💡 চারু চন্দন'র পর ‘শৈলী’ এবং ‘প্রাংশু’ নামে তৈরি হচ্ছে আরো দুটি নতুন ঝকঝকে বাংলা ফন্ট 🙂
ফন্ট দুটি তৈরি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থী মোঃ মহিবুবুর রহমান রাজন। খুব শিঘ্রই নতুন এই ফন্ট দুটি সকলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। ফন্টটির টাই পোগ্রাফারকে জানাই অনেক অনেক শুভ কামনা
মাহবুবুর রহমানের নিজস্ব ভাষায় ➡ ➡ ➡
ভাষার জন্যে, বাংলার জন্যে আমার ক্ষুদ্র প্রয়াস...প্রযুক্তির কল্যাণে প্রতিটা ক্ষেত্রই আজ ‘ই’-সমৃদ্ধ । কিন্তু, যখন বাংলা বর্ণমালার দিকে তাকাই, এর খুব একটা সময়োপযোগি সমৃদ্ধতা আমাদের চোখে পড়েনা । অথচ, বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা এবং ভাষাভাষীর সংখ্যার হিসেবে এটা পৃথিবীর ৫ম বৃহত্তম ভাষা। ইংরেজি ফন্টের সমৃদ্ধ জগৎটা যখন দেখি তখন বাংলা ফন্টের অপ্রতুলতাটা আরো প্রকট ভাবে চোখে পড়ে। একজন শিক্ষানবিশ ডিজাইনার হিসেবে এই অভাববোধটা আমি গভীরভাবে অনুভব করি।
মূলতঃ বাংলা ভাষার প্রতি আন্তরিকতা ও দায়বদ্ধতা থেকেই এই কাজটা আমি শুরু করি বেশ ক’ বছর আগে। বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও তা পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। কিন্তু, বছরখানেক আগে জানতে পারলাম ডিপার্টমেন্টের এক অনুজ, চন্দন আচার্য, নিজেই একটা ফন্ট ডেভলপ করেছে। আমার সেই অবদমিত আগ্রহটা আবারো জেগে উঠল। শুরু করে দিলাম আমার ডিজাইন করা ফন্টগুলাকে কিভাবে কম্পিউটারে ব্যাবহারের উপযোগি করে তোলা যায় তাই নিয়ে। অবশেষে তা হয়েও গেল । আজ আনন্দচিত্তে সেগুলো থেকে ‘শৈলী’ এবং ‘প্রাংশু’ নামের দুটো “Display Type” ফন্ট এর নমুনা প্রকাশ করছি।খুব শিগ্রই ফন্ট দুটো সবার জন্যে উন্মুক্ত করে দিতে চাই। উন্মুক্ত করার পর Download Link পাবেন http://www.mmrahmandesign.com এই ঠিকানায়।
আশা করি ফন্ট দুটো আপনাদের ভাল লাগবে।আর, আপনাদের ভালো লাগলে তাতেই আমার স্বার্থকতা।
😈 😈 😈 😈 😈
আসলেই,আমাদের অনেক ট্যালেন্টেড ডিসাইনার থাকলেও ফন্ট ডিসাইনিং সম্পর্কে অজ্ঞতা আর ফ্রিতে ভাষাকে সমৃদ্ধ করার অনিহাই এই ক্ষেত্রে আমাদের পিছিয়ে দিয়েছে প্রচুর।
চারু চন্দন ( https://www.techtunes.io/reports/tune-id/301434 )
ফন্টটা বের হওয়ার পর আমি এটা মোবাইলে ইন্সটল দিছি,মজিলা এবং মাইক্রোসফট অফিসে ডিফল্ট ফন্ট হিসেবে সেট করছি, এমন কি ফটোশপেও ব্যাবহার করছি।বুঝতেই পারছেন কেমন জিনিস।
ফোনে অনেকেই অনেক সুন্দর সুন্দর ফন্ট ইন্সটল দেন,কিন্তু সেগুলা সবই ইংলিশ থাকে।দেখে নেন আমার ফোনে ইন্সটল করা চারু চন্দন ইউনিকোড রেগুলারের কিছু স্ক্রিনশট
এরকম একটা স্টাইলিশ ফন্ট ছেড়ে বৃটিশ আমলের ইউনিকোড ফন্ট ব্যাবহার করতে কারোই ভালো লাগার কথা না।
আশা করি যারা ব্যাবহার করেন নাই সবাই ফন্ট টা ট্রাই দিবেন।
……………………………………………………………………………
আসুন আপনি আমি সবাই অবাক করে দেই বিশ্ববাসীকে
আমরা অনেকেই ঠিক করেছি আগামী ১৬ই ডিসেম্বর আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার একদিনের জন্য হলেও আমাদের জাতীয় পতাকায় পরিবর্তন করবো
এই মিশনে যোগ দিন আপনিও
ফেসবুকের অনেক ইভেন্ট খুলা হইছে এই নিয়া,এগুলার ধারে কাছে যাওয়ার প্রয়োজন নাই।আসুন নিজ তাগিদেই পরিবর্তন করি প্রোফাইল ইমেইজ।
বিশ্বকাপের সময় অনেকেই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা প্রোফাইল পিকচার হিসেবে সেট করছি।
গাজার জন্য হ্যাশট্যাগ দিয়ে আমরা চলে গিয়েছিলাম বিবিসি আলজাজিরার মত চ্যানেলে।এবার কেন নয়?
এটা কোন রেকর্ড বা এই জাতীয় কিছুই না।এক দিনের লোক দেখানো দেশপ্রেম টেশপ্রেমও না। শুধুমাত্র একটি সৎ উদ্দ্যশ্য এবং মনে রাখার মত একটা দিন তৈরির ক্ষুদ্র প্রচেস্টা
২ কোটি টেকটিউন্সবাসীর প্রতি আস্থা রাখলাম।
এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন আমার ফেসবুক টাইমলাইনে
চলো বাংলাদেশ
আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বুকমার্ক করে রাখলাম, ধন্যবাদ