আসসালামুয়ালাইকুম
কেমন আছেন আমার প্রিয় টেক টিউনের বন্ধুরা। আশা করি ভাল আছেন।
আর চাইনা ফ্রী ইন্টারনেট বিষয়ক আমার প্রথম পোষ্ট এ আপনারা ব্যপক সারা দিয়েছেন। সেই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি আমার টিউনে আপনাদের কাছে মূল্যবান মন্তব্য চেয়েছিলাম। আপনারা অনেকেই অনেক মন্তব্য করেছেন।
[যারা প্রথম পোষ্ট পড়তে পারেন নি তাদের জন্যঃ আর চাই না ফ্রী ইন্টারনেট!!!!!!!]
যেমনঃ
এখন কথা হল আমরা যদি কেউ কিছু না বলে শুধু চুপ করে বসে থাকি তাহলে, ক্ষতি অপারেটরদের নয় বরং আমাদেরই ক্ষতি হবে। আমি যতটুকু বুঝি সেটা হল আন্দোলন করতে হবে তা চালিয়ে যেতে হবে। মূল বিষয়টা এখন কিভাবে আন্দোলন করব। আমি যেটা মনে করি আন্দোলন সফল করতে হলে প্রথমেই যে বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে সেটা হল আন্দোলনের ভাষা। যদি আন্দোলনের ভাষাটা সঠিক হয় তাহলে, সম্পূর্ন না হলেও আংশিক ভাবে সফলতা লাভ করা যায়।
আমার প্রথম টিউনে মন্তব্যে ভাইয়েরা যেভাবে আন্দোলন করতে বলেছে তাতে করে আমরা কখনোই জয় লাভ করতে পারব না। আমরা ইন্টারনেটের প্যাকেজের মূল্য হ্রাসের জন্য একটু অন্য রকমের আন্দোলন করব, সেটা হবে অনেকটা মনস্তাতিক লড়াই।
আপনাদের নিশ্চই ২০০৬ সালের “লাগি রাহ মুন্না ভাই” নামক ছবির কথা মনে আছে। সেখানে ছবির খল-নায়ক যখন একটা বাসা অবৈধ ভাবে দখল করে নেয় তখন। মুন্না ভাই মারা মারি না করে Get well soon………… লিখে একটা চিরকুট খল-নায়কের কাছে পাঠাত।
আমাদের কেও সেই কৌশল অবলম্বন করতে হবে। আমার মতামত হল আমরা আমাদের কাছা কাছি যত অপারেটর দের কাষ্টমার কেয়ার আছে তাতে একটি করে চিঠি পাঠাই। আরো সহজ উপায় হল মোটা মোটি সকল আপারেটরদের বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট যেমনঃ ফেইস বুক, টুইটার এগুলোতে বিভিন্ন পেইজ আছে তাছাড়াও আছে তাদের ব্লগ সাইট। আমরা সেই সব জায়গায় আমাদের অধিকার নিয়ে প্রতিনিয়ত কথা বলে যাব এতে করে আশা করি কিছুটা হলেও তাদের টনক নড়বে।
প্রিয় আপারেট (------আপারেটরের নাম-------)
আমি আপনাদের একজন নিয়মিত গ্রাহক। আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের মত ইন্টারনেটও একটা প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের বর্তমান জীবনে ইন্টারনেট ছাড়া একদিন প্রায় কল্পনাই করা যায় না।
কিন্তু সমস্যা হল আপনাদের ইন্টারনেট প্যাকেজের মূল্য। বর্তমানে আপনারা ইন্টারনেটের মূল্য যেভাবে নির্ধারন করেছেন। সেই ভাবে আমাদের অনেকের পক্ষে তা কিনে ব্যবহার করা সম্ভব নয়। বিশেষ করে যারা ছাত্র সমাজ তাদের পক্ষে আপনাদের মাসিক প্যাকেজ গুলো ব্যবহার করা প্রায় অসম্ভব। আমাদের কে মোবাইল ও কম্পিউটারের জন্য আলাদা করে দুটি প্যাকেজও ব্যবহার করা অনেক কষ্টসাধ্য ব্যপার।
তাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে ১০০ টাকার মধ্যে ১ জিবি ডাটা, ৩০০-৩৫০ টাকার মধ্যে সর্বোনিম্ন ২৫৬ কেবিপিএস স্পীডের আনলিমিটেড ডাটা প্রদান ও স্বাভাবিক নেটওয়্যার্ককের পাশাপাশি ওয়াই-ফাই নেটওয়্যার্ক বিস্তৃত করার জন্য।
অনুরোধ ক্রমে
আপনাদের একজন গ্রাহক।
আমার ধারনা এভাবে প্রতিনিয়ত যদি আমরা সবাই মিলে আন্দোলন করতে থাকি তাহলে, অব্যশই আমরা সফলতা লাভ করবই।
যদি কারো মাথায় এর চেয়ে ভাল ধারনা এসে থাকে তাহলে জানাতের ভুলবেন না।
আজ এ পর্যন্তই
সবাই ভাল থাকবেন
আল্লাহ হাফেজ।
আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।
Tik bolechen.