Normal
0
false
false
false
MicrosoftInternetExplorer4
মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি,
গত সেপ্টেম্বর মাসের 15 তারিখে আমি দুইটি নাম্বার কিনি।
01866**6667
01866**6668
সম্পুর্ণ সঠিক তথ্য দিয়ে এবং সিম এর কাগজ পত্র সব আমি নিয়ে এসে ড্রয়ারে তালা বদ্ধ রাখি।
আমি নাম্বার দুটো দিয়ে এই একমাস শুধু নেট ব্রাউজিং ই করেছি আর কোন কাজে ব্যাবহার করিনি।
এর মাঝে 6668 নাম্বার টি আমার একটি অনেক পুরনো জিমেইল অ্যাকাউন্ট এ যোগ করি ও একটা ডোমাইন এর ইনফরমেশন এ ভুল বসতো দিয়ে ফেলি।
যে ডোমাইন এ নাম্বার টি দেই সেই ডোমাইন টি আমার নয় আমার কাছ থেকে একজন নিয়েছিল,
এখন উক্ত ডোমাইন টি যার তার সাথে আবার কোন এক ব্যাক্তির কিছু ঝামেলা চলছিল।তাদের আগে পিছে আমি ছিলাম না,
ধরি ডোমাইন টা যার তার নাম মিস্টার লাদেন এবং যার সাথে ঝামেলা তিনি মিস্টার বুশ !!!!
মিস্টার লাদেন এর সাথে আমার এমনিতেই ফেসবুক পরিচয় এবং মিস্টার বুশ এর সাথে আমার কোন পরিচয় নেই এবং আমরা একে অপরকে কেউ চিনি না।
এটাও উল্লেখ যে তাদের বাসা কুষ্টিয়ায় এবং আমার বাসা একদম উত্তর বঙ্গের কোন এক জেলায়।
গত ২৭-১০-১৪ তারিখে সন্ধা ৭:০৪ এ হটাৎ ১০ টাকা রিচার্জ আসে এবং আমি বুঝতে পারিযে এটা বিকাশ থেকে পাঠানো হয়েছে।
আমি আর ফোন এর দিকে তাকাই না । ঠিক 7:21 এ অামি বুঝতে পারি যে আমার নাম্বার টি কেউ রিপ্লেস করে নিয়েছে এবং ঐ নাম্বারে কল দিলে ওপাশ থেকে আমাকে 2 দিন পর যোগাযোগ করতে বলা হয়।
আমি খুব ভালমতই জানি যে কোন সিম তোলার জন্য কি কি লাগে
একটা রবি সিম রিপ্লেস করাতে আপনাকে যেসব তথ্য দিতে হবে তা হচ্ছে
রেজিস্ট্রেশন ফরম এর সিরিয়াল নম্বর । লাস্ট রিচার্জ লাস্ট ব্যালেন্স প্রিয় অথবা এফ এন এফ নাম্বার সহ আরো অনেক কিছুই। কিন্তু যে আমার নাম্বার টা নিছে তার কাছে শুধু আমার লাস্ট রিচার্জ এর খবর আছে কারন সেই টাকা টা পাঠাইছে।তাহলে কিভাবে সে রিপ্লেস করলো???????
জ্বি আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি রবি সিম রিপ্লেস করতে চাইলে শুধু ফোন নাম্বার এবং লাস্ট রিচাজ টা দিলেই চলবে।
তাহলে আপনার সিকিউরিটি কোথায থাকলো?পরবর্ রিপ্লেস ২৪ ঘন্টার মাঝে করতে পারবেন না। আর এই ২৪ ঘন্টায় আপনার অনেক কিছুই করে ফেলতে পারে
আমার যা যা করেছে:
১। ইমেইল এর পাসওয়ার্ড রিসেট করেছে।
২। সেই ইমেইল এর আন্ডারে আমার যত প্রকার অ্যাকাউন্ট ছিল সব হ্যাক করেছেেএর মাঝে ওডেস্ক,skrill,পেপাল,Wapka, ymail,Hotmail, facebook অন্যতম।
৩। তাদের মূল উদ্দেশ্য ডোমাইন টি নেওয়া তা নিয়ে নিয়েছে।
বি:দ্র: মিস্টার বুশ এর বিরোধ মিস্টার লাদেন এর সাথে আর মাঝখান থেকে যা ক্ষতি হইলো আমার । মিস্টার লাদেন এর শুধু ডোমাইন টি গচ্ছা গেছে আর আমার সব।
হ্যা একটা খুশির খবর হচ্ছে মিস্টার বুশ অনেক ভাল মানুষ(এত কিছুর পর ও!!)কারন আমি তার কোন ক্ষতি করিনি সেও আমার করেনি কারন আমার সকল সম্পত্তি সে ফিরত দিয়েছে । তার মূল উদ্দেশ্য যেটা ছিল তা আমাকে ঘিরে নয়।
এখন জাতির কাছে আবেদন আপনারা একটু সাবধানে থাকবেন আর অনলাইনে নাম্বার দেওয়া থেকে বিরত থাকবেন।
ধন্যবাদ
আমার ব্লগটিতে ভিজিট করার আমন্ত্রণ
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Times New Roman";
mso-ansi-language:#0400;
mso-fareast-language:#0400;
mso-bidi-language:#0400;}
আমি ছন্নছাড়া জিসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি যতদূর জানি গ্রামীনফোনের ও সিম এভাবে রি-প্লেস করা যায়