টেকটিউনসের এর জনপ্রিয়তা কতটা তুঙ্গে আপনি যদি এই মুহূর্তে আমার এই টিউনটি পড়তে থাকেন তা হলে আপনি নিজেই জানেন। টেকটিউনস এর জন্ম থেকেই তা প্রচন্ড জনপ্রিয়। আর বেশি জনপ্রিয় হলে যা হয় Bad People দের চোখে পরে যাওয়া। বেশ কয়েক মাস আগেও টেকটিউনসে স্প্যামারদের উৎপাত দেখে আমার চোখ ছানাবানা 🙄 !! একই টিউন হাজারবার!!
দিনে মনে হয় এরা চাকরিই নিয়ে নিছে সারাদিন টেকটিউনসে স্প্যাম করার জন্য। আর এ কারণেই হয়ত টেকটিউনসের নতুন টিউনারশীপ রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্য হলাম নতুন রেজিস্ট্রেশন করতে না পারার পরও নতুন নতুন স্প্যাম টিউন কৈর থেকা আসে?
বেশ কিছু ঘাটাঘাটির পর বুজতে পারলাম আসল কাহিনী। স্প্যামাররা নতুন রেজি করতে না পারলে কি হবে পুরান আইডি তো কাজে লাগাতে পারে। আর তাই স্প্যাম করতে তারা পুরানো যারা রেজি করেছে তাদের নানা প্রলোভন দেখিয়ে সারাসরি আইডি বিক্রির অফার দেয়। একসাথে বেশি আইডি দিলে বেশি টাকা। টাকার লোভ কে সামলেতে পারেন বলেন আর যারা টেকটিউনসে জীবনে কোনদিন টিউনও করে নাই তাদের তো পোয়াবারো আর যারা জীবেন ৩-৪ টা টিউন করছে তাও নিজের সাইটের লিংক মাখানো তাদের তো পৌষ মাস :-D। টাকা দিলেই দিয়ে দিচ্ছে স্প্যামারদের। আর যাদের একটু ভালো টিউন আছে তাদের আইডির দাম আনেক বেশি। আমার সংবাদ পাওয়া মতে ২০ হাজার টাকাতেও টেকটিউনস আইডি নাকি সেল হয়েছে। বুড়ুলোক সব!!
ক্লিকবিডি, এখানেই, বিক্রয় আর ফেসবুক গ্রুপে স্প্যামারা এগুলো করে বেড়াচ্ছে। একটু সার্চ করলেই পেয়ে যাবেন। আর একটা প্রমাণ দেখুন নিচে
আমি জানলাম কেমনে? আরে আমার আইডি তো সেলের দাম উঠছে বাট ১৩৩+ টিউন থাকার পরও দাম কম কয়। Bad Peoples!!
টেকটিউনস জনপ্রিয় তা জানি কিন্তু এত বেশিই জনপ্রিয় হয়ে যাবে তা তো আগে বুঝি নাই রে বাপু!!
হ্যাঁ জানি আপনারও এখন নিজের টেকটিনস আইডিটা সেল করতে মন চাইছে। ভুলেও এ চিন্তা মাথাও আইনেন না। কারণ স্প্যামাররা আপনার আইডিও নিবে আবার অন্যের আইডিও নিবে স্প্যাম করবে আর আপনার রেপুটেশনের বারোটা বাজাবে। তাই সাবধান!!
তবে টেকটিউনস এর মডারেশন এর ব্যাপারে আরও জোর দেওয়া উচিত। স্প্যামারদের ঠেকাতে আরও জারদার পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এই সব আজেবাজে স্প্যামারদের দৌরাত্যের জন্য টেকটিউনসের সুনাম নষ্ট হোক সেটা আমাদের কাম্য নয়।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
আমি একটা টউনও করিনাই এরপরেও যদি আমারে দশ লক্ষ টাকাদেয় এর পরেও আমি দিবনা ।