আজকের দিনে আমরা কম বেশি সবায় স্মার্ট ফোন ব্যাবহার করছি। আর স্মার্ট ফোন মানেয় বিভিন্ন অ্যাপ ও গেম। আমরা অনেকেয় ২৪ ঘন্টা ইন্টারনেট ব্যাবহার করি। অবাক হবেন না। আপনিও হইত করেন। কিভাবে? আচ্ছা আপনার ফেসবুক বা স্কাইপি কি ২৪ ঘণ্টা ওপেন থাকে না? তাহলে? ইন্টারনেট তো চলল।
এই সব কারণে আমাদের মোবাইলের ব্যাটারির চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে তা ৪-৫ ঘণ্টাও যায়না! সাধারণত চার্জ যায় ৮-১০ ঘন্টা। যা কিনা অনেক কম। এর সমাধানে অনেক অ্যাপ বাজারে আছে। যা হইত কিছুটা চার্জের মেয়াদ বাড়াতে সক্ষম কিন্তু তাও ব্যাটারি খুব বেশি সময় চলে না। এই রকম একটি অ্যাপ নিয়ে আমি এর আগে লিখেছি। ওই লিখাতি পড়তে এখানে ক্লিক করুণ। এই অ্যাপ টি তুলানামুলক অনেক ভালো।
কিন্তু আমাদের চাহিদা তো আরো অনেক বেশি। যেমন আমরা তো চায় আমাদের চার্জ নুন্নতম ২৪ ঘন্টা থাকুক! আমাদের চাহিদা মাথায় রেখে বিজ্ঞানীরা অনেক দিন তেকেয় ব্যাটারির উন্নতি সাধনের চেষ্টা করে জাচ্ছে। এরি ধারাবাহিকতায় সম্পূর্ণ নতুন ধরনের এক লিথিয়াম আয়ন ব্যাটারি উদ্ভাবন করেছেন গবেষকেরা। এটির চার্জ হতে সময় লাগবে মাত্র ২০ মিনিট আর এই ব্যাটারি সচল থাকবে ২০ বছর!
একদম খালি অবস্থা থেকে চার্জ দিতে শুরু করলে প্রথম দুই মিনিটেই ৭০% চার্জ হবে এই ব্যাটারিতে। বর্তমানে আমাদের মোবাইল ফোন এবং ট্যাবে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারিতে রয়েছে ৫০০ রিচার্জ সাইকেল। ফলে দুই বছরের মাথায় এটি অকেজ হয়ে যায়। আর এসকল ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ দিতে সময় লাগে কমবেশি দুই ঘণ্টা।
তবে নতুন উদ্ভাবিত এই ব্যাটারির রিচার্জ সাইকেল ১০,০০০। আর এটি সম্ভব হয়েছে ব্যাটারি অ্যানোডে গ্রাফাইট ব্যবহারের পরিবর্তে টাইটেনিয়াম ডাইঅক্সাইড জেল ব্যবহারের ফলে। এই জেল ব্যাটারিতে দ্রুত রাসায়নিক বিক্রিয়া ঘটায় যার ফলে ব্যাটারি চার্জ হতে সময় লাগে কম। আর একইসাথে বৃদ্ধি করে ব্যাটারির লাইফটাইম।
আমার ওয়েব সাইট।
আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice…..