মাইক্রোসফ্ট সিকিউরিটি এসেনশিয়াল্স এন্টিভাইরাস সম্পর্কে নতুন করে তো কিছুই বলার নাই! মাইক্রোসফ্টের রিলিজকৃত এই এন্টিভাইরাসটি বেশ সাড়া ফেলেছে এন্টিভাইরাস জগতে! এর প্রধান বৈশিষ্ট্য ভাইরাস ডিটেকশনের ক্ষমতা অপেক্ষাকৃত বেশী, এওয়ার্ড উইনিং এবং লাইটেনিং ফাস্ট! উইন্ডোজকে একটুও স্লো করে না বলে অনেকের কাছেই সবচেয়ে প্রিয় এন্টিভাইরাস মাইক্রোসফ্ট সিকিউরিটি এসেনশিয়াল্স! এ সম্পর্কে আরো বিস্তারিত দেখতে চাইলে উইকিপিডিয়াতে দেখুন।
হ্যা.. এবার আসা যাক আসল কথাতে! জনপ্রিয় এই এন্টিভাইরাসের পরবর্তী ভার্সন নিয়ে হাজির হয়েছে মাইক্রোসফ্ট কর্পোরেশন! উদ্দেশ্য হল এই এন্টিভাইরাসের ফিচারের আরো কিছু উন্নতি করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর! তো নতুন এই ভার্সন বেটা পর্যায়ে রয়েছে এখনও!
চারটি নতুন ফিচারকেই প্রাধান্য দিচ্ছে মাইক্রোসফ্ট! নিচে এগুলোর অল্পবিস্তর বর্ণনা সহ পেশ করছিঃ
Microsoft Security Essentials Beta Screenshot
Windows Firewall integration – During setup, Microsoft Security Essentials will now ask if you would like to turn the Windows Firewall on or off.
Enhanced protection for web-based threats – Microsoft Security Essentials now integrates with Internet Explorer to provide protection against web-based threats.
New protection engine – The updated anti-malware engine offers enhanced detection and cleanup capabilities with better performance.
Network inspection system – Protection against network-based exploits is now built in to Microsoft Security Essentials.
ডাউনলোড করতে হলে আপনাকে সর্বপ্রথম মাইক্রোসফ্ট কানেক্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। সফলভাবে রেজিস্ট্রেশন করলে আপনাকে মাইক্রোসফ্ট সিকিউরিটি এসেনশিয়ালস ডা্উনলোডের নির্দেশিকা দেওয়া হবে এবং ডাউনলোড করতে পারবেন। মনে রাখতে হবে এইটা একটা লিমিটেড এবং বেটা ভার্সন। ফলে এক-আধটু বাগ থাকতে পারে!
২৪ ঘণ্টা পূর্বে আমার ব্লগে প্রকাশ করেছি।
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
ভালো তবে এইটা তো বেটা ভার্সন তাই ইনস্টোল করলাম না।ধন্যবাদ আপনাকে।