কি কারনে আমি জিপি মডেম ব্যবহার বাদ দিয়েছি?

গ্রামীন ফোন সবসময়ই মিথ্যুক। তারা বলে তাদের মডেম এই সেই এটা আছে, ওটা আছে...আসলে সব ভুয়া। ইদানিং যে নতুন মডেম টা এনেছে বাজারে সেটি হল তাদের ভন্ডামির চুড়ান্ত লক্ষন, আসলে লক্ষন বললে ভুল বলা হবে, এটা ভন্ডামির চূড়ান্ত নিদর্শন।

আমি বোকার মত মোবাইল না কিনে জিপি মডেম নিয়েছিলাম হাই-স্পিড মেমরি কার্ড রিডার ইত্যাদি শুনে, অথচ কি ধরাটাই না খেলাম...এত ফালতু রিসিপ্সহন আর কোনো মডেমে আছে বলে আমার জানা নাই।

মডেম টি :

  • ১. আমার পিসির সামনের usb তে কাজ করে না, কানেক্ট হয় কিন্তু ডাটা আদান প্রদান হয়না।
  • ২. পিছনের usb port এ লাগানো হলে কাজ করে কিন্তু পিছনে আবার নেটওয়ার্ক সিগনাল যাচ্ছেতাই(আমার বাসার চারপাশে কোনো উচু বিল্ডিং নাই)।
  • ৩.ব্রাইজিং স্পিড ১-২কেবির বেশি ওঠেইনা আমার বাসায়।
  • ৪. একমাত্র রাত ৩টার পরে ৮-১৩/১৪ কেবিপিএস পাওয়া যায়।
  • ৫. মাঝেমাঝে কিছু দিন মডেম কোমায় চলে যায়, তখন কোনো কাজ ই হয়না। ১/২কেবিও আসে না, বাইটে ডাটা আদান প্রদান হয় !!
  • ৬.পিসির সামনে/পিছনের port থেকে usb extension cable ব্যবহার করলে নেট পায়না।
  • ৭.মেমরি কার্ড একবার হলে পায়, একবার পায় না। সিওরিটি নাই আপনি সাইবার ক্যাফেতে নিয়া যাবেন ওখানে একগাদা ডাউনলোড এর পরে এগুলা বাসায় আনার সময় কাজ করবে কি না।
  • ৮.জিপি'এ বেচার সময় বলে কোনো সমস্যা হলে নিয়া আসবেন, আমি ৩বার 'নিয়া' গেছি, কিছু কাম যে হয়নাই বুঝতেই পারতেছেন। তারা উলটা কাস্টমারের দোষ দিয়া দেয়।
  • ৯.জিপি সেন্টারে মডেম এর সার্ভিসিং হয়না, আপনাকে নিজের টাকা খরচ করে হুয়ায়েই'র কেয়ার 'ডিস্কোভারি' তে যেতে হবে। ওখানে গেছি, উনারা ৫ তলায় দোকান দিয়া বসছেন, ৫তলার উপরে ভালো স্পিড, তাই মডেম নাকি ভাল, উনাদের কিছুই করার নাই।
  • ১০. নিচে আমার উবুন্টুতে জিপি মডেমের স্পিডের স্ক্রিনশট দিলাম, (অনেকগুলা শট থেকে ক্রপ করে বানানো) দেখেন এই স্পিডে কারো পক্ষে জিপি'র 'কাছে থাকা' সম্ভব কি না?
জিপি মডেমের ভয়াবহ স্পিড(পাশে সময় দেয়া আছে, কত সময়ে কতটুকু ডাটা যায় দেখুন!!)

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি জুম আল্ট্রাতে ভালই আছি

    বাসায় ব্যবহার করে আমি ওয়্যারলেস ইন্টারনেট এর উপর চূড়ান্ত বিরক্ত হয়েছি। যাদের বাসার পজিশন ভালো তারাই শুধু নেট পাবে, অন্যেরা মাথার চুল ছিড়বে, এটা আমার বিরক্ত লাগে।

    Level 0

    ভাই আপনি যদি পারেন BandLux এর একটা মডেম কিনে নেন যদিও দাম একটু বেশি কিন্তু স্পীড অনেক বেশি । বেশির ভাগ সময় ১৫-২০ kbps পাবেন আমি এই মডেম use করি এবং আমি সন্তুষ্ট এটা দিয়ে আমি download speed ৫০ kbps পর্যন্ত পাইছি যদিও আমার বাড়ি খুলা জায়গায় নয় খুলা জায়গায় হলে আরও বেশি পাওয়া যাবে আশা করি এবং এটা দিয়ে আপনি যে কুন sim use করতে পারবেন । আমার modem টার দাম পড়েছে ৮০০০ টাকা। আমি ১ বছর যাবত use করতেছি কোন problem হয় নায়

    আমার দরকার নেই। এখন ব্রডব্যান্ড কানেকশন নিয়েছি

    আমিও।

Level 0

ওরা ভন্ড,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Level 0

ভাই আমি এতদিন জিপি ইউজ করেছি ভালই চলছিল। কিন্তু সিটিসেল জুম এর অফার এর কথা শুনে গত ২২ তারিখে জুম আল্ট্রা নিলাম, নিয়ে পড়লাম মহাবিপদে প্রথম ৩ দিন বেশ ভালই ইউজ করেছিলাম তার পরের ৩ দিন এ কোন স্পিড ই পাই নাই, ২/৩ KB পাইছি। তার পরে কাস্টমার মেনেজারের সাথে কথা বলার পর ঠিক হয়। ঠিকক হবার ২৪ ঘন্টা পার হতে না হতেই আবার প্রবলেম। এখন পর্যন্ত সেই প্রবলেম ফেস করতাছি। কাস্টমার ম্যনেজার কে ইনফ্রম করছি গত রাত ১১ দিকে বাট এখন ও ঠিক হয় নাই।

এখন মনে হচ্ছে আমার জিপিই ভাল ছিল

    Level 0

    বলেন কি এতদিন তো জানতাম ATLEAST এটা মানে জুম ভালো

    ভাই এই জন্যেই আগের কমেন্টে বলেছি ”ওয়্যারলেস ইন্টারনেট এর উপর চূড়ান্ত বিরক্ত হয়েছি।”

    Level 0

    আপনি যদি পারেন BandLux এর একটা মডেম কিনে নেন যদিও দাম একটু বেশি কিন্তু স্পীড অনেক বেশি । বেশির ভাগ সময় ১৫-২০ kbps পাবেন আমি এই মডেম use করি এবং আমি সন্তুষ্ট এটা দিয়ে আমি download speed ৫০ kbps পর্যন্ত পাইছি যদিও আমার বাড়ি খুলা জায়গায় নয় খুলা জায়গায় হলে আরও বেশি পাওয়া যাবে আশা করি এবং এটা দিয়ে আপনি যে কুন sim use করতে পারবেন । আমার modem টার দাম পড়েছে ৮০০০ টাকা। আমি ১ বছর যাবত use করতেছি কোন problem হয় নায়

Level 0

কি আর করার আছে বলেন, হয় জিপি না হয় গ্রামীন!!! এর বাইরে আর কে আছে বলেন?

    আমি এখন গ্রামীন থেকে মুক্ত। মোবাইল ওয়ারিদ(স্টুডেন্ট বান্ধব), ব্রডব্যান্ড ওয়্যারলেস (স্টুডেন্ট বান্ধব না, কিন্তু মনে শান্তি লাগে)।

আমি জিপির আগের মডেমে বাংলালিংকের সিম দিয়ে আনলিমিটেড ইন্টারনেট চালাই…. প্রিড তো ভালই পাই…. সবসময় ২১ কেবি ….. ব্রাউজিংয়ে ১৫ কেবির নিচে নামে না।

গ্রামীন মডেম হইল দুনিয়ার ফালতু…আমি ব্যব হার করি MobiData Modem কিনেছিলাম IDB ভবন থেকে…মাত্র ৩৫০০ টাকা ফাটাফাটি একটা মডেম… দুনিয়ার যতো সিম আছে সব সাপোট করে…অটো configuration ……http://www.mobidata.com/ এখানে প্রথমেই যেই কালো কালার এর মডেম টা সেটাই আমি ব্যবহার করি…নেট স্পীড পাই 25Kb – 35Kb

    আমি আমার ব্রডব্যান্ডে ২০ পাই সাধারনত। তবে FTP সার্ভার থেকেই সব নামাই, ওদের রিকোয়েস্ট করি আপ্লোড করে রাখে আর আমি ৭৫০কেবিপিএস(দিনের বেলা) – ১০মেগাবাইট পিএস(রাত ১০টার পরে) এ নামাই।

আপনার সমস্যার কথা শুনে খারাপ লাগল .. আমি মাঝখানে প্রায় ২ মাস এই জিপির মডেম ব্যাবহার করেছি .. আপনার বলা সমস্যার কোনটাই আমার হয়নাই .. সমস্যা বলতে ছিল খালি — আমার বাসায় জিপির সিগনাল একটু খারাপ ..
এছাড়া আমার আর কোন সমস্যা হয়নাই .. তবে এটাও ঠিক যে জিপির কাস্টমার কেয়ার ততটা সুবিধার না .. কোন টেকনিক্যাল ডাটা বলতে বললেই কাইত হয়ে যায় ..

    হুম, টেকনিক্যাল দিক কিছুই জানেনা। খালি কাস্টমারের দোষ দেয়।

Level New

Apnake ekta kotha boli……….apni jekono valo mobile k modem hishebe use kore dekhen, jodi same problem hoi, tahole bujte hobe apnar alakai GP use kora jabena. May be onek user oikhane.

R card reader er beparta dhukkhojonok.

    নিচের কমেন্ট দেখেন। আমি তো জিপি’র নেট খারাপ বলিনি, মডেম খারাপ বলেছি।

    Level New

    tahole customer care e niye jan, dekhan je speed nai. tara ki bole?

    তারা কিছুই বলে না। আমার এলাকায় নেট ঠিক না করে খালি বার বার মডেম নিয়া গুতায় আর ডালালগ দেয়, বাসায় নিয়া যান। দেখেন মডেমে সমস্যা নাই। ঠিক হয়ে যাবে। ইউজার একটু বেশি তো …… এইসব প্যাচাল

গ্রামীন মডেম ভাল না হলেও গ্রামীনের ইন্টারনেট কানেকশন খুবই ভাল। আমি খুবই স্পিড পাই। মাঝে মাঝে তো ধারনার বাইরেই স্পিড পাই। আমি নকিয়া ২৭০০ ক্লাসিক ব্যবহার করি এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে আমি খুবই সন্তুষ্ট।

    Level 0

    আমি যতদুর জানি ২৭০০ ক্লাসিকই হল নকিয়ার সবচেয়ে স্পীড প্রদান কারী হ্যান্ড সেট

    মোবাইল দিয়ে তো ভালো স্পিড পাই, তবে বেশি ভালো না(১০-১৫কেবি)।

    ভাই গ্রামীনের স্পীড কিভাবে ভাল পান বুঝিনা। আমি নোকিয়া এন ৭০, এন ৮২, ই৯০ দিয়েও ভাল স্পীড কেন পাইনা বলতে পারেন?

    Nokia 2700c কি পরিমাণ স্পীড দেয় ভাইজান ? আমি নিজে অবশ্য নকিয়া ৫৮০০ সাথে হারামীর ফোন p2 ব্যবহার করি। আপনাকে প্রশ্ন করলাম এই কারনে, আপনার কথা শুনে যদি কেউ ওই মডেল কিনে সেজন্যে।আসলে নকিয়া ২৭০০ ক্লাসিক ভালো সেট নয় আর সে কারনে ইদানিং এর মূল্য টা অনেক কমিয়ে দিয়েছে। Latest Model Mobile কিনবেন, আপনাদের বাজেট এর নির্ভর করে মডেল বাছাই করুন আর হ্যা নকিয়া কিনবেন। ধন্যবাদ রকি ভাই।

দিহান ভাই, আপনার এ টিউনের লিঙ্কটা জিপি’র [email protected]– মেইলে পাঠিয়ে দিয়েছি। আপনি কোন এলাকায় এ মডেম ব্যবহার করছেন, টিউনে তা উল্লেখ থাকলে ভালো হতো।

    রিপন ভাই, একটা জিনিস পাঠাতে মনে হয় ভুলে গেছেন।

    তাহল কিভাবে কাস্টমার কেয়ারের পিসিতে বাংলা দেখা যাবে সেই উপায় বলে দেয়া।

    আমি একবার বাংলাতে পাঠিয়েছিলাম , বাট ওদের পিসিতে বাংলা লেখা দেখা গেলেই না আমাকে আন্সার দিবে ! কি বলেন ?

    Level 0

    স্বাধীন ভাই ভালোই বলেছেন

    রিপন ভাই, আপনার বহুত শুকরিয়া। আপনি জানলে খুশি হবেন আমি নিজেই আগে এরকম পাঠিয়েছি, পাত্তাই দেয় নি।

    গ্রামীন আবার পাত্তা দিবে। একটা কাজ করা যেতে পারে । আমরা ২৫-৩০ টিউনার এক হয়ে গ্রামীনের অফিসের সামনে আমাদের কাছে থাকা জিপি সিম এ আগুন লাগিয়ে গ্রামীনকে আমরা আমাদের অনাস্থা জানাতে পারি।আইডিয়া টা সহিংস মনে হলেও আমরা কাজে কর্মে অহিংস থাকব।

Gp modem এর চেয়ে খারাপ মডেম আর নাই, তবে gp internet এর চেয়ে স্পীড বাংলাদেশে আর কোন operator এর নেই। আমি nokia 3110 use করি , স্পীড সবসময় 30-35/Kbps পাই।

    এমত আমিও

    আমিও একমত।

    Level 0

    ভাই gsm এ সব চেয়ে speed আছে banglalink এ আমার এখানে নেট নাই বলে use করতে পারিনা আশা করছি খুব তারাতারি tower হয়ে যাবে তখন grameen কে অবসরে পাঠাব সারা জিবনের জন্য

আমি প্রায় 1 মাস এই জিপির মডেম ব্যাবহার করেছি .. আপনার বলা সমস্যার কোনটাই আমার হয়নাই. তবে এটাও ঠিক যে জিপির কাস্টমার কেয়ার ততটা সুবিধার না .

    আমি তো আমার এলাকাভিত্তিক কথা বলেছি, আর আমি সিলেট টাউনেই বসবাস করি, গ্রাম এলাকায় না।

ভাই ভালো বলেসেন ভাই জিপি ভনডো এর একটা প্রতিবাদ করা উিচত

জুম আলট্রা ব্যবহার করতেছি। কোন প্রবলেম নাই। আমার ১৫০কেবিপিএস ২ জিবি পোষ্টপেইড প্যাকেজ। ডাউনলোডে আমি সব সময় এই স্পিড পাই। স্পিড কখোনে ডাউন হয় না (দু’এক সময় বাদে)। পরম শান্তিতেই ব্যবহার করছি। ওদের কাষ্টমার কেয়ারও আমার কাছে ভাল লাগে। কোন প্রবলেম এর কথা বললে পরবর্তীতে ওরা ফোন করে খবর নেয় প্রবলেম সলভ্ হয়েছে কিনা। আমি আমার মডেমটি বাসায় ও অফিসে ব্যবহার করি। দু’টি কম্পিউটারে দুটি করে চারটি অপারেটিং সিষ্টেম (এক্সপি+সেভেন)। তাই ডাটা ইউজ ঠিক মত ক্যালকুলেশান রাখতে পারি না। তাই ওদের অনলাইন সেল্ফকেয়ারটা কাজে লাগে। তাছাড়া ই-বিলিং সিষ্টেমটা ও চমৎকার (মাস শেষে বিলটা ই-মেইলে চলে আসে)। ওভার অল ওদের সার্ভিসে আমি ১০০% সন্তুষ্ট।

আমি জিপি মডেম ব্যাবহার করি, গ্রামে থাকি তারপরও 8-12/Kbps পাই।

Level 0

একাবার শধু Qubee use করে দেখন না। দেখবেন বাকি সব মিথ্যা।

    Qubee পাইলে না তার পর use 🙁 uttara ছারা Dhaka র কোথাও মনেহয় ওদের network নাই

    Level 0

    কি বলেন শাকিল ভাই এখন সারা ঢাকাই Qubee এর নেটওয়র্ক আছে। এমনকি সাভারেও আছে।

    vai ke bolse je banglalion er service kharap? fau fau qubee nia 1450 tk dimu kan? 1150 tk diai to banglalion nia valo asi 256 constant pai. r apnader qubee banglalion er theke better mane ki 1450 tk te 256 ki bere jabe naki. sam vai er moto amakeo kokhono customer care e phn dite hoi nai. banglalion is best.

    বাংলালায়নের সার্ভিস ভালো, সিলেটে তারা পুরো স্পিড দেয়। ২৫৬ কেবিতে তারা পুরা ৩২কেবিই দেয়, ৩০এর কম কখনোই না।

    Level 0

    Banglalaion এর অনেক Complain আছে মাঝে মাঝে নেট Down থাকে। আর Qubee এর কোনো Complain নেই । তাই Qubee ই সবচেয়ে ভাল।

    ও আচ্ছা

Level 0

Bhai ami Banglalion a asi akbar o Cutomer care a phn dite hoy nai,,,,,,,,,,

ভাই, আমার সমস্যা আরো কঠিন। আমি গত ১/৭/২০২০ইং মাইজদী-নোয়াখালী প্রধান অফিস থেকে একটা মডেম কিনি। কিন্তু যা হওয়ার ছিল তাই হলো। ইউএসবি ঠিক মত কাজ করেনা। ১৫/২০ মিনিটের মাথায় ডিসকানেক্ট হয়। ৫০০ এর উপর উইন্ডোজ সেটআপ করি। ৩০ বারের বেশী গ্রামীণফোন সেন্টারে যাই, কিন্তু চেন্জ করে দিচ্ছেনা। আর বেশী কিছু বল্লাম না।

    vai maijdi er kotha r boliyenna khob kharap
    ami goto 1mas age maijdite giye khobi koste silam gp er speed jemon kharap sekhane temon sodo disconect hoye jay bar bar autometic

    আপনি তো আমার চে বিপদে। যাহোক, জিপির উচিত ভালো মডেম ছাড়া। এখনকার মডেম যারা ইউজ করেন তারা যেনো অল্প টাকায় নতুনটা বদলে নিতে পারে।

আমি জুম এ ভালই আছি

সুনে মজা লাগলো…হা হা হা হা হা হ আহ ……………।

Level 0

QB excellent getting better and better

কেন যে পাবলিক জিপি মডেম কেনে? আমার বুঝ আসে না। বাজারে কত ভাল ভাল মডেম আছে!!

    Level 0

    আইটি ভাই
    তারা যদি জানত, তাইলেতো গসধার ফোন আর এমন ঠকবাজী করার চান্স পেতোনা

    Level 0

    আইটি ভাই
    তারা যদি জানত, তাইলেতো গাধার ফোন আর এমন ঠকবাজী করার চান্স পেতোনা

আমিও জিপি ছাড়ান দিয়েছি বেশ আগে। সিটিসেল জুম আল্ট্রা নিয়ে আমি মহা সুখে আছি। ১৫০ কেবি প্রথমে ১ জিবি,তারপর ২ জিবি,তারপর ৩ জিবি। স্পীডের লোভ বেড়ে যাওয়ায় ৩০০ কেবিপিএস নিয়ে মহানন্দে আছি। মাঝে মাঝে মনে হয় ক্লিক করার আগেই পেজ খুলে যায়। আমি আর কারে দিকে তাকাই না। জিপি সিম একটা ইটের উপরে রেখে আরেকটা ইট দিয়ে সেচেছি মনের আনন্দে। বড় শান্তি পাইছি মনে।

যদি ও এখন আমি প্রবাসি, জিপির পুর্বের তিক্ত অভিজ্ঞতা আমাকে এখন ও হতাশ করে।

vai sobceye valo hoy jodi modem gp theke na kine onno companir modem sathe gp er sim bas fatafati speed 25-35kbps ami tai korsi

Level 0

আমি জুম বাবোহার করি, আগে gp use kortam. ora khub thokbaj.

ভাইরে, এক্সপ্লোরের বিলটা জানতেও লাগে চার্জ লাগে ।

    সেইটাই, মাত্র ক’দিন আগে এক ভাই USSD প্লাগিন না বানাইলে এখনো টাকা দিয়া ব্যালেন্স জানতে হত।

Level 0

GP k eto grina kori ja bolar moto na.ora eto boro company hoye customer k nia khela kore ta OBISSASSO..
Banglalink er usb modem dia internet use ekbar kore e deken na..fata fati speed..sobcheye low download speed hoyese amar 17kbps.
(but eta pete hole oi elakay b’link er EDGE ase kina ta jachai korte hobe,akon sob jaygay e eta pawa jay.but kisu kisu jaygay akono GPRS roye e gese.asa kori sigroi sara des a BLINK EDGE coverage hoye jabe).

    বাংলালিঙ্ক এত উন্নতি করেছে? জিপির ধোঁকায় পড়ে খোঁজ ও রাখিনি।

    Level 0

    একমত তাহের ভাইয়ের সাথে

ভাই আমি নোকিয়া 5130 এক্সপ্রেস মিউজিক দিয়ে ব্যাবহার করি, তবুও ওদের স্প্রিডে সন্তুষ্ট হতে পারছিনা।

বস!আপনার কম্পিউটারের ইউ এস বি পোর্ট গুলো নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে …..আর আপনি আপনার অপারেটিং সিস্টম টা একটু চেঞ্জ করে দেখেন।

    উইন্ডস সেভেন এ তো আরো ভয়াবহ অবস্থা করে।
    আমি মিন্ট ইউজ করি।
    আমার usb port গুলা পরীক্ষা করেছি অন্য পেন ড্রাইভ, usb কেবল দিয়ে, নষ্ট কিনা এই সন্দেহ আমিও করেছিলাম যে… 😀

    এক্স পি তা ইন্সটল করে একবার চেষ্টা করে দেখলে হয় না …..আর তা ছাড়া গ্রামীনের বিকল্প এখন কোন অপারেটর আছে যারা ভালো স্পীড দেবে বলুন ? আমি এক টেল,বাংলা লিংক সবই দেখেছি,তাদের অবস্থা তো আরো ভয়ানক…..আপনার কি মতামত!

    বস ! এক্স পি টা ইন্সটল করে একবার চেষ্টা করে দেখলে হতো না …..আর তা ছাড়া গ্রামীনের বিকল্প এখন কোন অপারেটর আছে যারা ভালো স্পীড দেবে বলুন ? আমি এক টেল,বাংলা লিংক সবই দেখেছি,তাদের অবস্থা তো আরো ভয়ানক…..আপনার কি মতামত!

    আমার তো মিন্ট এর পাশা পাশি এক্সপি আছেই ভাই, মাঝে একবার ৭ লাগাইছিলাম। এক দিন রাখছিলাম পাল্টায়া ফেলসি।আমার বিল্ট ইন এজিপি তো, তাই অনেক গেম এ ৭ ডিস্টার্ব করে। আমার ভাই বোনেরা আবার গেম খেলে। আমিও মাঝে মাঝে…

এক মাত্র আিম আপনার সমস্যার সমাধান িদেত পাির । আিম প্রথেম িস্পড কম েপতাম িকন্তু িকছু িবষয় আেছ েসগুলা জানার প ের আিম ৩০-৩৫ িস্পড পাই। িবষয় গুলা িবস্তািরত জান েত আমার েফান নম্বর-০১৭৩৬-৫৭০১৪৬

    সমাধান আর লাগবে না, জিপি তো বাদ দিয়ে দিয়েছি। আমাকে আপনার সাহায্য করার ইচ্ছার জন্যে কৃতজ্ঞ।

জিপি গায়ের জোরে ব্যবসা করে।

জিপি মডেম নিয়া এত কান্দাকান্দি।
আমার তো ভালই চলছে। চেস্টায় সাইদ নোকিয়া ৬৬৩০ দিয়া ২০-২৫কিলোবাইট পায়। আর আমি জিপি মডেম দিয়ে ৩০-৩৫ কিলোবাইট পাই।
আমার স্পিড আপ ডাউন করে না। সাইদের স্পিড আপডাউন করে। আমার মনে হয় এটা এলাকা নির্ভর।
কানেক্ট করতে একটু সময় নেয় শুধু এটাই। USSD প্লাগিন ব্যবহার করে ব্যলেন্স চেক করি। খুব ভাল আছি জিপি মডেম নিয়া।
সাইদ আমার স্পিড দেখে প্রায়ই আবসোশ করে। হা হা হা 😀 😀 😀 😀 😀 হা হা হা 😀 😀 😀 😀 😀 😀 হা হা হা 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀

    apni du metre dia apnar speed ta check koren vai. gp ekhon highest 230 kbps (28KB) tader frequency limit kore rakse. apni 35 KB???????? kivabe pan allah jane!!!!!!!!

    রাজীব ভাই, ওইযে… এলাকা নির্ভর…

    সুজা ভাই, আমার বন্ধু একজন ৩৭ কেবিও পাইসে আমার সামনে, সনি এরিকসন w810 দিয়ে। সবকিছুর বড় কথা…এলাকা নির্ভর।

ami banglalion use kori vai. onek shantite asi. 256 kb (32 KB download) constant pai alaways. line disconnect hoi na. tia onek download o kortesi. last month i use 18 gb. monthly 1150 tk pay kori. r gp holo duniyar shob cheye khashta choto lok r vondo. parle banglalion or qubee use koren.

    করলে বাংলালায়ন ই ইউজ করতাম, শত হলেও দেশি কোম্পানী। তার উপর সার্ভিস ও ভাল।

জিপি কিনতে চাইছিলাম ভালবলাম সেট দিয়ে নেট চালানো, আর কিনব না আমার সেটই ভাল নোকিয়া ২৭০০ ক্লাসিক।

জিপির আছে শুধু বড় বড় কথা। ওদের সার্ভিস, কাস্টমার সাপোর্ট সবকিছু ফালতু। আমার বাসায় ব্যবহার করছে আজকে ১০ মাস ধরে। ২/৩ কেবিপিএস এর বেশি আজ পর্যন্ত পাই নাই। যদিও এ দিয়ে কোন ওয়েবসাইট ব্রাউজ করা হয় না। শুধু ম্যাসেন্জারই ব্যবহার করা হয়। মাঝে মাঝে তো নেট ই হাওয়া। আর আমি যেখানে আছি, সেখানে ৩.৫জি চলছে। স্পিড কাকে বলে। বাসায় আছে ৪ এমবিপিএস এর ডিএসএল। সত্যি, যখন এদের সার্ভিস দেখে আমাদের সার্ভিসের কথা চিন্তা করি, সত্যি খুব খারাপ লাগে।

    এটা আমার ধারনা নেটওয়ার্কের সমস্যা কারন আমি বাসাতে ভোরে ২২-২৫কেবি, সকালে ১৬-১৮কেবি, বিকেলে ২০-২৮কেবি এরকম পাই মাঝে মাঝে সমস্যা করে তাও চলে যাচ্ছে ভালই।

    আপনি কি বাইরে থাকেন নাকি? এদেশে তো এখনো ৩জি ই আসে নাই

হুমম ভাই, আমি দেশের বাইরে থাকি।

Level 0

গ্রামীণফোনের হাত থেকে দূরে থাকুন!!!!!!!!!! নিজে বাঁচুন এবং দেশকে বাঁচান।

Level 0

ভাই আপনি যদি পারেন BandLux এর একটা মডেম কিনে নেন যদিও দাম একটু বেশি কিন্তু স্পীড অনেক বেশি । বেশির ভাগ সময় ১৫-২০ kbps পাবেন আমি এই মডেম use করি এবং আমি সন্তুষ্ট এটা দিয়ে আমি download speed ৫০ kbps পর্যন্ত পাইছি যদিও আমার বাড়ি খুলা জায়গায় নয় খুলা জায়গায় হলে আরও বেশি পাওয়া যাবে আশা করি এবং এটা দিয়ে আপনি যে কুন sim use করতে পারবেন । আমার modem টার দাম পড়েছে ৮০০০ টাকা।

    আমি বাংলালায়নের খবর জানি। আমি এদের ব্রান্ড প্রমোটারের কাজও করেছি

Level 0

আমি এখন বিডি এর বাইরে আছি, তবে এইবার দেশে গিয়ে BTCL এর কানেকশন নিব, দাম কম কিনতু কাজ করে ভালো, বিটিসিএল এর BCube(ADSL) অনেক ফাসট, সরকারি বলে সারভিস খারাপ না…

    এসব শোনা কথা। আমি নিজে টেস্ট করে দেখিনাই। তাই রিস্ক নিলাম না।

Level 0

ভাই আমি অনেকদিন যাবত গ্রামিন ফোনের মডেম use করে আসছি । স্পিডের কথা আর কি বলব !!!!!!
আমি চট্টগ্রামের আনোয়ারায় থাকি । যত টাকাই লাগুক সবচেয়ে ভাল মানের internet use করতে চাই ।
আপনি যেটা use করেন ওটা কি গ্রামে এমন স্পিড দিবে ? একটু পরামর্শ দিবেন. I am waiting for ur answer .Bye

    আমি ব্রডব্যান্ড ইউজ করেছি ক’দিন, এর পর হোস্টেলে ওঠার পর এখন ওয়ারিদ(এয়ারটেল) নেট ব্যবহার করি।

ভাই :আমি যেখান থেকে নেট ব্যবহার করি সেখান থেকে গ্রামীণ টাওয়ারের দুরত্ব 100 হাত হবে। মাঝে মধ্যে এমন ভাবে স্পিড কমে যেমন- 1- 2 KB/p.s থেকে 700b/p.s। বুঝতেই পারছেন- তখন মনে হারামির ফোন- দুরে থাকুন। ধন্যবাদ।

same problem to me.
feel like give them a very special kick on their back

আমি আর আমার বন্ধু কাস্টমার কেয়ার থেকে জিপি মডেম কিনলাম।

ওইটা বলে plug and play!!! usb পোর্টে ঢুকানোর পর restart চায়, দিলাম
অনেক সময় ধরে setup নেয়ার পরও restart চায়!!! তাও দিলাম
connect হইতে সময় লাগে, page নামা শুরু হয় আর আমার চোখে পানি আসে…
এর মধ্যেই disconnect !!!!

শেয়ারের জিনিস বলে ওরে আছড়াইয়া ভাঙ্গিনাই। (ভাংতে না পাইরাও দুঃখ পাইছি)

পরে দুজনে গেলাম কাস্টমার কেয়ারে। ওদের ব্যবহারে বুঝলাম আমরা ভিন গ্রহের মানুষ!!!!

এরপর সিটিসেলের জুম আল্ট্রা। প্রবেশ করানোর পরই মনে হলো plug and play এরই কয়। কে কেমন পায় জানিনা, আমি আরামেই আছি। ১৫০ কেবিপিএস=১৮.৭৫ avg. পাই (মানে কোনো সময় কয়েক সেকেন্ড নিচে নামলেও পরোক্ষনেই অনেক উপরে উঠে আবার ১৮ তেই থাকে)।

আমার কথা শুনে আবার জুম আল্ট্রা নিবেন না। গ্রাহক বেড়ে গেলে আমারই সমস্যা, যেমনটা গ্রামীনের।

    কিলোবাইট না কিলোবিট কোনটা দুইটাই কিন্তু kbps

ভাই আমি ২০-৩০ কেবি পাই সব সময় ভালই চলে ব্রডবেন্ড লাইন নাই নেএকোণায় তাই এই টাই ভাল
জিপি মডেম আমার সমস্যা করে অনেক
নাই দেশে বুট কালাই সন্দেশ আর কি
জিপি চুষে খাচ্ছে আমাদের …………………………………………………………………

    @a2zbd দুইটাই kbps না। আমার জানামতে kbps হলো kilobit per second আর KBPS হলো kilobyte per second. আমি কমেন্টে বাংলা চালিয়েছি তো তাই এই সমস্যা। আসলে আমি বুঝাতে চেয়েছি 150kbps=18.75KBPS.
    ধন্যবাদ…

ভাই সকল: আক্ষেপগুলো যতই আমরা বলি না কেন গ্রামীণ ফোনের কিছুই যাই-আসে। কারণ “যা আছে নসিবে পাকে পাকে বসিবে”- এই হল আসল কথা। অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ।

BOSS ZOOM ULTRA কিন্তু আমাকে চরম service দিতাছে……………
150 Kbps এ আমি 25KBps পাই আর torrent download দিলে তো ৩০-৩২ পায়……….
ZOOM rocks!

    ভাই ,আমি ultra 6 pakage নিয়েছি ।কিন্তু মেগাবাইট কত বাকি আছে, সেটা কেমনে জানতে পারি?কেউ সাহায্য করবেন করলে খুশি হব।

Level 0

আপনের ঠিক বিপরীত সমস্যা আমার…দিনের বেলায় সিটিসেলে ১ kbps ও পাইনা…

Level 0

আমি গ্রামীণ মডেম ও জুম আলট্রা দুটোই কিনেছি তবে আমি মূলত গ্রামীণ মডেম চালাই কারণে আমি 30-35 kbps স্পিড পাই। আর জুম আল্ট্রা ফালতু কারণে এটা দিয়ে আমি ভালো ভাবে সাইট ব্রাউজ করতে পারি না ডাউনলোড তো দূরে। তবে বাংলালাইয়ের আশায় আছি। দেখি তারা কি করে।

আমি qubee 512 use করছি ১ বছর হল, সুখে আছি। 🙂

Level 0

vai ami o bad disi ,,,,,foul akdom

Level 0

বস, একটা ব্যপার, যদিও আজব, আমিও একই সমস্যায় পড়ছিলাম "সিটিসেল আল্ট্রা" কিনে, তবে উদ্ভট কায়দায় এর সমাধান করেছি। আমার াসাটসেল zte ac682 মডেমটা কিনে বাসায় ১KB/ 200 byte স্পীড দিতেছিলো, কিন্তু ওদের কেয়ার সেন্টার এ াকন্তু ভূমা স্পিড আসতেছিলো, এদিকে বাসায় নেটওয়ার্ক বার কিন্তু ফুল, অথচ বাসায় আসলে স্পীড কোমায় যায়, ভাবলাম যে পিসিতে না এলাকায় সমস্যা?
তারপর অনেকটা ছেলেমানুষি করেই কাজটা করলাম, আর সমাধান হয়ে গেলো, বলতেও হাসি আসে। এনিয়ে টিউন করবো একটা, অনেকের কাজে আসবে হয়তো।
কাজটা হলো বেশ মোটা/ মোটামুটি তারের দৃমাথা ছিলতে হবে, তারপর একমাথা মোডেমের চারপাশে কয়েকটা প্যাচ দিয়ে জড়াতে হবে। আরেক মাথা মোটামুটি ১ ফুটের বেশী রাখলে ভালো, সেটা জানালার বাইরে রাখুন। কখনওই নেট বারের দিকে তাকাবার দরকার নেই, কারন, আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে জিপিআরএস /এজ আর নেট পাওয়ার আলাদা মনে হয়েছে।
যাই হোক, এটি করলে মোডেম স্পিড বাড়তে পারে, অন্তত আমি এভাবেই করেছি।
হাস্যকর সমাধান হলেও আমার খুবই কাজে লেগেছে এটা, এ মুহুর্তে সেভাবেই ব্রাউজ করছি, স্পিড ১ KB থেকে ১৬/১৮ তে এসেছে।
ধন্যবাদ

Level 0

Dear Techtune friends,

I CAN GIVE A BETTER SOLUTION AS A EXECUTIVE OF BANGLALION WIMAX , I CAN SUGGEST YOU TO TAKE WIMAX. YOU MAY TAKE BANGLALION OR QUBEE BOTH ARE THE SAME SPEED BUT DEPENDS ON COVERAGE AREA. IF YOU BE IN 7 DIVISIONAL CITY , I WILL MAKE SURE THAT YOU WILL BE A HAPPY CUSTOMER OF US.

NOW USB MODEM PRICE IS ONLY 999/= AND YOU CAN TAKE 512 KBPS SPEED AT TAKA 300/= (800MB) OR TAKA 600/= (1.8 GB) BY USING SCRATCH CARD AND THE CARD VALID FOR 30 DAYS.

AND IF YOU RECHARGE CARD BY YOU VALID TIME YOU REST OF UNUSED DATA WILL BE CARE FORWARD WITH THE NEXT CARD AMOUNT.

YOU CAN CONTACT ME AT 01811454060 (Rubel)- Corporate Sales Executive (Head office)

Level 0

জুম খুবই ভাল। রবি ও খুব ভালো । গ্রামীন ফোন পচা।