Hello everybody সবাই কেমন আছেন । সবাই ভাল থাকার জন্য দুওয়া করি। আমি আজ আপনাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটি সর্ম্পকে মোটামোটি একটা দারনা দেওয়ার চেষ্টা করব। তবে আমার বিশ্বাস যে আমার এই টিউনটি পড়ার পর আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। তা মোটামোটি ভাল সিদ্ধান্ত নিতে পারবেন। যাক আর কতা না বাড়িয়ে কাজের কতায় আসি।
1. প্রথম শ্রেণী ইউনিভার্সিটি
2. দ্বিতীয় শ্রেণী ইউনিভার্সিটি
3. তৃতীয় শ্রেণী ইউনিভার্সিটি
4. যারা Low বা আইন বিষয় পড়বেন তাদের জন্য নিচের এই college বা প্রতিষ্টানে পড়া ভাল। তবে এই গুলোতে পড়তে একটু টাকা বেসি লাগবে(এখানে কয়েকটি প্রতিষ্টান এর নাম দিলাম আরও কয়েকটি আছে) ।
যারা ইঞ্জিনিয়ারিং বিষয় পড়া-লেখা করতে চান। তারা দেখবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে যে ইঞ্জিনিয়ারিং বিষয় পড়তে সেই বিষয় IEB Membership আছে কি না তাকলে ভাল। যদি না তাকে তা হলে আপনি একটু সমস্যাতে পড়তে পারেন।( যারা IEB বুঝেন ভাল যারা IEB বুঝেন না তাদের জন্য আমি আমার পরবর্তি টিউনে IEB কি, কোন কোন ইউনিভার্সিটির কোন কোন subject বা বিষয় এর IEB membership আছে, এইটার সুবিদা কি ইত্যাদি নিয়া আলোচনা করব)
5. যারা বস্ত্র বিষয়ে (Ex: Textile, Fashion design etc) পড়া-লেখা করতে চান তাদের জন্য নিন্মের এই উনিভার্সিটি মোটামোটি ভাল হবে।
বিঃ দ্রঃ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই টিউন যদি আপনার ভাল লাগে তবে প্রিয় টিউনসে যুক্ত কর, নির্বাচিত টিউন মনোনয়ন করবেন, আর হে কমেন্ট করতে ভুলবেনা।
ওকে সবাই ভাল থাকবেন।
আমি shahinbd83। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভালো লিখেছেন। আপনি চাইলে টিউনটি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ LekhaporaBD(.)com এ প্রকাশ করতে পারেন। এতে আরো অনেক শিক্ষার্থীরা উপকৃত হবে।