নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এমনটা হতে পারে। টেকটিউনস এর আইডি কেনাবেচা হচ্ছে অনলাইনে?????
arifbiz(Skype ID) নামক এক ব্যক্তি টেকটিউনস আইডি কেনার জন্য clickbd.com তে অ্যাড দিয়েছে। সে লিখেছে প্রতিটি আইডির জন্য সে ৩০ টাকা করে দেবে।
আবার আর একজন অ্যাড দিয়েছে যার Skype আইডি limonkr1, সে দেবে আইডি প্রতি ১০০ টাকা।
এমনকি তারা তাদের নাম্বারও দিয়েছে 01726103840 এবং 01730966563। নিচে প্রমাণ হিসেবে ছবি দিয়ে দিলাম।
ভাল করে পড়ে দেখুন।
http://www.clickbd.com/bangladesh/1337706-techtunes-id-needed.html
http://www.clickbd.com/bangladesh/1338045-http-www-techtunes-com-bd-ar-id-lagbe.html
এরকম আরও অ্যাড খুজলে পাওয়া যাবে।ফেবুতেও এরকম বেচাকিনা হচ্ছে।
এখন আমার কথা হল এই ভাবে যদি টেকটিউনস এর আইডি অসাধু লোকজন কিনে তাহলে টেকটিউনস এর সুনাম যে এরা নষ্ট করবে এটা নিশ্চিত।
এজন্যই কিছু দিন ধরে স্প্যামিং এবং স্ক্যামিং বেরেই চলেছে। এখন এই অসাধু চক্র গুলকে থামাতে হলে টেকটিউনস এর অ্যাডমিনকেই সবার আগে এগিয়ে আসতে হবে।
এই অসাধু লোক গুলো তাদের মোবাইল নাম্বার ও Skype আইডি সরাসরি তাদের অ্যাড গুলোতে দিচ্ছে,
তাই টেকটিউনস এর অ্যাডমিন এই অসাধু লোক গুলো বিরুধে আইনি পদক্ষেপ নিতে পারেন খুব সহজেই। আইনি পদক্ষেপ নিলেই এদেরকে থামানো সম্ভব হবে আমি মনে করি।
আর আমরা যারা টেকটিউনস এর আইডি ব্যবহার করি তারা যেন লোভে না পরে আমাদের অতি মূল্যবান আইডিটি কিছু অসাধু ব্যক্তির কাছে বিক্রি না করে দেই।
আমরা টেকটিউন থেকে যা পেয়েছি তার ঋৃন কখনই শোধ করা যাবে না।
আসুন আমরা সবাই মিলে টেকটিউনের সুনাম অক্ষুণ্ণ রাখি। টেকটিউনকে নিয়ে যাই বহুদূর।
আমি Hit Regan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
All time Hit
Thanks