বাজারে নতুন কিছু প্রিন্টার এসেছে যেগুলোতে প্রিন্ট খরচ খুবই কম।

বাজারে নতুন কিছু প্রিন্টার এসেছে যেগুলোতে  প্রিন্ট খরচ খুবই কম।

আসসালামুআলাইকুম। প্রিয় বন্ধুসকল আজকে আপনাদের সাথে কিছু নতুন প্রিন্টারের পরিচয় করিয়ে দিবো। যা অরিজিনাল প্রিন্টারের ইন্ক সিস্টেমে খরচ কম। HP এই প্রিন্টারগুলোর ডায়ালগ শব্দ ব্যবহার করেছে Ink Advantage। Canon ব্যবহার করেছে Ink Efficient নামে। আর EPSON তাদেরটি কোন ডায়ালগ শব্দ ব্যবহার না করলেও Ink Tank System কেমন হবে এটা আমরা সবাই বুঝতে পারছি।

HP 1015 INK Advantage Inkjet Printer

প্রিন্টার টাইপ:

  • InkJet & Print Only

পেপার :

  • Paper handling input, standard 60-sheet input tray
  • Media sizes supported : A4; B5; A6; DL envelope
  • Print quality black (best) : Up to 600 x 600 rendered dpi
  • Print quality color (best) : Up to 600 x 600 rendered dpi

Media types :

  • Paper (brochure, inkjet, plain), photo paper, envelopes, labels, cards (greeting)

প্রিন্ট স্পীড:

  • Black: ISO:Up to 7 ppm Draft:Up to 20 ppm, Color: ISO:Up to 4 ppm Draft:Up to 16 ppm

ডিউটি সাইকেল:

  • Duty cycle (monthly, A4) Up to 1000 pages

ইন্ক:

  • Cartridge: 678BK 678CL

সিস্টেম রিকোয়ারমেন্ট:

  • Windows 8, Windows 7, Windows Vista, Windows XP (SP3)* or higher (32-bit only)
  • Mac OS X v10.6, Lion, Mountain Lion
  • ওয়ারেন্টি: 1 Year Warranty.
  • বাজার দর: 4500BDT.

HP 1515 INK Advantage Inkjet All in One Printer

প্রিন্টার টাইপ:

  • InkJet & Print, Scan, Copy

পেপার :

  • Paper handling input, standard 60-sheet input tray, Paper handling output, standard 25-sheet output tray
  • Media sizes supported : A4; B5; A6; DL envelope
  • Print quality (best) Color: Up to 4800 x 1200 optimized dpi color (when printing from a computer on selected HP photo papers and 1200 input dpi) Black: Up to 600 x 600 rendered dpi
  • Media types : Paper (brochure, inkjet, plain), photo paper, envelopes, labels, cards (greeting)

প্রিন্ট স্পীড:

  • Black: ISO:Up to 7 ppm Draft:Up to 20 ppm, Color: ISO:Up to 4 ppm Draft:Up to 16 ppm

ডিউটি সাইকেল:

  • Duty cycle (monthly, A4) Up to 1000 pages

ইন্ক:

  • Cartridge: 678BK 678CL

সিস্টেম রিকোয়ারমেন্ট:

  • Windows 8, Windows 7, Windows Vista, Windows XP (SP3)* or higher (32-bit only) Mac OS X v10.6, Lion, Mountain Lion

অন্যান্য:

  • Scanner type: Flatbed, Scan file format: JPEG, TIFF, PDF, BMP, PNG Scan resolution, opticalUp to 1200 dpi
  • ওয়ারেন্টি: 1 Year Warranty.
  • বাজার দর: 6500BDT.

Canon E400 INK Efficient Inkjet All in One Printer

প্রিন্টার টাইপ:

  • InkJet & Print, Scan, Copy

পেপার :

  • Maximum Printing Resolution: 4800 (horizontal)*1 x 600 (vertical) dpi,
  • Paper Size: A4, A5, B5, LTR, LGL, 4 x 6", 5 x 7", Envelopes (DL, COM10), Custom size (width 101.6mm - 215.9mm, length 152.4mm - 676mm)
  • Paper Handling: Plain Paper: A4, A5, B5, LTR=60, LGL=10, Photo Paper: Plus Glossy II (PP-201)       4 x 6"=20, Glossy Photo Paper "Everyday Use" (GP-601)      4 x 6"=20

প্রিন্ট স্পীড:

  • Print Speed: Document: Color ESAT/Simplex approx. 4.0ipm, Document: B/W ESAT/Simplex approx. 8.0ipm

ইন্ক:

  • Printing up to 400 pages of A4 documents with the PG-47 ink cartridge The CL-57 ink cartridge prints up to 300 pages.

অন্যান্য:

  • Scanner type Flatbed
  • Scan file format JPEG, TIFF, PDF, BMP, PNG
  • Scan resolution, optical Up to 1200 dpi
  • ওয়ারেন্টি: 1 Year Warranty.
  • বাজার দর: 7500BDT.

Canon E610 INK Efficient Inkjet All in One Printer

প্রিন্টার টাইপ:

  • InkJet & Print, Scan, Copy, Fax

পেপার :

  • Paper Size A4, A5, B5, LTR, LGL, 4 x 6", 5 x 7", 8 x 10", Envelopes (DL, COM10)
  • Maximum Printing Resolution: 4800 (horizontal)*1 x 1200 (vertical) dpi
  • Borderless Printing: Top / Bottom / Right / Left margin: each 0 mm  (Supported Paper Size: A4, LTR, 4 x 6", 5 x 7", 8 x 10")
  • Bordered Printing: Top margin: 3mm, Bottom margin: 5mm, Left / Right margin: each 3.4mm (LTR, LGL: Left: 6.4mm, Right: 6.3mm)

প্রিন্ট স্পীড:

  • ISO standard print speed (A4): up to 8.9ipm mono / 5.2ipm colour Prints a 4 x 6" borderless photo in 46secs.

ডিউটি সাইকেল:

  • Duty cycle (monthly, A4)Up to 3000 pages

ইন্ক:

  • Cartridge 88Bk, 98CL, 800 pages with just one low-cost, high-capacity ink cartridge.

অন্যান্য:

  • Scanner Type Flatbed & ADF
  • Scanning Method    CIS (Contact Image Sensor)
  • Optical Resolution 1200 x 2400dpi
  • ওয়ারেন্টি: 1 Year Warranty.
  • বাজার দর: 12500BDT.

EPSON L110 Built in CISS Inkjet Printer

প্রিন্টার টাইপ:

  • InkJet & Print Only

পেপার সাইজ:

  • Media Type plain paper,  photo paper
  • Max Media Size (Custom) 8.5 in x 43.7 in
  • Media Sizes A4 (8.25 in x 11.7 in)
  • Envelope Sizes International DL (4.33 in x 8.66 in)
  • Total Media Capacity 50 sheets
  • Media Feeder(s) 1 x autoload - 50 sheets - Legal (8.5 in x 14 in)
  • Output Trays Capacity 30 sheets

প্রিন্ট স্পীড:

  • Print Speed Up to 27 ppm - black draft
  • Up to 15 ppm - color draft
  • Up to 6 ppm - B/W (ISO/IEC 24734)
  • Up to 3 ppm - color (ISO/IEC 24734)

ইন্ক:

  • Black per page cost: 0.15TK, Color per page cost: 0.25TK
  • Ink Tank System, 4-ink - cyan, magenta, yellow, black
  • Consumables Included 1 x ink refill ( black ) - 70 ml - up to 4000 pages
  • 1 x ink refill ( cyan ) - 70 ml - up to 6500 pages
  • 1 x ink refill ( magenta ) - 70 ml - up to 6500 pages
  • 1 x ink refill ( yellow ) - 70 ml - up to 6500 pages
  • ওয়ারেন্টি: 1 Year Warranty.
  • বাজার দর: 11500BDT.

EPSON L800 Bulit in CISS Inkjet Printer

প্রিন্টার টাইপ:

  • InkJet & Print Only

পেপার:

  • Media Type matte paper
  • Max Media Size (Custom) 8.5 in x 43.7 in
  • Media Sizes 7.87 in x 9.84 in
  • Envelope Sizes International C6 (4.5 in x 6.38 in)
  • Total Media Capacity 120 sheets
  • Media Feeder(s) 1 x autoload - 120 sheets - Legal (8.5 in x 14 in)
  • 1 x manual load - 1 disks
  • Output Trays Capacity 50 sheets
  • Max Resolution ( B&W ) 5760 x 1440 dpi
  • Max Resolution ( Color ) 5760 x 1440 dpi

প্রিন্ট স্পীড:

  • Print Speed Up to 37 ppm - black draft
  • Up to 38 ppm - color draft
  • Up to 5 ppm - B/W (ISO/IEC 24734)
  • Up to 5.1 ppm - color (ISO/IEC 24734)

ইন্ক:

  • Black per page cost: 0.15TK, Color per page cost: 0.25TK
  • Ink Tank System:
  • 6 individual ink cartridges/Tank
  • Black, Cyan, Light Cyan, Magenta, Light Magenta and Yellow
  • ওয়ারেন্টি: 1 Year Warranty.
  • বাজার দর: 24500BDT.

EPSON L210 Bulit in CISS Inkjet Printer All in One

প্রিন্টার টাইপ:

  • InkJet & Print, Scan, Copy

পেপার সাইজ:

  • Media Type plain paper,  photo paper
  • Max Media Size (Custom) 8.5 in x 43.7 in
  • Media Sizes A4 (8.25 in x 11.7 in)
  • Envelope Sizes International DL (4.33 in x 8.66 in)
  • Total Media Capacity 50 sheets
  • Media Feeder(s) 1 x autoload - 50 sheets - Legal (8.5 in x 14 in)
  • Output Trays Capacity 30 sheets

প্রিন্ট স্পীড:

  • Print Speed Up to 27 ppm - black draft
  • Up to 15 ppm - color draft
  • Up to 6 ppm - B/W (ISO/IEC 24734)
  • Up to 3 ppm - color (ISO/IEC 24734)

ইন্ক:

  • Black per page cost: 0.15TK, Color per page cost: 0.25TK
  • Ink Tank System, 4-ink - cyan, magenta, yellow, black
  • Consumables Included 1 x ink refill ( black ) - 70 ml - up to 4000 pages
  • 1 x ink refill ( cyan ) - 70 ml - up to 6500 pages
  • 1 x ink refill ( magenta ) - 70 ml - up to 6500 pages
  • 1 x ink refill ( yellow ) - 70 ml - up to 6500 pages

অন্যান্য:

  • Copy Speed
  • Black up to 38 cpm2
  • Color up to 38 cpm2
  • Scanner Type
  • Color flatbed (CIS line sensor)
  • Optical Resolution
  • 4800 dpi
  • Maximum Resolution
  • 9600 x 9600 dpi interpolated
  • ওয়ারেন্টি: 1 Year Warranty.
  • বাজার দর: 15500BDT.

বি: দ্র: বাজার দর সর্বদাই পরিবর্তনীয়।

Level 0

আমি মুহাম্মাদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ensure your TECH shopping with us. In Shaa Allah we try to provide your best choice.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Canon E400 kmn hobe ????

    @Jubayer: প্রিন্ট স্পীড, স্ক্যানার স্পীড ও কপি স্পীড ভালো। সব মিলিয়ে প্রিন্টারটি ভালো। আর Canon এর কার্টিজ সব জায়গায় পাওয়া যায়। আপনি কিনতে পারেন।

Epson L800 – এ স্ক্যানার আছে? আগে জানতাম না তো!
ভাই আপনি সিউর?

ভাই আমার একটা কেনার খুব শখ কিন্তু এর আগে আমি hp and canon এর দুইটা inkjet প্রিন্টার ব্যাবহার করেছি কিন্তু যখনি রিফিল করেছি তখনি সেটা নস্ত হয়ে গেছে। এখন কম দামের মধ্যে কি একটা নবকিনা?

    @tarikulislam: Sorry, দেরি হয়ে গেলো রিপ্লাই দিতে। তারিক ভাই, রিফিল যেন করা না লাগে সেই জন্যেই এই টিউন করা। রিফিল করবেন কেন? এই প্রিন্টারগুলোর কার্টিজের দাম আগের প্রিন্টারগুলোর তুলনায় অনেক কম। নিচের কমেন্টগুলোতে চোখ বুলান।

Level 0

ভাই, কাজের একটা টিউন করছেন। সেই জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ। প্রিন্টারের দাম তো সবখানেই পাওয়া যায়, প্রিন্টারের দামের পাশাপাশি কালির দামটা দিলে সুবিধা হতো। কারণ প্রিন্টার কিনতে তো সমস্যা হয় না। অনেক কম দামে ভালই প্রিন্টার পাওয়া যায়, কিন্তু বাশ টা খাইতে হয় কালি কিনতে গিয়া। তাই কালির দামটা দিলে তুলনা করতে সুবিধা হতো।

    @Atique: Sorry, দেরি হয়ে গেলো রিপ্লাই দিতে। আতিক ভাই আপনি মনে হয় খেয়াল করেন নাই যে, কালির দামটা পরোক্ষভাবে দেওয়া হয়েছে। প্রতি পেজের খরচ দেখলেই বোঝা যায়, কালির দাম কিরূপ হতে পারে। যাইহোক, আমি দিয়ে দিচ্ছি– HP 1015, 1515 এর কার্টিজ 678BK ও 678CL দুটি মিলে এক সেট। সেট এর দাম ১৫০০টাকা।
    Canon E400-এর কার্টিজ PG47 ও CLI57 দুটি মিলে এক সেট। সেট এর দাম ১৫৫০ টাকা।
    Canon E610-এর কার্টজ PG88 ও CLI98 দুটি মিলে এক সেট। সেট এর দাম ২৪০০ টাকা(৮০০ পেজ)।

Level 2

কোনটার রেট কত সেটা তো উল্লেখ করে নাই?

@মুহাম্মাদ জিয়া –
আপনার টিউন হেডিং আর টিউনের মধ্যে কোন মিল নেই। নেট থেকে কতগুলো প্রিন্টারের স্পেসিফিকেশন শুধু কপি পেস্ট করেছেন। @ Atique যে লিখেছেন “কিন্তু বাশ টা খাইতে হয় কালি কিনতে গিয়া”। এই সমস্যা সবারই। আপনি সেটা নিজেও জানেন। তাই কায়দা করে এই সমস্যার উপর হেডিং দিয়ে টিউনটা করেছেন কিন্তু এই বিষয়ে কোন আলোচনা ভিতরে করেন নি।

    @writerbuddha: কেন আপনি টিউনের টাইটেল এবং বর্ননার সাথে মিল খুজে পেলেন না এ নিয়ে একটা টিউন করতে হবে।

Level 0

ভাই দিলেন তো আর কটাদিন আগে দিবেন না//////////////////,,,,,,,,,,…………. যখন দরকার হয় তখন পাওয়া যায় না…………….এখন দরকার নাই এখন টিউন পাইতেছি….. ভাল হয়েছে…. তবে আমি ও সবার সাথে একমত ……..প্রিন্টারের এর পাশাপাশি কালির দাম টা দিয়ে যদি কমপেয়ার করিয়ে দিতেন……… তাহলে আপনার টিউন টা ‍সুপার হিট হত …………… এখন বলা চলে ঠিকঠাক………….. হয়েছে……

Level 0

Thanks.

@মুহাম্মাদ জিয়া –
@Ati.ue Sorry, দেরি হয়ে গেলো রিপ্লাই দিতে। আতিক ভাই আপনি মনে হয় খেয়াল করেন নাই যে, কালির দামটা পরোক্ষভাবে দেওয়া হয়েছে। প্রতি পেজের খরচ দেখলেই বোঝা যায়, কালির দাম কিরূপ হতে পারে। যাইহোক, আমি দিয়ে দিচ্ছি– HP 1015, 1515 এর কার্টিজ 678BK ও 678CL দুটি মিলে এক সেট। সেট এর দাম ১৫০০টাকা।
Canon E400-এর কার্টিজ PG47 ও CLI57 দুটি মিলে এক সেট। সেট এর দাম ১৫৫০ টাকা।
Canon E610-এর কার্টজ PG88 ও CLI98 দুটি মিলে এক সেট। সেট এর দাম ২৪০০ টাকা(৮০০ পেজ)।

——————————————–
১) কেন মিল খুজে পাই নি আপনার Atique ভাইকে করা উপরের কমেন্টই তার প্রমাণ।
২) এই জাতীয় প্রিন্টটার গুলোর এই রকমই খরচ হয়ে থাকে, আপনার দেওয়া প্রিন্টার গুলোর খরচ সেই হিসাবে কম নয়।
———————————————
আশাকরি আমার কমেন্টের মানে এবার আপনি বুঝে গেছেন এবং আর কোন সাফাই আপনি দেবেন না।

    @writerbuddha: তাহলে HP ও Canon কোম্পানী Ink Advantage ও Ink Efficient প্রিন্টারগুলো আনছে ক্যান? আর EPSON কোম্পানীইবা Built in CISS প্রিন্টার বের করছে ক্যান? আসলে সমালোচনা করার লোক অনেক আছে, সমাধান দেওয়ার লোক কম আছে।

@মুহাম্মাদ জিয়া –
আমি আপনাকে খুবই সহজভাবে বলছি যেটা আমি বলতে চাইছি-
———————————————————————————————————————-
১) আপনাকে প্রথমে প্রিন্টার আর প্রিন্টারের কালি এই দুটো প্রডাক্টকে আলাদা করে দেখতে হবে। প্রিন্টারের দাম কমছে কিন্তু সেই অর্থে প্রিন্টারের কালি দাম কমে নি বরং বাড়ছে।

২) দেখবেন কালি খরচ কমানোর জন্য প্রিন্টারের একটা অপশন থাকে Ink Economy বা Save Toner কিন্তু এতে প্রিন্ট কোয়ালিটি কমে যায়। তাহলে যা দাঁড়াল প্রিন্টের খরচ সেই অর্থে কমলো না শুধু কোয়ালিটির সঙ্গে সমঝোতা করে খরচ কমানো।

৩) আমি জানি না Ink Advantage ও Ink Efficient প্রিন্টারগুলো কম কালিতে কোয়ালিটি না কমিয়ে প্রিন্ট হয় কিনা। যদি হয় তাহলে কোন ভাল সাইট লিঙ্ক দিন যেখানে এটা ভালভাবে বলা আছে।
———————————————————————————————————————-
আমাদের মত আপনিও যদি কোন সাইটের হেডিং পরে ভিতরে ঢুকে হেডিং এর বিশ্লেষণ ভিতরে না দেখেন আপনারও খারাপ লাগবে আর সেটা বললে আপনার কোন ক্ষতি নেই, এতে ভবিষ্যতে আপনি অনেক বেশি সময় দিয়ে টিউন করবেন আর তাতে আপনার টিউনের মান আরও ভাল হবে।

    @writerbuddha: ভাই আমার নিজের একটি ছোটখাট দোকান আছে, আর এই প্রিন্টারগুলো আমার স্টকেও আছে। আপনি ঢাকার মধ্যে থেকে থাকলে এ্যালিফ্যান্ট রোডে আমার দোকানে একবার এসে দেখতে পারেন। আর প্রিন্ট কোয়ালিটি ঠিক রেখেই কোম্পানীগুলো এই ধরনের প্রিন্টার বের করেছে। ২ নং -এ যা লিখেছেন তা তো China Compatible Toner-এর থিম। এদের কালির গুনগতমান অবশ্যই HP Canon ও Epson -এর মত হবে না। আমি HP ও Canon-এর যে প্রিন্টারগুলো উল্লেখ করলাম তা প্রিন্টার জগতে নতুন সংযোজন। আশা করি বুঝতে পেরেছেন।

@মুহাম্মাদ জিয়া –
১) আমি ১৫ বছরের বেশি সময় ধরে শুধুমাত্র HP ও CANON প্রিন্টারই ব্যাবহার করে এসেছি। China প্রিন্টার কেমন হয় আমি জানি না। Ink Economy বা Save Toner অপশনটা HP ও CANON প্রিন্টারেই দেখে আসছি।
২) একটা কথা আমি বুঝি কালির খরচ কোন প্রিন্টারেই কমে না সে দামি প্রিন্টারই হোক আর কম দামি প্রিন্টার।
৩) একটা প্রিন্টারের দাম কম বেশি নির্ভর করে DPI আর স্পিডের উপর মানে কম সময়ে কত বেশি প্রিন্ট করা যাবে।
8) কম কালি মানে কম DPI(DOT PER INCH)। কম কালিতে(DPI) কখনই ভাল প্রিন্ট হয় না।
৫) আমি যে আপনাকে বলেছিলাম Ink Advantage ও Ink Efficient প্রিন্টারগুলোতে কালির খরচ যে কম হয় সেটা কোন সাইটে লেখা আছে তার লিঙ্ক দিন, সেটা দিতে পারলেন না কেন? তাহলে আমি মেনে নিতাম আর জানার চেস্টা করতাম নতুন কোন টেকনোলজিতে এটা হয়।
৬) আমি যেমন আপনাকে বিশ্লেষণ করে বোঝালাম কোন টেকনোলজিতে কালি খরচ কোন প্রিন্টারেই কমে না তেমনি আপনাকেও বিশ্লেষণ করে বোঝাতে হবে যে কোন টেকনোলজিতে কালি খরচ কম হয়। নাহলে বোকা ছাড়া কেউ আপনার কথা মানবে না।