এবার হ্যাকড হয়ে গেল ড্রপবক্স

ফটো শেয়ারিং সাইট স্ন্যাপচ্যাটের পর এবার হ্যাকারদের কবলে পড়েছে জনপ্রিয় ব্যাক-আপ সার্ভিস ড্রপবক্স। সম্প্রতি অজ্ঞাতনামা হ্যাকারদের একটি দল টুইটারে ড্রপবক্স হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে ড্রপবক্স কর্তৃপক্ষ হ্যাকড হওয়ার বিষয়টি অস্বীকার করলেও হ্যাকারদের ঘোষণার পর তাদের ওয়েবসাইট বিকল অবস্থায় পাওয়া যায় বলে মন্তব্য করেছেন কয়েকজন প্রযুক্তি বিশ্লেষক। অনেকটা হঠাৎ করেই ব্রেকিং নিউজের মাধ্যমে অজ্ঞাতনামা (অ্যানোনিমাস) হ্যাকার দল ড্রপবক্স হ্যাক করার ঘোষণা দেয়।

এরপর 'দ্য ১৭৭৫ এসইসি' নামের আরেকটি হ্যাকার দলও টুইটারে ড্রপবক্স হ্যাক করে বলে ঘোষণা দেয়। তবে ড্রপবক্স কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে একটি ব্লগ পোস্টে বলে,‌' আমরা আমাদের সাইটের ব্যবস্থাপনার কাজ করছি। তাই সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে। এ জন্য আমরা সব ড্রপবক্স ব্যবহারীর কাছে ক্ষমা প্রার্থণা করছি।' এসময় যত দ্রুত সম্ভব ওয়েব সাইট ব্যবস্থাপনা শেষ করে গ্রাহকদের ব্যবহার উপযোগী করারও ঘোষণা দেন তারা। উল্লেখ্য, ড্রপ একটি জনপ্রিয় ব্যাক-আপ সার্ভিস। এর মাধ্যমে বিনামূল্যে ছবি, নথিপত্র এবং ভিডিও শেয়ার করা যায়।

টেকনোলোজি এর সব নিউজ এখন আজকের টেকে। বাংলাদেশের একমাত্র সেরা টেকনোলোজি নিউজ পেপার। চাইলে একটু ঘুরে আসতে পারেন। সত্যি ভালো লাগবে। একবার দেখতে যাওয়ার জন্য অনুরধ থাকল।

তথ্যসূত্র: আজকের টেক 

ফেসবুক এ আমি হ্যারি পটার 

Level 0

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস