কেমন আছেন সবাই ? Photo Contest এর নামে SYMPHONY ভয়ংকর জালিয়াতির কিছু তথ্য সবার সামনে তুলে ধরতে চাই আশা করি সবাই মন দিয়ে পরবেন সম্ভব হলে SYMPHONY Photo Contest নামে জালিয়াতি সবাইকে সতর্ক করে দিবেন ।
গত ৩০ তারিখে Ringku C. Biswas দাদা প্রথমে ওদের T20 ফটো প্রতিযোগিতায় তার পিচ্চি সোনামণির ছবি আপলোড দেয় , এমন কি সেটা মোস্ট লাইকের তালিকায় থাকে, (মোস্ট লাইক ৩টি ছবি ওদের সাইটে হোম পেইজে থাকে)
হটাৎ করেই সেই দেখা যায় সেই ছবি আর নাই বরং যাদের ছবি আছে তারা সামান্য কয়েকটা লাইকের মালিক ।
ব্যাপারটা আমার কাছে সন্দেহজনক লাগে তাই আমি নিজেই গতকাল মানে ১লা এপ্রিল ২০১৪ অংশ নেই , যেখানে আবার ছবি সেরাদের সেরা তালিকায় থাকে আমার ছবি ৬৬০ টা লাইক পায় যা SYMPHONY ফটো প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি ,
আমার পর আমার ছবি আপলোড করে Startek Solution এর মালিক Shamim Ahmed ভাই ও বিখ্যাত ফ্রিল্যন্সার Mashiur Rahman ভাই ।
সেখানে Shamim ভাই ১২৯ লাইক পেয়ে ২য় ও Mashiur ভাই ৭২ লাইক পেয়ে ২য় অবস্থানে থাকে ।
প্রতিযোগিতা শেষে সিম্ফনি থেকে আমার সাথে 01676669986 যোগাযোগ করে প্রথমে বলে আপনার ওখানে ভুয়া লাইক দেখা যাচ্ছে , আমি জবাব দেই একজন একবার লাইক দিতে পারে তাহলে ভুয়া লাইক হয় কিভাবে ? (বিশ্বাস করুন কোন ভুয়া লাইক নেই )
তারপর বলে আপনি মাঠে খেলা দেখতে গিয়েছেন প্রমান দেন, আমার কাছে আরও ছবি চাওয়া হয় আমি ইমেইল করে পাঠিয়ে দেই ।
সন্ধ্যার পর সবাই ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকে সবাই কিন্তু গতকাল ফলাফল ঘোষণা করার ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র ওদের অতীত রেকর্ড ঘাটাঘাটি করে দেখলাম সন্ধ্যা ৭ টার মধ্যে সকল ফলাফল দেয়া হয়েছে , গতকাল ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় তালবাহানা , অনেকেই তাদের পেইজে কমেন্টস করে জানতে চায় ফলাফল ঘোষণা নিয়ে তাল বাহানা কেন করা হচ্ছে ?
এখানে http://www.facebook.com/symphonymobile
তাদের আইন অনুযায়ী ৪০% মার্ক লাইকের ভিত্তিতে ও ৬০% লাইক বিচারকরা দিবেন ।
তাহলে সেই হিসাব অনুযায়ী সবচাইতে বেশি লাইক (৬০০+) লাইকের জন্য আমি ৪০% এর ৪০% মার্ক ই পাবো, তার তুলনায় বিজয়ী ৪৩ টা লাইকের জন্য পাবে ৩% মার্ক । আর সেই ৬০% মার্ক এর মধ্যে বিজয়ীকে ৫০% দেয়া হলে , আর আর আমাকে ৩০% মার্ক ও দেয়া হয় তবুও আমি বেশি পয়েন্ট এ জিতে যাওয়ার কথা ।
কিন্তু আমি তো দূরের কথা হোম পেইজে থাকা ২য় ৩য় কারো নাম নেই পরে রাত ১১ টা ১০ মিনিটে Salmi kabir নামের একজন ফটো সাংবাদিকের নাম ঘোষণা করা হয় ।
যাকে কিনা কেউ হোমপেইজে দেখেনি ।
মাত্র ৪৩ লাইক পাওয়া বিজয়ী ছবিটি আমরা টিভিতে সবসময় দেখি বা ফেইসবুক বা বিভিন্ন সাইটেই পাওয়া যায় এমন ছবি ।
আমার মাথায় আসেনা টিভিতে দেখানো ছবি বিজয়ী করার উদ্দেশ্য কি ?
আমি সিম্ফনি পেইজে সরাসরি প্রশ্ন করি এরেই তো কেউ দেখেই নি বিজয়ী ঘোষণা করা হল কেন ? সিম্ফনি থেকে জানানো হয় আমার ছবির As winner is deciding on the basis of 40% unique likes and 60% on the basis of photo expression
এখন আমার প্রস্ন ৬৬০ জনের পছন্দের ছবিকে তারা কোন মূল্যায়ন করতে পারে নাই কেন ?
তারপর সিম্ফনি পক্ষ থেকে আর কোন উত্তর দেয়া হয়না , তাদের কিছু এজেন্টকে পাঠানো হয় আমাকে অপমান অপদস্ত করতে ।
তাদের কমেন্ট দেখুন
সুদীপ্ত শাহীনঃ আজব কথা ৬০০+ মানুষ একটা ফালতু জিনিস ভালো বললেই সেটা ভালো ? ফটোগ্রাফির নামে তো কিছু দেখলাম না । খালি একটা ফোনের লোভে এতগুলা লাইক ম্যানেজ করে এখন না পেয়ে এত দুঃখ ? ভালই পেয়েছেন আপনারা ।
Shahad Raju vai polada ekta vanga chura nokia mobile use kore ... se symphonir attiyo hoile ajke tar pet ta boro na hoye pocket ta fule thakto symphonir mobile er karone .
এবার এজেন্ট কথা গুলো উত্তর আমি দিচ্ছি আপনারা ভাল করেই জানেন আমার একটিভিটি
মোবাইলের প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই কারন লোভী মানুষ আমি নয়, এবং আমি সবসময় ২টা মোবাইল সবসময় ব্যবহার করি এবং আপনাদের দোয়াতে আমার টাকা দিয়ে এমন মোবাইল কেনার মত সামর্থ্য আছে । এখানে অংশ নেয়ার মুল কারন @Ringku দাদার সাথে জালিয়াতির তথ্য বের করা ।
আর ২য় জন যেটা বললেন সিম্ফনি দিয়ে পকেট ফুলানো , হাসি পেল গুগলকে জিজ্ঞেস করলেই গুগল বলে দিবে দিবে সিম্ফনি দিয়ে পকেট ফুলানো যায় কিনা এখানে দেখুন>>> http://goo.gl/NHyDgz
আর জাতীয় পতাকা নিয়ে ছবি উঠানো এটা নাকি ফটোগ্রাফির নামে তো কিছু না !!!!
যাহোক আশা করবো অতীতের মত সকল জালিয়াতির বিরুদ্ধে অনলাইন কমিউনিটি সোচ্চার হবে এটাই প্রত্যাশা
আর আমি যদি অতীতে আপনাদের পাশে দাড়িয়ে থাকি তবে আমারর বিরুদ্ধে জালিয়াতি আপনারা রুখে দিবেন ।
সিম্ফনি পেইজ লিংক >>> https://www.facebook.com/symphonymobile
দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ
সিম্ফনির জালিয়াতি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ।
আসুন বয়কট করি দেশী ব্যান্ডের নামে চায়না SYMPHONY মোবাইলকে
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
vai bangla company to………. contest o dey tara n jite o tara 😀