ন্যাশনাল জিওগ্রাফিকের বছরের সেরা অ্যাডভেঞ্চারার খেতাব পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন বলেন, এই খেতাব আজীবনের।
এখন থেকে তার যে কোনো অভিযান নিয়ে স্বনামধন্য এই পত্রিকায় লিখতে পারবেন তিনি।
বিবিসিকে তিনি বলেন, এর ফলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বর কাছে তুলে ধরার সুযোগ বাড়লো তার।
"ধরুন আমি পার্বত্য চট্টগ্রামে গেলাম, সেটা আমি ন্যাশনাল জিওগ্রাফিকে ব্লগ করতে পারবো। বাংলাদেশে এত যে সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো...এটা একটা বিরাট সুযোগ।"
গত সপ্তাহে ন্যাশনাল জিওগ্রাফিক তাদের ওয়েবসাইটে এই দশ অ্যাডভেঞ্চারের তালিকা প্রকাশ করে। ওয়াসফিয়া নাজরীন অ্যাক্টিভিষ্ট ক্যাটাগরিতে এই তালিকায় জায়গা পান।
ওয়াসফিয়া বলেন, বিশ্বের সর্বোচ্চ সাতটি পর্বত চুড়ায় ওঠার অভিযানের মাধ্যমে তিনি বাংলাদেশের নারীর ক্ষমতায়নের পক্ষে যে বার্তা দিতে চেয়েছেন, তার স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল জিওগ্রাফিক এই সম্মান তাকে দিয়েছে।
প্রতি বছর পাঠকদের ভোটে ন্যাশনাল জিওগ্রাফিক একজনকে ‘অ্যাডভেঞ্চারার অব দ্যা ইয়ার’ নির্বাচিত করে। ২০১৪-১৫ সালের জন্য মনোনীত দশজনের তালিকা থেকে একজনকে এখন এজন্য বাছাই করা হবে।
বিশ্বজুড়ে এত বাঘা বাঘা দুঃসাহসিকদের মাঝে এক জন বাংলাদেশী আছে! এর চেয়ে গর্বের আর কি হতে পারে? গত একবছর যারা বিভিন্ন দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছে তাদের সেরা দশজনের মধ্যে আছে ওয়াশফিয়া নাজরীন। এ বিশাল পৃথিবীর মধ্যে ক্ষুদ্র মানচিত্রটুকু উচিয়ে ধরেছেন। হোকনা আমাদের মানচিত্র টা ছোট, আমাদের হৃদয়টাতো অনেক বড়। সুযোগ এসেছে ছোট্ট মানচিত্রের দেশটা ও অনেক কিছুই করতে পারে। সুযোগ কাজে লাগান।
আমরা তো প্রতিদিন ইন্টারনেটে কত সময় অপব্যয় করি-
আসুন আমাদের দেশের জন্য Wasfia Nazreen কে বিজয়ী করতে বাংলাদেশকে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরতে প্রতিদিন একটি করে ভোট দেই,
ভোট দেয়ার লিংক: এই লিঙ্কে যান।
ভোট করার শেষ সময়ঃ ৩১ জানুয়ারি ২০১৫ পর্যন্ত। প্রতিদিন একটি করে ভোট করতে পারবেন।
কৃতজ্ঞতাঃ বিজ্ঞান ও প্রযুক্তি
আমরা বাংলাদেশী, বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন।
CNN নিউজে ওয়াসফিয়া নাজরীন, পড়ুন এবং শেয়ার করুন।
এখন বাংলায় ব্লগিং টিপস নিন- এই ব্লগ থেকে।
ধন্যবাদ সবাইকে।
সবাই শেয়ার করবেন আশা করি। সবাইকে উৎসাহিত করুন ভোট করতে।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
এই মাত্র ভোট দিলাম…