***গরম খবর!!!আজ রাতের খেলায় জার্মান হারবে (আবারও অক্টোপাস)***

আশাকরি সকলে ভাল আছনে । মাফ করে দিবেন জার্মানির ভক্তরা । আবারও নির্ধারন করে দিল জার্মানির হারার কথা । এটি মিথ্যা বা সত্য প্রমান হলেও আমার কিছু যায় আসেনা । কারো বিশ্বাস করার দরকার নেই । দয়া করে এর মধ্যে কেউ ঈমানকে টেনে আনবেননা । যাদের ঈমান কাঁচের মত তারা এটি বিশ্বাস করবেন না,তাহলে ভেঙ্গে যাবে । আমার ঈমান পাহাড়ের মত,এসব ঠুনকো জিনিসে ভাঙ্গেনা ।

View octopusoraclepaulpredictsgermany-svictorybappy-mp4

..........................................বাপ্পী পটুয়াখালী.......................

Level 0

আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Spain always…. 🙂

দেখা যাক আজ অক্টোপাস বেটারে গ্রিল কইরা আমি খাইয়া ফালাইতেও পারি …. সময় হোক

    Level 0

    টিনটিন ভাই আপনার জার্মানি জিতবে, ভয় পাবেননা।

    হাইরা গেরতো ভাই। হেহেহেহেহেহেহেহে 🙂 🙂 আমারে সেদিন বলছিলেন 🙂 🙂

Level 0

অক্টোপাস ? এটা একটা মজার বিষয়, আমরা না শুধু সারা বিশ্বের মানুই এটা নিয়ে মজা করছে।

কেডা হারবো কেডা জিতবো এইডা কওয়ার কি দরকার একবারে কইয়া দিলেই হয় কেডা চাম্পিয়ন হইবো …………………..

অনেক জ্যোতিশিরা পূর্বেই স্পেনের ফাইনাল খেলার কথা বলেছিল, এটা আসলে আনতাজে ডিল মারা ছাড়া আর কিছুই না।
আমার উইস জার্মানি জিতে এটাও মিথ্যে হোক।

ভয় নেই আজ জার্মানি জিতবে………

    হাইরা গেছে বাইজান 🙂 🙂

আলহাহদুলিল্লাহ. এই বার বেটা জার্মানি বুঝবে কত ধানে কত…

আর্জেন্টিনার সাথে ভবিষ্যত বানী সত্যি হওয়ায় এমন ভাবার কারন নেই যে অক্টোপাসের কথা সত্যি হয়েছে বরং জার্মানী ভাল খেলেছে। তাই আজকেও এই ভবিষ্যত বানী আমলে নেবার কারন নাই।

    জার্মানী হারসে

    তাতে কি প্রমাণ হয় যে অক্টোপাস সত্য ? ঝড়ে বক মরে ফকিরের ক্যারামতি বারে। এর বেশি কিছু না ।

ব্রাজিল হারার পর এখন আমি স্পেনের দল। দোয়া করছি স্পেন যেন কাপটা জিতে।

    যাকে ভালবাসবেন মন থেকে ভালবাসুন। মানসিক শান্তি পাবেন।

এই মাত্র স্পেন প্রথম গোল করল। দেখা যাক অক্টোপাসের কথা ফলে কিনা।

Level 0

জয় অক্টোপাস

হায় !! হায়!! অক্টোপাস সব শেষ কইরা দিছে…………..আমার জার্মানী বাড়িতে গেছেগা……….
অক্টোপাস পল তুই যদি সত্যিই কিছু জানিস তবে ক,তো দেখি শিউলি ,তানিয়া,রাহেনা আমার এই তিন প্রেমিকার মধ্যে সত্যি সত্যি কার সাথে আমার ম্যারেজ হবে!!!!!!

    আমি বলি… এই মাত্র অক্টোপাস এর সাথে আমার কথা হইছে ও বলছে *** ঝরিনার সাথে হবে… পরের টা মমতাচ এর সাথে…..

    দূর মিয়া আপনি ভুল শুনছেন……….ঝরিনার সাথে তো আমার বড় ভাইয়ের বিয়া হইছে ……..ও তো এখন আমার ভাবী!!!!!!

অবশেষে অক্টোপাস এর কথাই সত্য হলো।।।। কোথায় যে যাই।।

    কোথায় আর যাবেন? চিন্তিত মাথায় বাথরুম থেকে ছোটখাট একটা জার্নি করে আসতে পারেন……..হা:………হা:…….

    না বাথরুম যাওয়ার আগে অক্টোপাস কে জিগেস করতে হবে… আমার বাথরুম জার্নি টা কি সফল হবে কি না….

Does this go with TechTune?

অক্টোপাস এর কথা ঠিক হলেও আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করা ঠিক নয়। এটি কাকতালীয় মাত্র।