উইন্ডোজে ধরা পড়লো নতুন ত্রুটি

মাক্রোসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজে নতুন ত্র“টি দেখা দিয়েছে। বেশকিছুদিন ধরে সাইবার অপরাধীরা কম্পিউটারের শর্টকাট প্রোগ্রামের একটি ত্র“টিকে পুজি করে ব্যবহারকারীর কম্পিউটারের তথ্যাবলীর নিয়ন্ত্রণ নিতে সম হচ্ছে বলে অভিযোগ ওঠে। জুলাইয়ের মাঝামাঝি সত্যতা মেলে এ অভিযোগের।
বিসিসি জানিয়েছে, ব্যবহারকারীরা কম্পিউটারে যে প্রোগ্রাম বেশিবার ব্যবহার করে থাকে তাতে দ্রুত ঢোকার জন্য সাধারণত শর্টকাট বাটন তৈরি করে ডেস্কটপের সুবিধামত ড্রাইভে রাখে। যখন প্রোগ্রামটি খোলার দরকার হয় তখন উক্ত শর্টকাটে কিক করলেই সেটি খুলে যায়। আর সাইবার অপরাধীরা উইন্ডোজের এ প্রোগ্রামের কিছু দূর্বলতাকে পূজি করেই ব্যবহারকারীদের কম্পিউটারে হামলা চালাতে সম হচ্ছে। তারা বিশেষ ধরণের তিকর কোড দিয়ে শর্টকাট প্রোগ্রাম তৈরি করছে এবং তা ব্যবহারকারীর কম্পিউটারে স্থানান্তর করে রাখছে। ব্যবহারকারীরা নিজের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন মনে করে যখন এ ধরণের প্রোগ্রামে কিক করছেন তখন কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যাচ্ছে সাইবার অপরাধীদের কাছে। একই সাথে এ ধরণের প্রোগ্রাম কম্পিউটারের সফটওয়্যার কনট্রোল প্যানেলও নিজের নিয়ন্ত্রণে নিতে সম হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত এ ত্র“টি ধরার পর উইন্ডোজের একটি অতিরিক্ত সফটওয়্যার (প্যাচ) বাজারে ছেড়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির সিনিয়র সিকিউরিটি রেসপন্স ম্যানেজার ক্রিস্টোফার বাড জানান, আমরা উইন্ডোজের নিরাপত্তা সংক্রান্ত এ ত্র“টি ল্য করেছি এবং এর সমাধানে একটি অতিরিক্ত সফটওয়্যারও বাজারে ছেড়েছি। মাইক্রোসফট উইন্ডোজ আপডেট ওয়েবসাইট থেকে ব্যবহারকারীরা এটি বিনা মূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। এটি ব্যবহারের ফলে ব্যবহারকারীর নিরাপত্তা নিয়ে আর কোন সমস্যা থাকবে না।

খবরের সূত্র: বিবিসি

Level 0

আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য.

Level 0

উদবিগ্ন ও চিন্তার বিষয়

thanks

আপনার টউনটা খুবই গুরুত্ব পূ্র্ন ।

Level 0

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

প্যাচ এর ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কটা দিতে পারবেন?

খুবেই গুরুত্বপুর্ন তথ্য।

দু:সংবাদ…………………ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজীউন!!!!

    ঘুমে খারাপ স্বপ্ন দেখলেন নাকি।

এটাতো আজকের কালের কন্ঠতে পড়লাম। কিন্তু ডাউনলোড লিঙক দিন

তথ্যটির জন্য ধন্য বাদ

Level 0

তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ডাউনলোড লিনক টা নাই……………..।

ধন্যবাদ।
Computer tips & tricks
http://www.a2zbd.info

ধন্যবাদ আল আমিন ভাই তথ্যটা শেয়ার করার জন্য।

তথ্যটা শেয়ার করার জন্য ধন্যবাদ।