আপনি কি দিনের কঠোর পরিশ্রম শেষে এমনিই ক্লান্ত যে কোল্ড ড্রিংকসটি বানিয়ে খেতে আলসেমি লাগছে??
তাহলে আপনি ইউক্রেইনের ছাত্র হেমিম হায়দিন এর আইডিয়াটায় বিনিয়োগ করতে পারেন যেটা কিনা আপনার পানীয় তৈরী করে দিবে উড়ন্ত রোবট ড্রোন। উড়ন্ত রোবট ড্রোনটি বারটেন্ডারের কাজ করবে এবং সে আপনার স্বাস্থসম্মতভাবে সঠিক মাত্রায় উপাদান ব্যবহার করে চা, কফি কিংবা কোল্ড ড্রিংক্স তৈরী করে আপনাকে পরিবেশন করবে।
তিনি ২০১৪ এর ইলেকট্রলাক্স ডিজাইনের উপর ল্যাব কন্টেস্ট এ অংশ নিয়ে ধারণাটি বাস্তবায়ন করেন। ড্রোনটি একসাথে হাফ লিটারের মতো পানীয় বিভিন্ন কাপের সাইজে অনুযায়ী পরিবেশন করতে পারবে। টিয়া পাখির মতো দেখতে ড্রোনটি একজন ভাল বারম্যানের মতো কাজ করবে।
স্মার্টযুক্ত ব্রেইনের রোবট ড্রোনটি ওয়াইফাই এনাবল সিষ্টেম এ ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনি নির্দেশনা দিতে পারবেন।
ইউরো নামের এই রোবটটি পরিবেশনের সময় আপনি চাইলে ড্রিংসে মিশ্রিত উপাদান এর পরিমান ক্যালরির পরিমানসহ নানান তথ্য আপনাকে উপস্থাপন করবে।
ইলেকট্রলাক্স প্রতিযোগিতা ইউরা নামের ড্রোনটির প্রবক্তা অনেক প্রতিযোগিতার মাঝে বিজয়ী হয়ে ৪০০০ ডলার পাবেন এবং ৬ মাসের ইন্টরসিপ কোর্স করার সুযোগ পাবেন ইলেকট্রলাক্স গ্লোবাল ডিজাইন সেন্টারে।
আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।