কম্পিউটার Motherboard এবং Notebook তৈরিতে একটি প্রসিদ্ধ ব্র্যান্ড এর নাম ASUS.
বিশ্ব বাজারে প্রচুর প্রতিকুল অবস্থার মধ্য দিয়েও ASUS 2013 এ তাইওয়ান এর সেরা প্রযুক্তি পণ্য নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাএ।
এক সময়ে PDA(Pocket Digital Assistant) তৈরি করে ASUS শুনাম অর্জন করেছিল। তার ই ধারাবাহিকতায়ে 2013 এ ASUS বাজার এ google Nexus নিয়ে আসে। এবং প্রছুর সফলতা অর্জন করে।
বর্তমানে ASUS ই প্রথম Intel processor দিয়ে 7” Tab বাজারে এনেছে। যেটা অ্যাপলের আইপ্যাডে মিনির জন্য একটি বড় চ্যালেঞ্জ৷ ASUS এর এই ট্যাব টি ASUS FonePad নাম এ বাজার এ পরিচিত।
এতে রয়েছে Intel এর 1.60 GHz Z2460 Atom processor। যা এটিকে দিয়েছে অসাধারণ পারফরমান্স। (বাজারের অন্যান্য ডিভাইস এ ট্যাগরা, ডুয়াল কোর মোবাইল প্রচ্চেসসর এর চাইতে Intel processor এর performance বহুগুন বেশি) এতে আরও রয়েছে Power VR SSGX 540 Graphics আর 7” IPS Display। তাই গেইম খেলা মুভি দেখার জন্য এটি অন্য যে কোন ট্যাবলেটের চেয়ে অনেক বেশি সুবিধাজনক৷
এতে রয়েছে 10 finger touch। তাই অন্যান্য ট্যাব এর তুলনায় এটির touch কয়ালিটি অনেক গুন ভাল। এটি 3G SIM supported। এতে ফোন কলের সুবিধাও রয়েছে। এতে ব্যাবহার করা হয়েছে 4270 mAh এর Li Polymer Battery। তাই এতে চার্জ অন্যান্য ট্যাব এর তুলনাএ অনেক বেশি দীর্ঘস্থায়ি। ইন্টারনেট ব্যবহারকারীরা এতে খুব সহজেই ব্রাউজ, গেম খেলা যায়। এটি আইপ্যাড মিনির মতই পাতলা এবং অ্যালুমিনিয়ামের কাঠামোর।
নিচে এর পুরো specification দেয়া হল।
-3G Internet
-Elegant metallic finish
-7" IPS display with wide viewing angles
-Intel® Atom™ CPU
-Li Polymer battery 4270 mah (up to 9 hours battery life)
-Micro-SD slot for up to 32GB expandibilit
-1GB RAM
-PowerVR SGX540 Graphics
-10 Finger Touch Support
-Sonic Master Audio Technology
-3MP Rear and 1.2MP Front Camera
-3G (HSPA) with phone call option
-WiFi, Bluetooth
-Micro USB, Audio Jack
-Champagne Gold Color
-Weight 340gm
-G sensor, Ambient Light Sensor, E compass sensor, Proximity, GPS & Glonass
-Android Jelly Bean 4.1, Adobe Reader, Microsoft office file.
1 year warranty
এটি বাংলাদেশ এ বর্তমানে সকল IT মার্কেট (IBD, ECS, Chittagong Computer City, Sylhet Modhubon Super Market) এ পাওয়া যাচ্ছে। এর বর্তমান মূল্য ২০,৫০০-২১,০০০ টাকা। Hotline- 01915811255
http://www.youtube.com/watch?v=TuMHScgnRUI
ধন্যবাদ টিউন টি পড়ার জন্নে... 😉
আমি shaon_encode। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 54 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।