হোস্টিং কোম্পানির সার্ভিস এর মান কেমন জেনে ও বুঝে নিই

আমারা যারা ব্লগ লিখতে ভালোবাসি তাদের প্রত্যেকের কোনো না কোনো ব্লগ বা ওয়েবসাইট আছে। এই সব ওয়েবসাইট এ আমরা আমাদের চিন্তা চেতনা তুলে ধরি। টেকটিউনস আমাদের কে এমনই একটি সুন্দর প্লাটফরম করে দিয়েছে, যেখানে আমরা সবাই মুক্তমনা, প্রযুক্তি প্রেমী। যাই হোক মূল কথায় আসি। আমাদের চিন্তা চেতনার উপর ভিত্তি করে আমরা আমাদের জন্য ওয়েবসাইট তৈরি করি। কেউ বা ব্লগ করি, কেউ বা তৈরি করি ব্যবসায়িক ওয়েবসাইট। একটা ওয়েবসাইট তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। ওয়েব ডিজাইন, ডোমেইন বাছাই করে কিনা, ভালো হোস্টিং সার্ভিস আছে এমন সার্ভার এ ওয়েবসাইট হোস্টিং করা ইত্যাদি। আজকাল ব্যাঙের ছাতার মত এখানে সেখানে গড়ে উঠেছে অনেক ডোমেইন-হোস্টিং কোম্পানি। এদের মধ্যে কারো কারো হোস্টিং এর মান বেশ ভালো। আবার কেউ বা বাজারের সবচেয়ে খারাপ হোস্টিং সার্ভিস দেয়। আমাদের সবার প্রিয় টেকটিউনস এ প্রায় প্রতি সাপ্তাহে ১টা- ২টা স্পন্সর টিউন ত্থাকে বিভিন্ন হোস্টিং কোম্পানির। এদের সবার মান সমান নয়। তবে সত্যি কথা হল, আপনি কোনো নির্দিষ্ট হোস্টিং কোম্পানির হোস্টিং সার্ভিস ব্যবহার না করে তার সম্পর্কে ভালো ধারনা নিতে পারবেন না। আমাদের মধ্যে অনেকেই সব সময় বুঝে- না বুঝে, এর-ওর কাছ থেকে শুনে সিদ্ধান্ত নিয়ে ফেলি। একবারও নিজে থেকে বুঝার চেস্টা করি না।

একটা ওয়েবসাইট শুধুমাত্র বিনোদন এর মাধ্যম নয়। এখন ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করা হয়। বিজ্ঞাপন, বিপনন, সেবা ও আর্থিক লেন দেন এর সব কাজ এখন ওয়েবসাইট দিয়ে করা হয়। তাই আপনার ওয়েবসাইট এর জন্য স্বল্প মুল্যে ভালো হোস্টিং সার্ভিস বেছে নেওয়া অনেক জরুরি। দেশ বিদেশের অনেক নামি দামি হোস্টিং কোম্পানি আছে যারা সুনামের সাথে হোস্টিং সার্ভিস প্রদান করে। বিদেশি হোস্টিং কোম্পানি গুলোতে ডলার এর মাধ্যমে লেন দেন করতে হয় বলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। সে ক্ষেত্রে বাংলাদেশি বেশ কিছু হোস্টিং প্রতিষ্ঠান থেকে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য পছন্দ মত হোস্টিং নিতে পারেন।

অনেক বিচিত্র নামের হোস্টিং কোম্পানি ও বিভিন্ন বিচিত্র হোস্টিং প্যাকেজ এর মাধ্যমে হোস্টিং বিক্রয় করে। গুগল এ সার্চ করে হোস্টিং নিতে গেলে, ঘুরতে ঘুরতে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কখনো কখনো দেখা যায়, বড় বড় হোস্টিং কোম্পানি বিনা কারনে অনেক টাকা হোস্টিং বাবদ আদায় করে। অনেকটা "বাটা" জুতার মত। "বাটা" জুতার ব্র্যান্ড এখন সব জায়গাতে দেখা যায়। কিন্ত মান এখন অনেক খারাপ। তাই ভেবে চিন্তে আপনার ওয়েবসাইট এর জন্য হোস্টিং বাছুন। আপনার ওয়েবসাইট এর ডিজাইন, ডিস্ক স্পেস এর উপর প্রথমে প্রাধান্য দিন। এর পর ভিজিটর দের কথা চিন্তা করে বেশি ব্যান্ডউইথ আছে এমন হোস্টিং প্যাকেজ পছন্দ করুন। হোস্টিং কেনার আগে অবশ্যই হোস্টিং কোম্পানির সাপোর্ট সিস্টেম সম্পর্কে জেনে নিন। সার্ভার এর আপ- টাইম অনেক গুরুত্ত পূর্ণ বিষয়। যাদের সার্ভার এর আপ টাইম বেশি, তাদের কাছ থেকে হোস্টিং নিন।

গুগল এ সার্চ করে, মাথা নস্ট না করে, আপনাদের সুবিধার জন্য এখানে বাংলাদেশের বেশ কিছু নামকরা হোস্টিং কোম্পানির কিছু সুবিধা এবং অসুবিধা তুলে ধরছি। বাংলাদেশে বেশির ভাগ হোস্টিং কোম্পানি বাৎসরিক ভাবে হোস্টিং বিক্রি করতে বেশি পছন্দ করে। এতে তারা এককালীন টাকা তুলে নিতে পারে। লাভও মোটামুটি ভালোই হয়।

ভালো ভালো হোস্টিং কোম্পানির বাৎসরিক হোস্টিং প্যাকেজ এর কিছু উদাহরনঃ

হোস্ট মাইটগ্রীন হোস্টিংহোস্ট ক্লেশনসার্ভার বিডিবাইট বুল
ডিস্ক স্পেস১০০০ মেগা বাইট১০২৪ মেগা বাইট১০২৪ মেগা বাইট১০২৪ মেগা বাইট১০২৪ মেগা বাইট
ব্যান্ডউইথ১৯.৫ জিবিআন-লিমিটেড ব্যান্ডউইথ১০ জিবি১০ জিবি১০ জিবি
সাব ডোমেইনআন-লিমিটেডআন-লিমিটেডআন-লিমিটেডআন-লিমিটেড১০ টি
FTP একাউন্টআন-লিমিটেডআন-লিমিটেডআন-লিমিটেডআন-লিমিটেড১০ টি
 My Sql ডাটাবেসআন-লিমিটেডআন-লিমিটেডআন-লিমিটেডআন-লিমিটেডউল্লেখ নেই।
সার্ভার আপটাইমআপ-৯৯.৯%আপ-৯৯.৯৯৯%আপ-৯৯.৯%আপ-৯৯.৯%আপ-৯৯%
সার্ভার ডাউন-টাইমডাউন-০.১%ডাউন-০.০০১%ডাউন-০.১%ডাউন-০.১%ডাউন-১%
মাসিক সার্ভার বন্ধ থাকবে৪৩.২ মিনিট ওয়েবসাইট বন্ধ২৫ সেকেন্ড ওয়েবসাইট বন্ধ৪৩.২ মিনিট ওয়েবসাইট বন্ধ৪৩.২ মিনিট ওয়েবসাইট বন্ধ৪৩২ মিনিট ওয়েবসাইট বন্ধ
কাস্টোমার সাপোর্ট২৪/৭ ভালো সার্ভিস২৪/৭ ভালো সার্ভিস২৪/৭ ভালো সার্ভিস২৪/৭ ভালো সার্ভিস২৪/৭ ভালো সার্ভিস
সাধারন মুল্য১২০০ টাকা১২৮০ টাকা১৪৮০ টাকা৯০০ টাকা১৩৯৬ টাকা
ডি্সকাউন্টউল্লেখ নেই।৫০.০০%২৫.০০%২৫.০০%উল্লেখ নেই।
ফিচার মুল্যঃ১২০০ টাকা৬৪০ টাকা৯০০ টাকা৬৭৫ টাকা১৩৯৬ টাকা

মাসিক হারে হোস্টিং এর মূল থিম টা এসেছে মূলত বিদেশি হোস্টিং কোম্পানি গুলো থেকে। ভালো ভালো হোস্টিং কোম্পানি গুলো মাসিক হারে হোস্টিং সার্ভিস বিক্রি করে। এটা মূলত হোস্টিং গ্রাহকদের জন্য বেশি সুবিধাজনক। এতে, গ্রাহক দের কে অল্প অল্প করে হোস্টিং এর টাকা দিতে হয়। আর সব চেয়ে বড় কথা, কোনো নিরদিস্ট কোম্পানির হোস্টিং ভালো না লাগলে, সাথে সাথে হোস্টিং কোম্পানি বদলে ফেলা যায়।

ভালো ভালো হোস্টিং কোম্পানির মাসিক হোস্টিং প্যাকেজ এর কিছু উদাহরনঃ

হোস্ট মাইটগ্রীন হোস্টিংহোস্ট ক্লেশনবাইট বুল
ডিস্ক স্পেস১০০০ মেগা বাইট১০২৪ মেগা বাইট১০২৪ মেগা বাইট১০২৪ মেগা বাইট
ব্যান্ডউইথ১৯.৫ জিবিআন-লিমিটেড ব্যান্ডউইথ১০ জিবি১০ জিবি
সাব ডোমেইনআন-লিমিটেডআন-লিমিটেডআন-লিমিটেড১০ টি
FTP একাউন্টআন-লিমিটেডআন-লিমিটেডআন-লিমিটেড১০ টি
 My Sql ডাটাবেসআন-লিমিটেডআন-লিমিটেডআন-লিমিটেডউল্লেখ নেই।
সার্ভার আপটাইমআপ-৯৯.৯%আপ-৯৯.৯৯৯%আপ-৯৯.৯%আপ-৯৯%
সার্ভার ডাউন-টাইমডাউন-০.১%ডাউন-০.০০১%ডাউন-০.১%ডাউন-১%
মাসিক সার্ভার বন্ধ থাকবে৪৩.২ মিনিট ওয়েবসাইট বন্ধ২৫ সেকেন্ড ওয়েবসাইট বন্ধ৪৩.২ মিনিট ওয়েবসাইট বন্ধ৪৩২ মিনিট ওয়েবসাইট বন্ধ
কাস্টোমার সাপোর্ট২৪/৭ ভালো সার্ভিস২৪/৭ ভালো সার্ভিস২৪/৭ ভালো সার্ভিস২৪/৭ ভালো সার্ভিস
সাধারন মুল্য১১৬ টাকা৭৫ টাকা১৫৪ টাকা১১৬ টাকা
ডি্সকাউন্টউল্লেখ নেই।উল্লেখ নেই।উল্লেখ নেই।উল্লেখ নেই।
ফিচার মুল্যঃ১১৬ টাকা৭৫ টাকা১৫৪ টাকা১১৬ টাকা

মানুষ কথা দিয়ে কথা রাখে না। এটা এখনকার দুনিয়ার জন্য চরম সত্যি কথা। এখানে যে কয়েকটি হোস্টিং কোম্পানির সম্পর্কে আমি আলোকপাত করেছি। তারা সবাই বাংলাদেশে সুনামের সাথে হোস্টিং ব্যবসা করছে। মাঝে মাঝে তাদের ও ভুল হয়। তবে তা সীমিত। মনে রাখবেন, ভালো হোস্টিং কোম্পানি তাদের সার্ভিস এর সাথে মানি ব্যাক গ্যারান্টি দেয়। এখানে উল্লেখিত সবগুলো হোস্টিং প্রতিষ্ঠান তাদের সার্ভিস এর সাথে মানি ব্যাক গ্যারান্টি দেয়। নিশ্চিন্ত মনে তাদের সার্ভিস ব্যবহার করতে পারেন। তবে সবসময়, টাকা-পয়সা, সার্ভিস, কাস্টোমার কেয়ার এইসব বিবেচনা করে হোস্টিং নিবেন। এতে করে আপনার সাধের ওয়েবসাইট সার্ভার ডাউন এর কারনে বন্ধ থাকবে না।

অনেক যত্ন করে, আমার এই টিউন টি লিখলাম। আপনাদের মতামত আমাকে অনেক আনন্দ দেয়। আমার টিউন টা ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন।

Level 0

আমি ভাস্কর বনিক বনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বিগত পাঁচ বছর যাবত এসইও এবং ওয়েব ডেভোলাপমেন্ট এর বিভিন্ন কাজ করেছি। টেকটিউনস একটি অসাধারন প্লাটফরম নিত্য নতুন কিছু জানার ও শিখার। আমি টেকটিউনস অনেক ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। হোস্টিং সম্পর্কে স্বচ্ছ ধারনা নিয়ে হয়ত এই রকম সুন্দর একটি টিউনে পূর্বে আলোচনা পাইনি। আজ সেটি প্রাণবন্ত ভাষায় ব্যাখ্যা করলেন। যাইহোক ভাবছি কিছুদিন পরেই গ্রীন হোস্টিং হতে একটি ভাল শেয়ার্ড প্যাকেজ নিব। বর্তমানে বাইটবুল হতে ১ জিবি স্টুডেন্ট সার্ভিস প্যাক ব্যববহার করছি।
আচ্ছা আপনাদের কোম্পানী হতে যারা ডোমেইন রেজি: করেন তারা কি পরবর্তীতে অন্যত্র ডোমেইন স্থানান্তর করতে পারবেন কি? অথবা যারা অন্য কোম্পানী হতে ডোমেইন রেজি: করেছেন তারা কি আপনাদের এখানে আসতে পারবেন? এবং ডোমেইন মাইগ্রেট করতে কোন ফী দিতে হবে কিনা? ডোমেইন মাইগ্রেট বা স্থানান্তরের বিষয় নিয়ে যদি পরবর্তীতে একটি পোস্ট করেন তাহলে হয়ত আমার মত অনেক প্রযুক্তি প্রেমীর উপকার হতে হবে।