আসালামুআলাইকুম ।আশা সবাইভালো আছেন।আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো ফুটবল বিশ্বকাপের Mascot ।
প্রতিটি ফিফা বিশ্বকাপ ১৯৬৬ সাল থেকে নিজস্ব মাসকট প্রকাশিত। বিশ্বকাপ উইলি হলো ১৯৬৬ প্রতিযোগিতার জন্য মাসকট। এটি হলো এমন একটি ডিজাইন বা প্রতিক যার মাধ্যমে আয়োজন কারী দেশের একটি বৈশিষ্ট্য (পরিচ্ছদ, উদ্ভিদকুল, প্রাণিকুল, ইত্যাদি) তুলে ধরা।আসুন এক নজরে বিশ্বকাপের মাসকট সমূহ ও এর বৈশিষ্ট্য জেনে নেই।
ইংল্যান্ড ১৯৬৬ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল বিশ্বকাপ উইলি
এটিতে ছিল একটি ইউনিয়ন পতাকা জার্সি পরা একটি সিংহ, যুক্তরাজ্য একটি আদর্শ প্রতীক যার গায়ে লিখা ছিল "বিশ্বকাপ"।এর ডিজাইনার ছিলেন ফ্রিল্যান্স শিশুদের বই অঙ্কনশিল্পী রেজ হুওয়।
মেক্সিকো ১৯৭০ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল “জুয়ানিটো”
বালকের মাথায় পরিহিত মেক্সিকো জাতীয় ফুটবল দলের পোষাকের অংশবিশেষ এবং মেক্সিকো 70 লিখিত একটি সোমব্রিরো. বালকটির ডাক নাম জুয়ান, যা স্প্যানিশ ভাষায় সচরাচর ব্যবহৃত হয়ে থাকে.
পশ্চিম জার্মানি ১৯৭৪ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল “টিপ এবং ট্যাপ”
দুইটি বালক জার্মানী জাতীয় ফুটবল দলের পোষাকের অংশ বিশেষ পরিধান করেছে. এতে ডব্লিউএম বা ওয়েলমিস্টারচ্যাফ্ট (বিশ্বকাপ) এবং ৭৪ নং রয়েছে.
আর্জিণ্টিনা ১৯৭৮এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল গুয়াসিটো (Gauchito)
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের পোষাকের অংশবিশেষ পরিধান করেছে এক বালক. তার টুপিতে আর্জেন্টিনা '৭৮ লেখা. গলায় রুমাল বাঁধা এবং চাবুক গাওচোরা সধারনত ব্যবহার করে থাকে.
স্পেন ১৯৮২ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল নারানজিটো (Naranjito)
স্পেনে প্রাপ্ত এক প্রজাতির কমলা. স্পেন জাতীয় ফুটবল দলের পতাকা জড়ানো অবস্থায় আছে. স্পেনিশ ভাষায় নারাঞ্জা শব্দটি অরেঞ্জ থেকে এসেছে এবং ক্ষুদ্রতম অংশ - ইটো বিভক্তি যুক্ত হয়ে নারানজিটো শব্দটি এসেছে.
মেক্সিকো ১৯৮৬ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল পিকুই (Pique)
একটি জালাপিনো মরিচ, মেক্সিকোর রান্নাঘরের অন্যতম উপকরণ।এটি সোমব্রিরো টুপি পরিহিত অবস্থায় রয়েছে. ঝাল মরিচ এবং আচারে ব্যবহৃত স্পেনিশ পিক্যানটে নাম থেকে পিকু এসেছে.
ইতালি ১৯৯০ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল সিয়াও (Ciao)
ফুটবল মাথায় নিয়ে এবং ইতালির পতাকায় ত্রিভুজাকৃতি শরীরে রেখা সহযোগে অঙ্কিত খেলোয়াড়. এর নাম সিয়াও যা ইতালিয়ান সম্ভাষণ।
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল Striker, the World Cup Pup
মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্রই পোষা প্রাণী হিসেবে কুকুর দেখা যায়. কুকুরটি যুক্তরাষ্ট্রের পতাকায় চিত্রিত লাল, সাদা এবং নীল রঙের ফুটবল পোষাক পরিহিত অবস্থায় আছে. এতে ইউএসএ ৯৬ লেখা রয়েছে.
ফ্রান্স ১৯৯৮ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল Footix
ফ্রান্সের জাতীয় প্রতীক হচ্ছে রুষ্টার বা পুংলিঙ্গের মুরগী বা মরগ শাবক. এর বুকে ফ্রান্স ৯৮ লেখা রয়েছে. পুরো শরীরটিই নীল রঙে আবৃত. স্বাগতিক ফ্রান্স জাতীয় ফুটবল দলের শার্ট এবং এর হাতে ফুটবল রয়েছে. প্রস্তাবিত অন্যান্য নামগুলো হচ্ছে রাফি, হৌপি এবং গালিক.
দক্ষিণ কোরিয়া / জাপান ২০০২ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল Ato, Kaz এবং Nik (Spheriks)
জার্মানি ২০০৬ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল Goleo VI Sidekick: Pille
একটি ৬ নম্বর জার্সি পরা সিংহ এবং একটি কথা বলা ফটবল পাইলি।
দক্ষিণ আফ্রিকা ২০১০ এর বিশ্বকাপের মাসকটের নাম ছিল Zakumi
ব্রাজিল ২০১৪ এর বিশ্বকাপের মাসকটের নাম হলো ফুলেকো (Fuleco)
মাস্কটে "ফুলেকো" হচ্ছে ব্রাজিলে চলমান ২০১৪ ফিফা বিশ্বকাপের মাস্কট । এটি একটি স্থানীয় বিপন্ন প্রজাতির আরমাডিলো গোত্রের অন্তর্গত প্রাণী। ২০১২ সালের ২৫ নভেম্বর ব্রাজিলের প্রচার সংস্থা টিভি গ্লোবো - এর একটি সাপ্তাহিক অনুষ্ঠানে কার্যক্রম শুরু করে. এটি Futebol (ফুটবল) ও বাস্তুবিদ্যা (পরিবেশ) শব্দ দুটির যুক্ত শব্দ।১৭ লাখের উপরে ফুটবল দর্শকের ভোটে এটি আমিজুবি ও যুযেকাকে হাড়িয়ে এর ফুলেকো রাখা হয়।
আর রাশিয়া ২০১৮ এর বিশ্বকাপের মাসকটের নাম হবে TBA
কি যে হবে মাসকট এর প্রতিক তা এখনো জানা যায়নি।
যাই হোক হয়তো আগামী ১-২ বছরের মধ্যে জানা যাবে ।
আশা করি আমার টিউন আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে মতামত দিয়ে জানিয়েন।
বিশ্বকাপের সব খেলা এবং লাইভ টিভি দেখতে আমার সাইট এ ঘুরে আসতে পারেন। এখানে ক্লিক করুন।
আমি রাজিব বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজী ভালোবাসি তাই টেকটিউনস্ এ বারবার আসি...... http://itv24.co/
রাশিয়া এর বিশ্বকাপ ২০১৪ তে নয় ২০১৮ তে হবে। আর ২০২২ তে হবে কাতারে।