আমাদের প্রিয় ফ্রি নেট গুরু জাহিদ ভাই এর বিপদে এগিয়ে আসুন । যদি কেও এরিয়ে যান তবে নিমকহারামি হবে ।

ফ্রি নেট চালায় নি এম্ন মানুষ টেকটিউনস এ খুব কম ই আছে । আজ যেই মানুশটির জন্য আমরা প্রায় ১ বছর এর উপরে ফ্রি নেট চালাচ্ছি তার নামঃ "জাহিদ ইসলাম" ।
মানুষ কতটুকু বিপদে পড়লে সাহায্য চায় সেটা আসা করি আপনাদের বঝাতে হবে না ।
যার কল্যানে আমরা এতদিন কষ্ট আরামসে ফ্রি নেট চালাচ্ছি তিনি হলেন "জাহিদ ইসলাম" ভাই । ফ্রি নেট নিয়ে কি পরিমান পোস্ট তিনি এই টেক্টিউন্স এ করেছেন তা জাহিদ ভাই এই টিউনার প্রফাইল এ গেলেই দেখতে পারবেন ।
জাহিদ ভাই এর টিউনার প্রোফাইল এ যেতে > এখানে ক্লিক করুন

আচ্ছা একটা ছোট্ট হিসাব দেই যারা জাহিদ ভাই এর কল্যান এ ফ্রি নেট চালিয়েছেন তাদের একবছরে নেট এর হিসাবটা একটু করেন ।
যদি আপনি ৫০০ টাকা করেও নেট চালাতেন তবু ১২ মাসে আসতো
৫০০*১২ = ৬০০০ টাকা ।
তা হত লিমিটেড  আর সেখানে পাচ্ছেন আনলিমিটেড ফ্রি নেট , ভাবতে পারেন ।

তাছাড়া আমরা কি মানুষ হিসেবে একজনের পাশে দারাতে পারি না ?

আপনাদের কাছে জোড় হাত করে একটা রিকোয়েস্ট করছিঃ

আমাদের ফ্রি নেট গুরু জাহিদ ইসলাম ভাই কে জেলের হাত থেকে বাঁচাতে ১০ লক্ষ টাকার প্রয়জন ।
এতো টাকা ভেবে ঘাবেরে গেলেন?

আপনার নিচের নম্বরে যে যা পারেন তাই দিবেন ।

জাহিদ ভাইকে হেল্প করার জন্য নিচের নাম্বার গুলোতে টাকা পাঠানঃ

বিকাশ- 01740-842594 ,
01710-525157 ,
01786-864294 ,
01786-923388 ( এজেন্ট)
ডাচ বাংলা-
01740-8425940 ,
01710-5251577
Ucash-
01856-053850 ,
01857-225566 ( এজেন্ট)

জাহিদ ভাইয়ের ছোট্ট একটা মেয়ে আছে তাই অন্তত তার দিকে চেয়ে আপনারা সাহায্য করুন ।
নোটঃ পোস্টা শেয়ার করবেন না । পোস্টা কপি করে আপনার Wall, group, page, blog এ দিন ।

যাদের জাহিদ ভাই আইডেন্টি নিয়ে সন্দেহ আছে তারা এই ভিডিও টি দেখুনঃ

এবার শুনে নিন কিছু কথাঃ
নিচের লিখাটা জাহিদ ভাই এর -

একটি অনুরোধ
সালাম নিবেন । আশা করি ভাল আছেন । আজ আপনাদের সামনে এসেছি একটি অনুরোধ নিয়ে , কোন ফ্রি নেট টিপস নিয়ে নয় । আজ আপনার কিছুটা সময় নষ্ট করব কিন্তু কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না । আজ আমি ক্লান্ত , নিরুপায় , অসহায় । কখনও ভাবিনি আমার জীবনে এরকম দিন আসবে । আর মাত্র কয়েকটা দিন পরে আমাকে কয়েক বছরের জন্য কারাগারে চলে যেতে হবে । হয়ত ভাবছেন আমি অনেক বড় কোন ক্রাইম করেছি , ঠিক তা নয় । আমার ভাগ্য খারাপ । গরীব ঘরে জন্ম আমার । কিছুদিন সুখের মুখ দেখতে না দেখতেই আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবং প্রায় পথে বসলাম । তারপর টাকা সংক্রান্ত মামলায় পড়লাম । এখন ১০ লক্ষ টাকা প্রয়োজন । এ টাকা আমার একার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় । আমি জানি আপনাদের কাছে সহযোগিতা চাওয়ার মত অধিকার আমার হয়ত নেই । কিন্তু আমার ৩ বছরের মেয়ের কথা ভাবলে আমার চোখে জল চলে আসে , আমি কি করে তাকে ছেড়ে এতদিন থাকব । তাই নির্লজ্জের মত কথাগুলো বলছি ।
কথায় আছে – দশের লাঠি একের বোঝা । এই গ্রুপে প্রায় ২০০০ মেম্বার আছেন , আপনারা যদি নিজের ভাই বা বন্ধু হিসেবে আমাকে সাহায্য করতেন , তাহলে আমি আবার নতুনভাবে বাঁচার সপ্ন দেখতে পারতাম ।
বর্তমানে মানুষকে বিশ্বাস করাও কঠিন , তাই কেও যদি এই বিষয়ে আরও জানতে চান ,আমার কাছ থেকে আমার ঠিকানা নিয়ে চলে আসুন । দেখে যান কত সুখে আছে জাহিদ ও তার পরিবার ।
সবাই যদি আমাকে সাহায্য করার আশ্বাস দেন তো আমি একটি বিকাশ নাম্বার দিব , হয়ত ১০/২০ জনে কষ্ট করে আমাকে সাহায্য পাঠাল আর অন্যরা পাঠাল না , তাহলে ঐ ১০/২০ জনের কষ্ট সার্থক হবে না ।
আর যদি তা সম্ভব না হয় তাহলে সময় পেলে কখনও রাজশাহী কারাগারে একবার এসে দেখা করে যাবেন [ জাহিদ , মোহনপুর ] বললেই হবে ।
সবাই ভাল থাকবেন , আমার গোপনীয়তা বলে আর কিছু থাকল না ...।

এর পরেও কি কেও চুপ হয়ে থাকবেন ?
ফেসবুকে একটা ইভেন্ট  খোলা হয়েছে , এখনি জয়েন করুন ।
ইভেন্ট এ যেতে এখানে ক্লিক করুন

যদি কারো সন্দেহ থাকে তবে জাহিদ ভাই এর ব্যাক্তিগত নাম্বর এটায় ০১৭১৩-৯৪১৪৪৩ যোগাযোগ করতে পারেন ।এবং টিউন এর নিচে "জাহিদ ভাই" এর কমেন্ট দেখে নিন । এটা কথা বলার নাম্বার , টাকা পাঠানোর নয় ।  তার চেয়ে বড় কথা ভাইকে কেও অকারণে মোবাইল করে ডিস্টার্ব করবেন না ।

মোট কথা হলঃ
জাহিদ ভাই এর মত মেধাবী মানুষকে সাহায্য করতে আশা করি কেও পিছ পা হবেন না ।
আবার সবার কাছে হাত জোর করে মিনতি করছি ।
আমি নিজে এইচএসসি পরীক্ষার্থী । তাই হাতে এই মুহূর্তে সময় ও কম । আমার জন্যও দোয়া করবেন ।

Level New

আমি ধীমান সরকার বাপ্পী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শিখতে চাই ।আমাকে শেখান । আমি জানতে চাই ।আমাকে জানান । আমি জানাতে চাই । অপনি জানুন । প্রযুক্তি ভালভাসি । আছি নতুনের আশায় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি অবশ্যই চেষ্টা করব। আশা করি সবাই করবে

    Level 2

    টিউনটি নির্বাচিত করা হউক, অনুরোধ এডমিনদের প্রতি।

আমি একটা প্রস্তাব দেই।আমি জানি আমাদের এই টেক পরিবারে প্রায় 1 কোটি সদস্য আছে। আসেন আমরা এক টাকা করে হলেও সহযোগীতা করি যা দাড়ায় প্রায় কোটি টাকার কোঠায়। পরে সেটা মিনিমাইজ করলে আমার মনে হয় কমপক্ষে 50 লক্ষ টাকা হবে। যা দিয়ে আমাদের পরিবারের একজনকে বিদেশ থেকেও চিকিৎসা করিয়ে আনা সম্ভব। আমি ছোট মানুষ, আমার মগজে যতটুকু ধরল আমি লিখলাম। কেউ সহমত প্রকাশ করলে সমর্থন করে কমেন্ট দেন। ধন্যবাদ। নিশ্চয় সাহায্য দেওয়ার চেষ্টা করব। দোয়া করছি।

Level 0

আমি নাহলে ও ২০হাজার তাকার মত ফ্রি নেট ইউস করছি আপনি যদি মিথ্যা ও বলেন আমার কুনো সমস্যা নেই এই বিকাশ নাম্বার যে আপনার ই পমান হলে অবশ্যই সজুগিতা করব টিউনটা জাহিদ ভাইয়ের আইডি থেকে করলে ভাল হত

    Level 2

    জাহিদ ভাই করতে চাচ্ছেনা
    কি ভাবেই বা করবে এরকম একজন শিক্ষিত লোক সবারইত কমবেশি মান আছে ।
    সে নিজে কোন দিন চিন্তাও করেনি তার কপালে আল্লাহ এ করুন দশা লিখে রেখে ছেন

    @skynet: এই যে জাহিদ ভাইয়ের করা টিউন দেখেন https://www.techtunes.io/help-ask/tune-id/282713

    @skynet: জাহিদ ভাই এর একাউন্ট থেকেও টিউন করা হইছে । দেখে আসুন । আর নিশ্চিত হতে এই ভিডিওটা দেখুনঃ http://www.youtube.com/watch?v=zXGfbA_ebF0

সেকি ভুল কমেন্ট করলাম নাকি? (:

Level 0

টিউনটা জাহিদ ভাইয়ের আইডি থেকে করা হোক ভাই বর্তমান জামানায় কাকে বিশ্বাস করব তাই জাহিদ ভাইয়ের আইডি থেকে করলে কন সমস্যা নেই

    Level 0

    @skynet: এই হল জাহিদ ভাই এর নাম্বার । যার সন্দেহ হয় কল দিয়ে দেখতে পারেন । তার ঠিকানা হল রাজশাহী,মোহনপুর যাইয়াও দেখতে পারেন বেসি সন্দেহ হলে । ০১৭১৩-৯৪১৪৪৩

      Level 0

      @dipu09: জাহিদ ভাইয়ের ব্যাক্তিগত নাম্বর যেন দিলেন এতাজে তার ই পমান কি অন্য কার নাম্বর হতেও পারে আমরা ত আর তার কণ্ঠ কুন দিন শুনি নাই ভাল কুন জেনুইন পমান দিন কিছু মনে করবেন না আসলে বর্তমান পরিস্থিতি ই এখন চুর বাটপারের কাকে যে বিশ্বাস করি নিজের ভাই কে ই বিশ্বাস করা যায়না এখন
      ……………………………..
      ……………………………

    @skynet: আমি সহমত, আপনার সাথে।

    @skynet: এই যে জাহিদ ভাইয়ের করা টিউন দেখেন https://www.techtunes.io/help-ask/tune-id/282713

ভাইগন ,
জাহিদ ভাই এর নাম্বারে কল করে দেখতে পারেন ।

উপরোক্ত পোস্ট সঠিক এবং এখানে যে বিকাশ , ডাচ বাংলা , ইউক্যাশ নং ব্যবহার করা হয়েছে সেটাও সঠিক । আমি এই বিষয়ে গ্রুপে শেয়ার করেছিলাম , টিউনার আমার অনুমতি নিয়ে এখানে পোস্ট করেছেন , তাকে ধন্যবাদ জানাই । পাশাপাশি আমার সমস্যার কথা মন থেকে একটু চিন্তা করার জন্য সবাইকে অনুরোধ করছি ।

Level 0

এই হল জাহিদ ভাই এর নাম্বার । যার সন্দেহ হয় কল দিয়ে দেখতে পারেন । তার ঠিকানা হল রাজশাহী,মোহনপুর যাইয়াও দেখতে পারেন বেসি সন্দেহ হলে । ০১৭১৩-৯৪১৪৪৩

Level 0

জাহিদ ভাই, আমি আপনার দেয়া ফ্রি নেট চালানোর টিপস ব্যাবহার করি নাই,আমার ইচ্ছাও নাই,আপনি একজন মেধাবি মানুষ তাই আপনাকে সহযোগীতা করার ইচ্ছা আছে ।টিউনটা আপনার আইডি থেকে করা হলে ভালো হত ।

এই পোস্ট টা ১০০% সত্যি … যদি কেউ আমাকে চিনে থাকেন … { বেক্তি গত } ভাবে … তাহলে তাকে ই বলছি … ভাই ঘটনা সত্যি …যদি সত্যি ই কিছু করতে পারেন … হেল্প টা করেন

শুধু ফ্রি নেট টিউনার হিসেবে নয় , আমি আপনাদের বন্ধু বা ভাই হিসেবে এ কথাগুলো বলেছি ।

    Level 2

    @জাহিদ ইসলাম: আপনার নম্বরে বিকাশ করেনেন ভাই
    ০১৭১৩৯৪১৪৪৩
    01713941443

শুধু ফ্রি নেট টিউনার হিসেবে নয় , আমি আপনাদের বন্ধু বা ভাই হিসেবে এ কথাগুলো বলেছি । সর্বোপরি একজন মানুষ হিসেবে । ধন্যবাদ সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য ।

    Level 2

    @জাহিদ ইসলাম: ডাচ্ বাংলা করে নেন এটি.এম থেকে টাকা আনলে চার্য লাগবেনা ।
    ডাচ্ বাংলা করে নেন আমি ডাচ্ বাংলায় পাঠাতে চাই
    বিকাশ বিশ্বাস করিনা কেননা অহর অহর ফেক বার্তা পাঠাতে পারে বিকাশ।চার্য হাজারে ২০টাকা
    ডাচ্ বাংলা এ.টি.এম এ ফ্রি । আমাকে একটু কষ্ট করে জানাবেন একাউন্ট করে ।
    রাগ কইরেননা ভাই আমিও গরিবের চেয়েও গরিব এর পরেও আপনাকে হেল্প করতে চাই
    https://plus.google.com/+kalamfaim
    https://facebook.com/kalamfaim
    https://twitter.com/kalamfaim

    @জাহিদ ইসলাম: ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই

Level 0

সাধ্যমত চেষ্টা করবো ।চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে ।

দোয়া করি সব ঠিক হয়ে যাবে।আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ জাহিদ ভাইকে এ বিপদ থেকে রক্ষা কর।

    Level New

    @মানিক: সহমত

জাহিদ ভাই আমাদের টেকটিউনস গোল্ডেন তারা,,

Level 0

আমি যে Help টা করতে যাচ্ছি সেটা পুরো টাকার এক টি বালির বিন্দের চেয়েও ছোট তার পরও বলবো সবাই আমাদের জাহিদ ভাই কে একটু Help করবেন৷ আর আল্লাহর কাছে দোয়া করবেন সব যেন ঠিক হয়ে যায়৷

দোয়া করি জাহিদ ভাইয়ের জন্য @ হে আল্লাহ জাহিদ ভাইয়ের যে সমস্যা গুলো আছে তুমি দুর করে দাও! আর আমরা যে যা পারি জাহিদ ভাইকে সহযোগিতা করি।

ভাই ভেজালের সমারোহে খাটি মানের নিশ্চয়তা।বেপারটা আসলে টেকটিউনস এর এডমিনকে নিশ্চিত করতে হবে ঘটনার সত্যতা। যদি সঠিক হয় তাহলে ভাবুন একজন মানুষ কতটা অসহায় হলে সে অন্নের কাছে হাতপাতে ভাবুন! আমরা যদি একদিনের চা খরচটা জাহিদ ভাইকে দেই তা হলেও আমরা লোকটার জিবনের ফুল ফুটাতে পারি। এখানে একটা কাজ করা যায়। যেমন, টেকটিউনস এর এডমিনগন যদি এই ব্যাপারে হাত না বাড়ায় বা কোন দায়িত্ত না নেয়, তাহলে আমার মনে হয় কাজটা কঠিন হবে। টেকটিউনসকে অনুরদ করছি অনুগ্রহ করে দায়িত্তটা নিন এবং জাহিদ ভাইইয়ের জীবনটা নতুন করে রাঙ্গিয়ে দিই। আশলে “আমরাই পারি” কথাটা যেন মিথ্যা প্রমাণিত না হয়। যদি আমরা কিছু করতে না পারি, তাহলে আমাদের যৌবন মিথ্যা। বুজবো আসলে আমরা বুড়ো হয়ে গেছি। আমরা কেউ “নজরুল” পড়ি না, আমরা “শরৎচন্দ্র” পড়ি। আমদের মন বুড়ো। ধন্যবাদ।

Level 0

Amar mone hoy techtunes authoruty a jonno akto responce korle balo hato and Allah tar mangol karuk.

ইনশাআল্লাহ্‌ আমি আমার সাধ্যমত try করব আর আবারও বলছি এডমিন ভাইরা এগিয়ে আসুন

দোয়া করি জাহিদ ভায়ের জন্য।

যারা জাহিদ ভাই এর দেওয়া ফ্রী নেট ব্যবহার করেছেন কিন্তু এখন হেল্প করবেন না ভাবছেন তারা এই http://youtu.be/cX1npxCB_bU ভিডিও টি দেখে কিছু শিখুন।জাহিদ ইসলাম ভাই আমি সাধ্যমত চেষ্টা করবো ।চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে । আশা করি সবাই সাধ্যমত চেষ্টা করবে।।আমীন । ।

আল্লাহ্‌ জাহিদ ভাইয়ের মঙ্গল করুন।

Level 2

আপনার নিজের নাম্বারে বিকাশ, ডাচ্ বাংলা করে নিলে ভাল হত
কেননা দোকানদার কি আপনার অতি নিকটের নাকি
হাজার মানুষ টাকা পাঠাবে হিসাব রাখবে কিকরে ?
আর একটি নম্বরেইত সব একাউন্ট করাযায় দোকানদারের সব নম্বর কেন ?
আর জাহিদ ভাইকে নিয়ে অনেক ঘাটা ঘাটি করলাম কিন্তু তার প্রোফাইল ছবি ফেইসবুকের পুরান গুলাও দেখলাম ডিলিট
কারনকি ?
ফেইসবুকে অনেকেই বিশ্বাস করতে পাতেছেনা ।
জাহিদ ভাই আপনি আপনার ছবি দেন যেটা ফেইসবুকে কভার হিসেবে দিয়ে ছিলেন আর টেকটিউনস এ
তাহলে বিশ্বাস হবে আসলেই ইডি ঠিক আছে নতুবা মনেকরব হ্যাক

টিউনটি নির্বাচিত করা হউক, অনুরোধ এডমিনদের প্রতি।
জাহিদ ভাই, গরীবের বিপদের দিনে আল্লাহ ও তার অফুরন্ত রহমতের ভান্ডার সাথে থাকে। আর সাথে থাকে কিছু সঙ্গী যারা বিপদের দিনে শুধু আপনার নয় সকলের পাশে দাড়ায়।
আল্লাহ আপনাকে সাহায্য করুন।

বড় ধরণের ঘাপলা আছে মনে হচ্ছে , ইভেন্ট এ প্রশ্ন করলে ব্যাক্তিগত ভাবে আক্রমণ করা হচ্ছে । বিস্তারিত সেভাবে কিছুই দেওা নাই ।
উনি ব্যাক্তিগত তাও আবার অরথনইতিক ঝামেলায় পড়েছেন এতে জনগণ কে পাশে থাকতে হবে কেমন কথা ? হ্যা অন্যায় ভাবে উনাকে ঝামেলায় জড়ানো হলে অবশ্যই আমরা পাশে থাকতাম , বিস্তারিত তেমন কিছুই লিখা নাই , শুধু আছে অর্থনৈতিক মামলা তে পড়েছেন । একজন ভাল মানুষ কিভাবে ১০ লক্ষ টাকার মাম্লা তে পড়েন আমাকে একটু বুঝাবেন কি ?

এডমিনিস্ট্রেটর দের দৃষ্টি আকর্শন করছি ।

    Level 2

    @Apps For Apk: আসলেই ঘটনা সত্য টাকা দরকার তার সন্তারে অপারেশনের জন্য হেল্প করতে পারেন
    নিচের লিখাটা জাহিদ ভাই এর –

    একটি অনুরোধ
    সালাম নিবেন । আশা করি ভাল আছেন । আজ আপনাদের সামনে এসেছি একটি অনুরোধ নিয়ে , কোন ফ্রি নেট টিপস নিয়ে নয় । আজ আপনার কিছুটা সময় নষ্ট করব কিন্তু কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না । আজ আমি ক্লান্ত , নিরুপায় , অসহায় । কখনও ভাবিনি আমার জীবনে এরকম দিন আসবে । আর মাত্র কয়েকটা দিন পরে আমাকে কয়েক বছরের জন্য কারাগারে চলে যেতে হবে । হয়ত ভাবছেন আমি অনেক বড় কোন ক্রাইম করেছি , ঠিক তা নয় । আমার ভাগ্য খারাপ । গরীব ঘরে জন্ম আমার । কিছুদিন সুখের মুখ দেখতে না দেখতেই আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবং প্রায় পথে বসলাম । তারপর টাকা সংক্রান্ত মামলায় পড়লাম । এখন ১০ লক্ষ টাকা প্রয়োজন । এ টাকা আমার একার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় । আমি জানি আপনাদের কাছে সহযোগিতা চাওয়ার মত অধিকার আমার হয়ত নেই । কিন্তু আমার ৩ বছরের মেয়ের কথা ভাবলে আমার চোখে জল চলে আসে , আমি কি করে তাকে ছেড়ে এতদিন থাকব । তাই নির্লজ্জের মত কথাগুলো বলছি ।
    কথায় আছে – দশের লাঠি একের বোঝা । এই গ্রুপে প্রায় ২০০০ মেম্বার আছেন , আপনারা যদি নিজের ভাই বা বন্ধু হিসেবে আমাকে সাহায্য করতেন , তাহলে আমি আবার নতুনভাবে বাঁচার সপ্ন দেখতে পারতাম ।
    বর্তমানে মানুষকে বিশ্বাস করাও কঠিন , তাই কেও যদি এই বিষয়ে আরও জানতে চান ,আমার কাছ থেকে আমার ঠিকানা নিয়ে চলে আসুন । দেখে যান কত সুখে আছে জাহিদ ও তার পরিবার ।
    সবাই যদি আমাকে সাহায্য করার আশ্বাস দেন তো আমি একটি বিকাশ নাম্বার দিব , হয়ত ১০/২০ জনে কষ্ট করে আমাকে সাহায্য পাঠাল আর অন্যরা পাঠাল না , তাহলে ঐ ১০/২০ জনের কষ্ট সার্থক হবে না ।
    আর যদি তা সম্ভব না হয় তাহলে সময় পেলে কখনও রাজশাহী কারাগারে একবার এসে দেখা করে যাবেন [ জাহিদ , মোহনপুর ] বললেই হবে ।
    সবাই ভাল থাকবেন , আমার গোপনীয়তা বলে আর কিছু থাকল না …।

    Level 2

    vai ami apner satha akmot.

    Level 2

    @Apps For Apk : Vai amar o mona hoy kotha o Ghapla asa.

    @Firoz: এই যে জাহিদ ভাইয়ের করা টিউন দেখেন https://www.techtunes.io/help-ask/tune-id/282713
    @Apps For Apk:

Level New

টেকটিউনস এর এডমিনকে নিশ্চিত করতে হবে ঘটনার সত্যতা। যদি সঠিক হয় তাহলে ভাবুন একজন মানুষ কতটা অসহায় হলে সে অন্নের কাছে হাতপাতে ভাবুন! আমরা যদি একদিনের চা খরচটা জাহিদ ভাইকে দেই তা হলেও আমরা লোকটার জিবনের ফুল ফুটাতে পারি। এখানে একটা কাজ করা যায়। যেমন, টেকটিউনস এর এডমিনগন যদি এই ব্যাপারে হাত না বাড়ায় বা কোন দায়িত্ত না নেয়, তাহলে আমার মনে হয় কাজটা কঠিন হবে। টেকটিউনসকে অনুরদ করছি অনুগ্রহ করে দায়িত্তটা নিন এবং জাহিদ ভাইইয়ের জীবনটা নতুন করে রাঙ্গিয়ে দিই। আশলে “আমরাই পারি” কথাটা যেন মিথ্যা প্রমাণিত না হয়।

আমকে ভুল বুঝবেন না। জাহিদ ভাই এর আগের প্রফাই পিকটা দিলে ভাল হত। ID টা ঠিক আছেতো? মেধাবী বলে কথা দুশম থাকতেই পারে। যাক আমি সত্ততা প্রামাণ হলে সাহায্য করব ইনশাল্লাহ্‌! টেকটিউনস এর এডমিনকে নিশ্চিত করতে হবে ঘটনার সত্যতা। আর এইটা এডমিনের কর্তব বলে ও আমি ব্যক্তি গত ভাবে মনে করি। কেননা শুধু জাহিদ ভাইর এর জন্য এই টেকটিউন্স এ হাজার ও গ্রাহক বিজিট করেছে। আমার কথা গুলা ভেবে দেখবেন সকলে। ***আল্লাহ রক্ষা কারী***!

Level 0

যেকোন বিকাশ নাম্বারে অবশ্যই সাহায্য করব। তবে নিজের নাম্বারে বিকাশ করা থাকলে নিশ্চিন্ত হতাম।

Level 2

টিউনটি নির্বাচিত করা হউক, অনুরোধ এডমিনদের প্রতি।

আসুন আমরা সবাই সাধ্য মত চেষ্টা করি!!!

Level 0

আমি যতোটুকু জেনেছি যে, উনার ব্যাংক ঋণ এর কারণে উনার এই সমস্যা, আর আমার জানামতে ব্যাংক কিছু না দেখে তো আর লোণ দেয়না, তাই আমার কাছে জিনিস টা ক্লিয়ার হল না,
আর আপনাদের হেড লাইন টা খুবই অন্যরকম লাগল,

আমি দুঃখিত পাশে থাকতে পারলাম না ।

    @asstha: bhi aga janan unar shata khata bolan bujta parban ….jara bank loan nicha tader kas thaka uni taka ta dar hishaba nicha business korar jonno but 3 years bhalo cholcilo but tarpor lose hysa so jara dar disilo tara mona korsa taka to back dita parba na so mamla korsa..mot 3ta mamla aktai 14 din jaik o khat sa uni r last mamlar jai next month ar 12 tarik 29 lac ar mamla motamuti 10 lac dila negotiate kora prb solve hoba unar r jail a jaua lagba abar bujsan???ami aimatro unar shata khata bollam???anyway at least doa koran plz…manush manusher jonno.

bhi plz akto bujai bolban asola jahid ar bhi ar ki hysa ??? uni ki akhon Rajshi jaikhana ta? akto bujai bolan plz inshallah allah jototuk shamartho disa help korbo but aga actual prb ta bujta chai????

bhi ar bola lagba na aimatro jahid bhi ar shata anoke somoy dora khata hysa asola ghotona sotto …..plz apnara ai manush tar pasha asa daran ja jar jamon shmarto asa na hola ai msnush ta next month ar 12 tarik ar mamlar rai hoba unar jail hoba ..matro 10 lac ar jonno ai manush ta jail jaba hota e para na plz shoboy help koran plz plz plz…r techtunes ar admin ar kasa binito onurod plz ata k nirbachoto tune kora apnara akto help korun plz nirob thakban na plz. amader shundor tune ar jonno ajka apnader site popular hysa so plz jahid bhi ar pasha asa daran plz plz plz admin sir plz

    @shopping_card: সবাই এত প্রশ্ন করছেন কেন ? জাহিদ ভাই কে কল করে নিশ্চিত হন । youTube এ ভিডিও দেখুন ।

nana munir nana mot dekhe>confusion creat hoise.

Level 2

probably it’s fake

Level 0

একেক মানুষ একেক মত দেবে এটাই স্বাভাবিক। আমার মতে যদি আপনি সাহায্য করতে পারেন তবে করুন। আর এটা যদি মিথ্যা হয় মনে রাখবেন এতে তার নিজেরই ক্ষতি হবে আপনার না। কারন মিথ্যা দিয়ে কেউ বড় হতে পারেনা।

asole amar ar bolar kichui nai ami nitanttoi gorib tobu ami jahid vaike amar sadhdhomoto help korbo inshallah.

কিছু মানুষের কিছু কথা শুনে জাহিদ ভাই যে কতটা আঘাত পেয়েছেন সেটা হয়তো তার চেয়ে ভাল কেও জানে না ।

ami baktigoto vabe sobar kasa request korci , apnara je ja paren jahid vai k help korben

কিন্তু জাহিদ ভাইকে পুলিশ কেন হেপাজতে নেয়া হল সেটাইতো জানা হল না , শুনে অনেক ব্যাথিত হলাম।
কেউ কি দয়া করে একটু জানাবেন।

Bappi vai Jahid vai er ki hoyese je tar 10 lac takar dorkar. se kivave eto taka nosto korlo.