কিভাবে আপনার সময়ের সঠিক ব্যবহার করবেন?

একজন সফল ইন্টারপ্রেনার বা উদ্যোক্তা হওয়া কোন সহজ কাজ নয়। অনেক ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। প্রতি বছর প্রায় ৭০% ই বিফল। সফল হওার একটাই সূত্র, সময়ের সঠিক ব্যাবহার। কোটি কোটি বিষয় আছে কাজ করার জন্য আর একদিনে মাত্র ২৪ ঘণ্টা। তাই সঠিক ভাবে সময়ের ব্যাবহারই হতে পারে সফলতার মূল চাবি কাঠি। আসুন দেখেনি কিছু পয়েন্ট যা আপনাকে সময়ের সঠিক ব্যাবহার করতে সাহায্য করবে, আশাকরি।

অগ্রাধিকারঃ
আপনি আপনার দিন, অথবা আপনার করণীয় তালিকায় কোন কাজকে বেশি গুরুত্ত দিবেন সেটা নির্ভর করবে আপনার উপর। আগে চিন্তা করুন আপনি কি করতে চাচ্ছেন। সেটার জন্য প্রথমে কি করা দরকার। কেও আপনাকে বলে দিবেনা যে আপনার প্রথম ধাপ কি হবে। এটা আপনাকেই ঠিক করতে হবে। তবে হ্যাঁ, আপনি আপনার কাজ গুলকে ৩ ভাগে ভাগ করতে পারেন।

১। অতি প্রয়োজনীয়, ২। প্রয়োজনীয়, ৩। কিছুটা কম প্রয়োজনীয়।
প্রয়োজনে একটা কাগজে লিস্ট তৈরি করুন। কোন কাজে কত সময় ব্যয় করবেন সেটা ঠিক করুন। এবং একটা একটা করে কাজ শেষ করুন।

অতি প্রয়োজনীয় কাজ আগে করুনঃ
আমরা কতজন এমন আছি যারা তাদের দিন শুরু করে প্রথমেই ফেসবুক চেক করে আথবা পেপার পড়ে বা সুধু সুধু ইন্টারনেটে সময় ব্যয় করে? অনেকেই। এমনকি আমি নিজেও। দুর্ভাগ্যবশত এগুলো কোনটাই অতি প্রয়োজনীয় কাজের মধ্যে পড়েনা। ধরেনি আপনি একজন ছাত্র, তাহলে আপনার অতি প্রয়োজনীয় কাজ কি হতে পারে? অবশ্যয় আপনার পড়াশুনা। শুধু শুধু ফেসবুকে সময় নষ্ট না করে আজ কোন কোন চ্যাপ্টার শেষ করবেন সেটা প্লান করুন। আথবা যদি আপনি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে আজ কি বিষয়ের উপর ব্লগ লিখবেন সেটা ঠিক করুন। আপনাকে শিখতে হবে আপনার অতি প্রয়োজনীয় (টপ প্রায়োরিটি) কাজ কি। আপনি যদি ফ্রিলান্সার হয়ে থাকেন তাহলে ঘুম থেকে উঠেই আগে মেইল চেক করুন। প্রফেশন ভেদে আপনার অতি প্রয়োজনীয় (টপ প্রায়োরিটি) কাজও আলাদা হবে। অন্য কাওকে অনুকরন করার দরকার নাই। আপনার টা আপনাকেই করতে হবে। অবশ্যয় অতি প্রয়োজনীয় কাজ আগে তারপর প্রয়োজনীয় কাজ এবং শেষে কিছুটা কম প্রয়োজনীয় কাজ গুলো কমপ্লিট করুন।

কঠিন কাজগুলো জন্য বেশি সময় ব্যায় করুনঃ
ধরি আপনাকে কিছু বেশি সময় ব্যয় করতে হবে কোন এক অতি প্রয়োজনীয় (টপ প্রায়োরিটি) কাজ বা নতুন কোন কাজের প্লান করতে সে ক্ষেত্রে কি করবেন? সে ক্ষেত্রে যা করতে হবে তা হল অন্যান্য অতি প্রয়োজনীয় (টপ প্রায়োরিটি) সহজ কাজ গুলো আগে শেষ করে তার পর কঠিন কাজের জন্য কিছু বেশি সময় ধরে রাখতে হবে। এবং অবশ্যয় যতটুকু সময় ধরে রাখবেন সে সময়ের মধ্যেই কাজটি শেষ করার চেষ্টা করতে হবে।

অনুরূপ কাজগুলো একসঙ্গে করুনঃ
ধরুন কোন এক অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আপনি ইমেল লিখছেন, আবার সেই একই বিষয়ের উপর আপনাকে অন্য কোন জায়গায় একটি ব্লগ লিখতে হবে। তাহলে এই দুটি কাজ পর পর করুন। যত লিখা লিখির কাজ সব একবারেই করুন এতে আপনাকে একই বিষয়ের উপর বার বার ভাবতে হবেনা। এতে আপনি সময়ের সঠিক ব্যাবহার করতে পারবেন।

পরিকল্পনা করুন একধাপ এগিয়েঃ
পরিকল্পনা করুন একধাপ এগিয়ে। শুধু বেশি সময়ের জন্য প্লান করবেন তা না, প্রয়োজনীয়তা বুঝে সপ্তাহ বা দিন গুলকেভাগ করে নিন। এতে কাজ অনেকটাই সহজ হয়ে যাবে আশা করি। আমাদের যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তাই এই দিনেই প্লান করতে পারেন আগামি সপ্তাহের কোন দিন কোন কাজ করবেন। আবার প্রতিদিন রাতে চেক করে নিতে পারেন আজ যা যা করার কথা ছিল তা তা ঠিক মত করা হয়েছে কি না, সাথে আগামি দিন কি কি করবেন তাও ঠিক করে নিন।
সবকিছু নির্ভর করে ব্যক্তি হিসেবে সে কেমন। এটাই হতভাগ্যদের থেকে বিজয়ীদের আলাদা করে। সুরুটা সবসময়ই বিভ্রান্তিকর, হতাশাজনক এবং ভীতিকর হয়ে থাকে। এ সময় আপনাকে মানসিক ভাবে অনেক শক্ত হতে হবে। নিচের পয়েন্ট গুলো আপনাকে মানসিক ভাবে শক্ত হতে সাহায্য করবে।
১। নিজেকে চিনুনঃ আপনার শক্তি এবং দুর্বলতা বুঝতে হবে।
২। স্বপ্ন দেখতে হবেঃ আপনাকে অবশ্যয় একটা স্বপ্ন দেখতে হবে, যা আপনি বাস্তবায়ন করতে চান।একটা কথা আছে “If you don’t have a dream, how are you going to make your dream come true?” তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, বাস্তব বাদী স্বপ্ন দেখতে হবে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করতে হবে।
৩। অধ্যবসায়ীঃ অন্যদের কথায় দমে গেলে চলবে না। যখন আপনি নতুন কিছু করতে যাবেন, অনেকেই হয়ত আপনার সমালোচনা করবে। মনে রাখতে হবে সমালচনা সাধারনত মূর্খরাই করে। তাই যত বেশি সমালোচনা হবে আপনাকে তত বেশি ডিটারমাইড হতে হবে।
৪। শিক্ষা অর্জনঃ আপনি যখন আপনার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবেন তখন পজিটিভ নেগেটিভ আনেক নতুন কিছুই আপনার সামনে আসবে। সেগুল থেকে শিক্ষা অর্জন করতে হবে। প্রয়োজনে বড় বড় ব্যাক্তিদের কাছথেকে সাহায্য নিতে হবে। সাথে নিজের পূর্বের ভুল থেকেও শিক্ষা নিতে হবে।

অবশেষে “এ পি যে আব্দুল কালামের” একটি কথাই মনে পড়ে যায়, “স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পুরনের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয়না”।

আগে প্রকাশিত।

ঘুরে আসতে পারেন। 

Level 0

আমি রাজিব বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজী ভালোবাসি তাই টেকটিউনস্ এ বারবার আসি...... http://itv24.co/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এরকম কিছু টপিক আরো চাই. ধন্যবাদ ভাল থাকবেন

    @েহেদী: ধন্যবাদ, চেষ্টা করব।

Good Job.

খুব ভালো একটা লেখা!
ধন্যবাদ!
prozukti bd

    @mirazulislamkhan: আপনাকেও ধন্যবাদ

val lagol bai jan . caliye jan