সঙ্গীতপ্রেমী বন্ধুদের জন্য অসাধারন একটি ওয়েবসাইট ও সফ্টওয়্যার

সঙ্গীতপ্রেমী বন্ধুদের জন্য অসাধারন একটি ওয়েবসাইট

আমার এটা প্রথম পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

গানতো আমরা সবাই কমবেশি শুনে থাকি। আমি এখন এমন একটি ওয়েবসাইটের নাম বলব যা সবার ভালো লাগবে। সবার বলতে মেটালহেড হতে শু্রু করে ফোকফ্যান পর্যন্ত। সেই অসাধারন ওয়েবসাইটটি হল “last.fm”। এখানে আপনি মোটামুটি পৃথিবীর সব মিউজিসিয়ানদের বায়োগ্রাফী, ডিসকোগ্রাফী, গান ডাউনলোড, মিউজিক ভিডিও, সাক্ষাতকার এবং সব ধরনের তথ্য পাবেন। এই সাইটে আপনি সাইন আপ করে আপনার প্রোফাইল তৈরি করুন।

কিন্তু last.fm’র মজা শুধু এটা না। আপনি আসল মজা পেতে হলে সাইট থেকে Last.fm Scrobbler সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। Scrobblerটি আপানার পিসিতে ইন্সটল করার সময় আপনার মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করে দিন। ব্যাস হয়ে গেল। সফ্টওয়্যারটি ওপেন করে Sign In করে নিন। এবার দেখুন আসল মজা।

আপনি আপনার পিসি থেকে যে গান শুনবেন সফটওয়্যারটি গানটি  এবং এর আর্টিস্ট সম্পরকে সব তথ্য আপনার চোখের সামনে হাজির করবে এবং আপনার শোনা গানটি আপনার last.fm’র প্রোফাইলে এড হয়ে যাবে। তখন last.fm আপনার গান শোনার ধরনটি সনাক্ত করবে এবং আপনি যে ধরনের গান পছন্দ করেন ঠিক সে ধরনের আরও কিছু গান ও আর্টিস্টের নাম আপনাকে recommand করবে শোনার জন্য। এই সফ্টওয়্যারটি আপনার গান শোনার ধারাকে এক ভিন্ন মাত্রা যোগ করবে এবং আপনার সঙ্গিতের ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। আরও অনেক মজার Option আপনি সফ্টওয়্যারটিতে পাবেন। সেগুলো নাহয় আপনি নিজেই দেখে নিন।

সাইটটির নামঃ http://www.last.fm

সফ্টওয়্যার লিঙ্কঃ http://www.last.fm/download

ধন্যবাদ।

(বিঃ দ্রঃ Repost হলে দুঃখিত।)

Level New

আমি খোমাবই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি গান প্রচন্দ করি তবে আপনার টিউনটি আমার জন্য না। কারন আমি গানের পাগল নই। গান শুনার জন্য এতো ঝামেলা? মাপ চাই।

    আমি কিন্তু ভা্ই গানের পাগল । আমার কাজে লাগবে সফটয়্যারটা ।

ভাইয়া আপনাকে টেকটিউন পরিবারে স্বাগতম । ধন্যবাদ অসাধারন টিউনের জন্য ।

    সাংঘাতিক ……ব্যবহার করলাম …. জটিল । প্রতিবেদনের জন্য আবারো ধন্যবাদ …

দারুন সফটওয়্যার .. .. ..

ধন্যবাদ ভাই সুন্দর একটা সফটয়্যার দেওয়ার জন্য ।

আপনাকে টেকটিউন পরিবারে স্বাগতম । এবং সফ টা অসাধারন !!

ভাই আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝি নাই। আমার মনে হয় এদিকে কেউই বুঝে নাই। আপনি আমার টিউনটি ভালো করে পড়ুন এরপর কমেন্ট করুন। কমেন্ট যে আপানাকে করতেই হবে এমনতো না। টেকটিউনসে অনেকেই আছে কমেন্ট বাড়ানোর জন্য অহেতুক কমেন্ট করে। না বুঝলে আমি আপনার জন্য আবার নাহয় বুঝিয়ে দিব। দয়া করে প্রত্তেক টিউন পড়ে গঠণমূলক কমেন্ট করুন। ধন্যবাদ।