প্রযুক্তি কে আরও এগিয়ে নিয়ে যেতে বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছে। মানুষের জীবন যাত্রার মান আরও সহজ করে তুলতে চাইছে বিজ্ঞানীরা। তাই বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে বেশিরভাগ মানুষ এখন ফেসবুক এর পরি আকৃষ্ট। যখন বাড়ির কেউ বাইরে থাকে তখন বাড়ির সকলের মাঝে একটি ভীতি বিরাজ করে। কেমন আছে ? কোন অসুবিধা হল কি না। বিজ্ঞানীরা এই সমস্যা নিরসনে অনেকদিন যাবত কাজ করে চলেছে। তাই তারা এইবার একটি পদ্ধতি আবিস্কার করল যা আপনার আনন্দ সহ প্রযুক্তির আরও এক ধাপ এগিয়ে দিতে সাহায্য করবে।
এইবার বিজ্ঞানীরা আবিস্কার করল নতুন একটি প্লাগিন। যে প্লাগিন টা ব্যবহার করা যাবে শুধুমাত্র আন্ড্রেয়েড এবং আইফোন । জুবি (Zubie) নামের এই প্লাগিন টি শুধুমাত্র গাড়ির কন্ডিশন এবং লোকেশনেই বলে দিবে না। সাথে গাড়ির মালিক চাইলে ফেসবুক এ শেয়ার করতে পারবে।
নিউ ইয়র্ক টাইমস এর মতে, জুবির হার্ডওয়্যার এর বাইরের একটি চিত্র নিউটন আকার "কী"(Key) হয়। কারের ভিতরের প্লাগিন টি OBD-II ডায়াগনিসেস পোর্ট হবে।
99.95 ডলার মূল্য Zubie ইউনিট একটি GPS রিসিভার এবং একটি সেলুলার তথ্য সংযোগ আছে. ড্রাইভার আইফোন বা অ্যানড্রইড ডিভাইসের জন্য একটি Zubie অ্যাপ্লিকেশন ব্যবহার করে তাদের গাড়ির সম্পর্কে তথ্য অ্যাক্সেস করতে পারেন.
গাড়ি টি লোকেশনে শেয়ার করতে পারবে এবং সেটা অটোম্যাটিকলি। এবং সেটা শেয়ার করবে ফেসবুক এ আপনার সেটিং করে দেওয়া গ্রুপে। এছাড়া গাড়ি আপনার অবস্থান নোটিফিকেশন পাঠিয়ে দিবে। আপনার পরিবারের জন্য এটা হতে পারে একটি স্বস্তিদায়ক প্লাগিন।
তথ্যসূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
অনলাইনের সব তরুতাজা খবর জানতে এবং ফ্রীলাঞ্ছিং পরিবারের সাথে যুক্ত হতে চাইলে তাড়াতাড়ি লাইক করুন আমাদের এই পেজটি।
আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন
চাইলে আমার প্রযুক্তি বিষয়ক প্রযুক্তির আলো ব্লগ থেকে একটু ঘুরে আসতে পারেন।
ফেসবুক এ আমি হ্যারি পটার
আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।