লেকচার বাদদিয়ে কাজকরি, টেকটিউনসকে আরো সমৃদ্ধ করি।

সবার প্রতি সালাম ও শুভ কামনা জানীয়ে শুরু করছি আজকের টিউন। প্রথমেই একটা কথা বলতে হচ্ছে জানা-অজানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা জ্ঞ্যন বিকাশের একটি অংশ। তাই জানা-অজানার আলোকেই আজকের টিউন।

টেকটিউনস এ আমার মাঝে মধ্যই চোখ পড়ে কিছু বাঘা বাঘা টিউনারদের টিউন যা থেকে কাজের জিনিস বা প্যকটিক্যাল নলেজ ও প্রয়োজনীয় জিনিসের চাইতে শধু অপ্রয়োজনীয় বক্তিতাই বেশি পাওয়া যায়। যেমন এসইও করতে এটা এটা করুন এটা থেকে বিরত থাকুন। কিন্তু তিনি একবারো বলেননা এসইও করতে এটা আপনার প্রয়োজন এটা আপনি ওখানথেকে পাবেন, বা আপনি যদি এটা করেথাকেন তবে ভুল করেছেন, এটার সমাধান এভাবে এভাবে এইখান থেকে পেতে পারেন।

অথচ নিজের নামের সাথে এসইও এক্সপার্ট বা ওমুক আইট কম্পানির প্রশিক্ষক, অথবা ওমুক আইটি টিমের চিফ। কিন্তু তিনারা একবারো বোঝার চেষ্টা করেননা যে তাদের নামের এই পদবি গুলোর কারনে আমরা অনেকেই তাদের থেকে ভালো কিছু পাওয়ার জন্য তাকিয়ে থাকি। আর তিনারা যখন টিউন করেন, তখন লেকচার ছাড়া কিছুই পাইনা। অথচ তিনারা যে লেকচারগুলো দেন, তার সাথে কিছু প্র্যকটিকাল ট্রিকস ও দিতে পারেন।

অথচ পদ-পদবী ছাড়া মাঝারী টিউনারদের কাছ থেকে যা পাই তা আসলেই অনেক কাজের। যেমন অনেকেই ভালো ভালো টিউটিরিয়াল করে। হাতে কলমে সেখান থেকে অনেক কিছুই শেখা যায়। আর বাঘা টিউনার গুলোকে দেখা যায় তার পর পরই একটা টিউন করে যা থেকে লেকচার ও শিখা জিনিসগুলোর উপর কনফিউশন তৈরী করা ছাড়া কিছুই পাওয়া যায়না।

যদিও আমি একজন ছোট টিউনার তথাপি পদ-পদবীধারী বাঘা টিউনারদের যে সমস্ত টিউন আমার নিকট অপ্রয়জনীয় মনে হয়েছে তার উপরই একটা মুক্ত মত প্রকাশ করলাম মাত্র। এতে কারো খারাপ লাগলে দুখিঃত। তবে বিশ্বের বাংলা প্রযুক্তির বৃহত ব্লগ টিকটিউনসকে আরো সমৃদ্ধ করতে আলোচনা সমালচানর প্রয়োজন আছে বলেই আমি মনেকরি। যেমনটি প্রযুক্তি বিষয়ক ইংরেজি বড় বড় ব্লগ গুলোতে দেখা যায়। আবারো বিশ্বের বাংলা প্রযুক্তির সর্ববৃহত ব্লগ টেকটিউনস এর ও এর সাথে সম্পৃক্ত সকলের শুভ কামনা করে শেষ করছি।

এম আব্দুল্লাহ

Level 0

আমি মিঞাঁ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😀 😀 😀

SEO somporke ami o hotas hoyechi.

Level 0

আমিও অপ্রয়জনীয় লেকচারের হতাশ হয়েই টিউন করলাম।

Level 0

এটা সত্য যে ইদানিং কিছু টিউনার তাদের নিজস্ব সাইট এর প্রচার অথবা অন্য কোন উদ্দেশ্য নিয়ে টিউন করছে, যার শিরোনামের সাথে কন্টেন্ট এর কোন মিল নেই, এগুলো অনেকটা ধোকাবাজীর পর্যায়ে পরে। তবে বাঘা বাঘা টিউনার কথাটার সাথে আমার দ্বিমত আছে। যদি আপনি বাঘা বাঘা টিউনার বলতে পুরনো টিউনার বা অভিজ্ঞ টিউনার দের কথা বুঝিয়ে থাকেন, তবে আমি বলব, আমি যতটুকু দেখেছি অভিজ্ঞ টিউনাররা এ ধরনের পোষ্ট করেন না। এগুলো হল নতুন দের কাজ, যারা অল্প কিছু জেনে নিজেকে অনেক বড় ভেবে ফেলে।
আমি যে কোন কথা সরাসরি বলতে পছন্দ করি, আশা করি আমার কথায় কিছু মনে করবেন না। ধন্যবাদ 😀

    Level 0

    সাগর ভাই, আমিও ডাইরেক্ট বলেচছ, পদ-পদবীধারী বাঘা বাঘা টিউনার। যা দ্বারা নামধারী বাঘা টিউনারকে ইন্ডিকেট করে।
    ধন্যবাদ আপনাকে টিউন পড়ার ও মন্তব্য করার জন্য।

      Level 0

      @M_Abdullah: তাহলে ঠিক আছে, ধন্যবাদ

Level 0

শফিউল ভাই, যদিও নাম টিউনস এর সাথে থেকেই যায়। তথাপি লেখা শেষে অভ্যাস অনুযায়ী নাম-পেশা দিয়ে দিয়েছি।
আসলে এটা আইটি প্রতিবেদকের সেক্টর, তার পরেও কলিগদের দিয়ে চেষ্টা করবো। টিউনস পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    @M_Abdullah: ভাই টেকটিউনস এর মত এত বিশাল একটি কমিউনিটি পৃথিবীর অন্য যে কোন প্রান্ত হলে মিডিয়া ফিচার করতই। কারণ তাঁরা মেধার মূল্য জানে। কিন্তু এদেশে ভালো জিনিসের জন্য লোক পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে।