টেকটিউনসকে নিয়ে কেন এমন নংরা খেলা হচ্ছে ??????? টেকটিউনের আইডি বেচা কিনা হচ্ছে অনলাইনে ?????? আসুন এর বিরুধে আমরা সবাই রুক্ষে দারাই। { By Hit REGAN}

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এমনটা হতে পারে। টেকটিউনস এর আইডি কেনাবেচা হচ্ছে অনলাইনে?????

arifbiz(Skype ID) নামক এক ব্যক্তি টেকটিউনস আইডি কেনার জন্য clickbd.com তে অ্যাড দিয়েছে। সে লিখেছে প্রতিটি আইডির জন্য সে ৩০ টাকা করে দেবে।

আবার আর একজন অ্যাড দিয়েছে যার Skype আইডি  limonkr1, সে দেবে আইডি প্রতি ১০০ টাকা।

এমনকি তারা তাদের নাম্বারও দিয়েছে 01726103840 এবং 01730966563। নিচে প্রমাণ হিসেবে ছবি দিয়ে দিলাম।

ভাল করে পড়ে দেখুন।

 

১। Skype আইডি  arifbiz

 

 

http://www.clickbd.com/bangladesh/1337706-techtunes-id-needed.html

 

২। Skype আইডি  limonkr1

 

 

http://www.clickbd.com/bangladesh/1338045-http-www-techtunes-com-bd-ar-id-lagbe.html

এরকম আরও অ্যাড খুজলে পাওয়া যাবে।ফেবুতেও এরকম বেচাকিনা হচ্ছে।

এখন আমার কথা হল এই ভাবে যদি টেকটিউনস এর আইডি অসাধু লোকজন কিনে তাহলে টেকটিউনস এর সুনাম যে এরা নষ্ট করবে এটা নিশ্চিত।

এজন্যই কিছু দিন ধরে স্প্যামিং এবং স্ক্যামিং বেরেই চলেছে। এখন এই অসাধু চক্র গুলকে থামাতে হলে টেকটিউনস এর অ্যাডমিনকেই সবার আগে এগিয়ে আসতে হবে।

এই অসাধু লোক গুলো তাদের মোবাইল নাম্বার ও Skype আইডি সরাসরি তাদের অ্যাড গুলোতে দিচ্ছে,

তাই টেকটিউনস এর অ্যাডমিন এই অসাধু লোক গুলো বিরুধে আইনি পদক্ষেপ নিতে পারেন খুব সহজেই। আইনি পদক্ষেপ নিলেই এদেরকে থামানো সম্ভব হবে আমি মনে করি।

আর আমরা যারা টেকটিউনস এর আইডি ব্যবহার করি তারা যেন লোভে না পরে আমাদের অতি মূল্যবান আইডিটি কিছু অসাধু ব্যক্তির কাছে বিক্রি না করে দেই।

আমরা টেকটিউন থেকে যা পেয়েছি তার ঋৃন কখনই শোধ করা যাবে না।

 

তাই সামান্য কিছু অর্থের কারনে টেকটিউন কে কি আমরা ধংসের মুখে ঠেলে দিতে পারি??

আপনার বিবেককে কি একটু প্রশ্ন করবেন??????

 

আর যারা আইডি বিক্রি করে দিয়েছেন তারা Please আপনার বিক্রি করা আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড কমেন্টে লিখেদিন অথবা টেকটিউনস এর ইমেলে সেন্ড করুন।
টি টি অ্যাডমিন এগুলোকে ব্যান করে দিবে।

 

আসুন আমরা সবাই মিলে  টেকটিউনের সুনাম অক্ষুণ্ণ রাখি। টেকটিউনকে নিয়ে যাই বহুদূর।

আসুন এর বিরুধে আমরা সবাই রুক্ষে দারাই।

 

টেকটিউনের পাশে আছি টেকটিউনের পাশেই থাকব ।  { Hit REGAN }

Level 0

আমি Hit Regan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

All time Hit


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks

Level 0

Ora ke notun id kulte pare na?

    Level 0

    @felu da: স্প্যামিং এবং স্ক্যামিং বেরে যাওয়ার কারনে টেকটিউন নতুন আইডি আপাত্ত বন্ধ রেখেছে।

techtunes কি এখন ন্তুন আইডি খুলতে দিতেছে না?

    Level 0

    @Md.Samiul Islam Neon: স্প্যামিং এবং স্ক্যামিং বেরে যাওয়ার কারনে টেকটিউন নতুন আইডি আপাত্ত বন্ধ রেখেছে।

Level 0

সত্যিই বিশ্বাস হয় না এমন জঘন্য ব্যাবসাও কেও করতে পারে। ধন্যবাদ।
তবে এসব এড এর লিঙ্ক প্লিজ শেয়ার করবেন না। এতে এই অবৈধ ব্যাবসা আরো বেড়ে যেতে পারে।

    Level 0

    @Foisal: ধন্যবাদ ভাই আসলেই কারও বিশ্বাস হবে না যে এমনটি হতে পারে তাই লিঙ্ক শেয়ার করতে বাধ্য হয়েছি। তবে দুটি লিঙ্কই শেয়ার করেছি এর বেশি অবশ্যই আর কোন লিঙ্ক শেয়ার করব না।

Level 0

TT Theke Onek Kisu Peyesi & Shikhsi. Ami Niyomi TT Visit Kori. Amake Keo Jodi 1000 Koti+ TK Dey Tobuo Ami Amar Iman/ Bibek Bikri Korbona.

    Level 0

    @Sm Shahin: ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট এর জন্য।

ভাই যে দুইটা এড দেখাইলেন তাতে বিক্রির জন্য না। কিনতে চাইছেন। আমি এইমাত্র কন্টাক্ট করলাম।

    Level 0

    @Hk Hasan khan: ভাই আমি তো লিখিনি যে তারা বিক্রি করতে চায়।
    আমি লিখেছি তারা আইডি কিনতে চায়। আর আপনি ওদের সাথে কন্টাক্ট করেছেন কেন? বেপারটা তো ভাই বুঝলাম না???

হুম ভাই বর্তমানে টেকটিউনস খুব সস্তা হয়ে গেসে সবাই ট এর থেমে নকল করে সাইট বানাচ্ছে আবার কপি paste পোষ্ট ত আছেই তাই মামদের সবাইকে আগেয়ে আসা উচিত

    Level 0

    @IHK শাওন: এর জন্য আমরা সবাই দাই। টিটির মডারেটররা এ বিষয় একটু খেয়াল রাখলেই এ সমস্যা আর হত না।

      @Hit Regan: কিন্তু TT এর মডারেটররা কেন নিরব হএ আসে সাইট ে অনেক ভহুল হচ্ছে যেমন আপনি টপ টিউনার অথবা টপ টিউমেন্ট এর দেখেন সেখানে বলা হয়েছে ে মাসের কিন্তু এই মাসে ত এতো tument এই করা হইনি তাহলে আপ্নেই বলেন সাইট টি এখন কন পর্যায়ে ছলে গেসে

        Level 0

        @IHK শাওন: মডারেটরা গণনা করেন এভাবে, যে তারিকে টিউন বা কমেন্ট করেছে তার টিক পরের মাসের ঐ একই তারিকে শেষ হয়। মানে জদি আপনি মে মাসের ৫ তারিকে লিখেন সেটার মেয়াদ শেষ হবে জুন মাসের ৫ তারিখে।
        এখন ভাই মডারেটররা কি আমাদের কথা কোন দিন সুনেছে।আমি যে এ ব্যাপার নিয়ে টিউটি করেছি তারা কি এ ব্যাপারটি নিয়ে কোন পদক্ষেপ নেবেন না কি করবেন???? এখন পর্যন্ত কমেন্টে আইডি বেচা কিনা নিয়ে তাদের কোন সারা শব্দই পেলাম না।

tech tunes এ তে এ রকম স্প্যামিং………।

    Level 0

    @অ্যান্ড্রয়েড গেমওয়ালা: hmmm

কিছু অসাধু লোক দিন দিন টিটির মান নষ্ট করতে বিভিন্ন রকম ফায়তারা করছে তাই মডাটের/এডমিন দের আরো খেয়াল রাখতে হবে @ ধন্যবাদHit Regan ভাই

    Level 0

    @হোছাইন আহম্মদ: আপনাকেও ধন্যবাদ হোছাইন ভাই। আমরা সবাই একটু সচেতন হলেই এ সব ফালতু লোকদের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব।

এসব আজাইরা ব্যবসা একমাত্র এই দেশেই সম্ভব! ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    @মুশফিক: right bro thanx for comment

Level 0

এসবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া উচিৎ।

Level 2

একই বিষয় নিয়ে টিটিতে দু দিন পর পর টিউন হয় কেন? মডারেটরেরা কি এগুলো দেখে না?

    Level 0

    @Sohel: ভাই বুঝলাম না আপনি কি আমার এই টিউনটির বিষয় নিয়ে কথা বলছেন না কি অন্য টিউন গুল নিয়ে বলছেন?
    আমার এই টিউনটির বিষয় নিয়ে আরও আগে কোন টিউন হয়েছিল কি না আমার জানা নাই।

আমরা TT এর সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ!