গ্রামীণফোনকে হাইকোর্ট দেখানোর কেউ নাই?


গ্রামীণফোন বিরাট ঘোষণা দিয়ে ফেসবুক ফ্রি করে দিছে। কোন ডাটা বা টাকা পয়সা কাটা হবেনা।
তারপর প্রায় সব পত্রিকায় রিপোর্ট অনলাইন পোর্টালে রিপোর্ট লাখ লাখ স্ট্যাটাস দেওয়া হইছে এই বিষয়ে। বিনা পয়সায় বিশাল বিজ্ঞাপন।

তারপর..........  হাজার হাজার গ্রামীণফোন সিম বিক্রি হইলো, লাখ লাখ বন্ধ সিম রিএক্টিভ হইলো। তারা নিশ্চই সমাজসেবা করতে আসে নাই, এটা তাদের একটা কর্পোরেট স্ট্র্যাটেজি, এতে কোন সমস্যা নাই।
...কিন্তু মুশকিল হইলো তারা কোন রকমের ঘোষণা ছাড়াই ফ্রি ফেসবুক বন্ধ করে দিছে। এইটা ক্রাইম!

কোন মানুষ যখন দেখেছে তার ফোনে ১৫/২০ মেগাবাইট ডাটা আছে, রাতে ফেসবুক গুতানো ছাড়া অনলাইনে তেমন একটা কাজ নাই, ফেসবুক ফ্রি, সুতরাং হয়ে যাবে। সারারাত ফেসবুক গুতানোর পর সকালে সে দেখলো ফোনে এক দেড়শ টাকা ছিল, এখন এক টাকাও নাই! মেগাবাইট শেষ হওয়ার পর তার মূল একাউন্টের টাকা থেকে কাটতে কাটতে ব্যালেন্স শূণ্য! কারণ গ্রামীণফোন কোন ঘোষণা ছাড়াই ফ্রি ফেসবুক বন্ধ করছে !!!  মানুষ বিষয়টা টের পেতে ২৪ থেকে ৩৬ ঘন্টা লাগছে, ততক্ষনে জনগণের  হাজার কোটি টাকা লুটপাট করা শেষ............... !!!!!!

গ্রামীণফোন পরিচালিত 'ফেসবুক ভেল্কীতে ব্যালেন্স ডাকাতি, জনগণ খাইছে পুরাই টাশকি' - এই শর্টফিল্মটা  কেমন লাগলো আপনাদের ???

প্রশ্ন হলো - এই ডাকাতি কি ক্ষমা করে দিবেন ? 😯 কখনই না.........

ঠাণ্ডা মাথায় জাস্ট নিবেদন একটাই, আর তা হলঃ " গ্রামীণফোনকে বিশাল অঙ্কের জরিমানাসহ পুরো  টাকাটা প্রত্যেক গ্রাহকের একাউন্টে রিফান্ড করার নির্দেশ আদালতের দেয়া উচিত। "

" দুনিয়ার অনেক ফালতু বিষয়ে উচ্চ আদালতে রিট হয়। গ্রামীণফোনকে হাইকোর্ট দেখানোর কেউ কি নাই ? ? ? "

সিরিয়াসলিঃ-  ফোন কোম্পানিগুলোর এই সব ডাকাতি দেখার জন্য কেউ কি আছে ? ? ?
ব্যাপারটা ডাক ও টেলিযোগাযোগ, আইসিটি মন্ত্রীও দেখতে পারেন, আবার প্রতিমন্ত্রীও দেখতে পারেন, যদি সময় হয় আর কি !!!


ধন্যবাদান্তেঃ আব্দুল্লাহ আল ফয়সাল ফেরদৌস

Level 0

আমি আকতারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই তো মনের কথা কইয়া দিছেন

    ধন্যবাদ ভাই, জিপি ব্যবহার বন্ধ করা কর্তব্য !

এগুলোকে লাঠি দিয়ে পিটানো দরকার। লাঠির পিটার ঔষদ ২য়টি নেই। জিন তাড়াতে দেখিয়াছি। জিন পযর্ন্ত লাঠিকে ভয় পায়।

    খাঁটি বাংলার বাঁশ ! ধন্যবাদ ভাই !

জিপিরে মানিব্যাগ এর চিপায় ফালাইসি ১ বছর আগে

আমি গত ২-৩ বছর আগেই বাংলালিংক ও টেলিটক ব্যাতীত সকল সিম ব্যবহার করা বন্ধ করে দিয়েছি আর কোন ইন্টারনেট প্যাকেজ টাকা দিয়ে কিনি না, বাসায় ব্রডবাড নিয়ে তাতে রাউটার লাগিয়ে আরাম করে চালাচ্ছি। সিম কোম্পানি গুলোর ভন্ডামিতে বিরক্ত হয়েই এই পথ বেছে নিয়েছি। 😀

    @প্রতিবাদী ছেলে:
    ব্যক্তিগতভাবে আমি বাংলালিংক সিম ব্যবহার করি, আর নেট চালাই কিউবিতে ।

খুব সুন্দর লিখেছেন ভাই আমি আপনার সাথে এক মত। সবাই কি বলেন?

    @রাশেদ ইকবাল রাজু:
    আপনাকে অনেক ধন্যবাদ !

Level 0

দশ বছর জিপি ইউজ করছি , তবে আর পারলামনা , বাধ্য হয়ে এখন বন্ধ করছি

    @salimccf:
    আপনাকে আন্তরিক অভিনন্দন ।

Level 0

বাংলাদেশ টেলেকমিনেকেশন যারা লাইসেন্ন দেয় এইসব কোম্পানিকে তাদের কে কোটি টাকার মধ্য ঘুম পাড়িয়ে রেখেছে। আমি আপনি হাজার টাকা লোকসান করলে কিছু যায় আসে না।

    @bd99.tk:
    সত্য কথা বড়ই তিতা। আপনাকে ধন্যবাদ সত্যটি বলার জন্য !

ভালো লিখেছেন, প্রতিটা লাইনের সাথে একমত

    @শাহরিয়ার শিমুল ভাই:
    You are Most Welcome !

জিপিরে বাঁশ দিন

Level 0

সব কথাই সত্যি। পুরাই সহমত। কিন্তু দুক্ষ:জনক ব্যপার হচ্ছে সেই অনেক উপর থেকে চুরি শুরু হলেও কেউ ইচ্ছা করেই দেখবেন না বা আসলেই দেখার সময় নাই। কারন জনগনের/আমজনতা গুরুত্ব কেবল একটি নির্দিষ্ট সমেয়েই সীমাবদ্ধ।

    @frzban:
    আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।
    সুধু নির্দিষ্ট সময় নয় সরকারের সদিচ্ছাও এখানে জড়িত ।

জিপি রে অবিলম্বে গুম করা উচিত অনেক দিন ধরে গুম এর খবর পাই নি 😀

    @IHK শাওন:
    শুনে খুব মজা লাগলো , জিপির MD/GM কে গুম করা উচিৎ !

জিপিরে ২০১১ এর মাঝামাঝি থেকে টানা ৩বছর ফ্রী নেট দিয়া বাশ দিসি, ৩ বছর কম করে হইলেও ৩.৫ টেরাবাইট ডাউনলোড দিসি আর আপলোড তো আর বাদ এই দিলাম, 😀 এখন এয়ারটেল রে দিতেছি 😀

    @যয়েল:
    আপনার বাঁশ থেরাপি চমৎকার ।
    জিপিরে বাঁশ থেরাপি দেয়ার বিষয়ে টিউন করুন, অনেক উপকারে লাগবে ।

Level 1

@যয়েল: পুরাই শান্তির কথা শুনাইলেন, তবে যদি বাঁশটা শেয়ার করার সুযোগ দিতেন খুশি হতাম।মনচাইলে শেয়ার করবেন।এখানে [email protected]

    @minus zero:
    জিপিতে কথা বলা বন্ধ করুন এবং সম্ভব হলে ফ্রী নেট চালিয়ে জিপিকে বাঁশ দিন ।

ঠিক বলেছেন ভাই @ এভাবে জনগণের টাকা মেরে তারা আজ কোটিপতি @ কিন্তু কিছু করার যে থাকছে না…। ?

    @হোছাইন আহম্মদ ভাই:
    মেনি থ্যাংকস,
    জিপি সিম দিয়ে কথা বলা বন্ধ করার মাধ্যমে এবং সম্ভব হলে ফ্রী নেট চালিয়ে জিপিকে বাঁশ দিন ।

Level 0

জিপি ব্যবহার বন্ধ করছি 2010 থেকে।

    @zaheed29:
    এটাতো সুখবর, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ !

অামি জিপি ব্যবহার শুধু ফ্রি নেট ব্যবহার করার জন্য৷ জিপি দিয়ে কোন মাসে অামি ২০ টাকার কথা ও বলি না৷

মোবাইল কোম্পানীগুলোকে শায়েস্ততা করা যাচ্ছে না , এর জন্য দায়ী অামাদের সরকার৷ সরকারদলীয় নেতারা প্রতি বছর কোম্পানীগুলো কাছ থেকে একটা মাশুয়ারা পেয়ে থাকে৷ এজন্য সরকার মোবাইল কোম্পনীরগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করছে না এমনকি সরকারী কোম্পানী টেলিটক এর কোন উন্নয়ন করছে না৷ এদের বিরুদ্ধে অামাদেরকে সোচ্ছার হতে হবে৷

    Obaidul Hoque ভাই, আপনার মন্তব্ব্য সবচেয়ে বেশি ভাল লাগলো।
    দুর্নীতিবাজ অবৈধ আওয়ামীলীগ সরকারের জন্য মোবাইল অপারেটররা বাংলাদেশের জনগনের সীমাহীন ক্ষতি করেও পার পেয়ে যাচ্ছে ।
    অবৈধ আওয়ামীলীগ সরকার নিজেই তো বার বার বিদ্যুৎএর মূল্য, গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যমে জনগনের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে ।

Ami gp k alltime bush dei

Level 0

Ami mone kori ,, GP ar moto valo mobile operator e hoy nah ,,cz ai operator ar
free net use kora jai jhamelabihin ,, and onek easy vabe 😀 😀 😀 😀 😀

এ কারণেই তো Gp কে বাঁশ দিচ্ছি ইচ্ছামত……………So, আপনারাও দিন………..www.facebook.com/OurFreeNetCenter/posts/1476156985998474

ভালোই বললেন…তবে সমস্যাটা হল যাদের বললেন গ্রামীণফোনকে হাইকোর্ট দেখাতে, তারাতো গ্রামীণের পকেটেই বাসা-বাড়ি করে থাকা শুরু করচে অনেকদিন আগে থেকে 😛

    Dear Brother, আপনার টিউমেন্ট-টি আমার অসম্ভব ভাল লেগেছে,This is the only best comment on the post, Great Thanks !!

    ভাই আপনি বোকা নন, আপনি অনেক চালাক।
    বর্তমান BAL(বাল) সরকারের ভুলগুলো যারা ডিটেক্ট করতে পারেনা প্রকৃতপক্ষে তারাই বোকা।

Level 0

sorkarer keda ki koibo. onara taka khaiya nijera valoi asen. Ar onara fb chalan na.