গ্রামীণফোন বিরাট ঘোষণা দিয়ে ফেসবুক ফ্রি করে দিছে। কোন ডাটা বা টাকা পয়সা কাটা হবেনা।
তারপর প্রায় সব পত্রিকায় রিপোর্ট অনলাইন পোর্টালে রিপোর্ট লাখ লাখ স্ট্যাটাস দেওয়া হইছে এই বিষয়ে। বিনা পয়সায় বিশাল বিজ্ঞাপন।
তারপর.......... হাজার হাজার গ্রামীণফোন সিম বিক্রি হইলো, লাখ লাখ বন্ধ সিম রিএক্টিভ হইলো। তারা নিশ্চই সমাজসেবা করতে আসে নাই, এটা তাদের একটা কর্পোরেট স্ট্র্যাটেজি, এতে কোন সমস্যা নাই।
...কিন্তু মুশকিল হইলো তারা কোন রকমের ঘোষণা ছাড়াই ফ্রি ফেসবুক বন্ধ করে দিছে। এইটা ক্রাইম!কোন মানুষ যখন দেখেছে তার ফোনে ১৫/২০ মেগাবাইট ডাটা আছে, রাতে ফেসবুক গুতানো ছাড়া অনলাইনে তেমন একটা কাজ নাই, ফেসবুক ফ্রি, সুতরাং হয়ে যাবে। সারারাত ফেসবুক গুতানোর পর সকালে সে দেখলো ফোনে এক দেড়শ টাকা ছিল, এখন এক টাকাও নাই! মেগাবাইট শেষ হওয়ার পর তার মূল একাউন্টের টাকা থেকে কাটতে কাটতে ব্যালেন্স শূণ্য! কারণ গ্রামীণফোন কোন ঘোষণা ছাড়াই ফ্রি ফেসবুক বন্ধ করছে !!! মানুষ বিষয়টা টের পেতে ২৪ থেকে ৩৬ ঘন্টা লাগছে, ততক্ষনে জনগণের হাজার কোটি টাকা লুটপাট করা শেষ............... !!!!!!
গ্রামীণফোন পরিচালিত 'ফেসবুক ভেল্কীতে ব্যালেন্স ডাকাতি, জনগণ খাইছে পুরাই টাশকি' - এই শর্টফিল্মটা কেমন লাগলো আপনাদের ???
প্রশ্ন হলো - এই ডাকাতি কি ক্ষমা করে দিবেন ? 😯 কখনই না.........
ঠাণ্ডা মাথায় জাস্ট নিবেদন একটাই, আর তা হলঃ " গ্রামীণফোনকে বিশাল অঙ্কের জরিমানাসহ পুরো টাকাটা প্রত্যেক গ্রাহকের একাউন্টে রিফান্ড করার নির্দেশ আদালতের দেয়া উচিত। "
" দুনিয়ার অনেক ফালতু বিষয়ে উচ্চ আদালতে রিট হয়। গ্রামীণফোনকে হাইকোর্ট দেখানোর কেউ কি নাই ? ? ? "
সিরিয়াসলিঃ- ফোন কোম্পানিগুলোর এই সব ডাকাতি দেখার জন্য কেউ কি আছে ? ? ?
ব্যাপারটা ডাক ও টেলিযোগাযোগ, আইসিটি মন্ত্রীও দেখতে পারেন, আবার প্রতিমন্ত্রীও দেখতে পারেন, যদি সময় হয় আর কি !!!
ধন্যবাদান্তেঃ আব্দুল্লাহ আল ফয়সাল ফেরদৌস
আমি আকতারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই তো মনের কথা কইয়া দিছেন