ব্যাটারীর চ্যাম্পিয়ন ১০টি ল্যাপটপ! এক নজরে দেখে নিন!

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

ল্যাপটপে নির্বিঘ্নে কাজ করতে কে না চায়? তবে অনেক ক্ষেত্রেই এর সাথে অতিরিক্ত ওজনের একটি চার্জার বহন করাটা একটা ঝামেলার ব্যাপার। আবার ল্যাপটপের চার্জও গড়ে তিন থেকে চার ঘণ্টার বেশি নয়। আর যারা চার্জে ল্যাপটপে গেম খেলেন তারা তো জানেনই যে, ১ ঘন্টার অধিক চার্জ থাকে না।  যাদের অধিক সময় ধরে ল্যাপটপে কাজ করতে হয় তাদের জন্যে এটা একটা বড় সমস্যা। তাহলে সেক্ষেত্রে সমাধান কি? সমাধান হল এমন একটি ল্যাপটপ ব্যবহার করা যার রয়েছে অধিক ব্যাটারি লাইফ। এখানে তেমনই ১০ টি ল্যাপটপ নিয়ে আলোচনা করব যাদের ব্যাটারি লাইফ অন্যান্য ল্যাপটপের তুলনায় তুলনামূলক বেশি।

এই ১০ টি ল্যাপটপের প্রত্যেকটিকেই ব্যাটারি টেস্টে মনিটরের ৪০ শতাংশ উজ্জ্বলতায় ওয়াইফাই সংযুক্ত অবস্থায় রেখে পরীক্ষা করা হয়েছে। এদের কয়েকটি বিল্ট ইন ব্যাটারিতেই ভাল কাজ করে। আবার কয়েকটি আলাদা কেনা ব্যাটারিতে ভাল কাজ করে।

১. লেনোভো থিঙ্কপ্যাড এক্স-২৩০

লেনোভো থিঙ্কপ্যাড এক্স-২৩০

একদম অস্বাভাবিক না হলেও লেনোভো থিঙ্কপ্যাড এক্স-২৩০ ল্যাপটপটি বেশ ভাল ব্যাটারি ব্যাকআপ দেয়। ৬ সেলের পূর্ণ চার্জ করা ১২ ইঞ্চির এই ল্যাপটপটি ৬ ঘণ্টা ৫৬ মিনিট ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। যদি ৯ সেলের ব্যাটারি (আলাদা কিনতে হবে) ব্যবহার করেন তবে ১২ ঘণ্টার কিছু বেশি সময় ব্যাকআপ পাবেন। তবে যদি আপনি এর ৬ সেলের ব্যাটারির সাথে একটি শীট ব্যাটারি ব্যবহার করেন তবে তা একত্রে ১৫ ঘণ্টা ২৯ মিনিট ব্যাকআপ দিবে। অন্যদিকে ৯ সেলের ব্যাটারির সাথে একটি শীট ব্যাটারির ব্যবহার আপনাকে দিবে ২০ ঘণ্টা ৪৬ মিনিটের ব্যাকআপ!

২. লেনোভো থিঙ্কপ্যাড টি-৪৩০

ব্যাটারি লাইফের ক্ষেত্রে লেনোভো থিঙ্কপ্যাড টি-৪৩০ ল্যাপটপটি আপনাকে কখনই হতাশ করবে না। কারণ এতে বিল্ট ইন অবস্থায় রয়েছে একটি ৯ সেলের শক্তিশালী ব্যাটারি। যা আপনাকে দিবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটের ব্যাটারি ব্যাকআপ।

৩. লেনোভো থিঙ্কপ্যাড এক্সওয়ান কার্বন

লেনোভো থিঙ্কপ্যাড এক্সওয়ান কার্বন

লেনোভো থিঙ্কপ্যাড এক্সওয়ান কার্বন হচ্ছে এই সিরিজের সবচাইতে পাতলা ল্যাপটপ। এটি ব্যাটারি ব্যাকআপ দিবে ৭ ঘণ্টা ৪৫ মিনিট।

৪. ডেল ল্যাটিচিউড ই-৬৪৩০

ডেল ল্যাটিচিউড ই-৬৪৩০

উচ্চ কার্যক্ষমতার ল্যাপটপগুলোর মধ্যে ডেল ল্যাটিচিউড ই-৬৪৩০ আরেকটি জনপ্রিয় ল্যাপটপ। এটির ডিজাইন যেমন দৃষ্টিনন্দন তেমনি পারফর্মেন্সও দারুণ। অত্যাধুনিক কিবোর্ড, শক্তিশালী কার্যক্ষমতার পাশাপাশি এতে রয়েছে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের নিশ্চয়তা। ৯ সেলের একটি ব্যাটারিতে (বিল্টইন নয়) পরীক্ষা করার পর এটি ১০ ঘণ্টা ৩৭ মিনিটের ব্যাকআপ দিতে সক্ষম হয়।

৫. সনি ভায়ো এসই

সনি ভায়ো এসই

সনি ভায়ো সিরিজের ল্যাপটপগুলোতে সব সময়য়ই ডিজাইনের ওপর বেশ গুরুত্ব দেয়া হয়। সনি ভায়ো এসই ল্যাপটপটিতেও তার ব্যতিক্রম ঘটেনি। ১৫ ইঞ্চি স্ক্রিনের নজরকাঁড়া ডিজাইনের পাশাপাশি এতে রয়েছে সহজে বহনযোগ্যতা। কেননা এটি ওজনে অত্যন্ত হালকা। আলাদা ব্যাটারি শিটের সাথে এটি ৪ ঘণ্টা ১৮ মিনিটের ব্যাকআপ দেয়। তবে সনির নিজস্ব শিট ব্যাটারির ব্যবহারে এটি প্রায় ১০ ঘণ্টা ৩৫ মিনিটের মত ব্যাকআপ দিতে পারে। আর সনির নিজস্ব এই শিট ব্যাটারির দাম পড়বে প্রায় ১৫০ মার্কিন ডলার।

৬. ডেল এক্সপিএস ১৪

ডেল এক্সপিএস ১৪

ওজনে খুব একটা হালকা না হলেও কার্যক্ষমতার বিচারে ডেল এক্সপিএস ১৪ আপনাকে হয়ত হতাশ করবে না। ১৪ ইঞ্চির এই ল্যাপটপটিতে রয়েছে একটি শক্তিশালী ব্যাটারি যার কারণেই এর ওজন কিছুটা বেশি। ডেল এক্সপিএস ১৪ আপনাকে প্রায় ৮ ঘণ্টা ১৪ মিনিট নিশ্চিন্তে কাজ করার নিশ্চয়তা দেবে।

৭.অ্যাপল ম্যাকবুক এয়ার

অ্যাপল ম্যাকবুক এয়ার

নিঃসন্দেহে অ্যাপল ম্যাকবুক এয়ারের মত একটি ল্যাপটপের মালিক হতে চাইবেন যে কেউই। এর অসাধারণ পাতলা ডিজাইন এবং অবিশ্বাস্য হালকা ওজন একে করেছে অন্য যেকোনো ল্যাপটপের তুলনায় স্বতন্ত্র। অনেক প্রতিষ্ঠানই এর ডিজাইন অনুকরণ করতে চেষ্টা করেছে। তবে খুব একটা সফল হতে পারেনি। এর অন্যান্য ঈর্ষনীয় সুবিধার পাশাপাশি এতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের সুবিধা। এটি ৮ ঘণ্টা ১০ মিনিটের মত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

৮. অ্যাপল ম্যাকবুক প্রো (রেটিনা ডিসপ্লে সম্বলিত)

অ্যাপল ম্যাকবুক প্রো (রেটিনা ডিসপ্লে সম্বলিত)

রেটিনা ডিসপ্লে সম্বলিত অ্যাপলের ম্যাকবুক প্রো ল্যাপটপটির বিশেষত্বই হচ্ছে এর অসাধারণ উন্নত ডিসপ্লে। আর অনেকেই ভাবতে পারেন যেহেতু এত উন্নত ডিসপ্লে তাহলে সেটা নিশ্চয়ই খুব বেশিক্ষণ ব্যাটারিতে চলবে না। কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে এটি ৮ ঘণ্টার মত ব্যাটারি ব্যাকআপ দেবে।

৯. তোশিবা পোর্টেজ আর-৮৩৫

 

তোশিবা পোর্টেজ আর-৮৩৫

তোশিবা পোর্টেজ আর-৮৩৫ কে বলা যায় একটি বিজনেস ল্যাপটপ। খুব একটা হালকা না হলেও এর শক্তিশালী বিল্টইন ব্যাটারিতে একবার পূর্ণ চার্জে এটি ৭ ঘণ্টা ৩৫ মিনিটের ব্যাকআপ দিতে পারবে।

১০. এসার এস্পায়ার টাইমলাইনইউ এম৫-৫৮১ টিজি-৬৬৬৬

এসার এস্পায়ার টাইমলাইনইউ এম৫-৫৮১ টিজি-৬৬৬৬

এসার এস্পায়ার টাইমলাইনইউ হচ্ছে আরেকটি অসাধারণ শক্তিশালী ল্যাপটপ। এর ১৫ ইঞ্চির বড় স্ক্রিন, দারুণ গ্রাফিক্স, হালকা ওজন ও দীর্ঘস্থায়ী ব্যাটারি যে কাউকেই আকৃষ্ট করবে। আপনি যদি অনেক বেশি মাল্টিমিডিয়া কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তবে এই ল্যাপটপটি আপনার জন্যে। কেননা এটি আপনাকে ৭ ঘণ্টা ২৯ মিনিটের মত ব্যাটারি সাপোর্ট দিবে।

সাধ এবং সাধ্যের মধ্যে কিনে নিতে পারে ব্যাটারীওয়ালা এইসব ল্যাপটপ গুলো!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার এইচপি প্রবুক ৪৭৪০এস প্রায় ৫ ঘন্টা ৫ মিনিটের মত ব্যাক আপ দেয় । দারুন পোষ্ট করেছেন ভাই ধন্যবাদ ।

bro egulo ki standby time test na kono program ran korechen ???

Idle (without WLAN, min brightness) e jai 10 hour , WiFi Surfing e jai 4hour 38 min , dvd use krle jai 3 hour 48 min er moto ar Load (maximum brightness) e jai 1 ghonta 43 min .

আসলে এগুলো কী নেটবুক / নোটবুক নাকী ..? আমার জানামতে ল্যপটপে ৩-৪ ঘন্টার বেশী ব্যকাপ দেয় না।

আমার Acer Aspire M5-481TG এ মুভি দেখা অবস্থায় ৫.৫ ঘন্টা ব্যাকআপ পেয়েছি। আমি দুইটা মুভি দেখার পরও আরো চার্জ ছিাল। হয়তো আরো আধ ঘন্টা পেতাম। আমি নিশ্চিত হয়েছি এভারেজ ৬ ঘন্টা পাবো।

Level 2

৯ সেলের ব্যাটারি বাংলাদেশে কোথায় পাব? বলতে পারেন? আমার Compacq CQ 42.

Level 0

ম্যাক এয়ার আরো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে.
আমার ম্যাক এয়ার 13 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয়.

Price ta sathe diye dile khub valo hoto….

Vai ami 1ta laptop kinte chai 22-24hajar takar vitor,konta kinle valo hobe janaben ki?Ami valo bujhina laptop ar bepare,janale upokrito hobo.

আপনি বাংলাদেশের অনলাইন শপগুলোতে একটু ঘুরে দেখতে পারেন, তাহলে বাজেট অনুযায়ী কি ধরণের ল্যাপটপ পাবেন সেটার ব্যাপারে আপনার ধারণা হবে। আর এই প্রশ্নটি আপনি টেকটিউনস জ্যাকেটে করতে পারেন, সেখানে আরো এক্সপার্ট রয়েছেন, তারা আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। 🙂