টেকটিউনসের কাছে কৃতজ্ঞ আইডি ফিরিয়ে দেয়ায়

আসসালামুআলাইকুম, দীর্ঘ ৩ বছর ৫ মাস পর আইডি ফিরে পাওয়ায় বেশ আনন্দ লাগছে। কারণ আমার অজ্ঞতা বশত: একটি টিউন করায় টিটি কর্তৃপক্ষ আমার আইডি ব্লক করে দিয়েছিল। তার পর থেকে মনটা খুব খারাপ ছিল। কিন্তু তার পরও টিটির প্রতি ভালবাসার একটুও কমতি ছিল না। প্রতিদিন অন্তত একবার টিটিতে ঘুরে না দেখলে ভাল লাগে না। এখানে বিভিন্ন ধরনের শিক্ষামুলক টিউন পাওয়া যায়।

এখন আমার ভুল বুঝতে পেরে অনুরোধ জানালে টিটি কর্তৃপক্ষ আমার আইডিটা ওপেন করে দিয়েছে। আমি এখন থেকে নীতিমালা অনুযায়ী টিউন করব। আর যারা নতুন তাদেরও বলছি আপনারও টিটির নীতিমালা অনুসরণ করুন এবং টিটির পরিবেশ বজায় রাখুন। ধন্যবাদ ভাল থাকবেন সবাই।

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নীতিমালা অনুযায়ী টিউন করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

welcome Back . 🙂

অামার এই আইডিটাও ব্লক ছিলো নতুন খুলেছে । বেশ আন্ন্দ লাগছে।