রবি সিম হইতে সাবধাণ।যেকোন মূহূর্তে রিপ্লেস হয়ে যেতে পারে আপনার সিম।

Normal
0

false
false
false

MicrosoftInternetExplorer4

 

মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি,

গত সেপ্টেম্বর মাসের 15 তারিখে আমি দুইটি নাম্বার কিনি।

01866**6667

01866**6668

সম্পুর্ণ সঠিক তথ্য দিয়ে এবং সিম এর কাগজ পত্র সব আমি নিয়ে এসে ড্রয়ারে তালা বদ্ধ রাখি।

আমি নাম্বার দুটো দিয়ে এই একমাস শুধু নেট ব্রাউজিং ই করেছি আর কোন কাজে ব্যাবহার করিনি।

এর মাঝে 6668 নাম্বার টি আমার একটি অনেক পুরনো জিমেইল অ্যাকাউন্ট এ যোগ করি ও একটা ডোমাইন এর ইনফরমেশন এ ভুল বসতো দিয়ে ফেলি।

যে ডোমাইন এ নাম্বার টি দেই সেই ডোমাইন টি আমার নয় আমার কাছ থেকে একজন নিয়েছিল,

এখন উক্ত ডোমাইন টি যার তার সাথে আবার কোন এক ব্যাক্তির কিছু ঝামেলা চলছিল।তাদের আগে পিছে আমি ছিলাম না,

ধরি ডোমাইন টা যার তার নাম মিস্টার লাদেন এবং যার সাথে ঝামেলা তিনি মিস্টার বুশ !!!!

মিস্টার লাদেন এর সাথে আমার এমনিতেই ফেসবুক পরিচয় এবং মিস্টার বুশ এর সাথে আমার কোন পরিচয় নেই এবং আমরা একে অপরকে কেউ চিনি না।

এটাও উল্লেখ যে তাদের বাসা কুষ্টিয়ায় এবং আমার বাসা একদম উত্তর বঙ্গের কোন এক জেলায়।

এবার আসি মূল ঘটনায়

গত ২৭-১০-১৪ তারিখে সন্ধা ৭:০৪ এ হটাৎ ১০ টাকা রিচার্জ আসে এবং আমি বুঝতে পারিযে এটা বিকাশ থেকে পাঠানো হয়েছে।

আমি আর ফোন এর দিকে তাকাই না । ঠিক 7:21 এ অামি বুঝতে পারি যে আমার নাম্বার টি কেউ রিপ্লেস করে নিয়েছে এবং ঐ নাম্বারে কল দিলে ওপাশ থেকে আমাকে 2 দিন পর যোগাযোগ করতে বলা হয়।

 আমি খুব ভালমতই জানি যে কোন সিম তোলার জন্য কি কি লাগে

একটা রবি সিম রিপ্লেস করাতে আপনাকে যেসব তথ্য দিতে হবে তা হচ্ছে

রেজিস্ট্রেশন ফরম এর সিরিয়াল নম্বর । লাস্ট রিচার্জ লাস্ট ব্যালেন্স প্রিয় অথবা এফ এন এফ নাম্বার সহ আরো অনেক কিছুই। কিন্তু যে আমার নাম্বার টা নিছে তার কাছে শুধু আমার লাস্ট রিচার্জ এর খবর আছে কারন সেই টাকা টা পাঠাইছে।তাহলে কিভাবে সে রিপ্লেস করলো???????

জ্বি আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি রবি সিম রিপ্লেস করতে চাইলে শুধু ফোন নাম্বার এবং লাস্ট রিচাজ টা দিলেই চলবে।

তাহলে আপনার সিকিউরিটি কোথায থাকলো?পরবর্ রিপ্লেস ২৪ ঘন্টার মাঝে করতে পারবেন না। আর এই ২৪ ঘন্টায় আপনার অনেক কিছুই করে ফেলতে পারে

আমার যা যা করেছে:

১। ইমেইল এর পাসওয়ার্ড রিসেট করেছে।

২। সেই ইমেইল এর আন্ডারে আমার যত প্রকার অ্যাকাউন্ট ছিল সব হ্যাক করেছেেএর মাঝে ওডেস্ক,skrill,পেপাল,Wapka, ymail,Hotmail, facebook অন্যতম।

৩। তাদের মূল উদ্দেশ্য ডোমাইন টি নেওয়া তা নিয়ে নিয়েছে।

 

 

 

বি:দ্র: মিস্টার বুশ এর বিরোধ মিস্টার লাদেন এর সাথে আর মাঝখান থেকে যা ক্ষতি হইলো আমার । মিস্টার লাদেন এর শুধু ডোমাইন টি গচ্ছা গেছে আর আমার সব।

 

 

 

হ্যা একটা খুশির খবর হচ্ছে মিস্টার বুশ অনেক ভাল মানুষ(এত কিছুর পর ও!!)কারন আমি তার কোন ক্ষতি করিনি সেও আমার করেনি কারন আমার সকল সম্পত্তি সে ফিরত দিয়েছে । তার মূল উদ্দেশ্য যেটা ছিল তা আমাকে ঘিরে নয়।

 

 

এখন জাতির কাছে আবেদন আপনারা একটু সাবধানে থাকবেন আর অনলাইনে নাম্বার দেওয়া থেকে বিরত থাকবেন।

 

 

 

ধন্যবাদ

আমার ব্লগটিতে ভিজিট করার আমন্ত্রণ

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Times New Roman";
mso-ansi-language:#0400;
mso-fareast-language:#0400;
mso-bidi-language:#0400;}

Level 2

আমি ছন্নছাড়া জিসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি যতদূর জানি গ্রামীনফোনের ও সিম এভাবে রি-প্লেস করা যায়

কথা সত্য । আমার রবি সিমটিও এভাবেই গায়েব হয়েছে। সিমটি আসলে খুব একটা ব্যবহার করা হত না । কিন্তু নম্বরটি সুন্দর ছিল বিধায় গায়েব করা হয়েছে। পরে আর উদ্ধারের চেষ্টা করি নাই। যা হোক অাপনার ঘটনা শুনে আমারটা মনে পড়ল।

Level 0

bhi ontoto koster khata share korar koy k pailam …..bigoto 2 mas a amar robi sim 4 bar replace korsa r ai robi sim ta ami business ar kaja use kori so bujta parsan amar jonno koto imp sim ta..aivaba jodi sim replace hota thaka taila amra koy jabo? but care a gala aibar bolsa r koy replace korta parba na ..dekhi ki hoy akhon o uthaita parinai 2 din por uthaita hoba care thaka bolsa

Level 0

c.care phn dile ki bolese seta share koren??

Level 0

কথা সত্য ।সিম এভাবে রি-প্লেস করা যায়

সব সিমেই কাস্টমার কেয়ার এর বাইরে ছোট দোকান গুলোতে যাদের, অনুমতি আছে তাদের কাছে তাদের কাছে এভাবে সিম তোলা যায়.

Level 2

হা হা হা আমার সিমটা রিপ্লেস করেন দেহি
আপাদত বন্ধ >> 01841114477
রিপ্লেস করতে পরলে আপনিই হয়ে যাবেন মালিক
সব গাদা
আর হে বলে রাখা ভাল এই সিমটা রিপ্লেস করতে গেলে সাধারন ভন্ড ছোট রবি সেবাতে হবেনা
মামুর বাড়ি WIC যেখানে আছে সেখানে যোগাযোগ করুন
যেমনঃ গুলশান উদয় টাওয়ার / কুমিল্লা জাওতলা

Level 2

রবি হলো বাংলাদেশে সবচাইতে বাজে আর বাটপার একটি নেটওয়ার্ক। এ জন্য রবি ছেড়েছি একবছর আগে। আপনার ঘটনাটি আমার অফিসের বেশ কয়েকজনের বেলায় ঘটেছে।

বাংলাদেশের প্রায়ই সব জায়গায় গড়ে উঠেছে ব্যাং এর ছাতার মত রবি সেবা। এখানে লাষ্ট রির্চার আর নাম্বার বলতে পারলে সিম দিয়ে দেয়। কোন ডকুমেন্ট লাগেনা।কুমিল্লায় সিমান্ত এলাকায় এক দোকানে চা থেতে গেলাম। চা দোকানদার নাকি রবি সেবা পয়েন্ট -এখানে ও নাকি সিম রিপ্লেস করা যায়।

ভাই আমাকে ও এক শালার বেটা ৪ বার সীম তোলার পর ও শালা মহা ঝামেলায় ফেলেছে।