হেল মডারেট! এটি একটি সতর্কতা মুলক পোস্ট দয়া করে রিমোভ করবেন না
আমি কয়েক দিন আগে একটা নেটাইলার মাসস্টার কার্ড হাতে পেয়েছি, আমার কার্ড দরকার পরে ডোমেইন কিনার জন্য বা এই ধরনের ছোট খাট কাজ করার জন্য, ডমেইন রিনিউ করব বলে ২০ ডলার কিনার জন্য ফেসবুকের কয়েকটা গ্রুপে পোস্ট দিলাম কিছুদিন যাও্য়ার পরেও কোনা সারা শব্দ পেলাম না, কাল রাতে একটা পোস্টে দেখলাম ৩০ ডলার বিক্রি করবে তো ফোন দিলাম এবং ২০ ডলার বেচবে কিনা জিজ্ঞাসা করলাম প্রথমে না করে পরে বলল বিক্রি করবে, আমার বিকাশ না থাকার কারনে আমি বললাম যে আজ দুপুরের কথা সে রাজি হল, তো আজ দুপুরে তার সাথে কন্টাক করে 01915-875102 নাম্বারে ১৬৩৫ টাকা বিকাশ করলাম এবং তার সাথে যোগাযোগ করলাম সে টাকা পেয়েছে,
এরপর ১০ মিনিট হয়ে গেল আমাকে ডলার পাঠাচ্ছেনা আমি ফোন দিলাম সে বলল নেট স্লো তো একটু দেরি হবে, আধা ঘন্টা হয়ে গেল ফেসবুকেও আসতেছেনা আমি হতাস! ফোন দিলাম রিসিভ অ করেনা একটু পর ফেসবুকের চ্যাট এ আসল আমি বললাম কি ব্যাপার? সে বলল এক মিনিট, এক মিনিট পর মেসেজ দিচ্ছি মেসেজ তো আর জায়না, ফোন দিলাম ফোনও রিসিভ করতাছেনা একটু পর আমার নাম্বার ব্লেকলিস্টে দিয়ে রাখল আর আমার ফেসবুক আইডিও ব্লক মাড়ল! তখন বুজলাম সালা বাটপারি করল এখন আর কি করা? আপনাদের জানালাম...
তবে একটা বিষয় সালা একটা ডলার কেনা বেচার গ্রুপের এডমিন যেখানে ৫৪৫০ জন মেম্বার!!
আমি বাটপারের ছবি, প্রোফাইল আইডি আর গ্রুপ লিঙ্ক দিচ্ছি বটপারটাকে সবাই চিনে রাখুন!
Sojib Ahmed বাটপার |
ফেসবুক প্রোফাইল লিঙ্ক (Sojib Ahmed বাটপার) https://www.facebook.com/sojib.ahmed.5076798
Sojib Ahmed বাটপার এর গ্রুপ |
(Sojib Ahmed বাটপার এর গ্রুপ) https://www.facebook.com/groups/520054308030233/
বাটপারের নাম্বার 01679-141338 / 01915-875102
এই গ্রুপের আরো দুইজন এডমিন আছে তবে তাদের নাম্বার বা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি
জানিনা তারা কে? নাকি এই বাটপারের নকল আইডী
আমি দুই এডমিনের লিঙ্ক দিচ্ছে কেও চিনে থাকলে কমেন্টে জানাবেন প্লিজ
এডমিন ১ Monjur Ahmed https://www.facebook.com/mdsia3
এডমিন ২ Rashed Khan https://www.facebook.com/fx.sirazul
আমি শেখ নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঐসব বাটপারদের জন্য আমাদের অনেক ভাইদের ক্ষতি হচ্ছে এবং অনেকে আউটসোর্সিং কাজ করার অনিহা প্রকাশ করছে। আমি ফেইসবুকে রিপোর্ট করলাম। আপনিও করেন এবং অন্যান্য টিউনারদেরও অনুরোধ করব আপনারা সবাই ফেইসবুকে রিপোর্ট করনে। পারলে ব্যাটার ফেবু পেইজে গিয়ে গালাগালি দিয়ে আসেন। এতে করে ওর পেজের মেস্বারদের ওর সম্পর্কে জানা হবে এবং তারা সাবধান হবে।