ইমোশনালী ব্ল্যাকমেইল করা হচ্ছে ফেইসবুকের পেইজে (অনুসন্ধানী প্রতিবেদন)

কেমন আছেন সবাই ? কয়েক দিন আগে লিখে ছিলাম কিভাবে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতার নামে কিভাবে মানুষের সাথে প্রতারনা করা হচ্ছে ।

আজ লিখবো ফেসবুকের পেইজে  কিভাবে মানুষের আবেগ নিয়ে খেলা করছে !!

আমরা হয়তো আবেগে পড়ে তাদের ভক্ত হয়ে যাই বা তাদের অন্ধ বিশ্বাস করি , পাঠাতে থাকি হাজার হাজার টাকার এসএমএস !

একটু চোখ কান খোলা রাখলেই এসব অনলাইনের সকল জালিয়াতি এড়িয়ে যাওয়া সম্ভব, ধীরে ধীরে বিস্তারিত লিখবো ।

সাধারন মানুষের ইমোশন নিয়ে অনলাইনে ইদানিং খুব খেলা করা হচ্ছে বিভিন্ন  বিভিন্ন পেইজে !
এফএম রেডিও খুব একটা শোনা হয়না বাংলিশ ব্যবহারের কারনে, অনেক আগে শুনতাম তখন আমি খুব ভক্ত ছিলাম RJ Kebria সংবাদ পাঠের , খুব শ্রদ্ধা করতাম তাহাকে । শেষ পাঁচ বৎসরে কবে এফএম রেডিও শুনেছি মনে নেই ।
কিন্তু অনলাইনে তাহার বিশাল একটি বিষয় আজ আমার নজরে এল Sumon FX এর মাধ্যমে, হ্যালো ৮৯২০ জীবনের গল্প অনুষ্ঠানে মেঘলা থেকে মেঘ মানে মেয়ে থেকে ছেলে হয়েছে ।

৩০ শে এপ্রিল রাতে জীবনের গল্প অনুষ্ঠানে মেঘলা থেকে মেঘ নামের একজনের সাক্ষাৎকার প্রচার করা হয় , মেয়ে থেকে ছেলে হয়েছে এমন গল্প অনেক শুনেছি নিজের চোখে কোন দিন দেখেনি , আল্লাহর ইচ্ছায় অনেক কিছু হতে পারে  অবিশ্বাসের কিছু নাই ।

জীবনের গল্প অনুষ্ঠানের শুরুতে এবিসি রেডিও আরজে কিবরিয়া এই স্ট্যাটাস দেন, যেখানে দেখা যাচ্ছে ২৩,৩৬১ লাইক,২৯২০ কমেন্টস ও ১৯৮ শেয়ার এখানে বুঝা যাচ্ছে মানুষের আবেগ এখানে কতটা কাজ করেছে !

আমি যদি অনুষ্ঠান শুনতাম তবে আমি তাকে দেখতে এমন উদগ্রীব হতাম , যা অন্য দর্শক করেছে

কিছুক্ষন পরে মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া ছবি পোস্ট করা হয় ।  যেখানে দেখা যাচ্ছে ৩০,৯১৭ লাইক, ৩২৮৭ শেয়ার ও ১২,৬১৭ কমেন্টস যাদের সবাইকে বোকা বানানো হয়েছে বা আবেগ নিয়ে খেলা হয়েছে ।

পরবর্তীতে Sumon FX পেইজে চ্যালেঞ্জ করে কমেন্টস করে এই মেয়ে ছেলে হইয়ে যাওয়া ছবি এটা নয়, সাথে সাথে তার কমেন্টস মুছে দিয়ে তাকে পেইজ থেকে ব্যান করা হয় ।

আরজে কিবরিয়ার আরেকটা স্ট্যাটাস দিয়ে বলা হয় নিম্নরুপঃ

দৃষ্টি আকর্ষনঃ মেঘলা র ছবি নিয়ে দু একটি ফেক আইডি শ্রোতাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের জন্যে বলছি, মেঘলার এই মেয়েবেলার ছবি তিন বছর আগের। মেঘলার কথা অনুযায়ী তার এক চাচাত ভাই এই ছবি দিয়ে একটি ফেসবুকে ফেক আইডি খুলেছিলো। আমরা মেঘলার আরো কিছু ছবি ফেসবুকে খুব শীঘ্রই দিয়ে দিব। তবে এসব হীন ততপরতা হ্যালো ৮৯২০ র জন্যে নতুন কিছু নয়। অতীতে ও হয়েছে। হ্যালো ৮৯২০ র যারা শ্রোতা, তারা নিশ্চই ব্যাপারটি বোঝেন যে কারা এই ধরনের কাজ করতে পারে। ধন্যবাদ।

কিন্তু ২ দিন পার হয়ে গেলেও কিবরিয়া সাহেব আর কোন ছবি দিতে পারেন নাই,

তারপর sumon সাহেবের এই পোস্ট আমার নজরে আসে

ছবিটি দিয়ে গুগলে অনুসন্ধান চালাই ছবিটি গুগলিং করে দেখলাম ছবিটি ভারতীয় কোন মেয়ের একেক সাইটে একেক নামে দেয়া হয়েছে কিন্তু মেঘলা নামে কোথাও নেই !
গুগল বেশ কয়েকটা পোস্টে ছবিটি দেখাচ্ছে, ফেসবুকেও দেখা যাচ্ছে । যা ২০১৩ সালে জুনে আপলোড করা।

প্রমান লিংক>>> http://goo.gl/CsEo6s

তারপর বিষয়টা ফেসবুকে স্ট্যাটাস দেই সেখানে আলোচনার ঝড় উঠে, অবস্থা বেগতিক দেখে কিবরিয়া ভাই ছবি ফেসবুকের মুল পেইজ থেকে হিড করে দেয় ,

আরজে কিবরিয়া ভাই তার পেইজে ভক্তদের কথা দিলেও মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া ব্যাক্তির আগের আর কোন ছবি আমাদের দেখাতে পারেন নাই ।

তাকে  ছবি প্রত্যাহার করার আহবান করছি । কিন্তু তিনি তা করেন নাই !

Rajkumari Nodi ও Sumon এর সহযোগিতায় ঐ মেয়ের আরো কিছু ছবি গুগলে ও বিভিন্ন সাইট থেকে পাওয়া গেছে । যেখানে বিভিন্ন নামে দেখা যাচ্ছে কোথাও মেঘলা নাম নাই !

যা আপনাদের সামনে দিচ্ছি যেন মানুষকে আর কেউ ঠকাতে না পারে তাই ছবি গুলো দেখে রাখুন সবাই ।

গুগল সিমিলার ইমেজ লিংকঃ http://goo.gl/5PbhI8

গুগল সিমিলার ইমেজ লিংকঃ http://goo.gl/ej2v9o

আমি অবাক হয়েছি এই প্রযুক্তির যুগে ঐ মানুষ গুলোকে আমরা কতটুকু বিশ্বাস করি ও আবেগে আত্মহারা হয়ে যাই ! গতকাল প্রমান দেখানোর পর কিবরিয়া ভাই যেখানে পেইজ থেকে ছবি হিড করে দিলো, তারপরে তার কিছু অন্ধভক্ত আমাদের আক্রমণাত্মক ভাষায় কথা বলার চেষ্টা করেছে , তাই সকলের কাছে অনুরোধ প্রযুক্তির যুগে ইমোশনালী ব্ল্যাকমেইল হবার আগে সবাই একটু যাচাই বাছাই করে নিবেন ,

গুগল হতে পারে আপনার শ্রেষ্ঠ শিক্ষক ,সর্বজান্তা গুগলকে জিজ্ঞাসা করলে অনেক উত্তর দিয়ে দিতে পারবে ।

অনুরোধ করবোফেইসবুকের বিভিন্ন পেইজ অ্যাডমিন দের ব্যবসার প্রসারের জন্য লাইক পাবার জন্য এত নিচে নামা উচিৎ নয়  !

০২/০৫/২০১৪ ইং তারিখে সকাল ১১ টায় ছবি গুলো টেকটিউনসে দেয়া হল , সবাই খেয়াল রাখবেন এই ছবি গুলো যেন আবার ঐ পেইজে দিয়ে ব্ল্যাকমেইল না করা হয় ।

আরজে কিবরিয়ার মত মানুষকে তথ্য দেওয়ার ক্ষেত্রে আগামীতে আরো দায়িত্বশীল হতে হবে ,আপনি একজন শ্রদ্ধেয় মানুষ তাই শ্রদ্ধার আসনে সবসময় থাকে এটাই প্রত্যাশা ।

আর কিবরিয়া ভাই আপনি ওনার যে চাচাতো ভাইয়ের কথা বললেন তার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দেন , আমরা তাকে জিজ্ঞেস করবো কেন ও কবে সে ফেক আইডি করেছে । এবং তার চাচাতো ভাই ইন্টারনেট ব্যবহার করেন কিনা ?

আশা করি আপনার স্বচ্ছতার জন্য আমাদের তা দিবেন ও ঐ মেয়ের আরও কিছু ছবি দিবেন ।  যা দিয়ে তাদের এলাকার লোকের থেকে আমরা প্রমান করতে পারবো এই ছবি সত্য ও এই মেয়ে থেকে ছেলে হয়েছে ।

ফেসবুক থেকে কিছু মন্তব্য হুবুহু তুলে ধরা হলোঃ

Mahfuj Rahman বলেনঃ

পরিবর্তনটা এতোটাই বেশি ছিল যে, ওটা গ্রহণযোগ্য হয়ে ওঠতো পারেনি। তাছাড়া ছবিটা যে আগেই ফেবুতে আপলোড করা হয়েছিল, যে কারণেই হোক সেটা অনুষ্ঠানের কোন অংশেই বলা হয়নি। তাই এবিসি রেডিও কতৃপক্ষের উচিত বিষয়টা আরো খোলাসা করা এবং অবশ্যই সেটা হতে হবে গ্রহণযোগ্য।

Sujon Miah বলেনঃ

আমি বুজলামনা কিবরিয়া প্রমাণ ছাড়াই অনুষ্ঠান শুরু করল কেনো
বোঝাইতো যায় এটার একটা চেলেনজ হবেই ।

Sohel Rana বলেনঃ 

সবই ঠিকই আছে কিন্তু ছবির এই কয়েকদিনে চেহারার এত পরিবর্তন হয় কি করে। মেঘলার মুখাকৃতি গোলাকার + গায়ের রঙ অনেক ফর্সা অন্য দিকে মেঘ এর মুখাকৃতি লম্বাটে। দুটো ফেচের সাথে কোনো মিলই নেই। সন্দেহটা আমার মত হাজার মানুষের। মানছি মেয়ে থেকে ছেলে হয়েছে কিন্তু ঐ ছবিটা ওর না। আগে আমি কোথায় যেন ঐমেয়ের ছবিটা ফেচবুকের প্রোফাইল পিকচারে দেখেছী। যদি সামনে কখনো বাধে তাহলে কিবরিয়া ভাই আপনাকে দেখাবো।

Farish Ahmed বলেনঃ

কিবরিয়া সাহেব নিজেকে অনেক চালাক মনে করছেন, এটা কিন্তু ঠিক না। আপনি আমাকে ব্লক করেছেন কেন? জানতে পারি। আপনি আমাদের ইনোসেন্স নিয়ে খেলছেন। বর্ষার ঘটনা পর্যন্ত সব কিছু ঠিক ঠাক ছিল। এরপর আপনার প্রোগাম জনপ্রিয় রাখার জন্য আপনি অনেক সময় অনেক ফন্দি ফিকির এটেছেন। ছেলে মানুষী করেছেন। আমরা সাধারন শ্রোতা মেঘ এর ঘটনা কে অস্বীকার করিনাই। আমরা অস্বীকার করছি ছবিটা নিয়ে। আপনি একদুইটা ছবি দিয়ে সত্য প্রমাণ করতে পারবেননা। ছবিটা নিয়ে আমাদের মনে যে সন্দেহ তা কিন্তু কোন প্রযুক্তিজ্ঞান হীন মানুষের নয়, এটা মনে রাখবেন। আপনি যদি ভালই হবেন আমার যেই প্রোফাইল থেকে প্রথম বিষয়টা দর্শকদের জানালাম সেটা কেন ব্লক করা হলো, ভদ্রলোক দয়া করে বলবেন। কোন যাচাই বাছাই না করে যাকে ইচ্ছা তাকে নিয়ে অনুষ্ঠান করলে আমরা ছেড়ে কথা বলব এতটা বোকা আমরা নই। আরে বোকা দুইটা ছবি পাশাপাশি রেখে দেখলেও বোঝা যায় কতটা বোগাস!! মানুষের চোখ কি চেঞ্জ হয়ে যায়, অাল্লাহ চাইলে পারে তাই বলে চোখ পর্যন্ত চেঞ্জ করে দেয় আল্লাহ। মানুষকে বোকা বানানোর ব্যবসা বন্ধ করেন। লাইক না দিলে ছবি আপলোড হবে না-কত বড় বেশ্যা মার্কা কথা। এক কাজ করেন আমরা আপনার নাম্বারে ফ্লেক্সি করি তার পর আপনি অনুষ্ঠানে আইসেন। ধান্ধামির জায়গা পায় না।

এই অনুসন্ধানী প্রতিবেদন সবাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন ইমোশনালী ব্ল্যাকমেইল থেকে সবাইকে বাঁচাবেন এটাই প্রত্যাশা

>>>>ঘটনা আপডেট <<<<

RJ Kebria ভাই বারবার পোস্ট দিচ্ছেন আবার নিজেই ডিলেট করে দিচ্ছেন !
আবার ছবির ঘটনার কোন সুরাহা না দিয়েই মেঘলা চ্যাপ্টার এখানেই ক্লোজড দিয়ে ধন্যবাদ দিচ্ছেন ।
আবার বলছেন মেঘলার সাথে দেখা করার সুযোগ দিবেন ! আরে ভাই আমরা তো বলতেছি মেয়ে থেকে ছেলে হতেই পারে আল্লাহ্‌র ইচ্ছায় এতে অবিশ্বাসের কিছু নাই ।
কিন্তু আমরা জানতে চাচ্ছি আপনি যে ছবি দিয়ে ফেসবুকে লাইক কামাইলেন ঐ ছবির মেঘলার তার সত্যতা প্রমান করুন ।

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মনে হচ্ছে আরজে কিবরিয়ার মত মানুষেরা আমাদের সাথে প্রতারনা করতেছে। আমাদের কে সচেতন করার জন্য ধন্যবাদ।
কিন্তু ভাই গুগল আমাদের শ্রেষ্ঠ শিক্ষক ,সর্বজান্তা আমি আপনার এই কথাটির সাথে একমত হতে পারলাম না।

একমাত্র মহান সৃস্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ শ্রেষ্ঠ শিক্ষক, সর্বজান্তা হতে পারে না। কারন তিনি যা জানেন, সেটা মানুষ বা মানুষের তৈরী কোন বস্তুর পক্ষে চিন্তা পর্যন্ত করা সম্ভব না !

    @রাহাতুল ইসলাম: ভাইজান আল্লাহর সাথে শিক্ষকের তুলনা করলেন কে ? আমি শিক্ষকের কথা বলেছি সৃষ্টিকর্তার কথা বলি নাই ।

      @MD. RUBEL AHMED: আমার মনে হয় শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষক এর মধ্যে পার্থক্য আছে।

    Level 2

    @রাহাতুল ইসলাম: Bhai, apnar ses kothar shate ami o akmot.

      @Sohel: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

Level 0

এফ.এম রেডিওগুলি সব সময় মানুষেল ঠকায়, একটা সত্য ঘটনা হইলে 1000 টা মিথ্যা বলে

    @SahiD: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

Level 0

কি আর বলবো…
বর্তমান পৃথিবীই চলছে ধান্দা-বাজীর উপর ।

    @Moyin Emon: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

হুম ভাই ঠিক বলেছেন,এই ভাবে আমাদের প্রতিনিয়তই ইমোশনালী ব্ল্যাকমেইল করছে আর যে কিব্রিয়া। ওর প্রচারিত বেশির ভাগ কাহিনিই মিথ্যা ও বানোয়াট,

    @শুভ্র আকাশ: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

টেকটিউনস কর্তৃপক্ষ কি ঘুমায়? এইটা কি করে প্রযুক্তি ব্লগের টিউন হয়!

    @এফ রহমান: কেন মানুষকে সতর্ক করে দেওয়া আপনার কষ্ট টা কোথায় ? প্রযুক্তি ব্যবহার করেই কাণ্ড হয়েছে ! গুগল কি প্রযুক্তির বাইরে ?

      @MD. RUBEL AHMED: bah! ফাটাফাটি এক্তা কথা কইয়া মুখটা বন্ধ করসেন ভাইজান

        @IHK শাওন: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

●▬▬▬▬๑۩۩๑▬▬▬▬●
Tʜᴀɴᴋ ʏᴏᴜ ғᴏʀ ᴛʜᴇ ᴀᴡᴀʀᴇɴᴇss Tᴜɴᴇ,ᴄᴏɴᴛɪɴᴜᴇ ᴛʜᴇ Tʀᴜᴛʜ sᴇᴀʀᴄʜɪɴɢ. Nᴇᴠᴇʀ sᴛᴏᴘ,Nᴇᴠᴇʀ ɢɪᴠᴇ ᴜᴘ.
●▬▬▬▬๑۩۩๑▬▬▬▬●

    @amirhamza321: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

ভাই আমার আগেই সন্দেহ হয়েছিল এই আর জে মাল টারে। তাই তার আনুষ্ঠান দেখা বাদ দিয়েছি।

    @মোঃ আল-আমিন: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

AKHONE KENO ESHOB KOTHA BOLEEE
AI GOLO TO PROGRAM SHORO HOWARE AGER KOTHA

    @EKHLAS-01675778260 [fb/Es md’kiron]: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

ইমোশনালী ব্ল্যাকমেইল করছে আর যে কিব্রিয়া

    @EKHLAS-01675778260 [fb/Es md’kiron]: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

Level 0

ইমোশনালী ব্ল্যাকমেইল…

    @rana786: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

Level 2

yes brother you are right

    @bulbulbd: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

ভাই সচেতন করার জন্য অনেক অনেক ধন্যবাদ

আমি এই রকম অনুষ্ঠান গুলো শুনা থেকে আগেই বাদ দিয়েছি , আপনারাও বাদ দেন

    @sarwar sajeeb: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

Level 0

মানুষ আর কত রকম ধান্দাবাজি যে করবে তা ভাবাই যায় না।

    @Naiem: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

Level New

ভাই ভাল একটা কাজ করছেন এসব প্রতারনার শেষ হওয়া দরকার ।

    @Hasan Ifhaj: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আমাদের বিজয় হয়েছে পেইজ থেকে ছবি রিমুভ করে দিয়েছে ।

ভাই টিউনটির উদ্দেশ্য ভাল। কিন্তু কনিকা সাহা/মেঘলা/XYZ নামের যে মেয়েটির ছবি নিয়ে ফেসবুকে এত ঝড় উঠছে তার অবস্থাটা কি আমরা কেউ ভাবছি? এইসব হল লাইক বাড়াবার ধান্দা।মাঝখানে আরজে কিবরিয়ার ভণ্ডামিকে হাইলাইট করে আমরাও কি দোষী হচ্ছি না? ধন্যবাদ।

    @তারিক আহমেদ: আমরা সত্য উন্মোচন হোক সেটাই চাচ্ছি , আর যারা এটা নিয়ে ভুয়া প্রচার তারাই দায়ি হবে ।

প্রথম দিকে এ অনুষ্ঠানের শ্রোতা থাকলেও পরবর্তীতে বাদ দিয়ে দিয়েছি।

এখানে আর জে ( রিয়েল জানোয়ার) কিবরিয়ার ভাওতাবাজীর কথা বলে আপনারা বললেন যে পরিবর্তন হলেও হতে পারে কিন্তু এত ??

কিন্তু আমার বিশ্বাস এখন আল্লাহ এমন পরিবর্তন করবেন না। আচ্ছা মেনে নিলাম যে পরিবর্তন করলই তাই বলে চেহারারো কোন মিল থাকবে না, তাও মানলাম যে চেহার মিল থাকবেনা, তাইবলে কি গায়ের রঙ এর মিল থাকবেনা ?? আচ্ছা সেটাও যদি মেনে নেই তাহলেও প্রশ্ন আসে চার বছর আগের মেয়ে টিকে দেখে মনে হচ্ছে কিশোরী কিন্তু মেঘের মেইল ভারসন দেখে মনে হচ্ছে যে তার বয়স ২৬-২৭ হবে। আল্লাহ কি বয়সও বাড়িয়ে দেয় নাকি???

সবশেষে এত টুকুই বলব যে এ সব ফালতু অনুষ্ঠান শোনা বন্ধ করবেন না। কারণ সচেতন মানুষ এ সব শুনে এসবের ফাজলামো বের না করলে অচেতন মানুষ সহজেই তা বিশ্বাস করবে

রুবেল ভাই, এমন একটি Tune এর জন্য আপনাকে ধন্যবাদ। আসলে এখনকার আশে পাশের বেশির ভাগ মানুষই ভণ্ড, প্রতারক। তারা আমাদের দুর্বলতা আর বিশ্বাস কে পুজি করে তারা বাবসায়িক ও বাক্তিগত স্বার্থ হাসিল করছে।

Level 0

শয়তান আরজে কিবরিয়া

এইগুলো বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়া দরকার।

টিউনারকে বলছি যদি বিজয়ের উদ্দেশ্যে টিউন করেন তাহলে এর পর থেকে সামুতে যাবেন, আর সচেতনতা সৃস্টির উদ্দেশ্যে টিউন করেন তাহলে ঠিক কাজটিই করেছেন।

এ রকম প্রতারকদের জন্য যথাযথ প্রদক্ষেপ নেয়া দরকার।

Good job brother.

অসাধারন! অসাধারন ! অসাধারন !

ধন্যবাদ রুবেল ভাই…। বাশ টা ভাল ছিল!

Level 0

আমি শুধু এটুকুই বলব, আমরা সত্যটাকে সবার সামনে তুলে ধরেছি। এখন আপনারা যার যার অবস্থান থেকে যে যেভাবে পারেন RJ Kebria এবং ABC Radio FM 89.2 প্রতারণা/ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ করুন। যে শ্রোতারা তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে , সত্য কথা বলার জন্য সেই শ্রোতাদের ব্যান করার ধৃষ্টতা সে কিভাবে দেখয়? সে কি ভুলে গেছে যে, আমাদের জন্যই সে আজ সেলিব্রেটি RJ Kebria হতে পেরেছে। আমরা ইচ্ছা করলেই RJ টাকে মুছ সুধু কিবরিয়া করে দিতে পারি। আপনি ভুল করছেন ভাই….. সত্যের জয় চিরন্তন, এখনও সময় আছে সত্যের কাছে আত্মসমর্পণ করুন। আপনি শত চেস্টা করেও আর মিথ্যাটাকে সত্য করতে পারবেন না। মানুষের বিশ্বাস নিয়ে ব্যাবসা না করলেইকি নয়! আপনার এতো দিনের অর্জন করা জনপ্রিয়তা ধুলিস্বাত হয়ে যাচ্ছে, সেটাকি আপনি এখনও বুঝতে পারছেন না? মনে রাখবেন, মানুষ যেভাবে ভালোবাসতে পারে একই ভাবে ঘৃনাও করতে পারে…..

আপনি ছবি সহ পোস্ট মুছে দিয়েছেন, ভাবছেন ২-৩ দিন পর সবাই সবকিছু ভুলে যাবে সব আগের মত হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় সেটা আর সম্ভব হবে না। কারন জনতা আপনার ধান্দাবজী ধরে ফেলেছে। আপনি শুরু থেকেই মিথ্যা গল্পের রেকর্ডেড প্রোগ্রামকে এতদিন লাইভ হিসাবে চালিয়ে আসছেন, মিথ্যা SMS পুল এবং অতিথিদের (কিছু) সহায়তার কাথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এর হিসাব এক দিন আপনাকে দিতে হবে। হয়ত ”যাহা বলিব সত্য বলিব” র মত নতুন কোন প্রোগ্রামের হট সিটে অতিথি হিসাবে আপনাকে বসতে হতে পারে। সেই দিনটির জন্য প্রস্তুত থাকুন….. আমরা অপেক্ষা করছি….

যারা কিবরিয়ার ২য় পর্বের সাজান নাটক (মেঘলার ফোন আলাপ) শুনতে পারেননি।তারা এই লিংক থেকে ডাউনলোড করুন। http://www.mediafire.com/listen/c66a8rpc6ex5amk/Meghla_Phone_Alap.mp3

এখানে একটি মিথ্যাকে সত্য প্রমাণ এবং শ্রোতাদের ইমোশনালি দুর্বল করার জন্য মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ ”কোরআন শরিফ” কে ব্যবহার করতে ও তিনি এতটুকু দ্বিধা বোধ করেননি। শনি বার তার নতুন ছবি আপলোড করার কথা থাকলেও তিনি তা না করে মেঘলার ছবি সহ পোস্টটি প্রথমে হাইড এবং পরে সম্পুর্ন রুপে মুছে দিয়েছেন। পরে একটি পোস্টের মাধ্যমে সবাইকে ব্যান করার ভয় দেখিয়ে মেঘলা চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন।

Level 0

অবশেষে সত্যের জয় হল, জয় হল অনলাইন কমিউনিটির। কিবরিয়া তার ভুলের জন্য ক্ষমা চাইল লাখ শ্রোতার কাছে। তবে এই ছবিটি নিয়ে আমি এখনও সন্দিহান, সত্য হচ্ছে ছবি টি ক্যামেরার কোয়ালিটি বা রেজুলেশনের জন্য ঝাপসা হয়নি, এটা রি-টাচ করা হয়েছে। যা ছবির কালার কম্বিনেশন দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু তারপরও আমি এটা পরীক্ষা করে নিশ্চিত হয়েছি।

যেহেতু ভুল শিকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন, সেহেতু আর কিছু বলার নাই… তবে আশাকরি পরবর্তী তে সতর্কতা অবলম্বন করবেন। মনে রাখবেন, “চুরি বিদ্যা মাহ বিদ্যা যদি না পড় ধরা”।

*** সত্য বলার জন্য যাদের কে পেইজ থেকে ব্যান করা হয়েছিল তাদের কে আন-ব্যান সহ এবং তাদের কাছে দুঃখ প্রকাশ করতে হবে।

মেঘলা ইন্টারভিউ- ডাউনলোড লিংক: http://www.mediafire.com/…/147ytm0aq143l15/Meghla_-2.mp3 (এটাও কিবরিয়ার নতুন নাটক)

আমার বড় ভাই কিবরিয়ার নামে কিছু বলবেন না প্লিজ। আমরা দুই ভাই একসাথে গাঞ্জা খাই।আর একজন গাঞ্জাখোর কখোনো মিথ্যা ক বলে না মনে রাখবেন

আর জে কিবরিয়া নতুন ভণ্ডামি দেখতে সবাই facebook/daarxposed পেইজে যান, দেখেন উনি কিভাবে লাখ লাখ মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
উনার ভণ্ডামির নতুন প্রোগ্রাম হচ্ছে – ডর , সবাই এই পেইজে গেলে বুঝতে পারবেন , কিভাবে ন্যাশনাল লেভেলে একটা ভণ্ডামি চলছে দিনের পর দিন।

    আর জে কিবরিয়া নতুন ভণ্ডামি দেখতে সবাই facebook.com/daarxposed পেইজে যান,