ধর্ম ও বিজ্ঞান নিয়ে কিছু কথা।

বিজ্ঞান ও ধর্ম দুটি ভিন্ন বিষয়। কিন্তু ধর্মের সাথে বিজ্ঞান সংগতিপূর্ণ । উদাহরণ স্বরূপ বিজ্ঞানকে ইসলাম ধর্মের সাথে তুলনা করা যায়। ইসলাম ধর্মের পরিপূর্ণ জীবন বিধান হল আল-কুরআন। কুরআন হলো আল্লাহর বানী যা কেউ কোন দিন খণ্ডন করতে পারবে না। বিজ্ঞান এবং ধর্ম দুটি একই সাথে সাবলীল গতিতে চলে। কিন্তু গোঁড়া বিজ্ঞানী বা বিজ্ঞান মনস্ক মানুষ বিজ্ঞানের অপব্যবহার করছে। তারা বিজ্ঞান দ্বারা ভুল এবং ভ্রান্ত যুক্তির মাধ্যমে ধর্ম মিথ্যে প্রমাণ করতে চায়। এদের ভ্রান্ত যুক্তি না বুঝে অনেকেই খারাপ দিকে চলে যাচ্ছে, অস্বীকার করছে সৃষ্টিকর্তা এবং ধর্মকে।

আমাদের মনে রাখতে হবে সৃষ্টিকর্তা সবার, ধর্ম যার যার। সৃষ্টিকর্তা একজনই। কেউ তাকে ডাকে আল্লাহ, কেও ভগবান কেউ ঈশ্বর। কোন ধর্মই কট্টর ভাবে ধর্ম পালনের কথা বলে না। বরং সুষ্ঠুভাবে ধর্ম পালনের পাশাপাশি অন্যান্য সব ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার শিক্ষা দেয়। ধর্ম হচ্ছে একটি জীবন ব্যবস্থা, শৃঙ্খলা। অথচ এই সুন্দর ধর্মকে কিছু মানুষ ভুল প্রমাণিত করতে চায়। কোন কিছুই আপনা-আপনি উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি হয় না। মানুষের জ্ঞানের পরিধি কখনই অতিক্রম যোগ্য নয়। আল্লাহ আমাদের যতটুকু জানার সুযোগ দিয়েছেন তার বেশি কোন কিছুই জানা সম্ভব নয়। তবে হ্যাঁ, মানুষ চেষ্টা করবে অজানাকে জানার জন্য। আমাদের এখনও অনেক কিছু আবিষ্কারের বাকি আছে। তবে বিজ্ঞান যদি সুষ্ঠু ভাবে ব্যবহার করা যায় তাহলে কখনও কোন সমস্যা হবে না। সবার প্রতি অনুরোধ, সবাই যেন এদিকে খেয়াল রাখেন।


 

  • আপনার মন্তব্য টিউমেন্ট এ জানান।
  • ফেসবুকএ আমি

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিটিতে কি ধর্ম চর্চা করা হয়? আর ধর্ম একটা বিশ্বাসের ব্যাপার । সুতরাং আপনার এই (ইসলাম ধর্মের পরিপূর্ণ জীবন বিধান হল আল-কুরআন) কথা আমি বিশ্বাস নাও করতে পারি।

    @LR: ভাই টিটি কোথাও কি না বলা আছে ধর্ম চর্চা করা যাবে না। আপনার বিশ্বাস অবিশ্বাস আপনার কাছে এখানে তো কেউ আপনাকে জর করছে না যে আপনি এভাবে ক্ষেপে জাবেন, নাকি আবার আপনার চুলকানি ইসলাম নিয়ে।

      @জুবায়ের আহমেদ:
      টেকটিউন্স নীতিমালার প্রথম নীতি হল “টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে।”
      সেই হিসাবে ধর্মচর্চা অবশ্যই টেকটিউন্স নীতিমালার লংঘন।
      তারপর যদি ধরেও নেই টেকটিউন্সে ধর্মচর্চা করায় কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে,
      আপনার মতই একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিষ্টান বা একজন অন্য ধর্মাবলম্বী যদি তার ধর্মচর্চার স্থান হিসাবে TT কে বেছে নেয় তবে তো টেকটিউন্সের নাম বদলে রিলিজিওনটিউন্স বা এরকম কিছু দিতে হবে।
      প্রতিটি ধর্মের লোক যদি এসে এভাবে ধর্মচর্চা শুরু করে এখানে তবে সেটা কি আপনার ভাল লাগবে? সব ধর্মের লোকের নিজস্ব ধর্মচর্চা টিটিতে দেখার ধৈর্য আছে তো?

      যে সকল সাইট ধর্মচর্চার জন্য তৈরী করা হয়েছে সেখানে কি ধর্মচর্চা ব্যাতীত অন্য কিছু এপ্রূভ করা হয়?
      সেখানে কি Large Hadron Collider অথবা Theory of Evolution এর ব্যাপারে কোন আর্টিকেল কে স্থান দেয়া হবে?
      যদি ধর্মীয় সাইটে বৈজ্ঞানিক আর্টিকেল এর যৌক্তিকতা না থাকে তবে বাংলায় সর্ববৃহত টেকনো কমিউনিটিতে ধর্মচর্চার যৌক্তিকতা কিভাবে ব্যাখ্যা করবেন।