ধুমিয়ে বেচা কেনা হচ্ছে টেকটিউনস টেকটিউনার আইডি!!

টেকটিউনসের এর জনপ্রিয়তা কতটা তুঙ্গে আপনি যদি এই মুহূর্তে আমার এই টিউনটি পড়তে থাকেন তা হলে আপনি নিজেই জানেন। টেকটিউনস এর জন্ম থেকেই তা প্রচন্ড জনপ্রিয়। আর বেশি জনপ্রিয় হলে যা হয় Bad People দের চোখে পরে যাওয়া। বেশ কয়েক মাস আগেও টেকটিউনসে স্প্যামারদের উৎপাত দেখে আমার চোখ ছানাবানা 🙄 !! একই টিউন হাজারবার!!

দিনে মনে হয় এরা চাকরিই নিয়ে নিছে সারাদিন টেকটিউনসে স্প্যাম করার জন্য। আর এ কারণেই হয়ত টেকটিউনসের নতুন টিউনারশীপ রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্য হলাম নতুন রেজিস্ট্রেশন করতে না পারার পরও নতুন নতুন স্প্যাম টিউন কৈর থেকা আসে?

বেশ কিছু ঘাটাঘাটির পর বুজতে পারলাম আসল কাহিনী। স্প্যামাররা নতুন রেজি করতে না পারলে কি হবে পুরান আইডি তো কাজে লাগাতে পারে। আর তাই স্প্যাম করতে তারা পুরানো যারা রেজি করেছে তাদের নানা প্রলোভন দেখিয়ে সারাসরি আইডি বিক্রির অফার দেয়। একসাথে বেশি আইডি দিলে বেশি টাকা। টাকার লোভ কে সামলেতে পারেন বলেন :mrgreen: আর যারা টেকটিউনসে জীবনে কোনদিন টিউনও করে নাই তাদের তো পোয়াবারো :mrgreen: আর যারা জীবেন ৩-৪ টা টিউন করছে তাও নিজের সাইটের লিংক মাখানো তাদের তো পৌষ মাস :-D। টাকা দিলেই দিয়ে দিচ্ছে স্প্যামারদের। আর যাদের একটু ভালো টিউন আছে তাদের আইডির দাম আনেক বেশি। আমার সংবাদ পাওয়া মতে ২০ হাজার টাকাতেও টেকটিউনস আইডি নাকি সেল হয়েছে। বুড়ুলোক সব!!

ক্লিকবিডি, এখানেই, বিক্রয় আর ফেসবুক গ্রুপে স্প্যামারা এগুলো করে বেড়াচ্ছে। একটু সার্চ করলেই পেয়ে যাবেন। আর একটা প্রমাণ দেখুন নিচে

আমি জানলাম কেমনে? আরে আমার আইডি তো সেলের দাম উঠছে বাট ১৩৩+ টিউন থাকার পরও দাম কম কয়। Bad Peoples!!

টেকটিউনস জনপ্রিয় তা জানি কিন্তু এত বেশিই জনপ্রিয় হয়ে যাবে তা তো আগে বুঝি নাই রে বাপু!!

হ্যাঁ জানি আপনারও এখন নিজের টেকটিনস আইডিটা সেল করতে মন চাইছে। ভুলেও এ চিন্তা মাথাও আইনেন না। কারণ স্প্যামাররা আপনার আইডিও নিবে আবার অন্যের আইডিও নিবে স্প্যাম করবে আর আপনার রেপুটেশনের বারোটা বাজাবে। তাই সাবধান!!

তবে টেকটিউনস এর মডারেশন এর ব্যাপারে আরও জোর দেওয়া উচিত। স্প্যামারদের ঠেকাতে আরও জারদার পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এই সব আজেবাজে স্প্যামারদের দৌরাত্যের জন্য টেকটিউনসের সুনাম নষ্ট হোক সেটা আমাদের কাম্য নয়।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আমি একটা টউনও করিনাই এরপরেও যদি আমারে দশ লক্ষ টাকাদেয় এর পরেও আমি দিবনা ।

Level 2

কেনা বেচার ইমেজটি কঠিন হইছে।

Level 0

এই নিউজ কোথায় পেয়েছেন? কোন প্রমান বা লিঙ্ক থাকলে দেন তাহলে সবার বিশ্বাস হবে তাছাড়া এটি বিশ্বাসযোগ্য নয়!!!

Level 2

আহারে! ২০ টা আই ডি বানানো উচিত ছিল!

ha ha ha valo to valo na

আসলেই মডারেটরদের উচিৎ techtunes এর security দিকে নজর দেওয়া

প্রাণ দিবো , তাও টীটি আইডি দিবনা।

কি শুনলাম এটা @ বড় আশ্চর্যের বিষয়!

Level 0

হায় হায় কি বললেন এটা !!!!

কথা গুলোর সত্যতা প্রমাণ করে টিউন করা উচিত।

মুখে কইলেই হবে? প্রমান কি?

Level 0

ভাই আপনি কিনতাছেন নাকি বেছতাছেন.. 😛

Level 2

কোনো বিশশাস যোগ্যতা নাই

টিউনার তো দেখি হারায়া গেল !!! ভাই প্রমান থাকলে কিছু কন

কেউ কিনলে আমাকে জানাতে পারেন, দাম বেশি না, ঢাকায় একটা ৫০০০ স্কয়ারে ফিট এর ফ্লাট দিলেই হবে….পরে দাম বাড়াতে পারি, তাই সময় থাকতেই জানান 😀

হাহাহা, ক্রয় বিক্রয়ের বাজারে টেকটউনসের আইডি…!!!! স্প্যামার রা পারেও বটে।

আইডি বেচাকেনা করা ভাল কাজ নয়!

কিছু দিন আগে Microworkers এ একটা কাজ দেওয়া হয়েছিল ।সেখানে বলা ছিল টেকটিউনস এ রেজি করে ইমেইল ও পাস এবং ইমেইলের পাসওয়ার্ড সব ডিটেইলস প্রুফ হিসেবে জমা দিতে হবে ।

@আরাফাত ইসলাম: দেখেছিলাম ভাই।মাত্র ৫.৬০ টাকা দিবে (০.০৮ সেন্ট)।কেউ কাজটা করেছিলো বলে মনে হয় না।হাউ ফানি….

Suna onek kharap laglo

আজব তো এটা তো অনেক আগের পোস্ট বাট হোমপেজে ক্যানো

Level 0

কি শুনলাম রে ভাই। আমরা কি তাইলে এখন ভিআইপি। ধন্য টেকটিউন্স তুমি ধন্য

দারুন তো,

কে বলেছে সত্যি নয়? এই যে নিন প্রমাণ https://facebook.com/groups/153628858020292?view=permalink&id=775786342471204&_rdr

@সাগর আহমেদ: First e date dekhi nai….niche comment porte porte dekhi amar nijer e comment…. Pore date dekhi onek agekar kahini :v :v

Spammar der kono jaiga nai TT te

TT ar poribesh kono obosta tei nosto korte deoa jabe na

আইডি ও বেচাকেনা করেন উনারা ?? LOL….

Level 0

আমার ৩ টা একাউন্ট আছে, ,,,,,,হা হা হা

কি আর বলব এদের

Level 0

এখন দেখছি শুধু টেকটিউনস আইডি বিক্রি হচ্ছে…….কয়দিন পর দেখব টেকটিউন সাইটাই কিনতে চাচ্ছে………….

এইসব স্পামারদের দ্বারা কিচ্ছু হবো না…………..
শুধু লাফা লাফি করতে জানে………..

এইটা কী বাজার ভাই

ami android dea ai site a post korta parcina plz help me

এটা কিন্তু উচিত না। খুব খারাপ লাগলো কথা টা শুনে।

সুন্দরকে নোংরা করার প্রতিযোগিতা। রীতিমতো ভয়ানক।

Level 0

আমারে কেউ মাইরাহালা

এটা সত্য।।আমিও দেখেছি টেকটিউন্স ফেইসবুক গ্রুপে এ রকম দামাদামি।।হাইরে মানুষ!! যেখানে সন্মানের উপরে টাকাকেই বড় মনে করে।।

r koto ki sonbo

শালাদের জুতা দিয়া পিটাইলেও কম হয়ে যাবে। তাদের জন্যই এখন নতুন ও ভালো লেখকরা রেজিষ্ট্রেশন করতে পারছেনা।

হাছা কথা নাকি?
মোরা গর্বিত। যাইহোক ভুলেও এই পথে পা দিবেন না। নিজের ঈমান বিক্রি কইরেন না।
😛

TT তে আমার পাস ওয়াড পরিবর্তন করবে কি ভাবে

ভাই আমিও এইখানে কমেন্ট করছি লিখছি ৩৫০০ টাকা কারন জানি কেও আমাকে এত টাকা দেবে না আর হুম্ম আইডি কখনই বেচব না আইডিতো আর গাছে ধরে না । আমার আই ডি মাত্র একটাই আর দেখেন কমেন্টের শেষে জীব বের করা ইমোজিস দিয়ে দিছি যার মানে আমি এইটুকু বোঝায়তে চাচ্ছি এইটা শুধু একটূ ফান ছিল এক জনের পোস্টে কমেন্ট করছিলাম যে ২কোটি টাকা আসলে আমি ২কোটি টাকাও চাইনি ওখানে শুধু বুঝিয়েছি টেকটিউনস আইডি বিক্রি করার জন্য খোলা হয় না 😀 😛

ভাই ঘটনা কিন্তু ১০০% সত্য ……………।।

একদম সত্য ঘটনা আমার ফেসবুকে প্রোফাইল খুলে দিন বা একটা প্রোফাইল দিতে পারেন এরকম ৪-৫ টি মেসেজ এসেছে।

@মোঃ লিমন পীরগঞ্জ: অপেরা মিনি আপডেট করুন

ফেজবুকেও আমি দেখেছি, টিটির আইডি ও পাসওয়ার্ড কেউ দেবেন? তখন বুঝেছি এই রকম একটি ঘটনা ঘটতে পারে। আমার মনে হয় কিছু দিন পর বিক্রয় ডট কম, এক-ক্ষনি, ওলেক্স সহ সব বিক্রয় সাইটে পন্যের মত টিটির আইডি বিক্রয় হবে। টিসটিওন আইডি বিক্রয় হবে এত টাকা। হা হা হা

Level 2

টিটির পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে আর কি!

Level 0

Moja pailam

অনেক খেটে একটা আইডি তৈরী করেছি। কখনো বিক্রির ইচ্ছা নেই।

5000 taka dile id bikri korbo

এত টাকা দিয়ে ID কিনে কি করবে লাভটা কি? এটা আমার কাছে ঠিক বিশ্ব্যাস হয় না ।

aro koto kichu je dekhte hobe……..