আমরা সবাই এখন “ফ্রিতে বিটকয়েন অর্জন করে কোটিপতি” হওয়ার অনেক খবর জেনেছি এই পর্যন্ত। কিন্তু এত ফ্রিতে টাকা কামানোর সুখের সংবাদ শরীরের জন্য ভাল না। তাই একটা দুঃখের সংবাদ দেই। আপনাকে কেউ আপনি ভিক্ষা না করলে ফ্রিতে টাকা জন্মেও দিবে না। আমরা এতদিন যেসব টিউন দেখেছি সেসব ওয়েবসাইট কে বলে বিটকয়েন ফসেট। আপনাকে ওরা নির্দিষ্ট সময় পর পর কিছু টাকা দেয়। কিন্তু এমনি এমনি দেয় না।
আপনার মত আর অনেক নির্বোধ মানুষ ওসব সাইটে যায়। তাই তারা বিজ্ঞাপনের জন্য ভাল টাকা পায়। তাই তারা আপনাকে ফ্রি ফ্রি টাকা দিতে এত ইচ্ছুক। এখন হিসাব করি আপনি কত টাকা পান। সারাদিনে পাবেন ১০০ বা ২০০ স্যাতোশি। এখন জানে ১০০ বা ২০০ স্যাতোশি মানে কত? http://www.preev.com নামে একটা সাইট আছে। ওখানে আপনি বিটকয়েন টু ডলার এর রেট দেখতে পারবেন। ১ স্যাতোশি= 0.00000001 BTC। এবার ওখানে দেখেন কত আসে। এই মুহূর্তে বিটকয়েনের দাম ৫৯০ ডলার। তাতে দাম আসছে 0.000005902 ডলার। আপনি বরং তারচে নিজেই একটা ফসেট বানান। যাতে মাসে পাবেন ১, ২ বিটকয়েন, আর দিতে হবে মাত্র খুব বেশি হলে 0.005 বিটকয়েন। তাই আর খামকা এসব ফসেট এর পিছনে সময় নস্ট করবেন না। এই দুনিয়ায় আপনি যা পাবেন সেটা আপনাকে উপার্জন করতে হবে।
এখন আপনি ভাবতে বসেন আপনার কি কি গুণ আছে। এখন সবচেয়ে বেশি কদর প্রোগ্রামারদের। তাই প্রোগ্রামিং শিখতে পারেন। ফটো এডিটিং ও ভিডিও এডিটিং ও শিখতে পারেন। আমি ১ সপ্তাহ ধরে মাথার ঘাম পায়ে ফেলে ০.১৭ বিটকয়েন অর্জন করতে পেরেছি। আমি মোটামুটি ফালতু মানুষ তাই পেইন্টে ফটো এডিটিং করে লোগো বানিয়ে দিয়ে দিয়েছি। আপনি তাই আর কিছু না পারলে পেইন্ট নিয়ে ঘাটাঘাটি করা শুরু করুন। কয়েকদিন পর পর আপনি কি কি পারেন তা নিয়ে পোস্ট মারুন। কোথায় পোস্ট করবেন তা নিচে দেখুন।
এসব নিয়ে বিভিন্ন ওয়েবসাইট আছে তবে সবচেয়ে ভাল হচ্ছে Job4Bitcoin. এটির ঠিকানা দেয়ার আগে একটু ইতিহাস কপচাই।
বিটকয়েন এর মুল ফিচার হচ্ছে প্রাইভেসি। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এমন ভাবে কাজ করতে পারেন যাতে আপনাকে কেও জন্মেও চিনবে না। আর এর সুবিধা হচ্চে আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে না এটি বেবহার করার জন্য। বিদেশে তাই অনেক ছেলেমেয়ে বিটকয়েন এ কাজ করে পকেটমানি উপার্জন করে। তাই বিটকয়েন খুব দ্রুত বাচ্চাদের কাছে জনপ্রিয় হয়ে গেল। তখন কাজগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্লাজমোটেক ইউজারনেমের ১৪ বছর বয়সের একটা কিশোর Job4Bitcoin নামে একটি ব্লগ খোলে। যাতে সবাই নিজের কাজ বিটকয়েনের মাধ্যমে করিয়ে নিতে পারে। এখন Job4Bitcoin সবচেয়ে ভাল জায়গা কাজ খোঁজার জন্য। আপনি এখান থেকে সাইটটিতে যেতে পারেন।
বিটকয়েন মাইনিং হল বিটকয়েন উপার্জনের একটি ভাল ক্ষেত্র।
বিটকয়েন যখন সবাই ব্যাবহার করা শুরু করল তখন বিটকয়েনের হিসাব রাখার প্রয়োজনীয়তা বাড়ল। প্রথমদিকে সিপিইউ দিয়ে এই কাজটি করা শুরু হল। কিন্ত ধীরে ধীরে সাশ্রয়ীটা ও কর্মক্ষমতার জন্য জিপিইউ সিপিইউ এর জায়গা দখল করে নিল। কিন্তু আস্তে আস্তে হিসাবের চাপ বাড়তে থাকায় ইলেক্ট্রিসিটির বিল এর পর লাভের পরিমাণ খুব কমে গেল। তখন খুব গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হল। নতুন একধরনের চিপ বের হল যা হিসাব করার জন্যই প্রোগ্রাম করা হয়েছে। এগুলো সিপিইউ ও জিপিইউ এর প্রায় ৫০ গুণ বেশি সাশ্রয়ী। তাই এখন এগুলো দিয়ে হিসাব করা হয়। তবে বাংলাদেশে এ চিপগুলো পাওয়া যায় না আর চিপগুলো বেশ দামী। তবে লাভ বেশ ভালই হয়।
যে অভিযোগ নিয়ে লেখা শুরু করেছিলাম তার অনেকটাই এখন কমে গেছে আপনাদের সাহায্য করতে পেরে। মনে রাখবেন, সব সময় সৎ থাকলে আর জানার ইচ্ছা থাকলে আপনি খুব দ্রুত উন্নতি করতে পারবেন। আশা করি বাংলাদেশেও একদিন ঘরে ঘরে সবাই বিটকয়েন উপার্জন করবেন। আর আমি এখনও নিজেই বিটকয়েনটা ভাল বুঝিনা। তাই ভুলভাল তথ্য দিলে জানাবেন। কেউ দয়া করে আজে বাজে কমেন্ট করবেন না। মডারেটরগণ, পোস্টটি মুছে দিবেন না।
আমি TYMO BDCyclists। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই! আপনার এই “এই দুনিয়ায় আপনি যা পাবেন সেটা আপনাকে উপার্জন করতে হবে” কতাখান আমার খুবই পছন্দ হৈছে……….ধন্যবাদ