আপনার মোবাইলে হয়তো ‘গিগাবাইট' মেমোরি আছে, আপনার কম্পিউটারের হার্ডডিস্ক ‘গিগাবাইট’ পার করে হয়তো ‘টেরাবাইট’ এর পর্যায়ে চলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ‘টেরাবাইট' এর পরে আপনার জন্য কী অপেক্ষা করছে? তারপরেইবা কী অপেক্ষা করছে? আর তারপরেও কী? তারপরেও কী?!?!
চলুন, আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইটের জগত পার করে অন্য জগত থেকে-
Megabyte = 1/1152921504606846976 yottabyte
= 1/1125899906842624 zettabyte
= 1/1099511627776 exabyte
= 1/1073741824 petabyte
= 1/1048576 terabyte
= 1/1024 gigabyte
= 1 megabyte
= 8 Megabits
= 1024 kilobytes
= 8192 Kilobits
= 1048576 bytes
= 2097152 nibbles
= 8388608 bits
সহজভাবে বললে হয়, ১ মেগাবাইট সমান ১০২৪ কিলোবাইট।
gigabyte = 1/1125899906842624 yottabyte
= 1/1099511627776 zettabyte
= 1/1073741824 exabyte
= 1/1048576 petabyte
= 1/1024 terabyte
= 1 gigabyte
= 1024 megabytes
= 8192 Megabits
= 1048576 kilobytes
= 8388608 Kilobits
= 1073741824 bytes
= 2147483648 nibbles
= 8589934592 bits
এখানেও সহজভাবে বোঝাচ্ছি, ১ গিগাবাইট সমান ১০২৪ মেগাবাইট। অর্থাৎ ১০,৪৮, ৫৭৬ কিলোবাইট!
terabyte = 1/1099511627776 yottabyte
= 1/1073741824 zettabyte
= 1/1048576 exabyte
= 1/1024 petabyte
= 1 terabyte
= 1024 gigabytes
= 1048576 megabytes
= 8388608 Megabits
= 1073741824 kilobytes
= 8589934592 Kilobits
= 1099511627776 bytes
= 2199023255552 nibbles
= 8796093022208 bits
এখানে, ১ টেরাবাইট সমান ১০২৪ গিগাবাইট। অর্থাৎ ১০,৪৮,৫৭৬ মেগাবাইট। অর্থাৎ ১০৭,৩৭,৪১,৮২৪ কিলোবাইট।
petabyte = 1/1073741824 yottabyte
= 1/1048576 zettabyte
= 1/1024 exabyte
= 1 petabyte
= 1024 terabytes
= 1048576 gigabytes
= 1073741824 megabytes
= 8589934592 Megabits
= 1099511627776 kilobytes
= 8796093022208 Kilobits
= 1125899906842624 bytes
= 2251799813685248 nibbles
= 9007199254740992 bits
এখানে, ১ পেটাবাইট সমান ১০২৪ টেরাবাইট। অর্থাৎ ১০,৪৮,৫৭৬ গিগাবাইট। অর্থাৎ ১০৭,৩৭,৪১,৮২৪ মেগাবাইট। অর্থাৎ ১০৯৯৫১১৬২৭৭৭৬ কিলোবাইট!!!
Exabyte = 1/1048576 yottabyte
= 1/1024 zettabyte
= 1 exabyte
= 1024 petabytes
= 1048576 terabytes
= 1073741824 gigabytes
= 1099511627776 megabytes
= 8796093022208 Megabits
= 1125899906842624 kilobytes
= 9007199254740992 Kilobits
= 1152921504606846976 bytes
= 2305843009213693952 nibbles
= 9223372036854775808 bits
এখানে, ১ এক্সাবাইট সমান ১০২৪ পেটাবাইট। উপরে বলেছি, ১ পেটাবাইট সমান ১০২৪ টেরাবাইট। এবার আপনি হিসেব করে নেন ১ এক্সাবাইট সমান কত মেগাবাইট আর কত কিলোবাইট। উপর থেকেই দেখে নেন।! 😛
Zettabyte = 1/1024 yottabyte
= 1 zettabyte
= 1024 exabytes
= 1048576 petabytes
= 1073741824 terabytes
= 1099511627776 gigabytes
= 1125899906842624 megabytes
= 9007199254740992 Megabits
= 1152921504606846976 kilobytes
= 9223372036854775808 Kilobits
= 1180591620717411303424 bytes
= 2361183241434822606848 nibbles
= 9444732965739290427392 bits
এক্সাবাইটের পর আছে জেটাবাইট। ১ জেটাবাইট সমান ১০২৪ এক্সাবাইট। অর্থাৎ ১১২৫৮৯৯৯০৬৮৪২৬২৪ মেগাবাইট!!!
yottabyte = 1 yottabyte
= 1024 zettabytes
= 1048576 exabytes
= 1073741824 petabytes
= 1099511627776 terabytes
= 1125899906842624 gigabytes
= 1152921504606846976 megabytes
= 9223372036854775808 Megabits
= 1180591620717411303424 kilobytes
= 9444732965739290427392 Kilobits
= 1208925819614629174706176 bytes
= 2417851639229258349412352 nibbles
= 9671406556917033397649408 bits
সবশেষে আছে ইয়োটাবাইট। আর এখানে ১ ইয়োটাবাইট সমান ১০২৪ এক্সাবাইট। অর্থাৎ ১১২৫৮৯৯৯০৬৮৪২৬২৪ গিগাবাইট!!!!
আর কী বলবো?
কিছুই বলার নাই। শুধু একটুখানি আফসোস করছি। আমার ল্যাপটপের হার্ডডিস্ক যদি ‘১ ইয়োটাবাইট’ হতো!!!! আহা!
আমি LIMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই টিউন যে তোর, সেটা না দেখেই বুঝছি ।