বপ্রথম ও প্রধান কাজ হল বিভিন্ন কোম্পানির অথরিটিকে এটা জানানো যে, টেকটিউন্স হল বাংলাদেশের সর্ব বৃহৎ বাংলা সৌশল নেটওয়ার্ক যার সাথে অনেক মেধাবীরা যুক্ত যারা আধুনিক ও ডিজিলাল বাংলাদেশ নির্মানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে ও তার একমাত্র মাধ্যম হতে পারে টেকটিউন্স ।
  • অনেক মেধাবী তরুন প্রযুক্তি লেখত আছে যাদের তথ্য প্রযুক্তি সমন্ধে ভালো ধারনা আছে কিন্তু টাকার অভাবে নেট ব্যবহার করে নিজেদের মেধা অন্যের সাথে শেয়ারি করতে পারে না।
  • টেকটিউন্স হল বাংলার সকল মেধাবি টিউনারদের মিলন মেলা এখানে অনেকেই শেখায় আর অনেকেই সেগুলো বিষয় শেখে।
  • এখানে এমন কোন আজেবাজে বিষয় শেয়ার করা হয় না যা বাস্তব জিবনে কোন না কোন ভাবে কাজে লাগে না।
  • নতুন উদ্যোগতা ও সফল ফ্রিলান্সার তৈরির মূল হাতিয়ার হতেপারে টেকটিউন্স
  • উপরের সমস্ত কারন গুলো বিবেচনা করলে বুঝাযাবে টেকটিউন্স ফ্রি ব্রাউজিং করতে দেয়া আমাদের সবার জন্য ও আগামি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ন্।

এবার সবার কাছে অনুরোধ থাকবে সমস্ত অপারেটরদের  অফিসিয়াল কম্প্লিন বক্স ও তাদের ফেসবুক পেজ গুলোতে http://www.techtunes.io ফ্রি ব্রাউজিং করতে দেবার দাবি জােনিয়ে পোষ্ট দেয়া।

এখানে ২ কোটির অধিক ভিজিটর আছে এদের মাধে ৫ লাখ ও যদি এ দাবি তুলে ধরে তাহলে তারা অবস্যই আমাদের দাবিটি বিশ্লেষন করে দেখবে।

নিচে কিছু অপারেটরের ফেসবুক পেজ লিংক দেয়া হল

গ্রামিনফোন

রবি 

এয়ারটেল

বাংলালিংক

টেলিটক

সবাইকে দাবিটি উপস্হাপনের জন্য অনুরোধ করছি। 

যদি পারেন কেই টিউনমেন্টে এই বিষয়ের উপর একটা সর্ট দরখাস্ত লিখে দিন যাতে সবাই তা কপি করে ওেদের পেজে দিতে পারে। তবে সবাই নিজেন নিজের মত করে দবিটা উপস্হাপন করলে সবচেয়ে ভালো হয়।

চাইলে নিচের স্টাটাসটি কপি করে পেষ্ট করে দিতে পারেন। এটা তুহিন ভাই Mobile Operator গুলোর সাথে শেয়ার করেছে।

টেকটিউন্স.কম.বিডি (www.techtunes.io)  বাংলাদেশের সবচেয়ে বড় টেকনোলজিষ্ট সাইট।
যা বর্তমানে বিশ্বের ৭১৯৬ নম্বর ও বাংলাদেশে ৩৫ নম্বর ওয়েব সাইট (এ্যালেক্সা র্যাংকিক ০৪-১২-২০১৪ ইং অনুযায়ী)
প্রতিদিন হাজারো টেকিপ্রিয় মানুষ টেকটিউন্স ভিজিট করে থাকে। এবং এই সাইটটি খুব খুব জনপ্রিয়।
এই ওয়েবসাইটটি ব্রাউজিং ফ্রি করে দিলে আমারা ২কোটি+ গ্রাহক অনেক উপকৃত হতাম।
ধন্যবাদ।
==========================

ওদের পেজে জানানোর পর অবস্যই কমেন্ট করবেন তাহলে আপনার দেখাদেখি অন্যরাও উৎসাহিত হবে।

যাদের টিটিতে আইডি নেই তারা উপরের পেজ গুলোতে জানানোর পর আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন আমি আপনাদের নাম সহ এখানে কমেনট করে জানিয়ে দিব অথবা এই পোষ্ট টিটির  ফেসবুক পেজে পোষ্ট করা হলে সেখানেও কমেন্ট করতে পারেন।

আমাকে ফেসবুকে পাবেন এখানে

***অনেক সময় ধরে পোষ্টটা লিখতে হয়েছে তাই বানানের ভুল ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন।।।

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আন্তরিক ভাবে সভাইকে অনুরোধ করব। টিটির সবাই যেন প্রতি অপারেটর কে যেন দরখাস্ত করে যে, টিটি কে ফ্রী ব্রাউজিং কারার অনুমতি দান করে। আমার দোয়া থাকল আপনার ও টিটি সবার জন্য।

Khub Vaalo Uddog!!! Ami Aci Techtunes Er Sathe!!

hmmmmm good desicion

জিপি যখন এখনি ডট কম ফ্রি করে দিয়েছে সেহেতু টিটি ও ফ্রি করতে পারে

eirokom 1ta post korar jonno apnake dhonnobad.

Sokol mobile operatorgulor uchit techtunes site browsing free kore dewa.

ekhon sudhu tader kache amader ei songbad pouche dite hobe………

apnake অনেক ধন্যবাদ । আমি অবশ্যই জানাবো

কিন্তু অনেকেই রাজি নাও হইতে পারে কারন টিটি তে ফ্রী নেট শেয়ার করা হয়

টিটি ও কোম্পানি গুলো একটা চুক্তিতে আসতে পারে তা হল ফ্রি নেটের ট্রিক এখানে শেয়ার করা যাবে না। তাতেও আমাদের লাভ কেননা আজকাল বেশিরভাগ ফ্রি নেট ট্রিকই ফেসবুক গ্রুপ গুলোতে শেয়ার করা হয়।

টেকটিউন্স.কম.বিডি বাংলাদেশের সবচেয়ে বড় টেকনোলজিষ্ট সাইট।
যা বর্তমানে বিশ্বের ৭১৯৬ নম্বর ও বাংলাদেশে ৩৫ নম্বর ওয়েব সাইট (এ্যালেক্সা র্যাংকিক ০৪-১২-২০১৪ ইং অনুযায়ী)
প্রতিদিন হাজারো টেকিপ্রিয় মানুষ টেকটিউন্স ভিজিট করে থাকে। এবং এই সাইটটি খুব খুব জনপ্রিয়।
এই ওয়েবসাইটটি ব্রাউজিং ফ্রি করে দিলে আমারা ২কোটি+ গ্রাহক অনেক উপকৃত হতাম।
ধন্যবাদ।
==========================
এই স্ট্যাটাসটি সকল সিম কোম্পানীর পেজে পোষ্ট করে দিয়েছি।

Hmm. Nice decission. Bhai ami o apnar sathe aci.

আমি তো সারাদিন ই টিটিতে কাটাই ।

আমার ব্রাইজারে এক্টকা টেব বরাদ্ধ টীটির জন্যে 😀 পুস্ট টা অনেক ভাল লাগল শাকিল ভাই

ভাইয়ো আমিও এইরকমই ভাবতাম।।কেন তারা ফ্রি করে দেয় না।।এতে তাদের গ্রাহকও বারবে+নেটও কিনবে+এক্টিভও ঠাকবে।।

আর টেকটিউন্স কে অনুরোধ জানাই এই পোষ্টটিকে হেডলাইনে প্রকাশ করতে।।

আপনার কথাটি ভালো লেগেছে সমর্থন জানাই কিন্তু কিছু ভুল তথ্য কী জন্য দিসেন জানতে পারি ? পাবলিক কে ভুল বুঝানর কোন কারণ আছে ? সব গুলোর দিকে গেলাম না প্রথমটাই ধরি,
” লক্ষ করলে দেখা যাবে যে সব ওয়েবসাইটকে ফ্রি ব্রাউজ করতে দেয়া হচ্ছে তাদের তুলনায় আমাদের টেকটিউন্স হাজার গুন দ্রুতগতির সার্ভার ব্যবহার করে। ”

আপনি জানেন এইটা ? আপনি জানেন TT এর সার্ভার কোনটা ? আপনি জানেন FB/ wikipedia কোন সার্ভার ব্যবহার করে ? ভুলভাল বোঝানোর কোন মানে হয় !!!

    @আমি কে !!!: আসলে লেখক মনে হয় বেশী বেশী বলে ফেলছে। যাই হোক, টেকটিউনস এর এখন যা অবস্থা তাতে ফ্রি ব্রাউজ করতে দিলে কত টা কি হবে তা আমার অজানা। সেই আগের টেকটিউনস আর নাইরে ভাই ।

@আমি কে !!!: Sorry ভাইয়া হয়তো বেশি আবেগ থেকে লিখে ফেলেছিলাম। আসলে এখন আমি পিসিতে নেই।বসলে রিমুভ করে দিব।।

এখানেই ডট কম এর অফিশিয়াল মালিক গ্রামিনফোন। তাই সাইট টা ফ্রি। আর এ ধরনের কোন সাইট ফ্রি করা হয় নাই। দাবীটি দরকারী হইলেও পাত্তা পাবে না বলেই আমার ধারনা।

কোনও লাভ হবে না এক সময় টেকটিউন্স এতো রম্রমা ছিল তবুও হয়নি আর এখন তো পুরাই ফাকা 🙁

Level 0

vai, free kono kisu valo na

Level 0

tt ছারা আমার একদিনো কি চলে। tt তো আমার সংসারেরি একটা অংশ। কিন্তু ফোন কোম্পানি কি এটা ফ্রি করে দিবে? আমার মনে হয় না।

Khub valo uddog

ধন্যবাদ…

আমি সকল অপারেটরদের সাইটে পোস্ট করে দিয়েছি।
তারা রাজী হবে কিনা জানিনা? তবে চেষ্টা করে দেখতে অসুবিধা কি?
যদি দেশের স্বার্থে রাজী হয়, তাহলে তাদেরই লাভ।
আর আপনাকে ধন্যবাদ। সুন্দর একটি টিউনের জন্য।

@Ratul007: ৫ কোচি গ্রাহকের লোড কিন্তু একটা অপারেটর একাই নেয় না। আর হ্যাঁ ওয়েবসাইটে ঢুকতে এমবি লাগে। মাগনা নয় কিন্তু ঠিকাসসে? এই কথাটা তখনই শোভা পাবে যখন সাইটটি ফ্রি করে দেওয়া হবে।

Level 1

ভালো উদ্যোগ,দাবী জানাতে তো দোষ নাই। চেষ্টা করে দেখি কি হয়। দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ 😀