বিশ্বের 5টি Haunted প্লেস… চলুন, ঘুরে আসি।

১। Eastern State Penitentiary ,পেনসিলভানিয়া , USA.

এটি ১৮২৯ সালের তৈরি একটি কারাগার। এখানকার বন্দিদের সম্পূর্ণ পৃথক অবস্থায় রাখা হত এবং এক ঘেয়েমি অবস্থায় থাকার কারণে তাদের প্রায় সবাই মানসিক রোগে আক্রান্ত হত। ১৯৪০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এখানে প্যারানর্মাল Activity লক্ষ্য করা যায়। যেমনঃ ছায়াযুক্ত একটি ফিগার ঘুরে বেড়ায়, অদ্ভুত শব্দ , পদশব্দ, কথাবার্তা, হঠাৎ দরজা খোলার শব্দ পাওয়া যায়।

২।Monte Cristo Homestead, অস্ট্রেলিয়া।

এটি Australia'র সবচেয়ে মারাত্মক  জায়গা।কারণ এই বাড়িতে আপনি যে বেঁচে থাকবেন তার নিশ্চয়তা দেয়াযায় না। ১৮৮৫ সালে এটি বানানর পর ১৯৩৮ সালে এই বাড়িতে Crawley পরিবার ওঠে। তবে  তার কিছুদিনের মধ্যেই পরিবারটি ্মরমানতিক  সব মৃত্যুর সম্মুখী্ন হয়। একজন ছোট ছেলে সিঁড়ি থেকে পরে মারা যায়/ একজন চাকর আগুনে পুরে দগ্ধ হয়। আ একজন চাকরানি বেল্কনি থেকে পড়ে মারা যায়।

 Castle of Good Hope – Cape Town

এর সাথে জড়িত ঘতনা মধ্যে একটি হল লেডি ইন গ্রে। এই প্রেতাত্মাকে ক্যাসল  ভেতর হাটাহাটি করতে দেখা যায়। সম্প্রতি এখান থেকে একটি মৃত দেহ উদ্ধার করা হয়। ১৭০০ সালের দিকে এর বেল টাওয়ারে একজন গার্ডকে ফাসিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।এছারা ঘোস্ট অফ ব্ল্যাক ডগস  নামে এক্ প্রেতাত্মা প্রায়-ী এর ভিজিটর দের ভয় দেখায়/

The Beechworth Lunatic Asylum, Australia

এটি  মূলত একটি মানসিক চিকিৎসার হাস্পাতাল।ধারণ খমতা ১২০০। ১৮৬৭ থেকে ১৯৯৫ পর্যন্ত প্রায় ৯০০০ রোগী মারা যায়।  তাদের আত্মা প্রতিনিয়ত এখানে ঘুরে বেরায়। তাই এটি একটি ট্যুরিস্ট প্লেসে পরিণত হয়েছে। আপনি চাইলে Nighttime Ghost Tour নিতে পারেন!!

Aokigahara, Japan

এটি জাপানে অবস্থিত একটি বন। এটি "Suicide Forest" অর্থাৎ এখানে প্রায় ১০০ জন লোক জার্নি করতে গিয়ে আত্তহত্যা করেছে। পরবর্তীত Police সেই ডেড বডি গুল সরালেও প্রকৃত মৃতের সংখ্যা প্রকাস করে নি। তবে মৃতের সংখ্যা যে নিতান্তই বেশি ছিল, তা বলাই বাহুল্য।

এখন এই পরজন্তই ভাল থাকবেন।

এফবি তে আমার পেজঃ http://www.facebook.com/bissoyokor.projukti

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ভাল লাগল আর ভয় ও পাইলাম

Level 0

thanks!

                                       আপনাকে ধন্যবাদ এত সুন্দর পোষ্ট করার জন্য…………………………………….

Level 0

awesome bro