আর চাই না ফ্রী ইন্টারনেট!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আসসালামুয়ালাইকুম

আশা করি সবাই ভালই আছেন।

আজ আমি আপনাদের কাছে কোন নতুন প্রযুক্তি বিষয়ক টিউন না বরং একটি সচেতন মূলক ও বাংলাদেশের নেটিজেনদের অধিকার বিষয়ক কিছু কথা শেয়ার করতে লিখছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে পড়বেন ও মূল্যবান মতামত জানাবেন।

আর চাই না ফ্রী ইন্টারনেটঃ

আমরা বাংলাদেশী সবাই ফ্রী কথা শুনতে যেমন ভালবাসি তেমনি ফ্রী জিনিস পেতে ও ব্যবহার করতে আরো বেশি ভালবাসি। আর সেই ফ্রী টা যদি হয় ইন্টারনেট তাহলে তো আর কোন কথাই নেই। টেক টিউনে আমি যখন থেকে যুক্ত তখন থেকেই লক্ষ্য করছি যে ফ্রী ইন্টারনেট বিষয়ক যত গুলি টিউন হয় তার প্রত্যেকটিই সর্বাধিক বার পঠিত হয় ও হট টিউনে জায়গা করে নেয়। এই ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আমরা নানা রকমের প্রতিবন্ধকতার স্বীকার হই বার বার এটি অপারেটরগ্ণ বন্ধ করে দেয় আবার নতুন কোন উপায় আবিষ্কৃত হলে আমরা সবাই তার মধ্যে ঝাপিয়ে পড়ি।

এখন কথা হল কেন? আমরা এই ফ্রী ইন্টারনেটের প্রতি এত আগ্রহ। আমি ব্যাক্তিগত যে কারন গুলি প্রধান মনে করি তাই আমি আপনাদের কাছে বলছি।

১. মসিক লিমিটেড প্যাকেজ গুলোর দাম অনেক চড়া।

২. বেশির ভাগ অপারেটর দের ইন্টারনেট স্পিড অনেক কম।

৩. আনলিমিটেড প্যাকেজ গুলো অনেকের ক্রয় সীমার বাইরে।

৪. বেশির ভাগ লিমিটেড প্যাকেজের ইউজেস্‌ মাস শেষ হয়ার অনেক আগেই ফুরিয়ে যায়।

৫. নিয়মিত গ্রাহকদের তেমন কোন সুবিধা দেয়া হয় না।

৬. যারা মডেম বা ওয়াইম্যাক্স কানেশন ব্যবহার করি তারা আবার মোবাইলের জন্যও প্যাকেজ ব্যবহার করতে হয়।

এগুলো আমার দেখা প্রধান কারন এগুলো ছাড়াও অনেক কারন রয়েছে যেগুলো আপনারাও কম বেশি জানেন ও ভুক্তভুগি।

এখন একটু ভেবে দেখুন এই সমস্যা গুলো না থাকত তাহলে আমদের ৯৫% লোকেরাই ফ্রী ইন্টারনেট ব্যবহারের কথা চিন্তাই করত না।

বিভিন্ন মোবাইল ও ওয়াইম্যাক্স অপারেট যারা আছে তাদের চিন্তা ভাবনাটাই একটুকু দেখুন। আমরা যারা নিয়মিত তাদের কানেকশন ব্যবহার করি বিল পরিশোধ করি তাদের কোন সুযোগ-সুবিধা দেয়ার কথা তারা একটুও ভাবে না। আর যারা ১ মাস সংযোগ ব্যবহার করে ফেলে রাখে তাদের কত রকমের সুবিধা দিয়ে থাকে। যেমনঃ বন্ধ সংযোগ চালু করলে পূর্বের সব বিল মাফ সাথে প্রথম তিন মাস পাচ্ছেন ১০%, ২০%, ৫০% ছাড়, আবার কেউ কেউ বলে বন্ধ সংযোগ চালু করলেই বিল মাফের সাথে পাবেন একই দামে পূর্বের চেয়ে দ্বিগুন ইউজেস্‌, মোবাইল ফোন অপারেটরা দিয়ে থাকে বন্ধ সংযোগ চালু করে ১০ টা রিচার্জে পাবেন ১০০মিনিট, ১০০ এম,এম,এস, ১০০ মেসেজ, ১০০টি ভিডিও কল ১০০এম,বি ইত্যাদি। তাছাড়াও থাকে প্রথম তিন মাস ১০০ টাকায় দুই জিবি নানা রকমের চটকদার অফার।

আর অন্যদিকে আমাদের টাকায় যে অন্যদের সুযোগ সুবিধা করে দিচ্ছে আমরা তাতে করে কি পাচ্ছি? আমাদের মাথায় কাঠাল ভেঙ্গে অন্য দের খায়ানোর মানে কি?

এখন কথা হল আমরা তো অপারেটরদের কাছে একদম ফ্রী কিছুই চাই না। বরং আমাদেরকে যদি একটু সাশ্রয়ী মূল্যে ইন্টেরনেট সংযোগ ব্যবহার করার সুযোগ দিত তাহলে আমাদের কষ্ট করে ফ্রী ইন্টারনেট ব্যবহারের ফন্দি ফিকির করতে হত না আর অপারেটর দেরকেও এগুলো বন্ধ করার জন্য দেশি-বিদেশি আই.টি এক্সপার্ট রাখতে হত না।

এখন আমার কাছে মনে হয় যদি কমপক্ষে ১০০টাকা ১ জিবি এবং ২৫৬ কেবিপিএস স্পিড দিয়ে হলেও ৩০০-৩৫০ টাকার মধ্যে আনলিমিটেড প্যাকেজ দিত তাহলে আমাদের আজ চুরির রাস্তা খোজা লাগত না।

হয়তবা অনেকেই আমার কথা গুলো পড়ে হাসাহাসি শুরো করছেন যে মগের মুল্লুক পাইছে নাকি এত কম দামে ইন্টারনেট সেবা দিবে। এবারের কথা গুলো একটু মনোযোগ দিয়ে পড়ুন কিভাবে তা সম্ভব।

আমরা মোটামোটি সাবাই জানি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর হাতে আছে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন 4G ২৬০০ মেগাহার্টস্‌ ব্যান্ডের তরঙ্গ এর মধ্য থেকে বাংলালায়ন ও কিউবির কাছে নাম মাত্র মূল্যে লাইসেন্স বিক্রি করার পর বাকী ছিল ২৬০০ ব্যান্ডের ৬০মেগাহার্টস্‌ তরঙ্গ। এই ৬০ মেগাহার্তস্‌ থেকে গত নভেম্বর ২০১৩ সালে ওলো নামের ওয়াইম্যাক্স প্রতিষ্ঠানের কাছে বিনা নিলামে ২০মেগাহার্টস্‌ তরঙ্গ বিক্রি করে। আর বাকী ছিল ৪০ মেগাহার্টস্‌ তরঙ্গ।

গতকাল ভারতের কাছে সেই ২৬০০ ব্যান্ডের ৪০ মেগাহার্টস্‌ তরঙ্গ বছরে মাত্র ৬০ কোটি টাকা নামের পানির দামে বিক্রি করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৪ হাজার কোটি টাকা।

গত কয়েক মাস আগে ২১০০ মেগাহার্টস্‌ তরঙ্গ 3G মোবাইল প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে এটা নিশ্চই সবার মনে আছে। এজন্য প্রতি ৫ মেগাহার্টজ তরঙ্গে অপারেটরদের পরিশোধ করতে হয়েছিল ৮১৬ কোটি টাকা। সেই হিসেবে ২০ মেগাহার্টজের দাম আসে তিন হাজার ২৬৪ কোটি টাকা। অন্যদিকে মেগাহার্টজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৬০০ মেগাহার্টজ ব্যান্ড। আর ওয়াইম্যাক্স অপারেটর ওলো এই মেগাহার্টজে ২০ মেগাহার্টজ তরঙ্গ পেয়েছে মাত্র ২৪৬ কোটি টাকায়।

তাছাড়া বিটিআরসি কিছু দিন আগে ইন্টারনেট প্যাকেজের মূল্য হ্রাসের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং বলেছে ১২৮ কেবিপিএস স্পিড বাদ দিয়ে দ্বিগুন করে ২৫৬ কেবিপিএস সহ সকল প্যাকেজকে আগের চেয়ে দ্বিগুন স্পিডে রুপান্তর করতে বলে হয়েছে মূল্য বৃদ্ধি না করে। এতে করে অপারেটরা ক্ষতি গ্রস্থ হবেন না বরং আগের চেয়ে বেশি লাভবান হবেন।

কিন্তু এত কিছুর পরও ইন্টারনেটের মূল্য কমছে না কারন যে সরিষা দিয়ে ভুত তাড়াবেন সেই সরিষাই যে ভুতে ধরে আছে (বিটিআরসি)।

আর সবচেয়ে বড় কথা হল কারো কোন দোষ নেই সবচেয়ে বড় দোষ হল আমাদের দেশে নেটিজেনদের। কারন আমরা যদি আমাদের অধিকারের ব্যাপারে একটু সচেতন হতাম এবং প্রতিবাদ করে আমদের অধিকার ছিনিয়ে আনতে পারতাম। তাহলে সরকার ও বিভিন্ন সেবা দান করী প্রতিষ্ঠান আমাদের অচেতন করে আমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে পারত না।

তাই আমি আজ আমাদের দেশের সবচেয়ে বড় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাইট টেক টিউনের সাথে যুক্ত সকলের কাছে আবেদন করছি আসুন আমাদের যার যতটুক ক্ষমতা আছে তা দিয়ে প্রতিবাদ করে আমদের ন্যায্য অধীকার ফিরিয়ে আনি। ফ্রী ইন্টারনেট ব্যবহারের প্রবণতা হ্রাস করি।

এতক্ষন কষ্ট করে ও ধৈর্য ধরে আমার দীর্ঘ্য টিউনটি পড়ার জন্য ধন্যবাদ এবং সেই সাথে সবার মূল্যবান মতামত কামনা করছি।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তা হলে এখন কি করব

    @skynet: আমরা কি করব? বলে বসে না থেকে যে যেভাবে পারি প্রতিবাদ করব। সামাজিক যোগাযোগ সাইট সহ সকল বল্গ সাইট গুলোতে লেখা লেখির মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে। সেই সাথে প্রত্যেক অপারেটরকে জানিয়ে দিতে হবে নেটিজেনরা আর ঘুমিয়ে নেই জেগে ওঠেছে।

ভাই আপনার টিউনটি পরে অনেক ভালো লাগলো । আপনার সাথে পুরোপুরি একমত পোষণ করছি ।
অপারেটরগুলু আনলিমিটেড নেট এর নামে ফন্দি-ফিকির করে । একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ ইউস করার পর FUP(Fair Usage Policy) এর নামে টাকা খাওয়া শুরু করে ।

ভাই গর্জে উঠতে হবে……………………………………………………………………………………………………………………………..@@@@@@

Level 0

ভাই একে বারে মনের কথা আন কইছেন……………….

ইন্টারনেট এর দাম কমাইলে আমরা আর ফ্রি নেট এর রাস্তা গোজা লাগে না । আর যে অপারেটরগুলু আনলিমিটেড নেট দেয় তার বিতরে ও লিমিট রেখে দেয় ।

আপনার সাথে পুরোপুরি একমত পোষণ করছি ।

এই কারণেই ত ফ্রী ইন্টারনেট চালাতে হয়

ভালো কিছু আসুক।সবাই ফ্রি চালানো বন্ধ করবে।যেই দাম ইন্টারনেটের।অনেক দাম এখন

i agree with you tuner

আপনার লেখা থেকে যেটা বোঝা গেল- যদি বিভিন্ন সংস্থায় পানির দামে বেচে দিচ্ছে … তবে পাবলিককে কেন পানি দামে বেচছে না। উত্তরটা খুব সহজ না হলেও খুব কঠিনও না। আমি এর উত্তর জানলেও দেবো না। আমি শুধু এইটুকু বলতে পারি যে এর উত্তর যখন সব পাবলিক জেনে যাবে তখন নেটে খরচ খুব না কমলেও অনেকটাই কমে যাবে।

Level 2

Bro as far i know in China user get 1Mbps speed package at 10,000tk/year with no hidden charge and with anti speed fall facilities. Ekhon amader internet facilities:

১. মসিক লিমিটেড প্যাকেজ গুলোর দাম অনেক চড়া।

২. বেশির ভাগ অপারেটর দের ইন্টারনেট স্পিড অনেক কম।

৩. আনলিমিটেড প্যাকেজ গুলো অনেকের ক্রয় সীমার বাইরে।

৪. বেশির ভাগ লিমিটেড প্যাকেজের ইউজেস্‌ মাস শেষ হয়ার অনেক আগেই ফুরিয়ে যায়।

৫. নিয়মিত গ্রাহকদের তেমন কোন সুবিধা দেয়া হয় না।

৬. যারা মডেম বা ওয়াইম্যাক্স কানেশন ব্যবহার করি তারা আবার মোবাইলের জন্যও প্যাকেজ ব্যবহার করতে হয়।

তাই ভাই গর্জে উঠতে হবে ও আরো বেশি করে ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে হবে । U r all invited to do this.

কিন্তু একথা অপারেটর দের বঝাবে কে ??

    @ধীমান সরকার বাপ্পী: বুঝানোর কেউই নাই বুঝাইলে আমাদেরকেই বুঝাতে হবে নিজের স্বার্থ রক্ষার জন্য। আমি একজন ওয়াইম্যাক্স গ্রাহক আমি একদিন এই বিষয় নিয়ে তাদের অফিসে কথা বলছিলাম। মনেহয় আমার কথা ওদের পছন্দ হয় নাই। তাই সবাই মিলে বলা শুরু করলে তারা অন্তত্য এটা এড়িয়ে যেতে পারবে না।

Level 0

কোনো দিন হয়ত শুনবো পুরো বাংলাদেশটাই পানির দামে বেচে দিছে। পদক্ষেপ হিসাবে আমরা সবাই ১ দিনের জন্য ইন্টারনেট ব্যবহার বন্দ করে দিতে পারি।

    @sundorban: ভাই শুধু একদিন কেন একবছরও যদি আমরা ইন্টারনেট বন্ধ রাখি তাইলেও কোন লাভ হবে না। আগে অপারেটরদের এটা জানিয়ে দিতে হবে আমাদের ন্যায্য আমাদের না দিলে আমরা কি করতে পারি।

Level New

সব অপারেটররা টিটি তে চোখ রাখে, কখন ফ্রি নেট এর টিউন হবে আর তারা সেটা বন্ধ করবে।
গ্রাহকদের সমস্যাতে তাদের কিছুই যায় আসেনা।

Level 0

সবাই মিলে একটা আন্দোলোন করতে হবে। বিশেষ করে অন্য দেশে কম মূল্যে নেট যাচ্ছে আর আমাদের নেটের বিল দিতে দিতে অবস্থা খারাপ। এই ব্যপারে জোরালো আন্দোলোন হওয়া উচিৎ। আমরা টিউনাররা মিলে এই আন্দোলোনের শুভ সূচনা করতে পারি। সবাই কি বলেন???

Level 0

প্রথম যে যার যার এলাকাই টাউয়ার ভাঙ্গা দিয়ে শুরু কর…তারপর শালারা বুঝবে

    Level 0

    @meglariad: i agree

    @meglariad: ভাই টাওয়ার ভাঙ্গলে বরং আমরাই ক্ষতি গ্রস্থ হব। এটা না করে ওদের অফিসে গিয়ে আমাদের জানাতে হবে। আর যদি সব নেটিজেনরা এক সাথে জেগে উঠি তাহলে আমাদের অধিকার কেউই কেড়ে নিতে পারবে না।

“গতকাল ভারতের কাছে সেই ২৬০০ ব্যান্ডের ৪০ মেগাহার্টস্‌ তরঙ্গ বছরে মাত্র ৬০ কোটি টাকা নামের পানির দামে বিক্রি করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৪ হাজার কোটি টাকা।”

ভাই, দিদি তার দাদারে ২৬০০ ব্যান্ডের ৪০ মেগাহার্টস্ তরঙ্গ দিছে, মাত্র ৬০ কোটি টাকা নিছে এটা এ তো বেশি !!! বাজার মূল্য দেখে কি হবে ? আমাদের কে বা* দিলে তো সমস্যা নাই, কিন্তু দাদার রিকুয়েস্ট না রাখলে তো দাদা মাইন্ড করব !!! F**K

    @রাহাতুল ইসলাম:
    I agree with you.

Level 0

আমাদের দেশের সরকার সত্যিই পারে………..যেখানে ভারত আমাদের দেশে তিন ভাগের এক ভাগ দাবি করে তাদেরকে নাকি পানির দামে ইন্টারনেট দেয় আর ইন্ডিয়া আমাদের সামান্য পানিটাও দেয় না ।আপসোস না করে গর্জে ওঠো বাংলাদেশ নিজের দাবি আদায় করে নিতে হবে।আর না পেলে ইন্টারনেট চালারো অফ রাখতে হবে ১দিনে জন্য না হলে ২ দিনের জন্য না হলে ৩দিনে জন্য…….আন্দলন গড়ে তুলুন আমি আছি নিজের অধিকার রক্ষায়।

Level 0

সাশ্রয়ী মুল্যে ইন্টারনেটের জন্য পুর্বে অনেক প্রতিবাদ করা হয়েছে, কিন্তু কোন ফলাফল আসেনি ।
তাই সরকারীভাবে কোন ব্যবস্থা গ্রহন না করলে, সধারন জনগণের প্রতিবাদ কোন কাজে আসবে বলে মনে হয় না ।

    @Moyin Emon: পূর্বে কাজ হয় নি বলে বসে থেকেও তো কোন লাভ নেই। তাই চেষ্টা চালিয়ে যেতে তো কোন দোষ নাই।

      Level 0

      @মোঃ মমিনুল ইসলাম খান: জী ভাই প্রতিবাদ চালিয়ে যাওয়াতে দোষের কিছু নেই । তবে একটা সময় ছিল এই দেশে যখন আন্দোলন করে অনেক কিছুই অর্জন হতো, কিন্তু বর্তমান আর সেই দিন নেই, এখন সবকিছু হয় ক্ষমতার জোড়ে ।

Level 0

ঘটনা অতীব সত্য। কিন্তু আমি কিছু কব না।

Level 0

ভাই আন্দোলনে নামবেন তাহলে দিদি বাশ দিয়ে দাড়া করায়ে রাখবে.. এখন পর্যন্ত কি দেখেছেন দিদির বিরুদ্ধে আন্দোলকারী কেউ ভাল আছে বা তার কোন ভাল ফল পাওয়া গেছে.. ভাই আমাদের দেশটা হলো মগের মুল্লুক.. যার কাছে যখন ক্ষমতা যায় সেই তার নিজের মত ব্যবহার করে পারলে আমাদের মত সাধারণ জনগনের বুকের উপর পা দিয়ে উপরে দিকে উঠতে চায়…

    Level 0

    @Zahid: হুম… ভাই কথা সত্য ।

Level 0

Vai 100% sotto kotha bolsen

আপনার আমার কিছুই করার নাই। আন্দোলন করলেই জামাত শিবির উপাধি পাবেন। সো দরকার নাই আন্দোলনে এখন ৪০২.৫০ টাকায় ২ জিবি কিনে কমেন্ট করলাম। যখন পকেটে টাকা থাকবে প্যাকজ কিনব না থাকলে নাই।

অনেক অনেক দিন যাবত এই বিষয়টা নিয়ে ইন্টারনেটে লেখালেখি হয়েছে , দুই একটা আন্দলনও হয়েছে ! মাগার ” লাভ ” হয় নাই !

আচ্ছা তাই বলে কি লাভ কোনদিনই হবে না ?

আমাদের দাবী না মানা পর্যন্ত আন্দলন চালিয়ে যেতে হবে , কিন্তু আমরা ২/১ দিন রাস্তায় নেমেই থেমে যাই বা রাস্তায় নামিই না ! যার ফলে আমাদের উদ্দেশ্য সফল হয় না ! কারন আমাদের বুজতে হবে যে ঘুষ খোর , চোর বাটপার দের মাত্র কয়েক দিনে কাবু করা যায় না ! আমাদের চোরের উপর বাটপারি করতে হবে !

Level 0

উপরের মহলের কেউ কি আমাদের বুঝবেনা।আমরা আল্লাহর উপর ভরসা রাখি।নিশ্চয় আল্লাহ তাদের মনের পরিবরতন করবেন।;

Level 0

Sob e tik ase. kintu amra ki korbo bole, sodui afsus korte parbo.

আপনার সাথে আমি একমত

সব কথার এক কথা ” কোন লাভ নাই কারণ হিসাবটা পরিষ্কার বিচার যাই হোক তাল গাছটি কিন্তু আমার”
আশা করি আমার কথাত মর্ম বুঝতে পেরেছেন। (যদি অন্য বিষয় ত্যানা প্যাচাতে কেউ আসেন তার জন্য Please!!)

Level New

titite fri net niye tune nisiddo kora howk

একেবারে খাটি কথা বলচেন।

তো এখন কি করতে চান ?