মেগা টিউন ! সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক

কিছু ক্ষন আগে একটা নিউজ পেলাম তাই ভাবলাম সবার সাথে শেয়ার করেই ফেলি  . কিছু ক্ষন আগে আওয়ামিলিগের অফিসিয়াল ফ্যান পেজে এই ঘোষনা দিল ।

সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক

টেলিটকের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করল সরকার। চীন এবং রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিনত করতে যাচ্ছে একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক।Difference-between-Header-and-Footer

জানা গেছে, এই প্রকল্পের আওতায় বিদ্যমান ‘টেলিটক থ্রিজি চালু ও সম্প্রসারণ এবং টুজি সম্প্রসারণ’ প্রকল্পের আওতা আরো বাড়ানো হবে। সারা বাংলাদেশের তৃণমুল পর্যন্ত পৌছে যাবে টেলিটকের টুজি এবং ৩.৫জি নেটওয়ার্ক। এরপরই কাজ বাস্তবায়ন শুরু হবে টেলিযোগাযোগ খাতের ইতিহাসে বিরল দৃষ্টান্তের এই প্রকল্পটির।

জানা গেছে, টেলিটকের থ্রিজি ৬৪ জেলা শহর সহ সারা দেশের সকল প্রান্তে পৌছানোর কাজ শেষ হলে প্রতিটি টাওয়ারের সাথে একটি করে শক্তিশালী ওয়াইফাই রাউটার স্থাপন করা হবে। একটি রাউটার অন্তত ১.৫ বর্গকিলোমিটার শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্ক কাভারেজ প্রদানে সক্ষম হবে।

এই ওয়াইফাই হবে সবার জন্য উন্মুক্ত এবং একদম ফ্রি। স্পিড প্রাথমিক ভাবে পাওয়া যাবে অন্তত ২৫৬ কেবিপিএস যা পরবর্তীতে আরো বৃদ্ধির সুযোগ থাকবে।

গতকাল অনানুষ্ঠানিক ভাবে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে উপস্থিত উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাথে প্রায় ৭০০ কোটি টাকা ঋনের প্রাথমিক চুক্তি স্থাপন করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড, যা পরবর্তীতে আরো বৃদ্ধি পাবে।

পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে আজ সকাল ১০ টায় আরো একটি সমঝোতা চুক্তি সাক্ষর হয়। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড, রাশিয়া এবং চীনের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আশা করা যাচ্ছে, এটি বাস্তবায়ন হলে দেশের ১৬ কোটি মানুষ ডিজিটাল বাংলাদেশের পূর্ণ সুফল পাবেন। বাংলাদেশ হয়ে উঠবে আধুনিক, বিজ্ঞানমনষ্ক, মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর এক উন্নত রাষ্ট্র।

সৌজন্যে

Level 0

আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাল/খাড়াপ : তাইনাকি না/হা বিশ্বাস করতে পারতে ছিনা কেন ? যদি পদ্মা সেতুর মত কারবার করে থাকলে ।

    Level 0

    @kalamfaim:
    হ্যা সেটাই দেখার জন্য অপেক্ষা করে আছি

Level 0

amr bachara chalate parbe. mone hoina amra pabo

ভাই নিউজটা শুনে খুব ভাল লাগল। আমাদের দেশ অনেক উন্নত হবে । আমরা সবাই free net use করব ভাবতেই কেমন যেন লাগে……

একটা কথা প্রচলিত আছে গ্রাম বাংলায়। “আশায় থাকো কাউয়া, পাকলে খাইয়ো ডাউয়া”

যদি করে তাহলে সরকারকে ধন্যবাদ। ইন্টারনেট মানুষের হাতের নাগালে এলে তবেই ডিজিটাল বাংলাদেশ হবে। আর যদি না পারে তবুও একটি অনুরোধ থাকবে সরকারের কাছে, সকল মোবাইল অপারেটরদেরকে নেট প্যাকেজ কমানোর জন্য আদেশ দেওয়া,

Level 0

age 3g paile-i amora hosi

ফ্রি ওয়াইফাই না পাই, দেশের সব জায়গায় সুলভ মূল্যে ৩জি সেবা পেলেই হবে !!

Level 0

আহারে ! কতো আশা, বগের বাসা ।
এইটা যেদিন আসবে সেদিন আমার নাতিকে তার নাতিরা দাদু ডাকবে।

awamilig banglar manus k abar boka banassa

লাগতাহে ডাল মে কুছ কালা হ্যায়

এইটা কি বিনুদুন মনে করুম না কি করুম বুজবার পারতাসি না 😀 যেইখানে নেট প্যাকেজ ই কমে না আবার ফ্রী ওইফাই আহা 😀

Level 0

অকল্পনীয় প্রতাশা…………। ভাবতে ভালই লাগে………।।

Level 0

মস্করা???????????????????

ভালো ই সার্কাস করতেছে, ব্যাফোক বিনুদন……। 😀

Level 0

haire!!! koto shopno e na dekhailo…. :v :v

Level 0

ভাই সবেরা আপনারা অপেক্ষাই থাকেন!!!!!!!! সম্ভাবত এই পরিকল্পনাটি অবশ্যই 2050 to 3000 সালের মধ্যে সারা বাংলাদেশ এ প্রকল্পিত করা হবে ইনশাআল্লাহ।

মনে হয় গুজব।

Level New

এইটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো। ….. পূরণ হবেই !!

    Level 0

    @informer1: হা হা হা :p

Level 2

News ta khub bhalo. but amra bangali boste dile shute chai. Free net dele jokhon dekbho speed kom den teletalk ke gala gali korbo. ami bujtesina mota moti speed a sobaike kibabe free internet provide korbe. Ar onno mobilie kompany and ISP ra ki bose bose angul shosbe naki. Any way spped kom ar basi jodi seta hoy, tahole bolbo sorkarer bhalo oddeg. kisota hole bangladesh update hobe knolede gether kore. wait for the hapenning.

Level 0

করতে পারলে ভাল হবে।