স্যামসং মোবাইল মার্কেটে ধষ নামছে!

বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মোবাইল মার্কেটে স্যামসাং সবসময়ই প্রাধান্য বিস্তার করছে। মোবাইলের বাজারে আইফোন আর গ্যালাক্সির যুদ্ধ শুরু থেকেই। ২ টি ২ ধরণের অপারেটিং সিস্টেমে চল্লেও তুমুল লড়ায়ে মত্ত। কিন্তু স্যামসাং এর কিছুদিন ৩ মাসের রিপোর্টে দেখাজাচ্ছে তারা প্রতিযোগিতায় গতবছরের একি সময়ের থেকে অনেক বেশি পিছিয়ে। যেখানে তারা ৯.৬ বিলিয়ন ডোলার আয় করেছিল সেখানে তারা এই বছর মাত্র ৩.৯ বিলিয়ন ডোলার লাভ করেছে! জাকিনা ৩ ভাগের ১ ভাগের কিছু বেশি!

কিন্তু পক্ষান্তরে জানা জাচ্ছে আইফনের সর্বশেষ সংস্করণ বাজারে হিট করেছে যদিও তাদের রিসেন্ট কোন অর্থনৈতিক প্রতিবেদন আমি এখনও পাইনাই। কিন্তু এই টা বলায় যায় গত বছরের তুলনায় মাত্র ৩ ভাগের ১ ভাগ আয় হবার জন্য স্যামসং প্রতিজগিতায় অনেক পিছি পরেছে। যদিও এই আয় টাও অনেক বড় বড় প্রতিস্টানের থেকে অনেক বেশি!

এই আয় কমার পিছনে স্যামসাং এর কর্মকর্তারা মোবাইলের বাজার কে দোশারোপ করেছে! তারা এখন ডিসপ্লে, মেমরি এবং সিপিইউ ব্যবসাতে নজর দিচ্ছে! তারা চাচ্ছে এর মাধ্যমে কিছু টা আয় বাড়াতে।

আমার ওয়েব সাইট

Level 0

আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই একটু ম্যান সম্মত টিউন করলে হয় না

স্যামসাং মার্কেট হারাচ্ছে ……ভালো কথা ……কিন্তু মার্কেটটা যাচ্ছে কার দিকে …… ? টোটাল Stastistics টা দিলে ভাল হতো না …?!