আপনি জানেন কি একজন গ্রাফিক্স ডিজাইনার গড় আয় কত হতে পারে ?

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে ক্যারিয়ার গড়তে চান তাহলে এই টিউনটি ১০০% আপনার জন্য । আপনি যখন গ্রাফিক্স ডিজাইনের উপর পুরোপুরি দক্ষ হতে পারবেন, তখন সবার থেকে আপনার আয় হবে সবচেয়ে স্মার্ট । আপনি জেনে খুশি হবেন, শুধু স্মার্ট ইনকামই নয়, সবার চোখে আপনি হয়ে উঠবেন শিল্পমনা ব্যক্তিত্ব ।

তাই আপনাকে হতে হবে সেইরকম দক্ষ । কেমন দক্ষ ? সেইরকম !!!

Sanjeev-Kapoor-

বিষয়টি একটু বুঝিয়ে বলছি, আমি আমার বাসায় কাজের বুয়া না আসলে মাঝে মাঝে মুরগী রান্না করি । আমার বন্ধুরা বলে আমি নাকি ভালই রান্না করতে পারি । ভারতের বিখ্যাত রন্ধনশিল্পী “ সঞ্জীব ক্যাপুর” এর স্পেশাল চিকেন ক্যারি মানে মুরগী রান্না করতে পারেন । এখন কথা হচ্ছে, আমার রান্না আর “ সঞ্জীব ক্যাপুর” এর রান্না কি এক হবে ?

কখনই না, কারণ, বুয়া না আসার কারণে আমি বিপদে পড়ে রন্ধনশিল্পী, আরেকদিকে “ সঞ্জীব ক্যাপুর” যিনি হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করা বিখ্যাত রন্ধনশিল্পী । তবে রান্না কিন্তু একাটাই চিকেন ক্যারি !!

তাই আপনাকে হতে হবে কেমন গ্রাফিক্স ডিজাইনার ? সেইরকম দক্ষ গ্রাফিক্স ডিজাইনার !!

458a9f7eb9ccd5df6f19251636a168156f296548

গ্রাফিক্স ডিজাইনিং এর উপর অনেক ধরণের কোর্স আছে যেমন, শর্ট কোর্স, লং কোর্স, সার্টিফাইট কোর্স, ব্যচেলর ডিগ্রি এমন কি মাস্টার্স ডিগ্রির কোর্স রয়েছে । আপনার শুধু ডিগ্রি অর্জনই নয়, দক্ষ গ্রাফিক্স প্রশিক্ষক বা গ্রাফিক্স ডিজাইনারদের সংস্পর্শে আপনিও হয়ে উঠবেন সেইরকম দক্ষ গ্রাফিক্স ডিজাইনার ।

একজন গ্রাফিক্স ডিজাইনারের কর্মক্ষেত্র বলা যেতে পারে দুনিয়াজোড়া । সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি আপনার দক্ষতা অনুযায়ী চাকুরী করতে পারেন । যেমন, ঘরবাড়ীর নকশা তৈরির প্রতিষ্ঠান, বিজ্ঞাপন কোম্পানি, প্রকাশনী কোম্পানি, টিভি চ্যানেল, নিউসপেপার ইত্যাদি প্রতিষ্ঠানে দক্ষ গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা বলে শেষ করা যাবে না । এছাড়া আপনি নিজেও গ্রাফিক্স ডিজাইনিং প্রতিষ্ঠান দিয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারেন ।

6205786237_28dffc3bd6

একজন গ্রাফিক্স ডিজাইনার গড় আয়

পরিসংখ্যানে বা জরিপে দেখা গেছে, গ্রাফিক্স ডিজাইনারদের গড় আয় বাৎসরিক ৪৮,১৪০ ডলার । যা কারো কারো ক্ষেত্রে ৩৩,২০০ ডলার থেকে ৫৮,৬০০ ডলার বাৎসরিক আয় হয়ে থাকে । আর ১০% দক্ষ গ্রাফিক্স ডিজাইনারদের আয় বছরে ৭৬,৯১০ ডলারেরও বেশী হয়ে থাকে ।

এছাড়া ডিপ্লোমাধারীর বাংলাদেশী গ্রাফিক্স ডিজাইনারদের বেতন বছরে সাধারণত ১,২০,০০০ থেকে ৬,০০,০০০ লাখ টাকা এবং ব্যাচেলর ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রিধারীদের বছরে ১২ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত হতে পারে। কিছু কর্মক্ষেত্র উপর ভিত্তি করে গ্রাফিক্স ডিজাইনারদের গড় আয় বাৎসরিক নিম্নে দেওয়া হল –

  • কম্পিউটার সিস্টেম ডিজাইন : ৪৭,৮৬০ ডলার
  • কোন বিশেষ কাজের ডিজাইন : ৪৫,৮৭০ ডলার
  • অ্যাডভাটাইজিং ডিজাইন : ৪৩,৫৪০ ডলার
  • নিউসপেপার ও ও প্রকাশনীর ডিজাইন : ৩৬,৯১০ ডলার
  • ডেস্কটপপ্রকাশকডিজাইন : ৩৬,৬০০ ডলার
  • ফটোগ্রাফি ডিজাইন : ২৯,৪৪০ ডলার

শুধু কর্মক্ষেত্র বা নিজের প্রতিষ্ঠান ছাড়াও আপনি ফ্রিলাঞ্চিং করেও নিজের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারেন । যার আয়ের পরিমাণ হতে পারে আকাশচুম্বী ।

যে সব কারণে আপনার বেতন প্রভাবিত হতে পারে

শুরুর দিকে আপনার আয় কম হলেও দিন দিন আপনার অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার আয়ও বাড়তে থাকবে । এছাড়া কিছু কিছু বিষয়ের ওপর ভিত্তি করে আপনার আয়ের পরিমাণ নির্ভর করে । যেমন,

  • পেশাদারী অভিজ্ঞতা
  • শিক্ষাগত যোগ্যতা
  • কাজের প্রতি দায়িত্বশীলতা
  • ডিজাইনিং কোম্পানির পরিধির উপর

Private-Sector-Jobs

এছাড়া আপনি আপনার কাজের সেম্পাল তৈরি করে প্রটফোলিও ওয়েবসাইট বানিয়ে মার্কেটিং করে কাজ পেতে পারেন দেশ বিদেশের অনেক কাজ । আপনার নান্দনিকতা ও দক্ষতা প্রকাশের মাদ্ধমে হতে পারে ক্যারিয়ার গড়ার অন্যতম হাতিয়ার । যা শুধু দেশে নয় গ্লোবাল মার্কেটে রাজত্ব করার সুযোগ ।

দেশ ভেদে একজন গ্রাফিক্স ডিজাইনার গড় আয়

বিভিন্ন করণে দেশ ও এলাকা ভেদে একজন গ্রাফিক্স ডিজাইনার গড় আয়ের পরিমাণ একেক রকম হয়ে থাকে । যা খুবই স্বাভাবিক ব্যপার । ধরুন, ঢাকা আপনি একটা নকশীকাঁথা যে দামে বিক্রি করতে পারবেন সেই দামে কি আপনি গ্রাম বা মফস্বলে বিক্রি করতে পারবেন ? নিশ্চয়ই না । বড় বড় এলাকা ও দেশ গুলোতে গ্রাফিক্স ডিজাইনাদের চাহিদা—

infographic-salary-copy

  • সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া: ৭৬,৭৪০ ডলার
  • সান জোসে, ক্যালিফোর্নিয়া: ৭৩,৬০০ ডলার
  • স্টামফোর্ড, কানেকটিকাট: ৬৯,৪৩০ ডলার
  • ফ্রেডেরিক / মেরিল্যান্ড: ৬১,২৮০ ডলার
  • ওয়াশিংটন, ডিসি: ৬০,৪৫০ ডলার
  • নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক: ৬০,৩২০ ডলার
  • ফার্মিংহ্যাম, ম্যাসাচুসেটস: ৬০,২৩০ ডলার
  • সান্তা ক্রুজ, ক্যালিফোর্নিয়া: ৫৭,৬১০ ডলার
  • ভাইহো, ক্যালিফোর্নিয়া: ৫৭,১১০ ডলার
  • কানেকটিকাট: ৫৬,৮১০ ডলার

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এলাকায় সেন্ট মেরি এর মেরিল্যান্ড কাউন্টি, নর্থ সেন্ট্রাল ম্যাসাচুসেটস, এবং কলোরাডো নর্থ সেন্ট্রাল এলাকা অন্তর্ভুক্ত বড় শহরগুলোতে আরো উচ্চ মূল্য প্রদান করা হয়ে থাকে ।

সবশেষে একটা কথা বলতে চাই, একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আপনার মূল্য তখনই নির্ধারণ হবে, যখন আপনি হবেন সেইরকম দক্ষ গ্রাফিক্স ডিজাইনার । তাই প্রয়োজন প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনা ।

গ্রাফিক্স ডিজাইনিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রিয়েটিভ আইটিতে  আগামী ১২ জুলাই (শনিবার) গ্রাফিকস বিষয়ক ফ্রী সেমিনারে অংশগ্রহণ করতে পারেন । ফ্রী সেমিনারের ব্যাপারে বিস্তারিত জানতে নিচের লিঙ্ক এ প্রবেশ করুন …

http://on.fb.me/1oJnFAG

Level 0

আমি Habibur Rahman Dipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ হাবিবুর রহমান দিপু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরীর পাশাপাশি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি আইটি ক্ষেত্রটিকে। এসইও, ইমেইল মার্কেটিং, ব্লগিং ইত্যাদি জানতে ও জানাতে ভালোবাসি । তাই যখনই সুযোগ পাই তখনই লিখতে বসে যাই। ফেইসবুকে আমি https://www.facebook.com/habibur.tutordipu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি হতে চাই আমি যদি গ্রাফিক্স ডিজাইনিং এর উপর কোরস করি তাহলে কি হবে ……

আপনি গ্রাফিক্স ডিজাইনিং এর উপর আরও জানতে আগামীকাল মানে আগামী ১২ জুলাই ক্রিয়েটিভ আইটিতে গ্রাফিকস বিষয়ক ফ্রী সেমিনারে অংশগ্রহণ করুন । সাথে থাকছে ইফতারের সুব্যবস্থা ।