অনেক দিন পর “কাতার” থেকে

দেশ- দশের কথা ভুলে গেলও টেকটিউনের কথা ভুলতে পারলামনা।  দীর্ঘ চার মাস পর  টিটির সবাই কে একবার সালাম আর ভালবাসা জানানোর জন্য আমার আজকের এই প্রয়াস। ইউজার নাম, পাসওয়ার্ড সব ভুলেগিয়েছিলাম। অনেক কষ্টকরে উদ্দ্বার করেছি। আরেকটা বিষয় আমি দেশে থাকা অবস্থায় সাহায্যার্থে কিছু সাহায্য টিউন করতাম হঠাত একদিন দেখি আমি আর সাহায্য চাইতে টিউন করতে পারছিনা। মনে খুব জালা নিয়ে এই গত সময় কাটিয়েছি। এবার লগিন করার সাথে সাথে দেখলাম আমি সত্যি সত্যি টিউন করতে পারতেছি। এই জন্য আমি অনেক খুশি, বহু খুশি... তবে আমার যা ধারনা আমাকে বিশেষ কারনে হয়ত পানিশমেন্ট দেওয়া হয়েছিল। যাক ফিরে পেয়েছি অধিকার। ধন্যবাদ মডারেটর ভাইদের। দোয়া চেয়ে শেষ করলাম।

আমি ফেইচবুকে ঃ  [email protected]

আর আমার কম্পিউটারের হার্ডওয়্যারের উপর ছোট ব্লগ    BDSKYTECH

Level 0

আমি Arif Md Forkan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাইটটিতে পোষ্ট গুলু বাংলাতে হলে ভাল হত।

যাক টিটির প্রতি ভালবাসা দেখে ভাল লাগল।

ইংরেজিতে আমি খুবই কাচা এর পরেও ইংরেজিতে ব্লগিং করা শুরু করেছি। আস্তে আস্তে কিছু জানব বলে… @hafiz anower

হোছাইন আহম্মদ ভাই, যার নুন খায় তার অবশ্যই গুন গাইতেই হয়… টিটি আমার পরম বন্ধু।