আজ থেকে ঢাকার রাস্তায় গুগল বাস। কি হবে এই বাসে। জানুন কিসে কি বিস্তারিত ভিডিও সহ?

আজ থেকেই চালু হতে যাচ্ছে ঢাকার রাস্তায় গুগল বাস।

কি হবে এই বাসে?

আগেই বলে রাখি এই বাস কোন যাত্রী পরিবহণ করবে না।

এই বাস সেবা ২০০৯ সাল থেকে ইন্ডিয়া তে চালু আছে, আর আজকে থেকে চালু হচ্ছে বাংলা দেশে।

গুগলের এই বাস মূলত উন্নত বিশ্বে বেশি পরিচিত। সেই সুবিধা এখন আমাদের নাগালে।

কি করবে এই বাস-

  • স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে গুগল প্লাস, গুগল ড্রাইভ, গুগল কমিউনিটিস এবং গুগল হ্যাংআউট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিবে।
  • গুগল ঢাকার ৪০০টি কলেজ বিশ্ববিদ্যালয়ে গুগল বাস নিয়ে বিভিন্ন প্রযুক্তি সেবা দিবে।
  • এই বাস থেকে শিক্ষার্থীদের গুগল টুলস ও ইন্টারনেট বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
  • স্ট্রিট ভিউ প্রজেক্ট ঢাকার বাইরে সকল বিভাগীয় শহর এবং ১০০ টির মত ঐতিহাসিক এবং পর্যটন এলাকায় সম্প্রসারণ করা হচ্ছে এবং আরও হবে।
  • গুগল আউটরীচ প্রোগ্রাম ঢাকা এবং ঢাকার বাইরে সব শহরে উদ্যোগতা এবং ডেভেলপার পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে।
  • কলেজ ও ইউনিভার্সিটির ৫ লক্ষাধিক ছাত্র ছাত্রীদের গুগল অ্যাপসের উপর প্রশিক্ষণ দিবে।

কি তাহলে উঠছেন তো গুগল বাসে?

প্রযুক্তি যখন এতো কাছে, তাহলে ব্লগিং বাংলা টিপস নিবেন না, নিয়ে নিন  এই লিঙ্ক থেকে। 🙂

ধন্যবাদ দিয়ে জানান দিন গুগলকে আমরা আছি এই বাসে। শেয়ার করুন ফেসবুকে #googlebusbd এই ট্যাগে।

দেখুন গুগল বাস নিয়ে তৈরি গুগলের ভিডিও টি-

- আইটি সরদার ডট কম

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট: শেয়ার করুন ফেসবুকে #googlebusbd এই ট্যাগে। ধন্যবাদ।

শুধু ঢাকায় থাকবে ভাই?

    @ব্লগার মারুফ: ধীরে ধীরে সব জায়গায় যাবে মারুফ। 🙂

      @আই,টি সরদার: আপনি কি ঢাকায় থাকেন ভাই? আমরা এসব এলাকায় থেকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

        @ব্লগার মারুফ: হ্যাঁ ভাই, একদিন সব জায়গায় হবে, আমরা এগিয়ে যাবো। ঢাকা আসলে দেখা করে যেও।

আই,টি সরদার ভাই এই বাস কি ঢাকা ছাড়া আআর কোন বিভাগে আসবেনা ? 🙁

    @অদৃশ্যলোক: ধীরে ধীরে সব জায়গায় যাবে আশা করা হচ্ছে।

ইন্ডিয়া তে তো এমন কার দেখতে পায়নি !!!

    @নীলোৎপল বেদী: গুগল তো বলে ইন্ডিয়াতে ২০০৯ থেকে আছে। আপডেট ভিডিও দিছি দেখুন ভাই। 🙂

ভাল

হাএ হাএ আমরা খুলনা বাসি কি দোষ করলাম…। আমরা কি পাবনা……………।।

    @M.A.SHAFIQUR RAHMAN: অন্য সেবা সব তো খুলনা আছে ভাই। যাবে আশা করি।

Level 0

ধন্যবাদ জেনে মজা লাগলো । আগে এই বাস সম্পর্কে ধারণা ছিলনা।

    @painkhan: আরও বিস্তারিত দিবো পরে। সাথে থাকুন ভাই।

Thanks

CNN নিউজে বাংলাদেশের গুগল বাস- পড়ুন, শেয়ার করুন- http://ireport.cnn.com/docs/DOC-1187848
আমার ব্লগ- http://itsardar.com 🙂