আগামী ৭ জুলাই ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ প্রদর্শন, থাকছে নানান ছাড়:):)

Laptop-fair-2010-sm
আগামী ৭ জুলাই বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ প্রদর্শনীর চতুর্থ আসর। এবারের ল্যাপটপ প্রদর্শনীর ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। ৭ জুলাই শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। প্রতিবারের মত এবারের ল্যাপটপ মেলার আয়োজন করছে মেকার কমিউনিকেশন। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। :):):)প্রবেশমূল্য ২০ টাকা।

এবারের ল্যাপটপ আসরে ১৫টি প্যাভিলিয়ন ও ১১টি স্টলে মোট ১৭টি প্রতিষ্ঠান তাদের ব্র্যান্ডগুলো উপস্থাপন করবে। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে আছে ডেল, আসুস, এইচপি, লেনোভো, তোশিবা, অ্যাসার। তাছাড়া বেশকিছু নতুন ব্র্যান্ডের ল্যাপটপেরও আসার সম্ভাবনাও আছে বলে আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।:):):)

৭ তারিখ সকাল ১০ টায় মেলা উদ্বোধন করবেন প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার এবং প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিম। :):)

ল্যাপটপ প্রদর্শনীর এবারের পৃষ্ঠপোষক তোশিবা, অ্যাসার, স্যামসাং ও গিগাবাইট। উল্লেখ্য, প্রদর্শনীটি গত ৩ বছর ধরে জানুয়ারী মাসে অনুষ্ঠিত হয়ে আসছে।B-)B-)B-) চলতি বছরের জানুয়ারী মাসে প্রদর্শনীর তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। তবে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের বিশেষ অনুরোধে বছরে দু’বার এ প্রদর্শনীর আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া আগামী বছর থেকে প্রতিবছর দু’বার ঢাকায় ল্যাপটপ প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানা যায়।:):):)

প্রতিবারের মত এবারের ল্যাপটপ মেলায়ও থাকবে ছাড়ের সমাহার। প্রতিটা ল্যাপটপ কিনলেই বিশেষ পুরষ্কার থাকছে। :):):)ল্যাপটপ কেনার জন্য যারা এতদিন নানান দ্বিধায় ভুগছেন তারা এ মেলা থেকে হাজারো মডেলের ল্যাপটপ থেকে পছন্দ করে নিজেরটি বেছে নেয়ার সুযোগ পাবেন। আর ল্যাপটপ প্রেমীদের জন্য নিত্য-নতুন প্রযুক্তির ল্যাপটপ দেখার সুযোগ তো থাকছেই......:):):)

Level 0

আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ খবরটি শেয়ার করার জন্য। ঢাকায় থাকলে জব্বার কাগুর সাথে দেখা করতে মেলায় যেতাম। 🙂

Level 0

কি মেয়া তুমি পাওনাই একখান ????
দুষ্টামি করলাম
আচ্ছা তোমাকে ভাল করে সাজা দিতে হবে না হলে রেগুলার হবানা

    মেছবাহ ভাই, সাজা দিলেও রেগুলার হতে পারবো কি জানিনা। ইদানিং একটু বেশি ব্যস্ত হয়ে গেছি….

ভালো লাগলো শুনে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

🙁

    কি অবস্থা শাওন, তোমার আবার কি হইলো???

    আমি রংপুরে থাকি। ভাইরে আমাদের কপালে কম্পিউটার সম্বন্ধীয় কোন মেলাই জুটে না। তাই 🙁

    হুমমমম.. ঢাকার বাইরে থাকলে এই একটা সমস্যা…

Level 2

ধন্যবাদ সংবাদটি দেওয়ার জন্য সময় পেলে যামুনে একবার

আমি আপনাকে সবার মত তথাকথিত ধন্যবাদ দিতে চাই না। আমার ল্যাপটপ ইউজ করার অনেক শখ। ৩৫০০০৳ কোনো ল্যাপটপ পাওয়া যাবে কি?

    Level 0

    পাওয়া যাবে hp compac

    Level 0

    পাওয়া যাবে hp compac dual core

    হুমমমমম… যাবে তো… ২৫ হাজার টাকা থেকেই সম্ভবত ল্যাপটপ বিক্রি শুরু হবে….

    Level 0

    মনে হয় মেলাতে core i3 এ দামে পাবেন ।

    duel core পেতে পারেন

টিউনটা টা স্টিকী না হলে তো এই দারুন খবরটা জানাই হত না। ধন্যবাদ কবির ভাই খবরটা জানানোর জন্য।

    পোস্ট টা স্টিকী করার জন্য ধন্যবাদ শাকিল আরেফিন ভাই….

আমি asus laptop use করি, তারপর ও মেলায় যাব।

ধন্যবাদ সংবাদটি দেওয়ার জন্য সময় পেলে যামুনে একবার…………

ধন্যবাদ খবরটি শেয়ার করার জন্য।

আসলে এভার ভাবছিলাম যাব, দেখি কি হয়।

    হুমমমম.. আমিও যাব ভাবছি, দেখি কি হয়!!!! সকল টেকটিউনারকে ল্যাপটপ মেলার আপডেট তো দিতে হবে। তাইনা???

Level 0

আল-আমিন ভাই আপনি মেলাতে কম দামের মধ্যে ভাল ব্যান্ডের কি কি ল্যাপটপ পাওয়া যাবে এ নিয়ে টিউন করবেন আশা করি । (core i3 i5 i7)

    ৪৭ – ৬০-এর মাঝেই পাবেন