প্রিয় পাঠক ,
সালাম নিবেন। আজকে এমন একটা বিষয় নিয়ে লিখতে চাচ্ছি যা হয়তো আরও অনেক আগে লিখতে পারলে ভাল হত। বেপারটা দিন দিন বেড়েই চলছে।তাই আর চুপ করে থাকতে পারলাম না। বিষয়টা অনেকেই জানেন কিন্তু চুপ করে থাকেন বা অনেকেই জানেনও না। আসল কথায় আসি আপনি যখন google search এ কিছু লিখবেন তা বাংলা আকারে দেখায় কিন্তু সমস্যা এখানে না সমস্যা হল যখন আপনার প্রিয় মা অথবা বাবা বা ভাই বা বোন নিয়ে search করলে এমন কিছু সাইট প্রথমে আসে যা একথায় জঘন্য এবং বিকৃত মস্তিস্কের নিঃসৃত রস।ঐখানে মাকে নিয়ে যে বাজে ভাষায় বাজে এবং জঘন্য গল্প লেখা হয়েছে তা কোন সুস্থ মস্তিস্কের মানুষের পক্ষে পড়া অসম্ভব। অনেকেই এই সাইট গুলোকে চটি সাইট হিসাবে জানেন। এই সাইট গুলো দিনে দিনে জনপ্রিয় হয়ে যাচ্ছে এর সাথে সাথে google search এ প্রথমে এসে যাচ্ছে যা আমাদের বাংলা ভাষার জন্য এবং আমাদের জন্য চরম অপমানের এবং আতঙ্কের। আমাদের দেশে ইন্টারনেট এর ব্যাপক প্রসার ঘটায় অনেক শিশু/কিশোর ইন্টারনেট ব্যবহার করে তাই ভয়টা ঐখানে। এই সাইট গুলো বাচ্চাদের ধ্বংস করে দিবে এবং সাথে সাথে আমাদের সমাজও ধ্বংসের মুখে পতিত করবে। দিনে দিনে ধর্ষণ বেড়ে যাচ্ছে এবং এই সাইট গুলো এর কারন হওয়া স্বাভাবিক। তাই আমাদের সমাজকে রক্ষা করতে, শিশুদের রক্ষা করতে এবং আমাদের শিশুদের দূষণ মুক্ত ইন্টারনেট দিতে চাইলে আমাদের জেগে উঠতে হবে। আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এই সাইট গুলোর বিরুদ্ধে। আমি মনে করি আমরা সহজেই তিনটা উপায়ে প্রতিরোধ করতে পারি।
১. আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমারা এই সাইট গুলো visit করব না এবং অন্যকে visit করতে নিষেধ করব। তাতে এই সাইট গুলোর visitor কমে যাবে এবং google search -এ পিছনে পড়ে যাবে।
২. বাংলায় মা, বাবা কে নিয়ে অনেক বেশি ভাল ভাল পোষ্ট দিতে হবে এবং পোষ্ট গুলোতে বেশি বেশি ক্লিক করতে হবে এবং visitor বাড়াতে হবে। এই ক্ষেত্রে জনপ্রিয় ব্লগ গুলোতে পোষ্ট দিতে পারলে ভাল হয় তাতে হিট বেশি পড়ে।
৩. Google support এ report করে সাইট গুলো বন্ধ করতে পারি। বেশি বেশি report করলে এবং বেশি সংখ্যক মানুষ report করলে কাজটা তাড়াতাড়ি হয়। তাই আসুন আমরা সবাই এই সাইট গুলো সম্পর্কে report করি এবং সাইট গুলো বন্ধ করে দেই। Report করা অনেক সহজ , নিচের লিঙ্কে ক্লিক করে বক্সে ঐ সাইট গুলোর address দিতে হবে।
https://support.google.com/blogger/answer/76314?hl=en&ref_topic=3030094
কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আর এই পোষ্টটা বেশি বেশি promote করুন বা ফেসবুকে শেয়ার করুন এবং মানুষকে এই সম্পর্কে সচেতন করুন। ধনবাদ সবাইকে।
আমি rekha410। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঠিক