অনলাইনে আয় করা কি এতই সহজ?

টাইটেল টা দেখেই বুঝে নিবেন আসলে কি বলতে চাচ্ছি?

কেন বলছি, তার তো অবশ্যই একটা কারন আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। আমি ফেসবুক চালান শিখি ২০১০ সালে। ২০১৩ সালে শুনি অনলাইনে নাকি আর্ন করা যায়। এরপর বহুত পিটিসি সাইটে গিয়া খামোখা সময় নষ্ট করছি। বহুত ফালতু সাইটে গিয়া টাকা কামানোর ধান্দায় সময়, পরিশ্রম দুইটায় দিয়েছি। এখনও টেকটিউনস সহ অনেক জায়গায় দেখবেন এইসব প্রতারনামূলক পোস্ট দিয়ে বেড়াচ্ছে, কিছু না করে ঘরে বসে ইনকাম করুন। কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক পথে অনলাইনে সত্যিই ইনকাম করা যায়। তবে অনলাইনে ইনকাম যাদের করা উচিৎ নয় তাদের কথাই আগে বলে নাই।

  • যাদের বাবার অঢেল সম্পত্তি আছে
  • যাদের টাকা পয়সা নিয়া কোন টেনশন নাই
  • যাদের প্ররিশ্রম করার এবিলিটি নাই
  • যারা ইংলিশে খুবই দুর্বল

যারা পড়াশোনা করছেন মানে স্টুডেন্ট, তাদেরও বলব অনলাইনে আর্ন করার ধান্দা নিয়ে এখানে এখনই সময় দিয়েন না, যতই বলেন পার্ট টাইম, টাকার নেশা ধরে গেলে পার্ট টাইম ফুল টাইম হয়ে যায় আর পড়াশোনা গোল্লায় চলে যায়। আগে পড়াশোনা শেষ করেন, তারপর না হয় এই লাইন নিয়া ঘাটাঘাটি কইরেন, নইলে আমাদের মত অবস্থা হবে। অনলাইনে আর্ন যাদের করা উচিৎ তাদের সংক্ষিপ্ত বিবরন নিচে দিলাম

  • আর্থিক সমস্যায় যারা আছেন
  • ইংলিশে ভাল (খুব ভাল হতে হবে তা নয় তবে হলে ভাল)
  • চাকুরি বা অন্য কিছুর পাশাপাশি অনলাইনে যারা ক্যারিয়ার করতে চান
  • দ্রুতগতির ইন্টারনেট
  • ডেস্কটপ/ল্যাপটপ

তো উপরল্লিখিত বিষয় যাদের আছে তারা অনলাইন আর্নিং এ স্বাগতম। তো অনলাইন আর্নিং এ যেসব সেকশন নিয়ে কাজ শিখতে পারলে সবচেয়ে ডিমান্ড ভাল সেগুলো বলে নেই।

  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডেভেলপিং
  • এসইও
  • আর্টিকেল রাইটিং
  • ইমেইল মার্কেটিং
  • অ্যাফিলিয়েট মার্কেটিং

উপরের যে কোন সেকশন নিয়ে আপনি কাজ শিখতে পারেন। কোনটাই কোনটার চেয়ে কম না। তবে আমি আপনাদের সাজেস্ট করব, আপনি কমবেশি প্রথমেই সবগুলো নিয়ে অল্প করে ঘাটাঘাটি করে দেখবেন কোন সেকশনের কাজ আপনার সবচেয়ে ভাল লাগে। পরে নির্দিষ্ট একটা সেকশন নিয়ে উঠে পড়ে লাগবেন। প্রথমেই কত টাকা পাব, কিভাবে পাব এই টেনশন করা বাদ দিয়ে কাজটা কিভাবে পুরোদমে আয়ত্বে আনা যায় সেইটা করবেন। এই যুগে যারা অরিজিনালি কাজ পারে তাদের ভাতের অভাব হয় না। এখন আসি এইগুলোর কোন একটা কিভাবে শিখবেন? হ্যা, এইগুলোর কোন একটা ‍যদি শিখতে চান আপনি সরাসরি গুগল ও ইউটিউবের সাহায্য নিবেন, আপনাকে টাকা দিয়ে কোখাও ভর্তি হওয়ার দরকার নাই, কোন কোর্স করার দরকার নাই, কোন বড় মার্কেটার বা ট্রেইনারের হাত পা ধরার দরকার নাই। আপনার যদি ইচ্ছা থাকে বিনা পয়সায় (খালি নেটবিল) আপনি কাজ শিখে মার্কেটপ্লেসে জব করতে পারবেন। আপনি যে সেকশনের কাজ শিখতে চান খালি ঐ প্রোগ্রামের নাম টা লিখে গুগলে বা ইউটিউবে সার্চ করেন দুনিয়ার বড় বড় বাঘা বাঘা ট্রেইনার আপনাদের শিখানোর জন্য টিউটোরিয়াল দিয়ে বসে আছে। আর অত দূরে যাওয়ারও দরকার নাই। টেকটিউনস এ নির্দিষ্ট সেকশনে বড় বড় ট্রেইনার দিল খুলে চেইন টিউটোরিয়াল দিচ্ছে সেগুলো দেখে দেখে শিখতে পারলে আপনার আর কোথাও যাওয়ার দরকার নাই। ফেসবুকে একবার একজন বিখ্যাত ফ্রিল্যান্সারের স্ট্যাটাস আপডেট দেখছিলাম। বিবরনটা সংক্ষেপে বলছি “মানুষ ক্লাস ওয়ান থেকে ১৭/১৮ বছর ধরে অনার্স মাস্টার্স পাস করে ৮/১০ হাজার টাকা বেতনের চাকুরি পায়, আর অনলাইনে ১/২ মাস কাজ শিখেই মাসে লক্ষ টাক ইনকাম করার ধান্দা টা বোকামি বা রাম ছাগলামি ছাড়া কিছু নয়”। তো এই বার্তার মাধ্যমে বুঝে নেন, অনলাইন আয় কি জিনিস। তবে হ্যা ঠিকমত ৫/৬ মাস ধরে একটি নির্দিষ্ট সেকশন নিয়ে কাজ করলে আপনি লক্ষ না পারেন মানসম্মত টাকা মাসিক ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ।

আমি কে, কেন উপরের চটাশ চটাশ কথাগুলো বল্লাম?

এতক্ষনে হয়তবা ক্ষেপে গেছেন যে কেডা আমগরে জ্ঞান দিতাচে। আসলে ভাই আমিই খুবই সাধারন মানুষ। নাম ফরহাদ হোসেন। পেশা হিসাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করছি। আমার উদ্দেশ্য হচ্ছে আমার মতন প্রতারনামূলক সাইট বা পোস্টের ফাদে পা দিয়ে মিছাই সময় নষ্ট না করে ভাল কিছু করেন। আমি অনলাইন আর্ন করার আগে অনেক ধাক্কা খেয়েছি আপনারা সেগুলো না করেন। যেখানেই দেখবেন পিটিসি, যেখানেই দেখবেন বিটকয়েন, যেখানেই দেখবেন হাজার হাজার ডলার কিছু না করেই আয় করুন- সেই সব জায়গা সেই সব পোস্ট, সাইট থেকে নিজেকে ১০০ হাত দূরে রাখুন। আমি এই বছরের শুরু থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করছি এবং আমি ব্যক্তিগত ভাবে এই লাইনে সফলতা পাইছি। আমি কাজের পাশাপাশি এখনও লার্নিং এর উপরে আছি। আমি বগুড়ায় থাকি। বগুড়ায় আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে। এনারাও যাতে অনলাইনে সফলতা পায় এজন্য তাদেরকে নিয়ে গত মাসের ১৭ অক্টোবার থেকে প্রতি শুক্রবার একসাথে বসে ওয়ার্কসপ করছি। ফেসবুকে গ্রুপ খুলেছি যাতে আমাদের সমস্যা আমরাই সমাধান করতে পারি। আমি প্রতি সপ্তাহে সেমিনার করার চিন্তা ভাবনা করেছি যেখানে কাজ শিখার জন্য একটি পয়সা কাউকে দিতে হয় না।আমাদের গ্রুপে এসইও বস, আর্টিকেল রাইটার সহ অনেক ক্যাটাগরির বস আছেন। আমার ইচ্ছা আমি যেন আরও বড় অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারি আমার গ্রুপ মেম্বারদের কিছু ডিজিটাল সহায়তায়। আমাদের সেমিনার বা ওয়ার্কসপের মেইন ফোকাস হচ্ছে হেল্প ট্রেডিং।

পরিশেষ কথা

আপনারা যারা আসলেই অনলাইনে কাজ শিখতে চান তারা বাংলাদেশের কিছু ভাই এর সাহায্য নিতে পারেন। ওয়েব ডেভেলপিং এর খুটিনাটি শিখার জন্য আর আর ফাউন্ডেশন এর বস এবং বাংলাদেশের গোল্ডেন ওয়ান রাসেল আহমেদ ভাই এর সরাসরি সাহায্য নিয়ে এই সেকশনে মাস্টার্স কমপ্লিট করতে পারবেন। এসইও শিখার জন্য MH soft ltd এর সাহায্য নিতে পারেন। তাছাড়া টেকটিউনস তো আছেই। অ্যাফিলিয়েট মার্কেটিং শিখার জন্য গুগল, ইউটিউব ছাড়াও আমাদের গ্রুপে জয়েন করেও সরাসরি শিখতে পারেন। আমাদের গ্রুপের ঠিকানা https://www.facebook.com/groups/Affiliatecoursebd

আপনাদের অনলাইন সাকসেস কামনা করছি। ভাল লাগলে বা কোন অভিযোগ থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

Level 0

আমি Farhad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I want to be self employed.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লিখছেেন

Level 0

ধন্যবাদ

ভাই ভাল লিখসেন আমাগো মত স্টুডেন্ট দের এইসব ধান্দা তে না যাওয়াই বেটার শেষে আম ও যাবে ছালাও যাবে

@IHK শাওন: হুম শাওন ভাই, আমিও তাই বলি ।

ভাল লিখসেন

সুন্দর লিখছেন ভাই!

ভাল লিখসেন

nice tune. ami o online earn somporke tottho khujchilam.

ভাই আমি শরিফুল আলম ,বগুড়া পলিটেকনিক এ পড়ি ,family problem এর জন্যে আমাদের মতো কিছু কিছু ছেলেদের online কেই বেছে নিতে হয় কিন্তু যেখানেই যাই কিছু না কিছু প্রতারিত হতে হয় । ইচ্ছা থাকলেই সামনে এগিয়ে যাওয়ার মতো কোন support নাই । কিছু personal কথা ছিল আপনার সাথে…যদি আপনার মোবাইল নাম্বার বা ফেসবুক আইডি পেতাম খুব খুশি হতাম ভাই……