ঘটনা শুরু গনিত প্রশ্ন পত্র থেকে...........
ঘুম থেকে আমি দেরি করেই উঠি , উঠেই শুনি আমাকে একজন বলতেছে
"সারাদিন তো ইন্টারনেট চালাইস কিন্তু ইন্টারনেটে যে psc এর প্রশ্ন পাওয়া যায় সেটা বের করতে পারিস না ???"
বসে পরলাম ফেজবুকে কারন আগেই শুনেছি যে ফেজবুকে নাকি jsc এর প্রশ্ন পত্র পাওয়া গেছে ....
খুজলাম কিছু নাম জানা ফেজবুক পেইজ, সেখানে পেলাম গনিত A আর B সেটের প্রশ্ন পত্র. আমি মনে করেছিলাম আসবে না কিন্তু সে গুলই নাকি এসেছে। এই সব প্রশ্ন গনিত পরীক্ষার দুই দিন আগ থেকে পাওয়া গেছে
আসুন দেখি সেই সব লিঙ্কঃ
https://www.facebook.com/BangladeshNiceCountry
https://www.facebook.com/jscssc.suggestion
https://www.facebook.com/allexamsuggetion
এখানের প্রায় সব গুলতেই গনিত আর বাংলা প্রশ্ন দেয়া আছে...............।।
তারপর আসল বাংলা পরীক্ষা..........................
আমি ঘুম থেকে উঠতে না উঠতেই শুনলাম যে বাংলা প্রশ্ন আউট হয়ে গেছে, শুনলাম যে B সেট নাকি আমার এক পরিচিত নিয়ে এসেছে, তাকে নাকি কে প্রতিদিন sms করে পাঠায় কিন্তু সে তাকে চিনে না, আমাকে বলল দেখ তো তুই প্রশ্ন পাও কিনা........
আমি facebook এ বসতে না বসতেই একজনে দেখি স্টাটাস দিছে
"কেউ কি psc এর বাংলা প্রশ্ন পত্র দিতে পারবেন????????"
একজনে সেখানে B সেট প্রশ্ন দিয়েছে, আমি সেটা দেখালাম, প্রশ্ন পাবার পর সেটা বাতাসের বেগে ছড়িয়ে পরতে লাগল, একজন সচেতন মাকে দিলে সে প্রশ্ন টা তত গুরুত্ব দেয় নি, পরে যখন সে জানতে পারে যে সেটাই এসেছে তখন সে কান্নাও করেছে , যাক তার মেয়ের পরীক্ষা ভাল হয়েছে।
এবার আমার কাছে একটা স্কুলের কিছু অভিভাবক এসেছে যে English প্রশ্ন আছে কিনা কিন্তু আমি দেই নি, আজ রাতে যখন নেটে বসি তখন পাই English এর A আর B সেট... যে হারে আউট হওয়া প্রশ্ন কমন পরতেছে তাতে মনে হয় English ও কমন পরবে
এই হল অবস্থা, এখন প্রশ্ন আউট হওয়া মনে হয় পান্তা ভাতের থেকেও সস্তা, পানি ভাত কিনতে টাকা লাগে কিন্তু প্রশ্ন পেতে টাকা লাগে না ফ্রী ই পাওয়া যায় কিন্তু আমাদের শিক্ষা????????????
আগে আমি যখন পরীক্ষা দিয়েছি তখন প্রশ্ন আউট হওয়ার কথা কেউ চিন্তা ও করে নি আর এখন???????????
আমাদের শিক্ষা বোর্ডের কথা বাদ ই দিলাম এরা ভাল হলে কি আর এইসব প্রশ্ন আউট হয়?????? এরা সব জানে কিন্তু জানা সত্ত্বে ও এরা কিছু করবে না।
প্রশ্ন আউট হবে আর সেটা আগের রাতে পাওয়া যাবে, দেশ কত এগিয়েছে
Degital Bangladesh এখন ই হয়ে গেছে...।।
এভাবে যদি চলতে থাকে তবে পরীক্ষার আগের রাতে S.S.C , H.S.C সহ সব ই পাওয়া যাবে, তখন আর কাউকে সারা বছর গাধার মত খাটতে হবে না, পরীক্ষার আগের দিন পরলেই হবে... আফসুস প্রশ্ন পত্র ফাশ করে Fail করা ছাত্র ও গরব করে বলে আমি A+ পাব
আসলেই লজ্জাজনক
আমি ABU JUBAIR MAHIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পিএসসি পরীক্ষার প্রশ্ন এভাবে ফাঁশ হয়ে যাচ্ছে, শিক্ষাবোর্ডের কি আরো সতর্ক হওয়া উচিত না?
https://www.techtunes.io/reports/tune-id/258116