-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
অনেক আগে থেকেই ইচ্ছে ছিল ওয়েব ডিজাইন শিখবো। ইচ্ছে পূরন করার জন্য শুরু করলাম আমার মিশন ফর ওয়েব ডিজাইন। ঘাটাঘাটি করতে থাকলাম Online রিসোর্স নিয়ে। ডাউনলোড করলাম বিভিন্ন ইবুক। কিন্তু ইবুক পড়ে বেশি কিছু জানতে পারতাম বলে মনে হতো না। তাই ডাউনলোড করা শুরু করলাম ভিডিও টিউটরিয়াল। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে বসে ফ্রি Slow Wi-fi ব্যবহার করে দিনে ১০০ এমবির ১-২ টা টিউটরিয়াল ডাউনলোড করতেই আমার অবস্থা কাহিল হয়ে যেত । তাই এক সময় টিউটরিয়াল ডাউনলোড এর চিন্তা বাদ দিলাম ।
তেমন কিছুই আর করা হলো না আমার । এরপর ডেভসটিম ইনস্টিউট এর ফেসবুক পেজ থেকে জানতে পারলাম যে তারা প্রফেশনাল ওয়েব ডিজাইন শেখাবে আর এর জন্য লাগবে মাত্র বিশ হাজার টাকা । কিন্তু আমার সাধ থাকলেও সাধ্যের বায়রে ছিল ব্যাপারটা। কারন সময় এবং টাকা কোনটাই আমার অনুকূলে ছিল না । কয়েক মাস কেটে গেলো, ইবুক পড়েই কোন রকমে HTML, CSS এবং Javascript শিখতে লাগলাম । তারপর হঠাৎ একদিন টেকটিউনসে একটা টিউন দেখলাম বিনামূল্যে গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনের ৩৫০ জিবি টিউটরিয়াল দেওয়া হবে । আমি যেন আকাশ থেকে পড়লাম । দেখলাম টিউটরিয়াল পেতে হলে টিউট শেয়ার বিডির ফেসবুক পেজ এ জয়েন করতে হবে । সাথে সাথে সার্চ করলাম কিন্তু গ্রুপ এ একসেস করতে পারলাম না । তখন রাত প্রায় দুইটা, তাই এডমিন এর সাথে যোগাযোগও করতে পারলাম না । সারাটা রাত আমি ঘুমাতে পারিনি । তাই সকাল হতেই কল করি নিলয় ভাইকে (এডমিন) গ্রুপ এ এড করার জন্য । গ্রুপে জয়েন করে জানতে পারলাম কিভাবে টিউটরিয়াল নিতে হবে ।
সাভারে একজন ভলেন্টিয়ার ও পেয়ে গেলাম । খুশিতে তখন আমার পোয়া বারো অবস্থা । সাভারের ভলেন্টিয়ার আব্দুল আজিজ ভাইকে কল দিয়ে টিউটরিয়াল নেয়ার কথা বললাম । আজিজ ভাই সানন্দে রাজি হয়ে গেলেন । কিন্তু বিপত্তি হলো অন্য জায়গায়, আমার Portable Hard Disk মাত্র ১১১জিবি । তাই এতো টিউটরিয়াল্ একসাথে নিয়ে আসা সম্ভব না । আজিজ ভাইকে কথাটি জানালে তিনি Partially টিউটরিয়াল গুলো দিতে রাজি হলেন । আজিজ ভাই আমাকে চিনতোওনা আগে অথচ আমাকে বাসায় নিয়ে গিয়ে ৪ দিনে টিউটরিয়াল গুলো দিয়ে দিলেন (প্রায় ৩১০ জিবি). সব টিউটরিয়াল নিয়ে আমি যেন টিউটরিয়ালের সমূদ্রে ডুবে গেলাম । প্রথম ৩-৪ দিন কিছুই শিখতে পারলাম না কারন দেখতে দেখতেই সময় কেটে গেলো । তারপর শুরু হলো শেখা, কিছু টিউটরিয়াল অনেক ভালো মানের আবার কিছু টিউটরিয়াল খুবই খারাপ মানের । যাহোক বিষয় ঠিক করে একটা একটা করে বেসিক টু এডভান্স লেভেল শেষ করে ফেললাম । যাহোক অপ্রয়োজনে অনেক কথায় বলে ফেললাম, এবার কাজের কথায় আসি.........
বাংলাদেশ একটি অপার সম্ভবনার দেশ, লক্ষ লক্ষ মেধাবী জনশক্তি বাংলাদেশকে সমৃদ্ধ করে রেখেছে । কিন্তু উপযুক্ত শিক্ষা, সঠিক দিক নির্দেশনা, এবং অর্থনৈতিক সমস্যার কারনে আমাদের এই বিশাল জনশক্তি জাতীয় সমস্যায় পরিনত হয়েছে । এই সমস্যা থেকে সমাধানের উপায় হলো আমাদের এই বিশাল জনশক্তির যথার্থ ব্যবহার । বাংলাদেশ বিশ্ব দরবারে যতটা না ভালো কাজের জন্য পরিচিত হতে পেরেছে তার চেয়ে বেশি পরিচিত হয়েছে বাংলাদেশের দুর্নীতির কারনে ।
আজকাল আর মেধা থাকলেই বিশ্ব জয় করা সম্ভব হয়না । অদুর ভবিষ্যতে হয়তো ড: আতিউর রহমানের মতো ব্যক্তি সৃষ্টি হবেনা যারা নিজেদের মেধার শক্তি দিয়ে দারিদ্রকে জয় করে দেশের সর্বোচ্চ ব্যাংকের গভর্নর হবে । কথাটা বললাম এই কারনে যে আমি চোখের সামনে দেখছি হাজার হাজার তরুণ বেকার যুবক যারা মেধা থাকা সত্বেও মামা খালুর অভাবে ভালো কোন চাকরী পাচ্ছেনা । হয়তো আজকাল সততা কে পানির দরে বিক্রি করা যায় । কারন সৎ থাকলে বর্তমান পৃথিবী আপনার জন্য না এমন কথাও শুনা যায় মানুষের কাছ থেকে । তার মানে এই না যে আমরা সৎ থেকে কিছু করতে পারবনা । আমরা সব কিছু্ই পারবো তবে চিন্তাটা একটু ভিন্ন দিকে খাটাতে হবে । কাজী নজরুলের মতো ভাবতে হবে ”থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎ টাকে...........”. অনলাইন দুনিয়াকে নিজের দুনিয়া করে নিতে হবে । সমস্ত বিশ্বটাকে আপনার এলাকা বা মহল্লার মতো ভাবতে হবে তাহলেই আপনি সব কিছু পারবেন । বর্তমান পৃথিবীর সব চাইতে জনপ্রিয় পেশা হলো "Freelancing". আপনার মেধা এবং যোগ্যতার যথার্থ ব্যবহার করতে পারবেন আপনি এখানেই । এখানেই আপনি সৎ থেকে বিশ্বটাকে জয় করতে পারবেন । তবে ক্ষেত্রটা এতোটা সহজ না, এখানে প্রত্যেকটি মুহুর্তেই রয়েছে পিছলে পড়ার ভয় । যথার্থ যোগ্যতার পরিচয় দিতে না পারলে আপনি এখানে টিকতে পারবেন না । কারন এখানে আপনার প্রতিযোগিতা হবে যোগ্য এবং মেধাবীদের সাথে । তাই নিজেকে যোগ্য করেই এই পথে আসতে হবে ।
আমরা ছোটবেলায় যখন রাস্তায় দাড়িয়ে মারবেল খেলা শিখেছি তখন উন্নত বিশ্বে আমাদের সমবয়সীরা কম্পিউটার শিখেছে। আমরা যখন বড় হয়ে কম্পিউটারে টাইপ শিখেছি তখন উন্নত বিশ্বে আমাদের সমবয়সীরা কম্পিউটার প্রোগ্রামিং শেষ করেছে । তাহলে প্রতিযোগিতাটা কোন পর্যায়ের হতে পারে অভিজ্ঞরা হয়তো বুঝতে পারছেন । আপনার এই প্রতিযোগিতায় টিকতে হলে প্রথমেই যেটা দরকার হবে সেটা হলো জানার আগ্রহ, অজানাকে জানার আগ্রহ আপনার জ্ঞানকে করবে সমৃদ্ধ, চলার পথকে করবে মসৃন। প্রথমেই যদি টাকা আয়ের কথা মাথায় রাখেন তাহলে বেশি দুর শিখতে পারবেন না । কারন অল্প জানার পরেই মনে হবে আপনার এখন কাজ করার সময় হয়েছে । যেটা আপনার ক্যারিয়ারকে শেষ করে দিতে পারে । তাই কাজ শুরু করার আগে সবকিছু জেনে তারপর শুরু করতে হবে ।
আপনি যাতে ঘরে বসে কোন প্র্রকার প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়া একজন দক্ষ্য ডিজাইনার বা ডেভেলপার হতে পারেন এই জন্য টিউট শেয়ার বিডি ফ্রি টিউটরিয়াল সরবরাহ করছে । এতো বিশাল টিউটরিয়ালের ভান্ডার যে যদি আপনি তা পুরোপুরি আয়ত্ব করতে পারেন তাহলে আপনাকে ছুঁতে পারার মত মানুষ খুব কম পাওয়া যাবে । টিউট শেয়ার বিডির এই উদ্দ্যোগ সত্যিই তুলনাহীন এবং এই গ্রুপের পরিচালক বৃন্দ দেশের জনশক্তিদের মান উন্নয়নে কাজ করার জন্য জাতীয় পুরষ্কার পাওয়ার দাবিদার ।
==>টিউট শেয়ার বিডি টিউটরিয়ালের এক বিশাল ভান্ডার সরবরাহ করছে। এতে বাংলা এবং ইংরেজি উভয় ভাষার টিউটরিয়াল আছে । মানুষ স্বভাবতই বাংলা টিউটরিয়াল গুলোর দিকে বেশি ঝুকে পড়ছে। সেই সাথে ইংরেজি টিউটরিয়ালগুলোকে অনেকেই অবজ্ঞা করছে। বাংলা টিউটরিয়াল গুলো ভালো মানের কিন্তু আন্তর্জাতিক বিশ্বের বাঘা বাঘা ডিজাইনার এবং ডেভেলপারদের কাছে সেগুলো এতটা Compatitive না। বাংলা টিউটরিয়াল গুলো আমাদের প্রাথমিক জ্ঞান গুলোকে সমৃদ্ধ করবে কিন্তু প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকার জন্য আমাদের অবশ্যই ইংরেজি টিউটরিয়াল গুলো অনুসরন করতে হবে। কোন একটা সাইট একটা টিউটরিয়াল সিরিজ শেষ করেই আমরা অনেকেই মনে করে আমরা মনে হয় সংশ্লিষ্ট বিষয়টা শেষ করে ফেলছি। এই মানষিকতা আমাদের জ্ঞানকে সীমাবদ্ধ করে ফেলছে।
==>টিউটরিয়াল দেখে একটা বা দুইটা প্রজেক্ট শেষ করেই আমরা মনে করি আমরা মনে হয় এখন যেকোন ওয়েব সাইট তৈরী করতে পারবো। যেটা কখনই ভাবা উচিৎ না।
==>অনেকেই বেসিক নিয়ম না জেনে শুধুমাত্র প্রজেক্ট অনুশীলন করে, ফলে জ্ঞানগুলো শুধুমাত্র একটা টেমপ্লেটের মধ্যেই সীমবদ্ধ হয়ে যাচ্ছে। তাছাড়া অন্য কারো ভিন্ন কোডিং দেখলে মনে করে এটা ভুল। কারন সে নির্দিষ্ট কোডিং ছাড়া আর কিছু জানেনা।
==>অল্প কাজ জেনেই কম রেটে বিড করা যা তার নিজের এবং সমস্ত ডিজাইনার এবং ডেভেলপারদের ক্ষতির কারন।
==>যেকোন কিছু শিখতে চায়লে সেটা A to Z এবং Begining to Advance লেভেল কাজ শেখা। এবং সমস্ত নিয়ম গুলো জানা যা আপনাকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কোডিং করতে সহায়তা করবে।
==>একটা বিষয় শেখা শেষ হয়ে গেলে অন্য একটি বিষয় শুরু করা। এমন যাতে না হয় যে আপনি সব কিছু পারেন কিন্তু কোন কাজ ভালো ভাবে পারেন না।
==>ইন্টারনেট থেকে বেশি বেশি রিসোর্স দেখুন এবং কপি পেষ্ট পরিহার করুন। কপি পেষ্ট করার অভ্যাস আপনার দক্ষতাকে কমিয়ে দিতে পারে।
==>সর্বশেষ যা শিখলেন সেটা বার বার চর্চা করা।
আমি আসলে বুঝতে পারছিনা কি লিখবো । টিউট শেয়ার বিডির প্রত্যেকটা মানূষ এতোটা বিশাল হৃদয়ের যে তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমি খুজে পাচ্ছিনা । রাকিবুল হাসান, রনি সাটিয়ার, নিলস নিলয়, শুভ নাসির এবং আমি যার কাছ থেকে টিউটরিয়াল নিয়েছি সেই আব্দুল আজিজ ভাই প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ । কারন যে পরিমান রিসোর্স আপনারা বিনামুল্যে সরবরাহ করছেন সেটা কোন ব্যাক্তির পক্ষে একা সংগ্রহ করা সম্ভব হতো না কারন এতে কয়েক লক্ষাধিক টাকা এবং কয়েক বছর লেগে যাবে । আপনাদের মতো মানুষের জন্যেই হয়তো আমাদের বাংলাদেশ বিশ্ব দরবারে একদিন উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশে পরিনত হবে । আপনাদের সবার মঙ্গল কামনা করি আমি প্রত্যেকটা সময় ।
তবে যে কথাটি না বললেও নয় সেটা হলো এতো মানুষের মাঝে সব সময় আমাকে আশ্চর্য করে রাকিবুল হাসান (কম্পিউটার লাভার) ভাই, একাদশ শ্রেণীর একজন ছাত্র এতোটা এডভান্স হতে পারে আমার জানা ছিলনা । তার একশত তম টিউনের জন্য তাকে অভিনন্দন ।
সেদিন রাকিবুল ভাইয়ের টিউন দেখে আমার এক বন্ধু বলছিলো জ্ঞানী বাচ্চা হলেও তাকে বস মানতে ভালো লাগে । যাহোক, আজকের টিউনটি আমি কাউকে কষ্ট দেয়ার জন্য লিখি নাই । ভুল ত্রুটি হলে এবং কেউ কষ্ট পেলে প্লিজ ক্ষমা করে দিবেন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আর গ্রুপ এ জয়েন করতে চাইলে এখানে ক্লিক করুন।
বি: দ্র: আমি টিউট শেয়ার বিডির ভলেন্টিয়ার হওয়ার কারনে অনেককেই টিউটরিয়াল দিয়েছি । তাদের প্রত্যেককেই কিছু দিন পর পর কল দিয়ে জানতে চাই কে কেমন শিখছে । তাই আমার টিউটরিলটি তাদের উপর ভিত্তি করেই লেখা । তবে এই চিত্র সারা দেশে কমন হতেও পারে । আর একটি কথা, কিছুদিন আগে আমার হার্ডডিস্ক ক্র্যাস করেছিল তখন টিউট শেয়ার বিডির এক ভাই আমার কাছে তার ল্যাপটপ রেখে গিয়েছিল যাতে আমি কষ্ট না করেই ডাটা নিতে পারি (আমি ওই ভাইকে ডাটা দিয়েছিলাম). জয় হোক টিউট শেয়ার বিডি।
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ ফাহাদ ভাই আপনাকে টিউটশেয়ার বিডি সম্পর্কে সুন্দর রিভিউ লিখার জন্য। গ্রুপ এর লিঙ্ক টা টিউনে দিয়ে দিয়েন। https://www.facebook.com/groups/tutsharebd/
আমরা সবসময়ই চেষ্টা করি মানুষকে সাহায্য করতে। আপনাদের সাহায্য পেলে সে চেষ্টা সফল হবে ইনশাল্লাহ।