এতো কম দামে, এত ভালো ডিজিটাল ক্যামেরা? সত্যিই আপনাকে আশ্চর্য্য করে দিবে!!!

প্রযুক্তির সহজ লভ্যতার জন্য এখন আর ডিজিটাল ক্যামেরা বিলাসিতার কিছু নয়। একটু শখ আর অল্প একটু সামর্থ্য থাকলেই আপনি পেতে পারেন খুবই ভালো একটি ডিজিটাল ক্যামেরা। তাও আবার অনেকের সামর্থ্যের মধ্যে।

ক্যামেরা নিয়ে ইদানিং ঘাটাঘাটি করতে যেয়ে, আমি আশ্চর্য্য হয়েছি, উৎফুল্ল হয়েছি এতো কম দামে এতো ভালো ক্যামেরা পাওয়া যায়?

আজকে আপনাদের সামনে একটি ক্যামেরা নিয়ে আলোচনা করবো। ক্যামেরার বিশেষ ফিচার গুলো একটু দেখে নিন।

  •  14.2 megapixels, 1/2.3-inch backside-illuminated CMOS (16 megapixels total)
  •  3-inch hybrid touch LCD, 460K dots (চমৎকার টাচ ডিসপ্লে)
  •  Wi-Fi সুবিধা।
  •  স্মার্ট শেয়ারিং ( E-mail, Facebook, Picasa, Android smart phone)
  •  ১৮এক্স LONG জুম, যা এর আবেদনকে বাড়িয়ে দিয়েছে অনেক গুন। 18x, f3.2-5.8, 24-432mm (35mm equivalent)
  •  FULL HD ভিডিও রেকর্ডিং (1,920 x 1,080 at 30fps)

যে সকল কারনে আপনি এই ক্যামেরাটি কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারেন।

  •  এই দামে এতো সুন্দর তিন ইঞ্চির হাইব্রিড টাচ ডিসপ্লে পাবেন না।
  •  এই দামে ১৮ এক্স লং জুমিং সুবিধা পাবেন না।
  •  এই দামে ওয়াইফাই সহ স্মার্ট শেয়ারিং এর সুবিধা পাবেন না।

এবার চলুন দেখি ক্যামেরাটা দেখতে কেমন?

দেখতে কেমন লাগলো? ভালো তো?

ও দাম না শুনে ভালো মন্দ কিছু বলতে পারবেন না। তাহলে চলুন জেনে নেই এর দরদাম। ক্যামেরাটির মডেল হচ্ছে Samsung WB 250F এই ক্যামেরাটি SAMSUNG এর শোরুমে পাবেন ১৮৫০০ টাকায়।

বসুন্ধরা সিটি অথবা BCS computer city (IDB) তে ঘোরাঘুরি করলে ১২০০০ টাকা থেকে ১৫০০০ টাকায় কেনা যাবে। তবে আপনার দরদাম করার দক্ষতা আর একটু ঝালিয়ে নিলে সর্বনিম্ন ১০৫০০ টাকায় এই ক্যামেরাটি কিনতে পারবেন। তাহলে এর দাম দাড়ালো সর্বনিম্ন মাত্র ১০৫০০ টাকা। এই দামে, এর ধারে কাছে অন্য ব্রান্ডের কোন ক্যামেরা নাই। কারো যদি এর কাছাকাছি ফিচারের ক্যামেরা এই দামের মধ্যে জানা থাকে তাহলে জানাবেন।

কারো সামর্থ্য যদি আর একটু কম থাকে, তাহলে তাদেরকে সাজেস্ট করব WB সিরিজের নিচের ক্যামেরা দুটি।

  • Samsung WB 200F            দাম ১০০০০ টাকা
  • Samsung WB 150F            দাম ৮৫০০ টাকা

ভালো থাকুন, অনেক দিন পর টিউন করলাম। আশা করি এখন থেকে রেগুলার হব। এবার যদি ক্যামেরা কেনার সিদ্ধান্ত স্থির করেন, তাহলে অবশ্যই সাথে Class 10 memory  card কিনবেন।

Samsung WB 250F এর ফুল স্পেসিফিকেশনঃ

  • Optical Sensor Type
  • CMOS
  • Total Pixels
  • 16,400,000 pixels
  • Effective Sensor Resolution
  • 14,200,000 pixels
  • Optical Sensor Size
  • 1/2.33"
  • Wireless Connection
  • Wireless LAN
  • Optical Zoom
  • 18 x
  • Image Stabilizer
  • Optical
  • Auto Focus
  • TTL contrast detection
  • AE/AF Control
  • Face-priority AF, Subject-tracking AF
  • Face Detection
  • Face Detection AF/AE
  • Digital Video Format
  • H.264
  • Image Recording Format
  • JPEG
  • Max Video Resolution
  • 1920 x 1080
  • AV Interfaces
  • Composite video/audio
  • Manufacturer
  • Samsung
  • EXPOSURE & WHITE BALANCE
  • Light Sensitivity
  • ISO 3200, ISO 400, ISO 1600, ISO 800, ISO 100, ISO 200, ISO auto, ISO 80
  • Exposure Metering
  • Multi-segment, Center-weighted, Spot
  • Exposure Modes
  • Program, Automatic, Shutter-priority, Manual, Aperture-priority
  • Special Effects
  • Fisheye, Oil Paint, Classic, Cartoon, Retro, Vignetting, Soft Focus, Sketch, Miniature, Cross filter, Halftone Dots, Ink Painting, Zooming Shot, Old Film
  • White Balance
  • Automatic, Presets, Custom
  • White Balance Presets
  • Cloudy, Daylight, Fluorescent light (warm white), Fluorescent light (cool white), Tungsten light
  • Max Shutter Speed
  • 1/2000 sec
  • Min Shutter Speed
  • 16 sec
  • Exposure Compensation
  • ±2 EV range, in 1/3 EV steps
  • LENS SYSTEM
  • Focal Length Equivalent to 35mm Camera
  • 24 - 432 mm
  • Focus Adjustment
  • Manual, Automatic
  • Min Focus Range
  • 31.5 in
  • Macro Focus Range
  • 2 in
  • Zoom Adjustment
  • Motorized drive
  • Features
  • Built-in lens shield
  • CAMERA FLASH
  • Camera Flash
  • Built-in flash
  • Flash Modes
  • Slow synchro, Fill-in mode, Auto mode, Flash OFF mode, Red-eye reduction
  • ADDITIONAL FEATURES
  • Self Timer Delay
  • 2 sec, 10 sec
  • Additional Features
  • Digital image rotation, Resizing an image, Cropping an image, Saturation control, PictBridge support, Dual image stabilization, Sharpness control, Contrast control, USB 2.0 compatibility, Date/time stamp, Direct print, Exif Print support, Face retouch, DPOF support, USB charging, In-camera red-eye fix, Audio recording, Built-in speaker, 1080p Full HD video calling on Skype
  • DISPLAY
  • Display Features
  • Built-in
  • MICROPHONE
  • Microphone Operation Mode
  • Mono
  • CONNECTIONS
  • Memory Card Slot
  • SD card
  • SOFTWARE
  • Software
  • Samsung Intelli Studio, Drivers & Utilities
  • SYSTEM REQUIREMENTS FOR PC CONNECTION
  • Operating System Support
  • MS Windows 7, MS Windows XP SP2, Apple Mac OS X 10.4 or later, MS Windows Vista
  • Peripheral Devices
  • USB port, CD-ROM drive
  • MISCELLANEOUS
  • Included Accessories
  • Wrist strap, AC power adapter
  • MEMORY / STORAGE
  • Memory Card Slot
  • SD card
  • Supported Memory Cards
  • SDHC Memory Card, SD Memory Card, SDXC Memory Card
  • Max Supported Size
  • 64 GB
  • DIMENSIONS & WEIGHT
  • Width
  • 4.2 in
  • Depth
  • 0.9 in
  • Height
  • 2.3 in
  • Weight
  • 6.5 oz
  • ENVIRONMENTAL PARAMETERS
  • Min Operating Temperature
  • 32 °F
  • Max Operating Temperature
  • 104 °F
  • Humidity Range Operating
  • 5 - 85%
  • MAIN FEATURES
  • Image stabilizer feature
  • Optical stabilization helps prevent blurry pictures, especially for handheld cameras at slow shutter speeds or when using high optical zoom.

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইচ্ছা হইতাছে এখনি কিন্না ফালাই কিন্তু বোঝেনতো, একটা ব্যাপার আছে না !!!

    Level 0

    @Mosharaf Tanvir: ব্যাপার যখন Available হবে, তখন কিনবেন।

Level 2

Kine felsi… WB150f… menual setting er jonno onek posondo hoise..+ lens

    Level 0

    @Naim: ভালো ক্যামেরা কিনেছেন, আপনার অভিজ্ঞতা আরো বিস্তারিত শেয়ার করবেন আশা করি।

ভাই ক্যামেরা টার প্রেমে পইড়া গেলাম, 😀 ধন্যবাদ আপনার পোস্টের জন্য।

    Level 0

    @রাহাতুল ইসলাম: Thanks too…

১০৫০০ টাকায় এই ক্যামেরাটি আমাকে কিনে দিতে পারবেন তাহলে বলেন

    Level 0

    @আল-আমিন: আপনার কি মনে হয়? ১০৫০০ এটা কেনা যাবেনা?

Level 2

ato kom price e manual camera ….. ak kothaye osadharon.. ar kisu bolar nai.. just shooting far window’s girl and high speedy photo. macro lens and many more….. camera ta er jonno ami 20k porjonto dite pari :p

    Level 0

    @Naim: Don’t shoot far window’s girl. লোকে জানলে পিটাবে।

Level 2

he he he he

Level 0

অসাধারণ ফিচার ১০০০০ টাকায় Optical Zoom
18 x এটা খুবই পছন্দ হইছে

    Level 0

    @skynet: মতামতের জন্য ধন্যবাদ।

Level 2

দরদাম করে ক্যামেরা কি আসলেই কেনা যাবে ?
১৮,০০০ টাকার ক্যামেরা কিভাবে ১০,০০০ টাকায় পাওয়া যাবে ? এ ব্যাপারে বিস্তারিত আরেকটু বললে মনে হয় ভালো হতো ।

    Level 0

    @Nahid: আপনি আমদানি করলে ১০৫ ডলারে কিনতে পারবেন।

@ Rasel: ভাই আপনি অনেক সুন্দর ও সুখের খবর দিয়ে একটা টিউন করছে তাই আপনাকে ধন্যবাদ। আমিও ভাই আপনার মত একজন ক্যামেরা পাগলা। কিন্তু আমার বাড়ি সিলেট হওয়ায় এই দামে এই ক্যামেরাটা কিনতে পারবনা বলে খারাপ লাগছে। শুধু আমি কেন ঢাকার বাইরের সাবার একই অনুভূতি হবে বলে মনে করছি।
কিন্তু যারা ঢাকা থাকেন তাদের আমি দুইটা ঠিকানা দিচ্ছি যেখানে গেলে ১০,২০০-১০৫০০টাকার মধ্যে এই ক্যামেরা কিনতে পারবেন কোন দাম দর করা ছাড়া।

১. Afrin IT Computer
Afrin IT Computer
14 purana paltan Dar-us-salam arcade Shop no-03, 1st floor Dar-us-salam arcade
Purana Paltan, Dhaka, Bangladesh
Md Raju Ahmed
এইখান থেকে কিনলে ১০২০০টাকায় কিনতে পারবেন।
২. Fujael Electronics

15 Purana Paltan, Chowdhury Complex (Ground Floor), Shop# 12, Dhaka-1000

Purana Paltan, Dhaka, Bangladesh

Contact: MD .SHOJEB
01761855381
আর এইখান থেকে কিনলে ১০৫০০টাকা নিবে।

অসাধারন ক্যমেরা। কিন্তু কিছুই করার নেই

ক্যামেরাটি আমিও কিনেছি। তবে একটানা ২০ মিনিটের বেশি ভিডিও ধারণ করা যায় না। এ ব্যাপারে কারও জানা থাকলে বলবেন কি?

    Level 0

    @B.M. Ajgar Ali: একটানা ২০ মিনিট ভিডিও ধারণ করার পর কি দেখায়?
    কত রেজুলেশনে ভিডিও করলে এই সমস্যা হয়?
    আপনার মেমোরি কার্ডের ধারন ক্ষমতা কত এবং Class কত?

vaia ekta kotha janar silo.

Samsung WB800F 21x Long Zoom HD WiFi Smart Camera

camera ta kemon?r samsung er ei camera gulor ki nakol ba clone ase?ami ai karone jante chai je bikroy te ekta companir add dekhlam new and intact 8000tk te pore phone dilam ballo price vul hoyese. uni ballo 14500 tk etar price.and home delevery system.ki karbo nibo kina ektu janaben pls.

    Level 0

    @রাসেল(পটুয়াখালী): যাচাই করে কিনতে পারেন, ক্লোন থাকার কথা না, তবুও আপনি Bikroy.com এর উপর ভরসা না করে BCS Computer city তে দেখতে পারেন। কারন ঐ লোক যদি ১৪৫০০ টাকায় দিতে পারে, BCS Computer city তেও আপনি ঐ দামে পাবেন।

@ Rasel: 1920×1080 রেজুলেশনে ভিডিও করলে এই সমস্যা হচ্ছে। আমার ক্যামেরার মেমোরি কার্ড 16 GB, Class 6. ফাইল Error বা Corrupt File দেখাচ্ছে। আর ‘Slow Card Speed’ এ রকম একটা Warning আসছে।

    Level 0

    @B.M. Ajgar Ali: আপনি একটি ভালো ব্রান্ডের ৩২ জিবি ক্লাস ১০ মেমরি কার্ড কিনেন। আশা করি সমস্যার সমাধান হবে।

      @Rasel: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

কম বাজেটের পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার মধ্যে ক্যানন কেনাই বেটার। সবচেয়ে প্রো কোয়ালিটির আউটপুট, স্টেবিটিলি আর শার্পনেস। অবশ্য সেটা হবারই কথা কারণ গত ১০০ বছর ধরে ওরা শুধু ক্যামেরাই বানিয়ে যাচ্ছে।

    Level 0

    @নেট মাস্টার: ক্যানন ভালো এতে কোন সন্দেহ নাই। কিন্তু যখন আপনি better শব্দটা ব্যাবহার করবে, তখন নির্দিষ্ট তথ্য উপস্থাপন করে better বলতে হবে।
    আর “গত ১০০ বছর ধরে ওরা শুধু ক্যামেরাই বানিয়ে যাচ্ছে” আপনার এই কথাটা ভুল, 1937 সাল থেকে ওরা ক্যামেরা বানাচ্ছে, এ ছাড়াও ওরা বিভিন্ন রকমের প্রিন্টার, স্ক্যানার, কপিয়ার বানাচ্ছে।
    ৮৫০০ টাকায় WB150F এর সাথে তুলনা করার মত ক্যাননের ১০০০০ টাকার মধ্যেও কোন ক্যামেরা পাবেন না।

Warranty & guaranty kuno kotha to bellen na vai.

Level 0

আমি এক বছর আগে এই ক্যামেরা কিনেছি।শুধু ছবি তুললে চার্জ ভালো থাকে। কিন্তু ভিডিও করলে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। জুম এবং আধুনিক অন্যান্য সুবিধার জন্য এটি কিনেছিলাম। কিন্তু এটা নিয়ে আমি সন্তুষ্ট না কারন ছবির কোয়ালিটি খুবি খারাপ। সব ধরণের সেটিংস ব্যাবহার করেও খুব ভাল ফল পাইনি। সাধারণ ঘরোয়া ব্যাবহারের জন্য কিনতে পারেন। কিন্তু ক্যামেরা নিয়ে বেশি কিছু করতে চাইলে এটা ভালো হবে না। অবশ্যই স্যামসাংয়ের ক্যামেরাগুলো ভালো মানের না।

    Level 0

    @MBT2000: আপনি আমার পরামর্শ অনুযায়ী একটা কাজ করে দেখতে পারেন, আশা করি সুপার কোয়ালিটির ছবি পাবেন। যদি না পান, তাহলে সেটা আপনার দুর্ভাগ্য, আপনার ক্যামেরাটা খারাপ, এটা সার্ভিস এর জন্য দিতে পারেন অথবা তুলে একটা আছাড় মারতে পারেন।
    ১. উপরে Mood বোতামটি ঘুরিয়ে Auto তে দিন।
    ২. ফ্লাস বের করে ON রাখুন (পর্যাপ্ত আলো থাকলেও ON রাখুন)।
    ৩ এবার সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাতে অর্থাৎ বিভিন্ন আলোতে ১০০ ছবি তুলুন (প্রত্যেকটি ছবি তোলার আগে লেন্সের সামনের Object –কে ফোকাস ইন করার জন্য তিন সেকেন্ড সময় দিন)
    ৪ এই ছবি গুলো থেকে আপনার ৮০% ছবি ভালো হওয়ার কথা। যদি না হয় তাহলে আপনার ক্যামেরাটি খারাপ।
    ৫ এবার আপনি এই লিংক থেকে user manual download দিয়ে ভালো করে সময় নিয়ে বুঝে পড়ুন, না বুঝলে এক্সপার্টদের সহযোগিতা নিয়ে শিখুন। তারপর নিজের ইচ্ছামত সেটিংস দিয়ে সঠিক ছবিটি তুলুন। http://downloadcenter.samsung.com/content/UM/201303/20130309092907840/WB250F_English.pdf

      Level 0

      @Rasel: ভাইয়া আমি ক্যামেরার ব্যাবহার বুঝি। আর আমার ক্যামেরাও ভাল আছে। এটা আমি নিয়মিত ব্যাবহার করি। কিন্ত এর পিকচার কোয়ালিটি ইজ নট টপ ক্লাস।
      আমি আবারো বলছি যেই এই ক্যামেরা কিনেন না কেন মাথায় রাখবেন ক্যামেরার সব কয়টি সুবিধা খুবই ভাল। কিন্তু ছবির কোয়ালিটি খুব বেশি ভাল আশা করবেন না।

camera ta dakhe kente onk issa korse but ato komdame atto gula features dakha aktu surprised, Vai apne ke personally camera ta use korsen ? Camera ter picture and video quality kmn? apne kesu picture share korle vlo hoto, ar ai camerater quality kmn ?

Level 0

এই লিঙ্কে অনেক ছবি পাবেন।
http://www.photographyblog.com/reviews/samsung_wb250f_review/sample_images/

Level 0

ভাল তবে কিন্মু না

ভাই আর কোন ভালো ক্যামেরা আছে কি এই দামে ?

Level 0

vhaiya video kotokkhon kora jay
o cobi koyta tula jay ek bar charge dye